ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি

in hive-129948 •  2 years ago 

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি রেসিপি পোস্ট নিয়ে এসেছি। আমার আজকের রেসিপিটি হচ্ছে ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি ।টেংরা মাছ বিভিন্নভাবে রান্না করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তাই আজ আমি টেংরা মাছ ঝিঙে দিয়ে রান্না করেছি ।খুব বেশি ঝোল রাখিনি , একদম মাথামাখা করে রেখেছি । খেতে বেশ সুস্বাদু হয়েছিল। রেসিপিটি আপনাদের কাছে মনে হয় বেশ ভালই লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আমার আজকের রেসিপি ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি।


ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি


Polish_20220925_203333790.jpg




Polish_20220925_202736200.jpg

উপকরণপরিমান
টেংরা মাছপরিমাণমত
ঝিঙে৩ টি
পেঁয়াজ কুচি৩ টি
কাঁচা মরিচ৪ টি
পেঁয়াজ বাটা৩ টেবিল চামচ
আদা বাটা১ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
লাল মরিচ গুঁড়া১ চা
ধনিয়া গুঁড়া১ চা চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া পাতাপরিমাণমত
লবনস্বাদমতো
তেলপরিমাণমত

প্রুস্তুতপ্রণালী



ধাপ-১

20220915_135816.jpg20220915_140005.jpg
প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দেই ।পেঁয়াজকুচি বাদামি করে ভাজা হলে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে দেই।

ধাপ-২

20220915_140124.jpg20220915_140147.jpg
তারপর সব গুড়ো মসলা ও লবণ দিয়ে ভালোমতো নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেই।

ধাপ-৩

20220915_140250.jpg20220915_140304.jpg
তারপর আগে থেকে ধুয়ে কেটে রাখা ঝিঙে ও কাঁচা মরিচ দিয়ে ভালোমতো নেড়ে চেড়ে নেই।

ধাপ-৪

20220915_140317.jpg20220915_140644.jpg
তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে সবজিটা কষিয়ে নেই।

ধাপ-৫

20220915_140959.jpg20220915_141015.jpg
সবজি কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালোমতো নেড়েচেড়ে নেই।

ধাপ-৬

20220915_141053.jpg20220915_141616.jpg
তারপর সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করি।

ধাপ-৭

20220915_141654.jpg20220915_142228.jpg
তারপর ধনিয়া পাতা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করি।

ধাপ-৮

20220915_152411.jpg

ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার ঝিঙে দিয়ে টেংরা মাছের রেসিপি। এখন একটি বাটিতে বেড়ে গরম গরম পরিবেশন করতে হবে ।আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে।


আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি টেংরা মাছ খুব বেশি একটা পছন্দ করি না। তবে আপনার আজকের রেসিপি টা আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

টেংরা মাছ খেতে কিন্তু বেশ ভালই লাগে । আপনি যেহেতু পছন্দ করেন না তার পরেও একবার চেষ্টা করে দেখবেন খেতে ভালো লাগবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

ঝিঙে দিয়ে টেংরা মাছের রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। আপনি খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন।রেসিপি পরিবেশনের অনেক বেশি ভালো লেগেছে। দেখেও শিখে নিলাম শুভকামনা রইল।

হ্যাঁ ভাইয়া ঝিঙে দিয়ে টেংরা মাছের রেসিপিটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল । অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।

ঝিঙ্গে দিয়ে টেংরা মাছ রান্নার খুবই চমৎকার একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি যেভাবে মাখোমাখো করে রান্না করেছেন ঝোলের পরিমাণটা কম রেখেছেন এর জন্য আপনার রান্না করা টেংরা মাছের এই রেসিপিটা সবথেকে বেশি সুস্বাদু হয়েছিল বলে আমি মনে করি।

হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই ধরেছেন এটি খেতে বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

ঝিঙে দিয়ে টেংরা মাছের মাখা মাখা ঝোল করলে খেতে বেশ ভালো লাগে। তবে আমি যখন এই রেসিপি তৈরি করি তখন মাছগুলো আগে ভালোভাবে ভুনা করে নেই। এরপর ঝিঙেগুলো মাছের মধ্যে দেই। কিন্তু আপনার ক্ষেত্রে দেখলাম আপনি আগে ঝিঙে গুলো ভালোভাবে ভুনা করে নিয়েছেন। তবে যাই হোক রেসিপি কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগছে আপু।
😋😋

আপু আমিও আপনার মত সবসময় মাছগুলো আগে ভুনা করে নেই কিন্তু এবার একটু ব্যতিক্রম করলাম ।রেসিপিটি কিন্তু খেতে বেশ সুস্বাদু হয়েছিল । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

আপনি ঠিকই বলেছেন টেংরা মাছ বিভিন্নভাবে রান্না করে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো লেগেছে খেতে। আপনি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি একটি রেসিপি তৈরি করেছেন। এই মাছ আমার খুবই প্রিয়।

টেংরা মাছ আপনার খুবই প্রিয় এবং আমার রেসিপিটি আপনার কাছে ইয়াম্মি লেগেছে জেনে বেশ ভাল লাগল ভাইয়া । মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

