l
এইটা হলো আমাদের ড্রাগন বাগানের ফল। ড্রাগন ফল আমার সব থেকে প্রিয় একটি ফল। ড্রাগন একটি গ্রীষ্মকালিন ফল। ড্রাগন ফলের বিভিন্ন রকম কালার হয়ে থাকে যেমন, লাল ড্রাগন, হলুদ ড্রাগন এবং সাদা ড্রাগন ইত্যাদি....
ড্রাগন ফলের অনেক উপকারিতা আছে যেমনঃ
১। ড্রাগন ফল ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে
২। ড্রাগন ফল হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে
৩। ড্রাগন ফল কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে
৪। ড্রাগন ফল চুল পরা রোধ করে
৫। চোখের দৃষ্টি শক্তি উন্নতি করতে সাহায্য করে ইত্যাদি।
উক্ত এই ফলটির ছবি আমাদের ড্রাগন বাগান থেকে তুলেছি। ড্রাগন ফল যখন পেঁকে যাওয়ার সময় হয় তখন তার একাংশ আগে লাল বর্ণ হয়ে থাকে। পরবর্তী দুই দিনের মধ্যে সম্পূর্ণ কালার ফিরে আসে। আমার পোস্ট পড়ে ভালো লাগলে অবশ্যই একটি ভোট দিয়ে পাশে থাকবেন।। ধন্যবাদ