সূর্যাস্তের ছবি। @tuhin002

in hive-129948 •  2 years ago 
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। মানুষ ইচ্ছা করলেই অনেক কিছুই পারে। কোন কিছু অসাধ্যকে সাধন করতে হলে তার ইচ্ছাশক্তি যথেষ্ট। আমার বাংলা ব্লগ অনেক কিছু শিখিয়েছে। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আজকে আমি ব্যতিক্রমী একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শেয়ার করব পেস্টেল কালার দিয়ে তৈরি সূর্যাস্তের ছবি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাই সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ....

সূর্য অস্তের ছবি

IMG_20230318_131315.jpg
captured by @tuhin002

ডিভাইস - poco M2

প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন ধরনের পোস্ট গুলো আমি আপনদের সামনে উপস্থাপন করলেও অয়েল পেস্টেল কালার দিয়ে অনেকদিন কোন কিছু তৈরি করা হয়নি। আপনি যখন কোন কাজের সাথে জড়িয়ে থাকবেন। একটু লক্ষ্য করে দেখবেন ওই কাজ যদি আপনি না করেন তাহলে আপনার ভালো লাগবে না।বেশ কিছুদিন অয়েল পেস্টেল কালার দিয়ে কোন কিছু তৈরি না করার ফলে মনে হয়েছিল কিছু যেন একটা অনেকদিন করা হয়নি। আর যে কোন কিছু ভাললাগা থেকেই শুরু হয়। প্রথম দিকে যদিও আমার অনেকটা বিরক্ত লাগত কিন্তু এখন এগুলো তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তবে আমার একটু সময় লেগে যায় এটি তৈরি করতে আমার অনেক সময় ব্যয় করতে হয়েছে। কথায় বলে কষ্ট করলে কেষ্ট মেলে।
প্রয়োজনীয় উপকরণ সমূহ ।
IMG_20230318_102937.jpg
ক্রমিক নম্বরউপাদান
সাদা কাগজ।
কাটা কম্পাস।
অয়েল পেস্টেল কালার।
পেন্সিল।
রাবার।
স্কেল।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230317_144815.jpgIMG_20230317_145124.jpg
প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। সাদা কাগজের উপরে লম্বা হবে একটি দাগ কেটে নিয়েছি। এবং কাটা কম্পাস দিয়ে সূর্যের একটি শেপ দিয়েছি।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230317_145414.jpgIMG_20230317_145729.jpg
পেন্সিল দিয়ে আমি সূর্যের যে শেপ দিয়েছিলাম। অবশেষে চারপাশে হলুদ পেস্টেল কালার দিয়ে সুন্দর করে ঘষে সূর্য তৈরি করে নিয়েছে ।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230317_150315.jpgIMG_20230317_150706.jpg
এই ধাপে আমি যখন সূর্য অস্ত যাই তখন সূর্যের একটা লাল আভা তৈরি হয় আকাশে। আমি ওই লাল আকাশের আভা তৈরি করার জন্য এখানে লাল পেস্টাল কালার দিয়ে ওই আভাটি তৈরি করে নিয়েছে ।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230317_151020.jpgIMG_20230317_191906.jpg
এই ধাপে আমি একটি নদী তৈরি করেছি। নদীর কিনারায় একটি বারান্দাও তৈরি করে নিয়েছি ।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230318_095042.jpgIMG_20230318_095629.jpg
এই ধাপে আমি বারান্দাটি সম্পূর্ণ করেছি এবং গ্রিল তৈরি করার জন্য পেন্সিল দিয়ে নকশা একেঁ নিয়েছি ।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230318_100306.jpgIMG_20230318_100626.jpg
গ্রিলের পাশে তিনটি খুঁটি এঁকে নিয়েছি। এবং এই খুটি গুলো অয়েল পেস্টাল কালার দিয়ে রং করে নিয়েছি। এখানে আমি কাঠের তৈরি বারান্দায় এঁকে নিয়েছি।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230318_100929.jpgIMG_20230318_101054.jpg
এ ধাপে আমি নদীর কিনারায় দুইটি পাহাড় এঁকে নিয়েছি। পাহাড় গুলো অনেকটা বক্র আকৃতির মতো করে একে নিয়েছি।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230318_101904.jpgIMG_20230318_102457.jpg
পাহাড়ের পাশে আমি একটি ডালের ছবিকে নিয়েছি। সূর্যের আলোতে পাহাড়ের একটি প্রতিচ্ছবি এঁকে নিয়েছি নদীর বুকে। সূর্যের আরেক পাশে কিছু পাখি একেঁ নিয়েছি ।

তৈরি প্রক্রিয়া।

IMG_20230319_082636.jpgIMG_20230319_083029.jpg
এই ধাপে আমি পাতা গুলোকে পেস্টাল কালার দিয়ে একটু গাঢ় করে নিয়েছি এবং পাহাড় গুলোকেও ওই একই ভাবে একটু গাঢ় করে নিয়েছি। এবং আমার হাতে সিগনেচার নিয়েছি ।

