আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে কবিতা আবৃতি শেয়ার করবো, কবি কাজী নজরুল ইসলামের আমরা প্রভাতী। কাজী নজরুল ইসলামের প্রত্যেকটা কবিতা আমার ভীষণ ভালো লাগে। তিনি অনেক বড় মাপের একজন কবি ছিলেন। আর এজন্য তাকে বাংলাদেশের জাতীয় কবি বলা হয়। আমি আজ প্রভাতী কবিতা আবৃত্তি করে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ.......
কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন তিনি যেখানেই যেতেন যে অবস্থায় থাকতেন সেই অবস্থায় তিনি কবিতা লিখে দিতেন। এটা তার একটি বহুমুখী প্রতিভা। প্রভাতী কবিতাটি আমরা ছোটবেলায় পড়েছি। আপনারা পড়লে একটা বিষয় বুঝতে পারবেন এই কবিতার যে অংশটুকু আমরা ছোটবেলায় পড়েছি সেটা প্রথম দিকে নয়। তাই নিজের কাছে একটু অবাক লেগেছে। সেই সময়ে ছোটদের মজা পাওয়ার জন্যই কবিতার এইভাবে লেখা হয়েছিল আমার মনে হয়। আজকে যখন সম্পন্ন কবিতাটি পেলাম তখন খুব ইচ্ছে হলো কবিতাটি কভার করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। অবশ্য এই কবিতাটি আমার কাছে বরাবরই পড়তে ভালো লাগতো। আর সে ভালোলাগা থেকেই আজকে কবিতাটা আপনাদের মাঝে কভার করলাম। আশা করি আপনাদের ও ভালো লাগবে।
দোর খোলো
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে
জুঁই-শাখে
ফুল-খুকী ছোট রে!
রবি মামা
দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান
গায় গান
শোনো ঐ, ‘রামা হৈ!’
ত্যাজি’ নীড়
ক’রে ভিড়
ওড়ে পাখী আকাশে,
এন্তার
গান তার
ভাসে ভোর বাতাসে!
চুল বুল
বুল বুল
শিস দেয় পুস্পে,
এইবার
এইবার
খুকুমনি উঠবে!
খুলি’হাল
তুলি’ পাল
ঐ তরী চল লো,
এইবার
এইবার
খুকু চোখ খুললো!
আলসে
নয় সে
ওঠে রোজ সকালে,
রোজ তাই
চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
উঠল
ছুটল
ঐ খোকাখুকী সব,
‘উঠেছে
আগে কে’
ঐ শোনো কলরব।
নাই রাত
মুখ হাত
ধোও, খুকু জাগো রে!
জয়গানে
ভগবানে
তুমি’বর মাগো রে!
✳️ কিছু তথ্য✳️
✳️কবিতা :- প্রভাতী।✳️
লেখক :- কবি কাজী নজরুল ইসলাম।
✳️কবিতা আবৃতি :- তুহিন✳️
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
পোস্টের বিবরণ
ক্যাটাগরি | কবিতা |
---|---|
কবিতা আবৃতি | @tuhin002 |
ডিভাইস | poco M2 |
লোকেশন | গাংনী,মেহেরপুর |
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
https://twitter.com/ABashar45/status/1758712869200547961?t=1i1wxBrBe5oWTkzIrQ2wsA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা আবৃত্তি করা এক ধরনের ট্যালেন্ট। কবি কাজী নজরুল ইসলামের খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন। খুব ভালো লাগলো কবিতা আবৃত্তিটি।অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আবৃত্তি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আপু সব ট্যালেন্ট সব মানুষই তো থাকে না। আপনার কথা ঠিক এটা একটা কিন্তু বড় ধরনের একটা ট্যালেন্ট কবিতা আবৃত্তি করা। খুব ভালো পারি না জানি তবে চেষ্টা করে যাচ্ছি হয়তো বা একটা সময় ভালো পারবো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম সত্যি যে কাজী নজরুল ইসলাম একজন চরম প্রতিভাবান কবি ছিলেন। তিনি যেখানে বসতেন সেখানে কোনো না কোনো সাহিত্যচর্চা কিংবা কবিতা লিখতেন।
তবে কবিতাটি আবৃতি করেছেন বেশ ভালো লাগলো। আমিও কবিতা সম্পর্কে জানতাম না এবং আমি শুধুমাত্র মনে করতাম ওপরের চার লাইন কবিতা। আপনার রিলিক্স এর মাধ্যমে পুরো কবিতা পড়েছি এবং আপনার আবৃত্তিটা বেশ ভালো হয়েছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাজী নজরুল ইসলাম আমার অনেক ভালোলাগার একজন কবি। তার লেখা সাহিত্য ছোট গল্প গুলো অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ দারুন একটি কবিতা আবৃত্তি করলেন আপনি। প্রভাতী কবিতা আবৃত্তি শুনে আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার অনুভূতি গুলো অনেক ভাল ছিল। সেই সাথে আবৃত্তিও দারুন ছিল। অনেক ধন্যবাদ প্রতিনিয়ত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎস দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ অসাধারণ একটি কবিতা আবৃত্তি শেয়ার করেছেন আপনার নিজ কন্ঠে। আপনার কন্ঠে কবিতা আবৃত্তি শুনতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। আসলে এই কবিতাটি ছোট্টবেলায় অনেকবার পড়েছি। এমনিতেই কবি কাজী নজরুল ইসলাম এর লেখা কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় এই কবিতাটি সবার কাছে অনেক প্রিয় ছিল। আমরা যেটা পড়েছিলাম সেটা মাঝখান থেকে। এ বিষয়টি আমি জানতে পারলাম যেদিন আমি পোস্ট করেছিলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit