জেনারেল রাইটিং :- সময় মানুষকে কথা শেখায়।

in hive-129948 •  6 days ago 
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমার আলোচনার বিষয়টি হলো সময় মানুষকে কথা শেখায়। আশা করি আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনাটি আপনাদের ভালো লাগবে। তাই শুরু করছি আমার আজকের ব্লগ...


future-9354129_1280.webp

Source


সৃষ্টির লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ এসেছে এবং গেছে। জীবনে চলার পথে অনেক সময় মানুষ অনেক শিক্ষা পায় আর এসব শিক্ষাগুলি হল প্রকৃতি শিক্ষা। একজন সন্তান জন্ম হওয়ার পর থেকেই কিন্তু সে কথা শেখে না। আস্তে আস্তে বড় হয় এবং পারিপার্শ্বিকভাবে তার মায়ের মুখ থেকে অনেক কিছু শিক্ষা লাভ করে। এই শিক্ষা হলো একজন প্রকৃত মায়ের কাছ থেকে শিশু শিক্ষা। আর বড় হয়ে জীবন শিক্ষাটা হচ্ছে বড় শিক্ষা। যখন আপনি একটা পর্যায়ে থাকবেন তখন আপনি বেশ ভালো থাকবেন কিন্তু যখন আপনি সংসার জীবনে প্রবেশ করবেন দেখবেন আপনার জীবনে নতুন নতুন শিক্ষা গ্রহণ করছেন আর এই শিক্ষাটা আপনার একটা সময় কঠিন ভাবে কাজে লাগবে। আপনি দেখবেন যখন আপনি একা ছিলেন তখন আপনার কোন কিছু সমস্যা ছিল না যখন আপনি একটা পর্যায়ের মধ্যে আবদ্ধ হবেন দেখবেন অনেকগুলো সমস্যা ওনার সামনে এসে দাঁড়িয়েছে। মানুষ একত্রে সমাজে বাস করে আর সমাজের মানুষের সাথে চলতে চলতে একটা সময় মানুষ অনেকগুলো জিনিস শিখে নেয়। জীবনের একটা সময় থাকারই সময় মানুষকে অনেক কিছু কথা শেখায় যে কথাগুলো একটা সময় আপনার জীবনের সব থেকে বড় শিক্ষা হয়ে দাঁড়ায়।


কথা যখন ছোট থাকে তখন মানুষ অনেকেই তাকে জঙ্গল বলে কিন্তু যখন কোন বৃক্ষ অনেক বড় হয়ে মাথা উঁচু করে দাঁড়ায় তখন তাকে কি বলে জানেন? তখন ঐ বৃক্ষ করে বলে বৃক্ষরাজ অর্থাৎ বৃক্ষের রাজা। এই বৃক্ষ যেমন বড় হয়ে মানুষের যেমন সম্পদ দেয় ঠিক তেমনি পরিবেশ রক্ষার জন্য সে কিন্তু বিশাল ভূমিকা রাখে। ঠিক তেমনি মানুষ যখন আস্তে আস্তে বড় হয় তখন তার জীবনের অনেক কিছু শিক্ষা থাকে যে শিক্ষাগুলো সে নিজের গ্রহণ করতে পারে আবার অনেকেই কিন্তু সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে না। মানুষের একটা সময় থাকে যে সময়টা মানুষের সত্যিকারে কথা শেখায় । এখন এই কথার মধ্যে অনেক কিন্তু ভিন্নতা রয়েছে। আপনারা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন কিছু সমাজের মানুষ হয়েছে যারা সত্যিকার অর্থে ভালো মানুষ। এই মানুষগুলো সরলতার সুযোগ নিয়ে এসব মানুষগুলোকে অনেকেই কিন্তু ক্ষতি করে থাকে। এই প্রজাতির মানুষগুলো এরা ভাবে যে না মানুষ আমি যেমন সহজ সরল সবাই মনে হয় এমন তাই তারা অনেকগুলো কথা থাকলেও তারা বলতে পারে না অর্থাৎ কথার যেটা সেটা বলে না তারা। কিন্তু একটা সময় যখন তারা দেখে তাদের পিক দেওয়াটা ঠেকে গেছে ঠিক তখন তারা কিন্তু সেই সমস্ত কথাগুলো আস্তে আস্তে শিখে নেয় এবং পরবর্তীতে সেই শিক্ষাটা তাদের জীবনে একটা অন্যতম শিক্ষায় দাঁড়ায়।