তৈরি প্রক্রিয়া শেষ ধাপ।

IMG_20230318_130630.jpg
এ ধাপে আমার হাতে সিগনেচার সম্পূর্ণ করেছি। এবং সূর্যাস্তের সম্পূর্ণ ছবিটি তুলেছি।
IMG_20230318_131315.jpg
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর
ফটোগ্রাফি সূর্য অস্তের ছবি ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20221018_140222.jpg

আমি তুহিন ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব অসাধারণ একটি আর্ট করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

সত্যি ভাইয়া অসাধারণ একটি দৃশ্য প্রস্তুত করে আমাদের মাঝে প্রদর্শন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে।। সূর্য ডোবার এমন দৃশ্য দেখতে কান্না ভালো লাগে বিশেষ করে সূর্য এবং পশ্চিম আকাশটার রক্তিম আভায় আলোকিত করেছেন যার জন্য দেখতে আরো বেশি সুন্দর দেখাচ্ছে।।
চিত্রের ধাপ গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা।।

ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

নিজের ক্রিয়েটিভিটি শেয়ার করার উপযুক্ত একটি মাধ্যম হলো আমার বাংলা ব্লগ। আপনার আর্ট কিন্তু সুন্দর হয়ে। খুব সুন্দর করে সূর্যাস্তের মোমেন্ট আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন 🌼

আমি চেষ্টা করেছি আর্টের মধ্য দিয়ে সূর্যাস্তের ছবিটাকে ফুটিয়ে তোলার জন্য।

মোম রং দিয়ে সূর্যাস্তের ছবি খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন ।সূর্যাস্তের সময় পশ্চিম আকাশ লাল আভায় পরিণত হয় ।তখন চারপাশ মনে হয় যেন রঙিন হয়ে আছে। এরই সুন্দর ছবি আপনি রং করার মাধ্যমে তুলে ধরেছেন যা দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনার সূর্যাস্তের দৃশ্য গুলো চমৎকার হয়েছে। নদীর কিনারায় দুটি পাহাড় আঁকাতে সৌন্দর্য অনেক বেড়ে গেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনার সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু।

সূর্যাস্তের খুবই চমৎকার একটা চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রতিনিয়ত আপনার অংকন করা চিত্রের উন্নতি হচ্ছে। গাছের ডাল দেবার কারণে এই চিত্রটি আরো সুন্দর হয়েছে।

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্য করার জন্য।

আপনি খুব অসাধারণ একটি আর্ট করেছেন। দেখতে খুব সুন্দর লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

আমার আর্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

কমিউনিটিতে এখন সকলেই অঙ্কন করায় অনেক বেশি পারদর্শী হয়ে গিয়েছে যেটা সকলে সুন্দর সুন্দর অঙ্কন দেখলেই বোঝা যায়। আপনার সূর্যাস্তের এই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

মোম রং দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে সূর্যাস্তের আর্ট করেছেন। এরকম আর্ট গুলো করতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। যেহেতু মোম রং দিয়ে আর্ট করেছেন তাই খুবই ভালো লাগছে দেখতে। সত্যিই আপনি অনেক দক্ষতা স্বরূপ এই কাজটি সম্পূর্ণ করেছেন যা দেখে বুঝতে পারছি। আপনার দক্ষতার প্রশংসা কিভাবে করব বুঝতে পারছি না ভালই লাগছে দেখে।

এ ধরনের আর্ট গুলো আপনার ভীষণ ভালো লাগে এটা জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

সূর্যাস্তের দৃশ্য দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর একটি সূর্যাস্তের পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং টি আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি সূর্যাস্তের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।

গঠন মূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। যেটা প্রতিনিয়ত করে থাকি তার পাশাপাশি ফটোগ্রাফি করে থাকি। আপনি খুব সুন্দর করে সূর্যাস্তের মুহূর্ত অংকন করে ফুটিয়ে তুলেছেন সত্যি মুগ্ধ হলাম।

সূর্যাস্তের মুহূর্তটা উপভোগ করতে আমি খুবই পছন্দ করি। যেটা প্রতিনিয়ত করে থাকি তার পাশাপাশি ফটোগ্রাফি করে থাকি। আপনি খুব সুন্দর করে সূর্যাস্তের মুহূর্ত অংকন করে ফুটিয়ে তুলেছেন সত্যি মুগ্ধ হলাম।

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

ভাইয়া রং পেন্সিল দিয়ে খুব সুন্দর একটি সূর্যাস্তের চিত্র অঙ্কন করেছেন। যা দেখে আমাদের অনেক ভাল লেগেছে। বারান্দাটি এবং বারান্দার গ্রিল,খুটিঁ গুলো অনেক সুন্দর হয়েছে। সব মিলিয়ে অসাধারন একটি চিত্র আমাদের মাঝে উপহার দিয়েছেন। ধন্যবাদ ভাইয়া

আমার সূর্যাস্তের চিত্র অংকনটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাই মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। আপনার অনেকদিন পর করা পেস্টেল কালার দিয়ে তৈরী সূর্যাস্তের ছবিটা অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন,আঁকা দুটোই অনেক সুন্দর হয়েছে ভাই।