শুভ জন্মদিন " আমার বাংলা ব্লগ"

in hive-129948 •  6 months ago 

Grey minimalist business project presentation _20240611_125320_0000.jpg

আশাকরি সকলেই অনেক ভাল আছেন?
আমিও ভালো আছি।
আমি এখানে নতুন। তবে নতুন হওয়ার সত্ত্বেও আমি একটা জিনিস খুব লক্ষ্য করছি "আমার বাংলা ব্লগ" এই কমিউনিটিতে যত সদস্য বা মডারেটর আছে প্রত্যেক জনের মন-মানসিকতা অনেক ভালো এরা একে অপরের সহযোগিতা করে চলে আজ এই সহযোগিতার কারণেই এই কমিউনিটি খুব সাফল্যভাবে তিন বছর অতিক্রম করল আমি আশা করব এরকম আরো অনেক বছর আপনাদের সাফল্য এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদের এই কমিউনিটি আরো অনেক বড় হয়ে উঠবে. এই কমিউনিটিতে আমরা বাংলা ভাষায় লিখতে পারি। আমাদের যে মনের একটা ভাব আমরা খুব সুন্দরভাবে প্রকাশ করতে পারি এই কমিউনিটিতে ।আমি মনে করি যে এই কমিউনিটি আমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমাদের স্বাধীন বাংলা ভাষা দিয়ে লেখার জন্য।
তাই আমরা মন খুলে লিখতে পারি।

সবাই কে অসংখ্য ধন্যবাদ, আমার লেখা টি পড়ার জন্য

বাংলা ভাষা

শত রূপে রাঙানো, শত সুরে সজ্জিত,
বাংলা ভাষা তুমি, মুগ্ধতার সৃষ্টি।

কবির কবিতায়, গীতিকার গানে,
নবীন উদ্ভাবনে, প্রাচীন বাণী তানে।

আদিকালের ইতিহাস, ভাষার সংগ্রাম,
অমর হয়ে আছে, বাংলার পদচিহ্নে নাম।

স্বাধীনতার বুকে, স্বপ্নের আকাশে,
বাংলা ভাষা তুমি, উজ্জ্বল তোমার আলোর।

মনের সব কথা, প্রকাশিত হয় তবু,
তুমি হৃদয়ের ভাষা, মধুর ভাষা

প্রিয় বাংলাভাষা, তুমি মহান,
জীবনের প্রতিটি স্তরে, তুমি আমাদের প্রাণ।

তোমার মায়ায় বাঁধা, হৃদয়ের কাব্য,
বাংলা ভাষা, তুমি আমাদের সব থেকে শ্রাব্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!