একগুচ্ছ অনু কবিতা।

in hive-129948 •  3 months ago 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমি @tuhin002
from Bangladesh
২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ।

১১ জামাদিউল সানি১৪৪৫ হিজরি, ১৪ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।



বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যগন, সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।


Pink Yellow Blue Bold Nature Photo Spring Season Message Facebook Post_20241112_101804_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি


🥀এক গুচ্ছ অনু কবিতা।🥀


লেখক:- @tuhin002

অনু কবিতা-১

গহীন অন্ধকারে কাটে দিনের উজ্জ্বলতা
মানুষের চাওয়াটা খানিকটা পরিবর্তন।
সময়টা খারাপ হয়ে গিয়েছে অনেক
তাইতো পরিবর্তনের হাওয়া বয়তে চলছে।

অনু কবিতা-২

সময়ের ব্যাবধানে আপন হয় পর
কেউ বলে তাতে কি পর হবে আপন।
রক্তের বাঁধন ছিন্ন করা মানুষের আর
যায়না বোঝা এখন আর দেখে তার রুপ।

অনু কবিতা-৩

কালো মেঘের আড়ালে সূর্য ঢলে পড়ে
কখন আসবি বাতাস ভেসে যাযে মেঘ।
দিনের আলোর সঙ্গে কথা বলতে পারছি
এইতো সেদিনই নিরবতা ভাঙে একার।

অনু কবিতা-৪

শীতের সময় কুয়াশা ঘেরা শহর
চারদিকে শুধু ধোঁয়া বেরুচ্ছে চারপাশে।
মানুষ গুলো অনেকটা জড়তা নিয়ে বসে
চলেছে একটানা জীবনের নৌকা বইতে।


পোস্ট বিবরণ

শ্রেণীঅনু কবিতা
ডিভাইসpoco M2
লেখক@tuhin002
লোকেশনমেহেরপুর


আজ আমি আবারো অনু কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। কবিতা লিখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার লেখা অনু কবিতা গুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চেষ্টা সফল হবে। আজকের লেখা অনু কবিতা গুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মধ্যেমে আমাকে জানাবেন। আপনাদের উৎসাহ আমার অনুপ্রেরণা। পুনরায় আমি নতুন কোন অনু কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হবো, ইন-শা-আল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।

সমাপ্ত


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

চমৎকার সব অণুকবিতা লিখেছেন। আপনার অণুকবিতাগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। এবারেও কবিতার অনুভূতিগুলো আস্বাদন করলাম।

কোন কবিতাগুলো আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

বেশ কয়েকটি বিষয় নিয়ে কয়েকটি এলোমেলো অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রতিটি কবিতা খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন ভাইয়া। শেষের অনু কবিতা টি পড়ে বেশ ভালো লাগলো আমার কাছে।

চেষ্টা করেছি কবিতা গুলো সাজিয়ে লিখে আপনাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

বেশ দারুন লিখেছেন অনু কবিতাগুলো। খুব সুন্দর ছন্দ সাজিয়ে প্রত্যেকটা লাইন লিখেছেন। দ্বিতীয় এবং তৃতীয় অনু কবিতা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর এই কবিতা গুলো শেয়ার করার জন্য।

দ্বিতীয় এবং তৃতীয় কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

আপনার অনু কবিতাগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই। আপনি আজকে কয়েকটি অনু' কবিতা শেয়ার করেছেন পড়ে মুগ্ধ হয়ে গেলাম। প্রত্যেকটি অনু কবিতা আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

অনেক ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

বেশ কিছু অনু কবিতা লিখলেন আপনি। আপনার শেয়ার করা প্রতিটি অনু কবিতা পড়ে বেশ ভালো লেগেছে। প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা লিখে উপহার দিয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

তুমি খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। প্রত্যেকটা কবিতা পড়ে ভালো লাগলো। শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকে।

আজকে আপনি সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আসলে অনু কবিতার মাঝে ও নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। তবে আপনার সবগুলো অনু কবিতা পড়ে আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে সুন্দর সুন্দর টপিক নিয়ে অনু কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

এটা ঠিক বলেছেন কবিতার মধ্য দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করা যায়।