📸 অনেকদিন পর কিছু ফটোগ্রাফি করলাম 📸 | POV Street Photography

in hive-129948 •  3 years ago 

হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম ।
আজকে অনেকদিন পর স্টিমিট এ পোস্ট করতে আসছি,
প্রায় দু বছর থেকে আমি এখানে(স্টিমিট) কিছু পোস্ট করেনি, এর আগে নিয়মিত পোস্ট করতাম

গতকাল রাতে স্টিমিট এ আমার বাংলা ব্লগ দেখলাম, যেটা দেখে খুবই ভালো লাগলো । তাই ভাবলাম আজকে একটা পোস্ট করি ।
গত সপ্তাহে মোহাম্মদপুরে ঘুরে ঘুরে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেটা নিয়েই মূলত আজকের আমার এই পোস্ট

আসুন দেখি আমার তোলা ফটোগুলোই, কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো, বা কোন সাজেশন থাকলে জানাবেন

ক্যামেরা ব্যবহার করেছি ফুজিফিলম XT200

ফটোগ্রাফি-১

DSCF0923.jpg


ফটোগ্রাফি-২

DSCF0926.jpg


ফটোগ্রাফি-৩

DSCF0928.jpg


ফটোগ্রাফি-৪

DSCF0910.jpg


ফটোগ্রাফি-৫

DSCF0970.jpg


ফটোগ্রাফি-৬

DSCF0931.jpg


ফটোগ্রাফি-৭

DSCF0935.jpg


ফটোগ্রাফি-৮

DSCF0946.jpg


ফটোগ্রাফি-৯

DSCF0921.jpg


ফটোগ্রাফি-১০

DSCF0913.jpg


ফটোগ্রাফি-১১

DSCF0939.jpg


ফটোগ্রাফি-১২

DSCF0962.jpg


ফটোগ্রাফি-১৩

DSCF0966.jpg


ফটোগ্রাফি-১৪

DSCF0919.jpg

আর এই ফটো গুলোর পিওভি ( ছবিগুলো কিভাবে তোলা হয়েছে ) চাইলে দেখে আসতে পারেন, ভিডিও ইউটিউবে আপলোড করা আছে ।

ভাল থাকবেন সবাই, আর খুব শীগ্রই আবারও আসছে নতুন ফটোগ্রাফি পোস্ট বা নতুন কিছু নিয়ে

👉 বিশেষভাবে ধন্যবাদ সকল বন্ধুদের যারা এই পোস্টকে সমর্থন করছেন💗🌹💗🌹💗

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে আপনি আমার বাংলা ব্লগের গাইডলাইন ফলো করেন নি। আপনি ইন্ট্রোডিউস পোস্ট এবং এবিবি স্কুল এর মাধ্যমে একজন ভেরিফাইড সদস্য হিসেবে এই কমিউনিটিতে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ।

ধন্যবাদ ভাই,
আমি আসলে গ্রুপে নতুন
গ্রুপ এর গাইডলাইন সম্পর্কে কোন আইডিয়া নাই
Discord মাত্র জয়েন করেছি, গাইডলাইন অনেক খুঁজেছি কিন্তু পাই নাই

সমস্যা নেই ভাই খুব শীঘ্রই আপনি গাইডলাইন পেয়ে যাবেন এবং কিভাবে আমার বাংলা ব্লগের সদস্য হতে হবে সেটাই জানতে পারবেন ধন্যবাদ।

সত্যিই ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। প্রশংসা না করে থাকতে পারলাম না। প্রত্যেকটা ছবি খুব চমৎকার ভাবে ক্যাপচার করেছেন।

ধন্যবাদ ভাই, চেষ্টা করব নিয়মিত পোস্ট করার
দোয়া করবেন 🧡

আপনি খুবই চমৎকার একটি ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন এভাবে চেষ্টা করতে থাকুন প্রতিনিয়ত সুন্দর ফটোগ্রাফি করার জন্য। খুব দ্রুতই আপনি একজন দক্ষ মাপের ফটোগ্রাফার হতে পারবেন বলে আশা রাখি।

ধন্যবাদ ভাই,
চেষ্টা করছি ভালো ছবি তোলার জন্য
🙂🙂🙂

আপনিতো খুব সুন্দর ফটোগ্রাফি করেন দেখছি। একদম প্রফেশনালদের মত করে ফটোগ্রাফি করেছেন। আমি তো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু, চেষ্টা করব নিয়মিত পোস্ট করার
দোয়া করবেন

