কিন্তু বাদ বাকি মানুষ যারা ঢাকায় থাকে তাদের তো ঢাকায় না গিয়ে উপায় নেই। কারণ চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা সবকিছু জন্য আপনাকে ঢাকা যেতেই হবে। ঢাকা শহরকে ধীরে ধীরে এমন বানিয়ে ফেলা হয়েছে যে সেখানে না গিয়ে আপনি আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন না। অথচ ঈদের পরের এই ছবিগুলো দেখলে মনে হয় ঢাকাকে যদি আবার এমন করে ফেলা যেতো। তাহলে কতোই না ভালো হোতো। তখন হয়তো আমরা ঢাকায় ঘুরতে যেতে পারতাম। সেখানে গিয়ে কয়েকটা দিন সুন্দর সময় কাটাতে পারতাম। কিন্তু আমাদের দেশের জনপ্রতিনিধিদের নির্বুদ্ধিতার কারণে আর দেশপ্রেম হীনতার কারণে ঢাকা শহরটাকে দিন দিন জঞ্জালে পরিণত করা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের হেড অফিস ঢাকায়। দেশের গুরুত্বপূর্ণ সমস্ত অফিসগুলো ঢাকায় অবস্থিত। দেশের সবচাইতে ভালো সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতাল গুলি ঢাকায় অবস্থিত। শিক্ষার ক্ষেত্রেও সেই একই অবস্থা। আবার এই ঢাকা শহরের ভেতরেই রয়েছে অসংখ্য গার্মেন্টস। অথচ ঢাকাতে যদি ডিসেন্ট্রালাইজ করা যেতো তাহলে ঢাকা শহরটা কিছুটা ভারমুক্ত হোতো।
ধরুন সরকার সিদ্ধান্ত নিলো ঢাকা শহরের ভেতরে কোন গার্মেন্টস থাকবে না। এই একটা সিদ্ধান্তেই ঢাকা শহর থেকে এক ঝটকায় পঞ্চাশ লাখের বেশি লোক সরে যেতো। সেই গার্মেন্টসগুলোকে দেশের বিভিন্ন জায়গায় জায়গা বরাদ্দ দেয়া যেতে পারে। সরকার যদি কঠোরভাবে এই বিষয়টা করার চেষ্টা করে তাহলে অসম্ভব কিছুই না। কিন্তু সমস্যা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন এই ব্যবসা গুলির সাথে জড়িত। যার ফলে এই ধরনের সিদ্ধান্ত নেয়ার ইচ্ছা সরকার মোটেও নেই। যারা ঢাকা শহরে একবার জেকে বসেছে তাদের আর ঢাকা থেকে বের হওয়ার ইচ্ছা নেই। যার ফলে দিন দিন এই শহরটা মৃত্যু কুপে পরিণত হচ্ছে। ঢাকার পানি দূষিত হয়ে গিয়েছে, ঢাকার বাতাস অত্যন্ত দূষিত। ঢাকায় সবুজের তেমন কোনো ছোঁয়া নেই। পুরো ঢাকা শহরটা একটা কংক্রিটের জঞ্জালে পরিণত হয়েছে। এই শহরটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে কিছু সিদ্ধান্ত এখনই নিতে হবে। না হলে হয়তো আর কখনোই নেয়া হবে না। তার আগেই হয়তো ঢাকা শহরটা ধ্বংসস্তূপে পরিণত হবে। আপনারা যদি আমার মতো এমনটা মনে করেন তাহলে কমেন্টে জানাতে পারেন।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR 90
---|---
স্থান | ঢাকা
ঈদের সময় ঢাকা গেলে বেশ স্বস্তি পাওয়া যায়।কারণ নিরিবিলি একটি শহর পাওয়া যায়।গ্রামের লোকজন সব ঢাকা থেকে বাড়িতে গিয়ে ঈদ করে।আপনি ঠিক বললেন এই ঢাকা শহরে যদি গার্মেন্টস গুলো সরিয়ে নেওয়া যেত তাহলে শহর টা প্রাণ ফিরে পেত সহজেই।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit