ভয়াবহ লোডশেডিং ও এর সমাধান।

in hive-129948 •  8 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়েছে। এই গরমে রীতিমতো হাঁসফাঁস লাগছে। তার ভেতরে আবার শুরু হয়েছে ঘন ঘন লোডশেডিং। শুনতে পাচ্ছি এই লোডশেডিং এর পরিমাণ নাকি আরো বাড়বে। এই প্রচন্ড গরমের ভিতরে লোডশেডিং হলে কিভাবে বাঁচবো সেটাই চিন্তা করছি। একটা আইপিএস কেনার চিন্তাভাবনা করছি কিছুদিন ধরে। কিন্তু লোডশেডিং এর যে অবস্থা হচ্ছে তাতে আইপিএসও চার্জ হওয়ার সময় পাবে কিনা সেটা নিয়ে চিন্তা করতে হচ্ছে। এই সমস্যার সবচাইতে ভালো সমাধান হতে পারতো হাইব্রিড সোলার সিস্টেম। কিন্তু একটা হাইব্রিড সোলার সিস্টেম বানাতে গেলে প্রচুর খরচ পড়ে যায়। খোঁজখবর নিয়ে জানতে পারলাম আমার চাহিদা মত সিস্টেম বানাতে প্রায় এক থেকে দেড় লাখ টাকা লাগবে। অথচ ৩০/৩৫ হাজার টাকা হলে আমার চাহিদা মতো একটা আইপিএস পাওয়া যাবে।

IMG_20240401_222451.jpg

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে আমার এক পরিচিত জানালো আমেরিকাতে নাকি বেশিরভাগ বাড়িতে সোলার সিস্টেম রয়েছে। আবার সেখানে নাকি চমৎকার একটা প্রজেক্টও চালু রয়েছে। যেখান থেকে আপনি দরখাস্ত করলে আপনাকে চাহিদা মতো সোলার সিস্টেম আপনার বাড়িতে ইন্সটল করে দিয়ে যাবে। এই সোলার সিস্টেমের যে দাম আসবে সেটা আপনি ধীরে ধীরে পরিশোধ করতে পারবেন। আমার কাছে বিষয়টা শুনে খুবই ভালো লাগলো। আমারও মনে হতে লাগলো যদি আমাদের দেশেও এই সিস্টেমটা চালু হোতো তাহলে কতোই না ভালো হোতো। এই সিস্টেমটা আমাদের দেশে চালু হলে দেশের বিদ্যুৎ চাহিদার অনেকটাই মিটে যেতো। প্রত্যেকটা মানুষই তার বাড়িতে তার চাহিদা মতো সোলার সিস্টেম ইন্সটল করে নিতে পারতো। পরবর্তীতে সেটার দাম ইনস্টলমেন্টে পরিশোধ করতে পারতো। এতে করে সরকারের বিদ্যুতে যে ভর্তুকি দেয়া লাগছে সেটা আর দেয়া লাগতো না।


এই সিস্টেমটা বাংলাদেশে চালু হলে আমাদের বিদ্যুৎ নিয়ে আর চিন্তা করা লাগতো না। তখন প্রশ্ন মাথায় আসলো তাহলে কেন আমাদের দেশে এই সিস্টেমটা চালু হচ্ছে না? তার কারণ হচ্ছে দুর্নীতি। এই সিস্টেমটা চালু হলে বিদ্যুৎ খাতে যে ব্যাপক দুর্নীতি হয় সেটা আর করার সুযোগ থাকবে না। বিদ্যুৎ খাতের নামে দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হচ্ছে সেটাও আর করা যাবে না। এই কারণেই আসলে এই ধরনের ভালো প্রজেক্ট আমাদের দেশে কখনো আসে না। তারপরেও আশায় বুক বাধি কখনো হয়তো জনবান্ধব একটা সরকার আসলে আমাদের এই সমস্যাগুলোর সমাধান হবে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | HONOR

---|---


ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

@tipu curate

কারাপশন বর্তমান আমাদের দেশের সর্বোৎকৃষ্ট ব্যাধি। যেটা না করলেই মনে হয় আমাদের দেশের উচ্চস্তরের লোকেদের পেটের ভাত হজম হয় না। আর যার কারণে আমাদের দেশে উন্নততম প্রজেক্ট গুলো আসেও না। তবে এরকম প্রজেক্ট যদি আমাদের দেশে চালু হয় তাহলে আমাদের জনগণের জন্য অনেক বেশি সুবিধা হবে। আমিও এই আশায় ব্যক্ত করছি যেন আমেরিকার সোলার সিস্টেম টা আমাদের দেশেও চালু হয়। গতানুগতিক একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

বিদেশের এই এক অসুবিধা। বিভিন্ন জিনিস ইনস্টলমেন্টে কেনা যায়। আমাদের দেশে ইন্সটলমেন্টে কোন জিনিস কিনতে গেলেও বাড়তি টাকার গুনতে হয়। তাছাড়া ঠিকই বলেছেন এরকম সোলার সিস্টেম চালু হলে বিদ্যুতের চাহিদা অনেকাংশে পূরণ হতো। কিন্তু তখন তো আবার দুর্নীতি করার সুযোগ থাকত না। যাই হোক এই গরম থেকে বাঁচার জন্য কিছু একটা উপায় তো আপনাকে বের করতেই হবে।

ভাই আমেরিকা সহ বিশ্বের অনেক দেশে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকলেও, আমাদের দেশে কোনো সুযোগ সুবিধাই নেই। আমাদের দেশে আছে শুধুমাত্র সমস্যা আর সমস্যা। যাইহোক লোডশেডিং আমাদের এখানে একেবারেই কম। অনেক সময় ২/৩ দিনে একবারও কারেন্ট যায় না। তবে কারেন্ট বেশি গেলে আইপিএস নিয়ে নিতাম। তবে যেদিকে কারেন্ট বেশি যায়, সেখানে আইপিএস চার্জ হওয়ার সুযোগ থাকে না। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।