আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন। আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি (০৬-১০-২০২২)
আসলামু আলাইকুম স্ট্রিম বন্ধু গন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @tuhin002 আমি ভিন্ন ধরনের কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আজকেও তার ভিন্ন নয়। আর তাই, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি "এক্রেলিক পেন্টিং" চলুন নিচে ধাপে ধাপে শেয়ার করা হলো.....
ধাপ -১✓
আপনাদের সামনে আজকে আমি যে পেইন্টিংটা শেয়ার করতে যাচ্ছি তার নাম হলো এক্রেলিক পেইন্ট। পেইন্টিং তৈরি করতে যে উপাদান গুলো প্রয়োজন সেগুলো নিম্নে বর্ণনা করছি....
ক্রমিক নম্বর | উপাদান |
---|---|
১ | পেপার |
২ | এক্রেলিক কালার |
৩ | ফেব্রিক কালার |
৪ | ব্রাশ |
৫ | রং মেশানো বাটি |
ধাপ -২✓
এখানে আপনারা দেখতে পারছেন আমি প্রথমে সাদা কাগজের ওপর নেভী ব্লু, পেস্ট কালার এবং সাদা কালার দিয়েছি। ওপরে এবং নিচে নেভী ব্লু এবং পেস্ট কালার দিয়েছি এবং মাঝে সাদা কালার।
ধাপ -৩✓
পরবর্তী ধাপে আমি কালার গুলো ব্রাশ দিয়ে সুন্দর ভাবে মিক্স করে নিয়েছি। আমি আড়াআড়ি ভাবে মিক্স করেছি যাতে এটা দেখতে অনেক সুন্দর লাগে।
ধাপ -৪✓
পরবর্তী ধাপে আমি সাদা কালার দিয়ে কিছু তারা একেঁছি। এবং কালো কালার দিয়ে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি।
ধাপ -৫✓
এর পরে আমি একটি চাঁদ একেঁছি। এবং কিছু পাহাড় আাকাঁর চেষ্টা করেছি। নদীর পানিতে পাহাড় এর ছায়া প্রতিফলিত হয়েছি সেটি আকাঁর চেষ্টা কেরেছি।
ধাপ -৬✓
সর্বশেষ ধাপে আমি পাহাড়ের পাদদেশে কিছু পাহাড়ি গাছ একেঁছি। এবং নদীর পানিতে পাহাড় এবং গাছ এর ছায়া প্রতিফলিত হয়েছে সেটি আকাঁর চেষ্টা করেছি।
ধাপ -৭✓
এখন পেইন্টিংটি সম্পূর্ণরূপে শেষ হয়েছে। আর পেইন্টিংটি শেষ হওয়ার পরে পেইন্টিংটির সঙ্গে আমি নিজের একটি সেলফি তুলেছি।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
এক্রেলিক পেইন্টিং খুবই ধৈর্য সহকারে এবং দক্ষতার সাথে করতে হয়। খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের মাঝে এই পেইন্টিং। আপনার পেইন্টিং কালার কম্বিনেশন খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। সত্যি আপনার প্রশংসা করতে হয় আপনার অনেক দক্ষতা রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন ভাই এই গুলো তৈরি করতে অনেক সময় এবং অনেক ধৈর্যের প্রয়োজন হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর করে এক্রেলিক পেন্টিং করেছেন।এক্রেলিক পেন্টিং করতে অনেক ধৈর্যের প্রয়োজন মনে হয় অনেক টাইম দিয়ে আপনি করেছেন। দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যথার্থ বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। অনেক অনেক শুভকামনা রইল শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক্রেলিক কালার দিয়ে খুব সুন্দর একটি নদী পাহাড় এবং তারা ভরা রাতের ছবি এঁকেছেন। এক্রেলিক কালার দিয়ে রং করার মেইন যে বিষয়টি আমার মনে হয় সেটি হল রং একটির সঙ্গে আরেকটি কে নিখুঁতভাবে মেশানো। সেই কাজটি আপনি খুবই চমৎকারভাবে করেছেন। যার কারণে আপনার আর্টটি এত সুন্দর লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কথা গুলো ঠিক। অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক্রেলিক পেইন্টিং এর সাথে আমি খুব কম পরিচিত এটা নিয়ে রিসার্চ দরকার আমার।আপনার অংকন খুব ভালো লেগেছে ভাই।এগিয়ে যান এভাবে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেইন্টিং আমার সবথেকে প্রিয় কাজ। আসলে এখন সময়ের জন্য করতে পারিনা বললেই হয়। আপনার আজকের এক্রোলিং পেইন্টিং বেশ অসাধারণ হয়েছে। আমি নিজেও অ্যাক্রলিক কালার দিয়ে পেইন্টিং করতে পছন্দ করি। কারণ এই কালার গুলো অনেক বেশি উজ্জ্বল এবং চমৎকার দেখায়। রংয়ের কম্বিনেশন টা খুব সুন্দর ভাবে দিয়েছেন। সব মিলিয়ে অনেক দুর্দান্ত হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এক্রেলিক কালার দিয়ে নদী পাহাড় ও আকাশ ভরা তারার খুব সুন্দর পেইন্টিং করেছেন। আপনার এই পেইন্টিং দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। এমন পেইন্টিং দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগবে।ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু। এমন উৎসাহ পেলে নিজের কাছে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit