|| আজ ১২ মার্চ, ২০২৪||রোজ: মঙ্গলবার ||
হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের সপ্তাহে তামাক পাতার চাষ নিয়ে ১ম পর্ব শেয়ার করেছিলাম। সেটা মিস করে গেলে আমি লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে দেখে নিবেন। আজ শেষ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
১ম পর্বের লিংক :
https://steemit.com/hive-129948/@tithyrani/d9bd6f7c43eb4
আগেই বলে রাখি, তামাকের চাষ নিয়ে আর আগে কোন ধারণা ছিলো না। তবে এবারে শ্বশুড়বাড়িতে গিয়ে খুব কাছ থেকে তামাকের চাষ দেখেছি এবং জেনে নেয়ার চেষ্টা করেছি। তামাকের এই সিজনে সামনা সামনি কাজ দেখে তারই কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যই। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---
এখানে আপনার দেখতে পাচ্ছেন একজন তামাকের পাতা শুকাতে দিচ্ছে। আসলে তামাকের মূল দাম নির্ভর করে কত ভালো ভাবে এই পাতা শুকানো হয়, তার উপর। আর এই কাজটি করার জন্য অনেক পরিশ্রম এর প্রয়োজন হয়। দিনের বেলায় শুকাতে দেয়া আবার আলো কমে আসলে সেগুলোকে আবারো গুছিয়ে তুলে রাখা... বেশ সময়সাপেক্ষ ব্যাপার এটি৷ এছাড়াও এই তামাকের পাতা নিয়ে যারা সরাসরি কাজ করে সীজন ধরে, তাদের গায়ের রঙ ও বেশ কালো হয়ে যায় এর ক্ষতিকর প্রভাবে।
এই ছবিতে দেখা যাচ্ছে রোদ কমে গেলে তামাকের পাতাগুলো কীভাবে সংরক্ষণ করা হয়, সেটা। এভাবে প্রথমে বস্তা বা খড় বিছিয়ে, তার উপর তামাকের পাতাগুলো স্তরে স্তরে বিছিয়ে রাখা হয়৷ যেন বাহিরের রাতের আদ্রতার কারণে তামাক পাতার কোন সমস্যা না হয়।
নিচের ছবিটি দেখলে বা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন কত বড় পুকুর পাড়ের চারদিকে জুড়েই স্তরে স্তরে করে তামাকের পাতা শুকাতে দেয়া হয়েছে। পুকুরটা কিন্তু আক্ষরিক অর্থেই বেশ বড়। তবে একবার চিন্তা করে দেখুন এই বড় পুকুরের চারপাশে এভাবে তামাকের পাতাগুলো সাবধানে বিছিয়ে দিতে কতক্ষণ লাগতে পারে মানুষের পক্ষে!
আগের ছবির মতো করে এবারে দেখা যাচ্ছে কত বিস্তৃত রাস্তার ধারও বাদ যায় নি তামাক শুকাতে দেয়া থেকে.... দুই ধারেই আলাদা আলাদা কাঠিতে সারিবদ্ধ ভাবে শুকাচ্ছে তামাকের পাতা।
এই ছবিটি ঠিক আমাদের বাড়ির সামনের ছবি। এই পাতাগুলো অলমোস্ট রেডি বিক্রির জন্য।আগের ছবির পাতার রঙের সাথে এই ছবির পাতার রঙের পার্থক্য আপনারা সহজেই বুঝতে পারবেন।
এইই ছিলো আমার আজকের পোষ্ট। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি। আর যেহেতু পবিত্র মাহে রমজান মাস শুরু হয়েছে। আপনারা সকলে চেষ্টা করবেন সকলের জন্যই প্রার্থনা করার জন্য। সৃষ্টিকর্তা সকলের উপর রহম করুন। সকলের শুভ বুদ্ধির উদয় হউক।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
VOTE @bangla.witness as witness OR @rme as your proxy
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Posted using SteemPro Mobile
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আগের পর্বগুলো দেখার সৌভাগ্য আমার হয় নাই তবে তামাক পাতা শুকানো এই প্রসেসটা আমি মোটামুটি ভালই জানি কারণ আমাদের এলাকাতে এবং আমার মামাদের তামাক চাষের জমি রয়েছে তারা প্রতিবারই তামাক চাষ করে আর এটা ঠিক বলেছেন যে এটার খারাপ হবে তাহলে মানুষের গায়ের রং খারাপ হয়ে যায়। খুব সুন্দর পোস্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এবারই এত কাছ থেকে দেখা হয়েছে তামাকের চাষ সম্পর্কে। তাই নিজের মতো করে তুলে ধরার চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ আপনার মতামত পোষণ করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তামাক চাষ নিয়ে আপনার প্রথম পর্বটি আমি দেখেছিলাম আজকে আবার শেষ পর্বটি দেখতে চলে এলাম।
