কোন একটি ঘটনা দেখে বা শুনে কোন মানুষ সম্পর্কে ধারণা পোষণ করা ঠিক কি?

in hive-129948 •  9 months ago 

|| আজ ৩ এপ্রিল,২০২৪ || রোজ: বুধবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি।


Source

আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে আমার আজকের একটি ঘটনা থেকে হওয়া অনুভূতি প্রকাশ করবো। আশা করবো আজকের পোষ্ট টি আপনাদের সকলের ভালো লাগবে।
আমাদের বাসাটার রান্নাঘর থেকে উঁকি দিলে রাস্তা দেখা যায়। সেখানে একটা টিসিবির পণ্য বিক্রয় কেন্দ্র রয়েছে৷ তো ইদানীং আমি খেয়াল করছি প্রায় ২ মাস থেকে সেই দোকানে সবসময়ই প্রচুর মানুষের ভীড় হয়। এবং প্রায় প্রতিদিন ই এখানে বেশ চিৎকার চেচামেচি এবং রাগারাগি হয়। সবকিছু আমার বাসা থেকেই দেখা এবং শোনা। সেখান থেকেই আমার অনুমান হয় যে এই দোকানদার বোধ হয় খুব একটা ভালো মানুষ না, একারণেই প্রায় প্রতিদিন ই এমন রাগারাগি আর চিৎকার চেচামেচি শোনা যায়।
ঘটনা আজকের সন্ধ্যার। ঠিক যখন আযান দিবে, তার আগে রান্নাঘরে গিয়েছিলাম একটি কাজ এ। তখন দেখলাম সেই দোকানে দুইটা চেয়ার দুজন বসা আর টেবিলে ইফতারের আয়োজন। ঠিক পাশেই দুইটা রিক্সা দাঁড়া করানো। আমি ভাবিছিলাম যে রিক্সাওয়ালা রা এখানে কেন দাঁড়া করে রেখেছেন, এক্ষুনি তো আযান দিয়ে দিবে৷ ভাবতে ভাবতে সাথে সাথেই আযান দিলো। এবং ওই দোকানে বসা দুইজন ওই রিক্সাওয়ালাদের নিয়েই ইফতার শুরু করলেন। এরপর রাস্তায় যাকেই যেতে দেখেছেন, ওই দুইজন মানুষ বেশ জোরেই ডেকে ডেকে তাদের সাথে ইফতারে অংশ নিতে বলেছেন। আমি বেশ অবাক হয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে উনাদের কাজ দেখছিলাম। প্রায় ১০ মিনিট ওই পথ ধরে কাউকে যেতে দেখলেই ওই দুই ব্যক্তি ইফতারে যোগ দিতে বলছিলেন। না হলেও ১০-১৫ জনকে দাওয়াত দিয়েছেন। এর মাঝে ৫-৬ জন ধন্যবাদ জানিয়েই বিদায় নিয়েছেন। বাকিরা কিছু না কিছু গ্রহণ করেছেন ওদের ইফতার থেকে।
আজকের এই দৃশ্য দেখে আমি ভাবছিলাম এই দৃশ্য দেখার পরেও কি আমি উনাদের সম্পর্কে আগের যে ধারণা সেটাকে প্রাধান্য দিবো, নাকি এই ঘটনার জন্য উনাদের নিতান্তই ভালো মানুষ ই বলবো। তখন একটা বিষয় নতুন করে উপলব্ধি করলাম। যে কোন জিনিসের ই আসলে অনেক দিক ই থাকতে পারে৷ এবং হয়তো বা সবদিকই সাময়িক বা সাপেক্ষিক। কেউই হয়তো একপাক্ষিক খারাপ নন কিংবা কেউই হয়তো একপাক্ষিক ভালোও নন। পরিবেশ, পরিস্থিতিভেদে একই মানুষ ভালোও হতে পারেন আবার খারাপ ও হতে পারেন৷ আজকের সন্ধ্যার ঘটনা থেকে এটুকু আজ আবারো উপলব্ধি করলাম, কোন ব্যক্তি সম্পর্কে খুব ভালো করে না জেনেই কোন একটা ঘটনা দেখে বা শুনে আন্দাজ করে তার সম্পর্কে মনে মনে কোন ধারণা পোষণ করে রাখাটা হয়তো সঠিক নয়। অথচ আমরা অনেক সময় এই ভুলটিই করে থাকি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

কোন একটি ঘটনা দেখে বা শুনে কোন মানুষ সম্পর্কে ধারণা পোষণ করা আমার মনে হয় ঠিক না। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে কোন মানুষের মনের ভিতরের অনুভূতিটা বোঝা যায় না। কোন মানুষকে জানতে হলে তার সাথে গভীরভাবে মিশতে হবে।

Posted using SteemPro Mobile

জি ভাই, একটি ঘটনা কেন্দ্র করে কারোর সম্পর্কে ভালো বা মন্দ ধারণা পোষণ করা উচিত নয়৷ তবুও আমরা হর হামেশা এটাই করে থাকি অনেকেই।

Posted using SteemPro Mobile

আপনার সাথে আমি ও একমত কোন কিছু সম্পর্কে না জেনে ধারণা করা ঠিক নয়। সেটা যাইহোক না কেন। সত্যি আমরা এমন অনেক ভুল বুঝি কারো সম্পর্কে না জেনে খারাপ মন্তব্য করি।আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ আপু। আশা করছি আমরা পরবর্তীতে নিজেদের আটকাবো কোন মানুষ সম্পর্কে গভীর ভাবে না জেনে তার সম্পর্কে কোন ধারণা পোষণ করার থেকে।

Posted using SteemPro Mobile

মানুষের বাহ্যিক রূপ দেখে আসলে তাকে বিচার করা ঠিক না। কারণ একজন মানুষ বাইরে প্রচন্ড রাগী হতে পারে, তবে তার মন মানসিকতা ভালো হতে পারে। আবার একজন মানুষ বাইরে খুব মিষ্টি মিষ্টি কথা বললেও দেখা গেল ভিতরে অন্যরকম ব্যাপার। যাইহোক, যে মানুষটা রাস্তার পাশের গরিব মানুষগুলোকে ইফতার করার সুযোগ করে দিয়েছে, সে নিঃসন্দেহে একজন ভালো মানুষ দিদি।

অথচ এতদিন সেই দোকানের কাউমাউ শুনে শুনে ভাবতাম নিশ্চিত ভাবেই ভালো না বলেই এমন চিৎকার চেচামেচি হয় প্রতিদিন। আসলে যে কি কারণ, সেটা যদিও জানি না আমি।

Posted using SteemPro Mobile

Doller buy sell call 01700817832 doller kinbo 100%
Doller buy WhatsApp 01700817832