সময়ের সাথে সাথে যদি সেই কথাগুলো তারা শিক্ষা না নেয় তাহলে দেখবেন তারা অচিরেই ধ্বংস হয়ে যাবে এই যুগে। অনেক মানুষ রয়েছে যারা অনেক কিছু জানা সত্ত্বেও সেগুলো প্রকাশ করে না কিন্তু তারা কোন কোন সময় হয়তোবা অনেকটা বিপদগ্রস্তের মধ্যে পড়ে যায়। সব সময় যদি আপনি সময়ের সাথে যদি তাল মিলে না চলেন তাহলে আপনি সব দিক থেকেই পিছিয়ে যাবেন। অনেক মানুষ হয়েছে অনেক কথা জানে কিন্তু তারপরও তারা বলে না এদেরকে বলে বুদ্ধিমান আর বুদ্ধিমানরা সবসময় অল্প কথা বলে। যারা কম কথা বলে এদের মানসিকতা বোঝাটা অনেক কঠিন কিন্তু যারা বেশি কথা বলে তাদের অল্পতে সবকিছু বোঝা যায় কিন্তু তারা সহজ সরল হয়। সময়ের বছর সময়ের শিখতে হবে এবং ঠিক জায়গা মত সেটাকে প্রয়োগ করতে হবে যদি আপনি না করতে পারেন তাহলে আপনি সমাজের সব কিছু থেকে দেখবেন বিপদ আপনার চারপাশে ঘুরে বেড়াবে। এমনকি নিজের পরিবারের মানুষও আপনার কোন সুযোগ পাইলে দেখবেন ছাড় দেবে না। তাই সময় যেমন মানুষের সাথে সাথে চলে ঠিক তেমনই সময়ের সাথে সাথে মানুষ অনেক কথা শেখায় কথাগুলো সত্যরে মূল্যবান।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

ডিভাইস poco M2
লোকেশন মেহেরপুর


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা একদম ঠিক বলেছেন ভাইয়া। সময় মানুষকে অনেক কিছু শিখায় এবং কথা শেখায়। জীবনে এমন এমন সময় আসে যে সময়গুলো মানুষকে শিক্ষাও দিয়া যায়।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_2025-01-26-20-54-41-683_com.twitter.android.jpg

Screenshot_2025-01-26-20-59-22-390_com.coinmarketcap.android.jpg

আপনার লেখাগুলো পড়ে বাস্তব জীবনটাকে বেশ কিছুটা উপলব্ধি করতে পারছি। আর এটা কিন্তু বাস্তব কথা যারা চুপ থাকে অন্যরা মনে করে সে কথা বলতে জানে না। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে ঠিকই মানুষের মুখ দিয়ে কথা বের হয়। খুব সুন্দর কিছু কথা লিখেছেন। সময় মানুষকে অনেক কিছুই শিক্ষা দেয়।

অনেকে চুপ থাকাটা মনে করে যে তাকে দেখে ভয় পায় এমনটা মনে করে অনেকেই।

মানুষের জীবনে বয়স যত বাড়তে থাকে তত অভিজ্ঞতা বাড়তে থাকে। কারণ বিভিন্ন জায়গায় মানুষ ঠকে বিভিন্ন জায়গা থেকে শিখে। আমি মনে করি বয়স যত বৃদ্ধি পায় অভিজ্ঞতা ও তত বৃদ্ধি পায়। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের শিক্ষার শেষ নেই। অনেক ভালো লেগেছে আপনার শিক্ষনীয় পোস্ট পড়ে।

