অভিনন্দন @RME দাদা এবং আমার বাংলা ব্লগ। The Steemit Awards - 2022 - Winners

in hive-129948 •  2 years ago  (edited)

হ্যালো...
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩-১২-২০২২)

20221223_151548.jpg

Source

আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সে সাথে আমিও ভাল আছি। একটা কথা না বললে নয়, জীবন চলার পথে যদি কোন জায়গায় সফলতা অর্জন করতে পারো যায়, তাহলে তার থেকেও সুখের কিছু আর হয় না। আর এই পাওয়াটা নিজের কাছে একটি বড় কিছু মনে হয়। আপনি কোন কাজে যদি আবদ্ধ থাকেন বা কোন কাজ যদি চেষ্টা করেন এবং সর্বশেষে যদি তার ফলশ্রুত একটা বড় কোন হোক বা ছোট হোক তা স্বীকৃতি পান তাহলে এটা খুবই আনন্দের হয়ে থাকে। মানুষ ছোট থেকে বড় হয় একবারের অনেক বড় কিছু পায় না। তবে ক্ষুদ্র হতে বৃহত্তমের উৎপত্তি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস পেতে পেতে একটা সময় অনেক বড় কিছু পাওয়া যায়।
আপনারা হয়তোবা সবাই জেনে গেছেন যে, rme দাদা শ্রেষ্ঠ অবদানকারী এবং @amarbanglablog সেরা কমিউনিটির স্বীকৃতি পেয়েছে। এই আনন্দটি আমাদের সারা বাংলা ব্লগে কমিউনিটির যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের জন্য বড় একটি প্রাপ্তি ও আনন্দের। সত্যি স্টিমেট প্ল্যাটফর্মে বাঙালির জন্য এটি একটি গৌরবের বিষয়। আর এই গৌরবের আমাদের দাদা যিনার অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটিকে আজ এত উঁচু পর্যায়ে নিয়ে এসেছেন। আমি আবারো দাদাকে ধন্যবাদ জানাই।
আমি যদি স্টিমেট এর বিষয়গুলো একটু পিছনের দিকে ফিরে যাই, তখন আমরা দেখব আমাদের বাঙালিকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে এবং আমাদেরকে সব সময় দূরে সরে দেয়া হয়েছে। ঠিক সেই সময়ে rme দাদা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তিনি আমার বাংলা ব্লগ কমিউনিটি গঠন করেছেন। আজ বাংলা ব্লক কমেন্টে যেখানে রয়েছে এটা কিন্তু এভাবে এক এমনিতে এভাবে আসেনি দাদা তার নিজের অর্থায়ন এখানে ইনভেস্ট করেছেন। একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়েছি এবং আজ এই পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি। প্রথমদিকে যদিও আমাদের সেভাবে সাপোর্ট দেয়া হতো না দাদা সহ আমরা সবাই কমিউনিটি সবাই তাদেরকে বলা সত্বেও তারা আমাদেরকে সাপোর্ট দিতো না। কিন্তু তারা আজকে আমাদেরকে এই স্টিম প্লাটফর্মেকপ সম্মানিত করেছে ।
বর্তমানে আমার বাংলা ব্লক কমিউনিটি একটি স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি। যেখানে প্রত্যেকটা ইউজার তার সর্বোচ্চ দিয়ে কাজ করে এবং আমাদের এই কমিউনিটির প্রত্যেকটা মেম্বার তাদের কাজের ধরন অন্য যেকোনো কমিউনিটি থেকে কোন অংশ পিছিয়ে নেই। বর্তমানে আমার বাংলা ব্লগের যেসব পোস্টগুলো হয় এই পোস্টের গুনগতমান অনেক উন্নতি হয়েছে আমাদের আমার বাংলা ব্লগে চৌর্যভিত্তিক শূন্যের কোঠায় নেমে এসেছে। সব মিলিয়ে আমার বাংলা ব্লগ একটি পরিপূর্ণ রূপ নিয়েছে। আমরা সবকিছু মিলিয়ে একটি সুন্দর ভিত তৈরি করতে পেরেছি বলেই আজকে আমাদের এই কমিউনিটি কে বেস্ট অফ দা কমিউনিটি স্বীকৃতি পেয়েছে।সবকিছু মিলিয়ে এটা আমাদের বড় প্রাপ্তি। আর এই প্রাপ্তির পেছনে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আবারো ধন্যবাদ জানাই আমাদের দাদা।

সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা ।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20220723_115342_9~3.jpg

আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বারে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কথা গুলো বেশ ভালো লিখেছেন। আসলেই দাদার অক্লান্ত পরিশ্রম ও মেধা দিয়ে কমিউনিটি কে এত দূর এগিয়ে নিয়েছে। আমাদের কমিউনিটি হচ্ছে সবচেয়ে বেষ্ট কমিউনিটি। হ্যা এটা ঠিক বলেছন অন্যান্য কমিউনিটি থেকে আমাদের কমিউনিটির পোস্ট কোন অংশে কম না।যাই হোক ভালো লিখেছেন।ধন্যবাদ

আপনাকে অনেক ধন্যবাদ।

প্রথমেই দাদাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আর আমার বাংলা ব্লগ কমিউনিটি সেরা। আমার বাংলা ব্লগের মেম্বাররা অন্য কমিউনিটি মেম্বারদের থেকে কোন অংশে কম নয়। সকলে ই খুব ভালো ভালো কনটেন্ট শেয়ার করে ও করার চেষ্টা করে । যাই হোক দাদা দাদার ভালো কাজটির স্বীকৃতি পেয়েছে, এতেই বেশ আনন্দ লাগছে ।

অবশ্যই বাংলা ব্লগের মেম্বার অন্য মেম্বারদের থেকেও অনেক অনেক উন্নত।

একদম ঠিক বলেছেন ভাইয়া দাদার অক্লান্ত পরিশ্রম এবং মেধা দিয়ে দাদা এই ব্লগটিকে এমন ভাবে সাজিয়েছেন যে এটি শিষ্যের যাওয়া থেকে কেউ আটকাতে পারেনি। তাছাড়া দাদা বাঙ্গালীদের জন্য আশীর্বাদ হিসেবে আগমন করেছেন যখন স্টিমিট প্ল্যাটফর্মে বাঙালিরা খুবই অবহেলিত ছিল। আপনি খুব সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন । আপনার মত আমিও দাদাকে অভিনন্দন জানাই তার এই প্রাপ্তির জন্য।

দাদাকে পুনরায় ধন্যবাদ জানাই তার অক্লান্ত পরিশ্রমের জন্য।

প্রথমেই আমি আমাদের সকলের প্রিয় বড় দাদা এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি কে অভিনন্দন জানাতে চাই এমন সুন্দর একটা এওয়ার্ড পাওয়ার জন্য। দীর্ঘ সময় পরে হলেও যে স্টিমেট টিম আমাদের দিকে তাকিয়েছে এটা দেখে খুবই ভালো লাগলো।

আপনি ঠিক বলেছেন দীর্ঘ সময় পর হলেও স্টিমেট আমাদের দিকে তাকিয়েছে।

ফটো সোর্স উল্লেখ করুন।

দুঃখিত ভাই মনে ছিল না।

ভাইয়া আপনার পোস্টটি পড়ে আমার বাংলা ব্লগের সেরা কমিউনিটির হওয়ার পোস্টটি জানতে পারলাম। এর আগে অবশ্য rme দাদা এবং rex-sumon ভাইয়ের পোস্ট থেকে ও জানতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া আমার বাংলা ব্লগের কমিউনিটির সেরা কমিউনিটি হওয়ার পোস্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য। কিন্তু ভাইয়া আপনি শিরোনামে দাদাকে rme উল্লেখ করলে ও বাকি সব জায়গায় rem উল্লেখ করেছেন। এটাই কি ঠিক ভাইয়া।

মানুষ মাত্রই ভুল ভুল হতে পারে ভাইয়া ধন্যবাদ।