|| প্রতিযোগিতা-৫০ || আমিই সেই অসম্পূর্ণ ! আমিই ভালোও বটে , আমি খারাপও ||

in hive-129948 •  11 months ago 

|| আজ ৩ জানুয়ারি ২০২৪ || রোজ: বুধবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি।আজ আপনাদের সামনে হাজির হয়েছি এবারের আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ এর পোস্ট নিয়ে। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন।




"আমার বাংলা ব্লগ" এমনই একটি প্লাটফর্ম, যেখানে কিনা প্রতিটি সদস্যই প্রতিনিয়তই তাদের ক্রিয়েটিভিটির প্রকাশ করে থাকেন। সদস্যদের ক্রিয়েটিভিটি প্রকাশের জন্য কমিউনিটির এডমিন-মডারেটরদের সকলে মিলে সময়ে সময়ে এমন অনেক প্রতিযোগিতার বিষয় ভেবে বের করেন! আর আমরাও দেখতে পাই সদস্যদের দারুণ দারুণ ক্রিয়েটিভিটি। তেমনি, চলমান প্রতিযোগিতার বিষয়টি ভীষণ ইউনিক লেগেছিলো যখন এনাউন্সমেন্ট এ আসলো। তবে এবারের প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করবো,সত্যি কথা বলতে, এমন ভাবনা প্রথমে খুব একটা আসে নি। কারণ, এবারের প্রতিযোগিতার বিষয়টি মজার এবং ইউনিক হলেও ছোটবেলাতেও আমার কখনো-" যেমন খুশি তেমন সাজো" প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয় নি। আর এমনিতেও মেকাপ এর প্রতিও আমার কোন টান নেই, তাই তেমন উপকরণ ও নেই হাতের কাছে। তাই এবিষয়ে খুব একটা ভাবি নি। তবে বাকি সদস্যদের অংশগ্রহণ দেখে এবং ভাগ্যক্রমে প্রতিযোগিতার সময় বাড়ানোর ফলে ভাবলাম এবার তবে অংশগ্রহণ এর একটা চেষ্টা করেই দেখি।


এবারে মাথায় ঘুরতে থাকে কী করবো, কী সাজবো! ভাবতে ভাবতেই মনে হলো, চীনের একটি শব্দ বেশ প্রচলিত, " Yan-Yang" যা আসলে একটি দর্শন। যেমনটি নারী ও পুরুষ একে অপরের পরিপূরক এবং একে অন্যকে ছাড়া অসম্পূর্ণ! ঠিক যেমন আলো ছাড়া ছায়ার দেখা মিলে না। ঠিক তেমনি, এই পৃথিবীতে সবকিছুরই পরিপূরক রয়েছে। পৃথিবীর কোন কিছুই যেন এবসোলিউট নয়, খুঁতবিহীন সত্য কেউই নয়, কিছুই নয়! মানুষও ঠিক তেমন! এই যে আমি- আমি হয়তো কারো কারো কাছে খুবই ভালো। তারা হয়তো জানে না, আমারো অন্ধকার কোন দিক রয়েছে। বা, হয়তো কোন খারাপ মানুষ বলে যে মানুষ টি পরিচিত, সেই মানুষ টারও কোন না কোন ভালো দিক রয়েছে, যেটি আবার সবাই জানে না! আমরা বেশিরভাগ সময়ে এক পাশটিই দেখি, দেখে খুব দ্রুত বিচার করে ফেলি! অথচ, ভালো যেমন থাকে, ভালোর সাথে সাথেই খারাপও কিছু থাকে! আলো যেমন থাকে, আলোর পিছে পিছে অন্ধকার ও থাকে। আলো যেমন সত্য- ততটাই সত্য তার পিছের অন্ধকার টাও। এই জিনিসটিই আমি আমার যেমন খুশি তেমন সাজো তে ফুটিয়ে তুলতে চেয়েছি। তো চলুন, আর কথা না বাড়িয়ে, সাজের দিকে চলে যাই:-

উপকরণ :-

  • সাদা ও কালো পোষ্টার রং
  • ব্রাশ/তুলি
  • কাজল


ধাপ-১ :