বয়সের সাথে সাথে শিক্ষনীয় বিষয়গুলো অনেকের পরিধি বেড়ে যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ভাইয়া খুব সুন্দর একটি টপিক আলোচনা করেছেন। সময়ের সাথে সাথে মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে। তার কারণ আশেপাশের মানুষ থেকে সে তখন অনেক কিছু শিখে যা তাকে পরিবর্তন করতে বাধ্য করে। মানুষ যত চুপ থাকে ততই তাকে সবাই আরও পেয়ে বসে আর যখন তার মুখ থেকে কথা বের হয়ে যায় তখন কেউ সহ্য করতে পারে না। আপনার এই লেখা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি বিষয় আলোচনা করার জন্য।

গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আমার তো মনে হয় সময় শুধু মানুষ কে নয় বোবা প্রাণীকেও কথা শেথায়। মানুষ যখন চলতে চলতে দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ শিখে যায় তার আগামীর পথ চলা। আর তখনেই শিখে যায় কথা। এটাই হওয়া দরকার। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টের জন্য।

আপনার কথার সাথে সহমত পোষণ করলাম ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

ভাইয়া আপনি মানুষের মুখের কথা গাছের সঙ্গে উদাহরণ দিয়ে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। সত্যি গাছ যেমন আস্তে আস্তে বড় হয় মানুষও তেমন আস্তে আস্তে বড় হয় তবে মানুষের কথার ধারা পরিবর্তন হয়। সমাজে এখনো অনেক মানুষ আছে যারা সহজ সরল বলে অন্যের মুখের কথা চুপচাপ সহ্য করে মনের দুঃখ মনে শেষ করে। তবে একদিন নিশ্চয়ই এদের সময় আসবে যখন এরা উঁচু গলায় কথা বলতে পারবে। তাই কোন মানুষকে ছোট করা উচিত নয়। ধন্যবাদ ভাইয়া।

মানুষ জন্মের পর থেকে যখন বড় হয় আস্তে আস্তে কথার পাশাপাশি ব্যবহারও শিখে। এবং শিক্ষার পাশাপাশি তারা পরিবার ও সমাজের কাছ থেকে ও ভদ্রতা এবং ব্যবহার শিখে। তবে কিছু কিছু মানুষ আছে কিছু মানুষকে কথা দিয়ে ঠকানোর চেষ্টা করে। আর তখন সময়ের কারণে অনেক মানুষ কথা শিখে সময়ের মাধ্যমে। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

এখানে আমি যে কথার অর্থ বোঝাতে চেয়েছি সেটা ছোট ছোট থেকে বড় হয়ে কথা শিখবে এমনটা নয়। সমাজের অস্থিতিশীলতা প্রতিকূলতার বিপক্ষে যে কথাটা হয় সেই কথাটাই আমি বোঝাতে চেয়েছি ধন্যবাদ আপনাকে।

আসলে ভাই সময় বাস্তবতার আসল রূপ দেখায়। সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। বাস্তবতা হলো সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যখন মানুষ চুপ থাকে তখন অন্যরা তাকে দুর্বল ভাবে। আপনার পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভাই।

বাস্তবতার সামনে আসলে সেখান থেকে অনেক কিছু শিক্ষা লাভ করা যায় এটাই নিয়তি।

একেবারে সুন্দর গঠনমূলক আলোচনা করেছেন ভাই। দারুণ কিছু ব‍্যাপার তুলে ধরেছেন। সত্যি সময়ের সাথে মানুষের শিক্ষা নিতে হয়। নিজেকে এগিয়ে নিয়ে যেতে হয়। সময় মানুষ কে অনেক কিছু শিখিয়ে দেয়। আর এই শিক্ষার জন‍্যই মানুষ নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে।

চেষ্টা করেছি ভাই নিজের জায়গা থেকে যতটুকু পারা যায় সাজিয়ে লিখতে। আপনার ভালো লেগেছে এটা জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।