প্রথমেই বলি তামাক ভীষন ক্ষতিকর একটি জিনিস যা মানবদেহে স্লো পয়জন হিসেবে কাজ করে। যাইহোক আপনি তামাক শুকানোর থেকে শুরু করে সংরক্ষণ করা সবকিছু বেশ চমৎকার ছবির মাধ্যমে দেখিয়েছেন এবং বেশ গুছিয়ে বর্ণনা করার চেষ্টা করেছেন। অনেক ধন্যবাদ আপু চমৎকার পোস্টটি উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যা ভাই। তামাক চাষে আসলে লাভ টা বেশি। এছাড়া আর কোন ভালো দিক নেই তামাক চাষের। সাথে একটা ভীষণ বাজে নিকোটিনের গন্ধও ছড়ায় এজ তামাক পাতা থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তামাক চাষ সম্পর্কে কিছু জানা ছিল না। আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। আমাদের এদিকে তামাক চাষ করা হয়না। তাই এই সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই বলা চলে। তামাক পাতা সামনাসামনি দেখার খুব ইচ্ছে রয়েছে। তামাক পাতা শুকাতে গিয়ে এর প্রভাবে যেহেতু তাদের গায়ের রং কালো হয়ে যায় তাহলে তো এটি খুবই খারাপ দিক। সারিবদ্ধ ভাবে শুকানোর ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তামাক পাতা শুকানো থেকে সংরক্ষণ পদ্ধতি খুব সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে তুলে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমনকি চারপাশের বেশ গন্ধ ছড়ায় তামাক পাতা আপু। বিশ্রী সে গন্ধ!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তামাক পাতার চাষ আমাদের এলাকায় নেই বললেই চলে তবে আপনার এই পোষ্টের মাধ্যমে তামাক পাতা কিভাবে শুকাতে হয় সে সম্পর্কে কিছুটা ধারণা নিলাম। সারাদিন দিনের আলোয় শুকানোর পরে শেষ বেলায় আবার ঘরে তুলে রাখতে হয় মোটামুটি বেশ পরিশ্রম করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই! তামাক চাষ বেশ পরিশ্রমের ব্যাপার। এটার জন্য সার্বক্ষণ পরিচর্যা লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তামাক পাতার চাষ প্রথম পর্ব আমি দেখেছিলাম আপনার। তবে আমি বিদেশে তামাক চাষ করা দেখেছি। কিভাবে পাতাগুলো শুকিয়ে সংগ্রহ করে তা দেখি নাই। তবে আপনি শ্বশুর বাড়িতে যাওয়ার কারণে খুব কাছ থেকে তামাক পাতা কিভাবে শুকিয়ে নেই তা জেনেছেন তা আমাদের মাঝে তুলে ধরেছেন। তবে আপনার পোস্ট পড়ে জানতে পারলাম যারা তামাক চাষ করে জীবন যাপন করে তাদের গায়ের রং কালো হয়ে যায়। তবে এটি জানি তামাক চাষ করা অনেক কষ্টের। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে তামাক পাতা চাষ করা এর শেষ পর্ব আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আপনি প্রথম পর্বেও কমেন্ট করে বলেছিলেন যে বিদেশে তামাক চাষ আপনি দেখেছেন। তামাক আসলে কোন দিক থেকেই ভালো ফসল নয়। এর অনেক ক্ষতিকারক দিক রয়েছে। তবুও চাষিরা অধিক লাভের আশায় করে থাকেন । আমার যেহেতু এবার খুব কাছ থেকে দেখা হয়েছে করেছি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরার। আপনার মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গল্পের তামাক পাতার চাষ প্রথম পর্ব আমি দেখেছিলাম। তবে আমি কখনো তামাক চাষ সামনে থেকে দেখিনি। আমাদের এদিকে তামাক চাষ করা হয় না। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম তামাক চাষ করা অনেক কষ্টকর। হয়তোবা শ্বশুরবাড়িতে যাওয়ার কারণে আমরা এত সুন্দর একটি পোস্ট দেখতে পারলাম। সত্যিই তামাক পাতা শুকানো এবং চাষ করা খুব কষ্টকর। সত্যিই অবাক করার বিষয় হচ্ছে যারা তামাক পাতা চাষ করে তাদের গায়ের রং কালো হয়ে যায় শুনে। খুব সুন্দর করে তামাক পাতা চাষ শেষ পর্বটি আমাদের মাঝে শেয়ার করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু পুরো পোস্টটির দুটি পর্বই পড়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপু জীবনের প্রথম এই তামাক পাতা দেখলাম। আসলে মানুষ যত সহজে পেয়ে যায়। তবে এই তামাক পাতা সংগ্রহ করা বেশ কষ্টকর।তামাক পাতা শুকাতে শুকাতে তাদের শরীলের রং পুড়ে যায়।তামাক পাতা নিয়ে আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারো এবারে গিয়ে প্রথম এত কাছ থেকে তামাক পাতার চাষ সম্পর্কে জানতে পেরেছি৷ তাই আপনাদের সাথে শেয়ার করলাম যতটুকু জানি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই কথাটা আমার জানা ছিল না দিদি, যে যারা তামাক পাতা নিয়ে নিয়মিত কাজ করে তাদের গায়ের রং কালো হয়ে যায়। কিছু দিন আগে তামাক পাতা চাষের একটা ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম। সেখানে দেখিয়েছিল যে তামাক পাতা কি করে চাষ করা হয়, তারপর কিভাবে প্রসেসিং করে মার্কেট পর্যন্ত পাঠানো হয়। এখানেও কিছু কিছু প্রসেস দেখতে পেলাম সেরকম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এবার সামনা সামনি জানার সুযোগ পেয়ে যতটুকু পারি জেনে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit