"এক্রেলিক পেন্টিং" (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

"আসসালামু আলাইকুম সবাইকে"



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি
**হ্যালো.....

IMG_20221031_204338.jpg

আজকে আবারো আমি হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি একটি এক্রেলিক পেইন্টিং শেয়ার করব আপনাদের সামনে । অনেকদিন হলো এক্রেলিক পেইন্টিং পোস্ট শেয়ার করা হয় নি।তাই ভাবলাম আজ একটা এক্রেলিক পেন্টিং আকি।এই এক্রেলিক পেন্টিং করতে অনেক সময়ের সাথে ধৈর্য্য লাগে। অনেক মনোযোগ দিয়ে করতে হয়।সব কিছু নিখুঁত ভাবে করতে পারলে এর সৌন্দর্য বৃদ্ধি পায়।তাই আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে চেষ্টা করেছি।আশা করি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে। তাহলে আমার আজকের এক্রেলিক পেইন্টিং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এঁকেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ।


IMG_20221007_175355.jpg

ধাপ -১✓



প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

এক্রেলিক কালার
ব্রাশ
সাদা কাগজ
কালার প্লেট

IMG_20221007_175404.jpg

ধাপ -২✓

সর্বপ্রথমে আমি আমার ড্রইং খাতার পেজে বেগুনি এবং সাদা কালার এর মিশ্রণ করে নিয়েছি। এই মিশ্রনটি করতে আমি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি।
IMG_20221007_175411.jpg

ধাপ -৩✓

পরর্বতীতে আমি ওই একি ব্রাশ ব্যবহার করে লাইট পিংক কালার ব্যবহার করেছি।
IMG_20221007_175417.jpg

ধাপ -৪✓

তার পরর্বতীতে এবং সর্বশেষ কমলা কালারটি মিশ্রণ করেছি। এই কালার টি মিশ্রণ করতেও আমি ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করছি।
IMG_20221007_175433.jpg

ধাপ -৫✓

তারপর আমি নিচের দিকে লাইট লেমন কালার দিয়ে কিছু মেঘ একেঁছি। এবং ওপরের দিকে পিলারের কিছু অংশ একেঁছি। এটি আকঁতে আমি ব্লাক এবং পিংক এর মিশ্রণ ব্যবহার করছি।
IMG_20221007_175519.jpg

ধাপ -৬✓

পরর্বতী ধাপে আমি একটি পরিপূর্ণ পিলার একেঁছি। এটি আকঁতে আমি সাদা, মেরুন এবং লাইট অরেঞ্জ কালার এর মিশ্রণ ব্যবহার করেছি।
IMG_20221007_175529.jpg

ধাপ -৭✓

এরপরের ধাপে আমি লতাপাতার জন্য ব্লাক কালার দিয়ে কিছু ডাল একেঁছি।
IMG_20221007_175542.jpg

ধাপ -৮✓

এরপরে আমি সবুজ ও সাদার মিশ্রণ দিয়ে লতাপাতা একেঁছি।
IMG_20221007_175627.jpg

ধাপ -৯✓

পরর্বতীতে আমি একটি চাঁদ একেঁছি এবং মেঘে হলুদ রং এর শেপ দিয়েছি।
IMG_20221031_181445.jpg

ধাপ -১০✓

সর্বশেষে আমার পেইন্টিংটি হলে আমার সিগনেচার দিয়ে একটি ছবি তুলেছি।

আমার আর্টটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20220723_115342_9~3.jpg

আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসাধারণ একটি পেইন্টিং করেছেন। এটা দেখতে একটি ডিজিটাল আর্ট এর মতন লাগছে। আপনি অনেক ধৈর্য সহকারে পেইন্টিংটি সম্পন্ন করেছেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।

আমি চেষ্টা করেছি অনেক সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ধন্যবাদ

আপনার এক্রেলিক পেইন্টিং আমার কাছে খুব ভাল লেগেছে। আপনি অনেক সুন্দর কিছু কালারের কমবিনেশনে পেইন্টিং টি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনার এক্রেলিক পেইন্টিং এর দক্ষতা অনেক ভাল। ধন্যবাদ ভাইয়া।

আমার এক্রলিক পোস্ট আপনার কাছে ভালো লেগেছে শুনে অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ

আপনি খুব সুন্দর করে এক্রেলিক রং দিয়ে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছেন। আপনার পেইন্টিং টি খুবই দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর করে দক্ষতার সহকারে আর্টিস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। আসলে আমি ও ধরনের পেইন্টিং করে থাকি ।আপনার পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

আমি চেষ্টা করি ভাল কিছু করার জন্য

বাহ! দারুন একটা আর্ট করেছেন তো দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আসলে অ্যাক্রেলিক আর্টগুলো ক্রিয়েটিভ একটি আর্টের মধ্যে পড়ে আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য।

আসলে অ্যাক্রেলিক আর্টগুলো ক্রিয়েটিভ একটি হার্টের মধ্যে পড়ে।

আপনার কাছে ভালো লেগেছে শুনে নিজের কাছে অনেক ভালো লাগলো ধন্যবাদ।

ভাইয়া আপনার পেইন্টিং আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর সুন্দর পেইন্টিং প্রতিনিয়ত আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। আজকের এই প্রাকৃতিক দৃশ্যের অসাধারণ পেইন্টিং দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার পেন্টিং গুলা আপনার কাছে যে ভালো লাগে এটা শুনে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু

ভাইয়া, পেইন্টিংটি সুন্দর হয়েছে।তবে আমার মনে হয়,আপনি পেন্টিং এর জায়গাগুলো পেইন্টিং লিখলে আরো ভালো লাগতো শুনতে।কারন এটা আসলে পেন্টিং হবে নাকি পেইন্টিং সেটা নিয়ে কনফিউশন আছে আমার।যাইহোক আসলেই সময়সাপেক্ষ ব্যাপার পেইন্টিং করা, ধন্যবাদ আপনাকে।

আপনার কথা ঠিক আছে।ভাষা গত দিকটা সচারাচর চলতি ভাষায় লিখা হয়ে যায়।

অ্যাক্রেলিক পেন্টিং দেখতে বেশ সুন্দর লাগে। কিন্তু কখনও করি নি বলেই সাহস হয় না। আপনি বেশ ভালো এঁকেছেন ছবিটি। আর ধাপগুলোও ভালো দেখিয়েছেন। আপনার জন্য অনেক অভিনন্দন। আরো এমন ছবি অবশ্যই আঁকবেন।

আপনাদের ভালো লাগার জন্য অবশ্যই পুনরায় আকবো।