প্রথমে আমি একটি কাজলের সাহায্যে মুখের কিছুটা অংশ ভাগ করে নিলাম।



ধাপ-২ :

এবারে আমি ধাপে ধাপে মুখের কম অংশটি তুলির সাহায্যে কালো রঙ করে নিবো। এটি আমার খারাপ দিকের প্রতিচ্ছবি হিসেবে আমি কালো রঙ করে নিচ্ছি।



ধাপ-৩ :

এভাবে ভ্রু এর অংশটুকু ছাড়া আমি এক পাশ আগে ভালো করে কালো রঙ করে নিয়েছি।


ধাপ-৪ :

এবারে কালো রঙ এর পাশে সাদা রঙ এর বর্ডার করে নিলাম আগে।


ধাপ-৫:

এবারে ধীরে ধীরে মুখের বাকি অংশটুকু আমি তুলির সাহায্যে সাদা রঙ এ রাঙিয়ে দিয়েছি। এই অংশটি ভালোর প্রতীক।



ধাপ-৬:

এবারে ভ্রু এবং চোখের পাপড়ির অংশটুকু আমি বিপরীত রঙ এর সাহায্যে রাঙিয়ে দিয়েছি। অঅর্থাৎ সাদা রঙের দিকের ভ্রু এবং চোখের পাতাতে কালো রঙ, এবং কালো রঙের মুখের দিকের ভ্রু আর চোখের পাপড়ি সাদা রঙ দিয়ে রাঙিয়ে দিয়েছি। ওই যে বললাম, কোন কিছুই ১০০ ভাগ ভালো না, ১০০ ভাগ খারাপ না, কিংবা কোন কিছুই ১০০ ভাগ পবিত্রও না। কোন কিছুই একা একা ১০০ ভাগ সম্পূর্ণও না। এই সামান্য অংশটুকুতে বিপরীত রঙ করে আমি এইটিই বুঝাতে চেয়েছি।



এভাবেই আমার সাজ কমপ্লিট করেছি আমি। যার মূল প্রতিপাদ্য - আমিই সেই অসম্পূর্ণ! আমি ভালোও বটে! আমি খারাপও! তবে আমি ১০০ ভাগ পরিপূর্ণ নই। আমি ১০০ ভাগ ভালো নই আবার আমি ১০০ ভাগ খারাপও নই! আমার মাঝেই আশা করেছে, আছে নিরাশাও। আমার মাঝেই আলো রয়েছে, সাথে অন্ধকারও আছে বৈ কি!

ফাইনাল লুক :-





এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সাজুগুজু টা কিন্তু দারুণ হয়েছে আপু। আমি তো প্রথমে বুঝতে পারছিলাম না প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এভাবে সেজে। দুই কালারের মিশ্রণে মুখের আবরণ রঙিন করেছেন তাই দেখতে বেশ ভয়ানক লেগেছে। যাই হোক কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে খুশি হলাম।

আপনার কাছে ভয়ানক লাগলো ভাই! আমি কি মোটেও ভয় দেখাতে চাই নি!

Posted using SteemPro Mobile

সত্যি চমৎকার আপু। প্রত‍্যেকটা মানুষের যে দুইটা ভিন্ন দিক আছে দুইটা আলাদা স্বত্বা আছে এটা এভাবে ব‍্যাখ‍্যা করার জন্য। খুব চেষ্টা করলেও কিন্তু একটা মানুষের শতভাগ জানা সম্ভব হয়ে উঠে না। ব‍্যাপার টা এইরকমই। আপনি যেভাবে এটা সেজে করে দেখালেন বেশ ভালো লাগল। ধন্যবাদ আপু আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

কী জানি ভাই! ছাতা মাথা কী করেছি! আইডিয়াটা মাথায় ঘুরছিলো, তাই চেষ্টা করেছি মাত্র। আপনার কমেন্ট টি পড়ে ভালো লাগলো ভাই! ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণটা আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে ভালো লেগেছে আপনি যে কনসেপ্ট এর উপর কাজ করেছেন। ইউনিক একটা কনসেপ্ট ছিল একটা মানুষের মধ্যে দুইটা সত্তা।