পৌষ,মাঘ দুই মাস শীতকাল। শীতের হিমেল হাওয়া শুরু হয়েছে মাত্র। এলোমেলো হিমেল হাওয়ায় বুঝতে পারলাম শীতের আগমন।বুঝতে পারলাম শীতের রাজ্যতে প্রবেশ করতে যাচ্ছি আমরা।এক অদ্ভুদ আচ্ছন্নতা ঘিরে রাখে প্রকৃতিটাকে। গ্রামীণ জনপদের হিমেল শীতল আবহাওয়া বলে দিচ্ছে শীত এসেছে।
শীতকাল উৎসব আমেজের সময়। গ্রামীণ জনজীবনে চলে নানান রকম উৎসব । তাইতো কবি - উত্তম চক্রবর্তী বলেছেন,
সকালে শীতের রবি উঠে উষ্ণ হেসে,
কুয়াশা চাদর ভেঙে গায়ে লাগে এসে।
গরম চায়ের কাপে চুমুকে যে রেশ,
মুড়িমোয়া নাড়ূও যে খেতে মজা বেশ।
হাঁড়িতে আগুন নিয়ে পোহানো আরাম,
বিছানায় লেপ মুড়ি ঘুমানো গরম।
ঘরে ঘরে পিঠেপুলি খেয়ে মজা তবে,
খেঁজুরের রসে ভিজে ভাপা পিঠে খাবে।
হাড় কনকনে শীতে একটি গ্রামের ভোর দেখা । কুয়াশা ঢাকা বাড়ির উঠোনের মধ্যে গনগনে জলন্ত উনুন। সে আগুনের তাপ গাঁয়ে নিতে উনুনের ধার ঘেষে বসে আছে বাড়ির সকলে। ধোঁয়া ওঠা ভাপা পিঠার গন্ধে মনটা ভরে উঠে । মায়া মমতার, স্নেহ ও ভালোবাসার ঘেরা পাবিরাবিক অটুট বাঁধনের এক চিরায়ত গ্রামবাংলার চিরচেনা শীতকালীন সকাল। শীতের সকালে ঘাসের মাঝে শিশির বিন্দু বিন্দু জল,আর খেজুর রসের অম্লান গন্ধ মনটাকে ভরে রাখে। মনে হয় প্রকৃতিকে এভাবে আগলে ধরে রাখি। শীতের সকাল কম্বলমুড়ি নিয়ে অলস হয়ে শুয়ে থাকা, অলসতাকে বিছানা ও কম্বল আগলে রাখে। নিজেকে আচ্ছন্ন রেখে মুড়িয়ে শুরু হয় দিনের পথ চলা। জানলা ফাক দিয়ে কিছু রোদ্দুর বিছানায় লুটিয়ে পরে। মনে হয় একমুঠি রোদ্দুর নিয়ে খেলা করতে। কুয়াশার আচ্ছন্ন চাদরকে সরিয়ে তার আসাও খুব সহজ নয়। দেখে মনে হয় শীতের সকাল তাকেও অলস করে দিয়েছে। কিছু ইতিমধ্যে চারপাশের কুয়াশা প্রায় সরে গেছে। ঝলমল করছে রোদ্দুর। কে জানে কোন্ সকালে কোথা থেকে কত শিশির গায়ে মেখে কেউ কেউ দিনের যাত্রা শুরু করেছেন। মাঠ প্রান্তরে যেদিকে তাকাই সোনালি ফুলের সর্ষের ক্ষেত সাথে হলুদের সমাহার।মনে হয় হলুদের উৎসব চলছে মাঠ প্রান্তে। ভ্রমর মধু আহরণে ব্যস্ত সময় পার করছে। উত্তরের হাওয়া শুশু করে বইছে।
মনে হয় হারিয়ে যায় ,কবিগুরুর অসাধারণ সেই কবিতায় —
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে—
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে—
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।
গ্রামে শীতে খেজুর গাছের রসের হাড়ি ঝুলানো
গ্রামে মেঠো পথ ধরে হাটতে বেশ ভাল লাগে,পায়ের মাঝে শিশির লেগে পা আরো বেশি শীতল হয়ে যায় । এটা এক অন্য রকম অনূভুতি। মনে পরে ছেলে বেলা অনেক দূর ফেলে এসেছি। মনে হয় এমনি করে দিন চলে যায় যাক না।
আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।
কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22
যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।
Discord server link: https://discord.gg/ettSreN493
image: Sahin Baktiar
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit