স্পোর্টস :- কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল ফরচুনের টি-টোয়েন্টি।

in hive-129948 •  10 months ago 
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


ম্যাচের কিছু খেলার কভার ফটো


কুমিল্লা ভিক্টোরিয়ান্স।


প্রথম ইনিংস।


খেলার শুরুতে কুমিল্লা ভিক্টোরিয়ার সুনীল নারায়ন এবং লিটন দাস এসেছিল তারা শুরুতে ভালই খেলেছিল। যদিও যে পরিমাণ রান করার দরকার সেই পরিমাণ ওপেনিং জুটিতে যে রান করতে পারে নাই। আর একটা বিষয় ওপেনিং জুটিতে যদি ভাল রান্না করতে পারে তাহলে বেশি হওয়ার সংখ্যাটা খুবই কমে যায়। সুনীল নারায়ন কয়েকটা ম্যাচ খেলছে যদিও বাংলাদেশের এই পিছে তার অভিজ্ঞতা এর আগে থেকে আছে তারপরও সে ভালো কিছু করতে পারে নাই। অল্প সময়ের মধ্যে প্রথম জুটি তার হারিয়ে ফেলে।


সুনীল নারায়ন আউট হওয়ার পরে লিটন দাস অর্থাৎ দ্বিতীয় জুটিতে তারা দেশে এগিয়ে যাচ্ছিল। আর আমি একটা বেশ ভালোই যাচ্ছিল মনে হয়েছিল যে তারা একটু ঘুরে দাঁড়াতে পারবে। কিন্তু ৪০ রানের পরপরই আরো একটা উইকেট হারিয়ে তারা আবারো ব্যাকফুটে পড়ে যায়। আসলে টুয়েন্টি ক্রিকেটে উইকেট টিকে রেখে রান করতে হবে আর মুখ্য উদ্দেশ্য হলো রান করা। রাম যদি না করতে পারে তাহলে নিশ্চিত হার।


প্রথমে দিক থেকে তারা যেন বরাবরই ব্যাগ ফুটে পড়ে রয়েছে তারা কোনোভাবেই কোন ব্যাটিং এসে ঠিক রকম ভাবে দাঁড়াতে পারে নাই। ৯৭ রানের সাত উইকেট হারিয়ে তারা একেবারে নদীর কিনারায় ডুবে যাওয়ার মত অবস্থা হয়ে গেছে। আগে থেকে মনে হচ্ছিল হয়তো বা ১২০ রান পার করতে পারবেনা কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আসলে ওপেনিং জোট এবং মিডিলেটরের ব্যাটসম্যানরা যদি ভালো কিছু না করতে পারে তাহলে নিচের দিকে ব্যাটিংয়ে তারা কিছুই করতে পারবে না।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেখানে অলআউট হয়ে যাওয়ার দরকার ছিল ১০০ রানের কিছুর মধ্যে সেই রান ১৪০ রান আই উইকেট পরে মাত্র আটটি। এখানে কৃতিত্ব জাকির হোসেনের তিনি মাত্র ১৬ বলে ৩৮ রান করেন যেন একটা টর্নেড উইনিংস খেলে দিয়েছেন। তার এই দূর দূরান্ত ইনিংসের কুমিল্লা বেশ ভালো একটা পুঁজি পায়। এখন দেখার বিষয় তারা যদি বলেন এ ভালো কিছু করতে পারে তাহলে এই রানের মধ্যে বরিশাল কে আটকে দিতে পারে


ফরচুন বরিশাল।


দ্বিতীয় ইনিংস।


বরিশালে ওপেনিং ছুটিতে তামিম ইকবাল এবং পাকিস্তানের ব্যাটসম্যান সেহাজাদ আসেন। যদিও বরিশালে ওপেনিং জুটি খুবই খারাপ ছিল কারণ আহমেদ শেজাদ বল দুরে গিয়ে মারতে স্ট্যাম্পিং হয়ে আউট হয়ে যান। অল্প রান করে যে আউট হয়েছে এতেই বোঝা যাচ্ছে খেলাটা বেশ জমে যাবে। আর বলতেই হয় বাংলাদেশের পিস সব সময় বোলিংয়ের সহায়ক। তারপরও খেলা শেষ পর্যন্ত দেখি কি অবস্থা হয়।