আপনি অনেকগুলো ফটোগ্রাফি একসাথে শেয়ার করেছেন। দেখে বেশ ভালো লাগলো। নিম্ন শ্রেণীর মানুষদের ছবিগুলো বেশ চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। তবে ছবির সাথে মিলিয়ে ধাপগুলো মনে হয় একটু কম বর্ণনা করেছেন। আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ আপু, কমেন্ট করার জন্য এবং খুব ভালো পরামর্শ দেওয়ার জন্য
পরবর্তীতে ইনশাআল্লাহ চেষ্টা করব ফটো ক্যাপশন গুলো বিস্তারিত দেয়ার

আপনার শহুরে জীবনের অসাধারন কিছু ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। খুব সুন্দর ছবি তোলেন আপনি। ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। সাথে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ধন্যবাদ ভাই, কমেন্ট করার জন্য ❤

আপনার ফটোগ্রাফি গুলো অত্যন্ত চমৎকার হয়েছে ভাই, আপনার ফটোগ্রাফিতে অনেকগুলো টেংরা মাছে দেখে ভীষণ ভালো লাগলো। টেংরা মাছ আমার খুব প্রিয় মাছ। আর তাই আপনার পোস্টে এতগুলো টেংরা মাছ দেখে খুবই ভালো লেগেছে। এছাড়াও আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাই, কমেন্ট করার জন্য ❤
টেংরা আমারও অনেক পছন্দের মাছ,
দোয়া করবেন, চেষ্টা করবো নিয়মিত পোস্ট করতে

আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম বিশেষ করে প্রথম নাম্বার ফটোগ্রাফি টা আমার কাছে বেশি ভালো লেগেছে। খুবই সুন্দর ভাবে আপনি উপস্থাপনা করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই, কমেন্ট করার জন্য ❤, চেষ্টা করবো নিয়মিত পোস্ট করতে,
দোয়া করবেন

ফটোগ্রাফি অনেক দিন পর করলেও ছবি গুলো দারুণ তুলেছেন। সত্যি এক কথায় অসাধারন ছিলো ভাই। দারুণ লেগেছে আমার কাছে।

ধন্যবাদ ভাই,
চেষ্টা করব নিয়মিত পোস্ট করার
দোয়া করবেন ❤🧡💛

চমৎকার কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদেরকে উপহার দিলেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে টেংরা মাছের ফটোগ্রাফি এবং রিকশাচালকের ফটোগ্রাফি গুলো অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ ভাই, কমেন্ট করার জন্য ❤,
দোয়া করবেন, চেষ্টা করবো নিয়মিত পোস্ট করতে

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি তুলেছেন ভাইয়া। প্রতিটি ছবি অনেক সুন্দর দেখতে লাগছে। ফুলও মাছের ছবিটি দেখতে পেরে অনেক ভালো লেগলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ আপু
কমেন্ট করার জন্য
🙂

ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ ভাই। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন আপনি। আপনি এই ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনি এই কমিউনিটির নিয়মকানুন মেনে আমাদের সাথে কাজ করবেন সেটাই আশা করছি।

হ্যালো @touhidalam69
শুরুতেই এইধরনের পোস্ট আমার বাংলা ব্লগে গ্রহণযোগ্য না। আপনাকে আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে,

আমার বাংলা ব্লগে পোস্ট করতে হলে, সর্বপ্রথম একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে।
আর অবশ্যই পোস্ট বাংলাতে হতে হবে।

পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ আপনার ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে আরও তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। আপনাকে সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে আবার পোস্ট করতে হবে। আপনার পোস্টে রেফারার সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই।
👇
তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের কমিউনিটি Discord এ জয়েন থাকুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
Discord link : লিংক ঃ https://discord.gg/tKYdf9GN

নিচের লিংক টি ক্লিক করে দেখে নিতে পারেনঃ আমার বাংলা ব্লগ এর সর্বশেষ আপডেট নিয়মাবলী
👉 [লিংক] ঃ https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

সত্যিই আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। আপনার আলোকচিত্র গুলো খুব অসাধারণ। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে ছবিগুলো তুলেছেন‌। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।