এরপরে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার মায়ারস আসেন। তিনি একদিকে যেমন ভালো ফিল্ডিং করেন বোলিং করেন আরেক দিকে দুর্ধর্ষ ব্যাটিং করেন। তামিম এবং তিনি বেশ ভালো একটা জুটি করেন দ্বিতীয় জুটিতে। যখন দলের রান 74 তখন তিনি আউট হয়ে যান। দলের জন্য তিনি যে রান করে যান এই রানটি খুবই গুরুত্বপূর্ণ। এদিকে তামিম একদিকে তো দাঁড়িয়ে রয়েছে। এই রানের উপর ভর করে বরিশাল অনেকটা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে।


তিনি আউট হওয়ার পরে আসেন মুশফিকুর রহিম তিনি বেশিক্ষণ দাঁড়াতে পারে নাই। কিন্তু তামিম আল ইকবাল তিনি তার নিজের সহচর খেলাটা খেলেই যাচ্ছেন। তামিম ফিফটি মারেন। যখন তিনি আউট হয়ে যান তখন দলের জয় অনেকটা নিশ্চিত। ৪৮ বলে ৬৬ রান করেন তিনি তখন দলের রান ১২২ তার উইকেটে। যেহেতু 141 রানের টার্গেট সে তো বলা যেতেই পারে যে তারা অনেকটা জিতে গেছে।


এরপরে বাকি কাজটুক মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার করে আসেন। আর এতে বরিশাল জয় প্রায় ৬ উইকেটে। টিমের সর্বোচ্চ রান করেন তামিম ইকবাল। তারের অনেক সুবাদে তারা যেমন জয় লাভ করেন তেমনি তিনি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বরাবরই আমি কুমিল্লার দিকে সাপোর্ট করলেও শেষের দিকে খুব খারাপ লেগেছিল তাদের কিছু কার্যকরে। বরিশালকে তারা ৬ উইকেটের বিনিময়ে কুমিল্লাকে পরাজিত করেন।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সYouTube
লোকেশনমেহেরপুর
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে বিপিএল খেলার রিভিউ তুলে ধরেছেন। সত্যি বলতে রীতিমত অবাক হয়েছি যে বরিশালের কাছে হেরে গিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ানসে অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে কিন্তু বুঝতেই পারলাম না হঠাৎ করেই কেউ খুব একটা ভালো খেলতে পারল না। তবে তামিমের খেলা আমার কাছে বরাবরি অনেক বেশি ভালো লাগে সে অনেক বেশি ভালো খেলেছিল শুভকামনা থাকবে বরিশাল দলের প্রতি। দারুন একটা রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর হারার কিছু কারণ রয়েছে ভাই। যেমন ধরেন ইমরুল কায়েস সে যে কয়টা ম্যাচ খেলেছে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলেছে। এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু রানও করেছেন। তারপরও তাকে বাদ রাখা হয়েছে। সত্যি কথা বলতে তারা হেরেছে বলে আমি অনেক খুশি হয়েছি।

Posted using SteemPro Mobile

এভারের বিপিএল আসরে তামিম ইকবাল দারুন ব্যাটিং করছে। বর্তমানে ব্যক্তিগত রান হিসাব করলে তার রান বেশি আছে। মূলত তামিম ইকবালের দক্ষতার উপর নির্ভর করে বরিশাল এখন কোয়ালিফারে আছে। আশা করি তাদের শেষটা ভালোই হবে। ধন্যবাদ।

আপনি ঠিক বলেছেন ভাই তামিম ইকবাল বেশ ভালো খেলছে এই বিপিএলে। হয়তোবা তার হাত ধরে তারা চ্যাম্পিয়ন হতে পারে।

Posted using SteemPro Mobile