আপু ঝিঙে দিয়ে টেংরা মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন। অনেকদিন টেংরা মাছ খাওয়া হয়না। আপনার রেসিপি দেখে লোভ হচ্ছে। নিশ্চয়ই খেতে অনেক মজা হয়েছে। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।অসংখ্য ধন্যবাদ সুন্দর রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আপনি যেহেতু বেশ কিছুদিন টেংরা মাছ খাননি তাড়াতাড়ি একবার এভাবেই রান্না করে খেয়ে দেখবেন , বেশ ভালো লাগবে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

টেংরা মাছ আমার খুব প্রিয় মাছ। আর এই টেংরা মাছের সাথে ঝিঙে দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করেছেন আপু যা দেখে খুবই খাওয়ার লোভ হচ্ছে। গরম গরম ভাতের সাথে এই রেসিপি খেতে পারলে মন্দ হতো না। ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার পদ্ধতি খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

টেংরা মাছ আপনার খুবই প্রিয় মাছ জেনে বেশ ভালো লাগলো ভাইয়া । এভাবেই সুন্দর মন্তব্যগুলি নিয়ে পাশে থাকবেন আশা করছি । আপনার জন্য শুভকামনা রইল ।

টেংরা মাছগুলো খেতে আমার কাছেও ভালো লাগে আর ঝিঙে দিয়ে এরকম মাখামাখা করে রান্না করলে আসলেই খেতে অনেক ভালো লাগে ।আপনি খুব সুন্দর করে টেংরা মাছের রেসিপিটি শেয়ার করেছেন এটা দেখেতো লোভ লাগছে ।ঝিঙের তরকারি যেকোনো মাছ দিয়ে রান্না করলে খেতে সুস্বাদু লাগে।

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন ঝিঙের তরকারি যে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে । আমার কাছেও বেশ ভালো লাগে । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

  ·  2 years ago (edited)

আপনার মতো আমারো ঝিঙে এমন মাখা মাখা করলে খেতে দারুন লাগে আমার। আর আপনার রেসিপিটি দেখে বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিলো। আর মাছ গুলো দেখে মনে হচ্ছে নদীর বা সাগরের। আমাদের পুকুরের টেংরা মাছে দেখেছি কালো একটা দাগ থাকে,তাই বললাম। যাইহোক ধন্যবাদ আপু এই রেসিপি টি শেয়ার করার জন্য।

আপনার কাছেও ঝিঙে এরকম মাথা মাখা করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে জেনে ভালো লাগলো আপু । তবে এই মাছটা নদীর না সাগরের এটা আমার জানা নেই । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

জি আপু আমার কাছে খুব ভালো লাগে টেংরা মাছ বিভিন্নভাবে খেতে। আমি বেশিরভাগ টেংরা মাছের চচ্চড়ি খেয়েছি ।আপনি খুব সুন্দর করে টেংরা মাছ দিয়ে ঝিঙ্গা রান্না করেছেন দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে আপু। লোভনীয় হয়েছে কালারটি।

হ্যাঁ আপু টেংরা মাছের চচ্চড়ি আমিও খাই । আমার কাছেও বেশ ভালো লাগে । তবে এভাবে রান্না করলে খেতে বেশ মজার হয় । আপনি একবার খেয়ে দেখতে পারেন । ধন্যবাদ আপনাকে ।

রেসিপিটা মোটামুটি কমন, আমরা কম বেশি সবাই বাড়িতে এরকম করেই রান্না করে খাই। তবে আপনি ধনেপাতাটা এক্সট্রা দিয়েছেন। ওটার জন্য হয়তো তরকারির ফ্লেভারে কিছুটা পরিবর্তন আসতে পারে। টেংরা মাছের রং ওরকম হয়ে গেছে কেন । এত সাদা হয় নাকি টেংরা মাছ।

ভাইয়া এই টেংরা মাছগুলো এরকম সাদাই ছিল ।পরিষ্কার ঝকঝকে একদম । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

ঠিকই বলেছেন আপু আপনার এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম সাইজের টেংরা আনলে শুধু চচ্চড়ি ছাড়া আর কি রান্না করবো খুজে পাইনা। আপনার ঝিঙে দিয়ে খুবই সুস্বাদু করে টেংরার রেসিপি তৈরি করেছেন। মাখামাখা করে রান্না করেছেন জন্য খেতে আরো বেশি সুস্বাদু হয়েছে দেখেই মনে হচ্ছে।

হ্যাঁ খেতে বেশ সুস্বাদু হয়েছিল । আপনিও এভাবে করে দেখতে পারেন । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য ।

আপনি খুব সুন্দর করে ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

আপনার কাছে আমার রেসিপিটি লোভনীয় লেগেছে জেনে বেশ ভালো লাগলো আপু । এভাবে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

আপনি অনেক সুন্দর ভাবে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন। সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল

আপনার কাছে আমার রেসিপি টি ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো । মন্তব্য করে এভাবে পাশে থাকবেন । ধন্যবাদ ।

ঝিঙে দিয়ে টেংরা মাছের রেসিপিটি দেখতে খুব সুন্দর লাগছে এবং খেতে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল।মাছটি সম্ভবত নদীর হবে।আর চাষের চেয়ে নদীর মাছের স্বাদ একটু বেশি হয়ে থাকে। এটা প্রায় অনেকেই জানে।আপনার রেসিপির কালারটাও চমৎকার হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু, এত সুস্বাদু ও মজাদারভাবে ঝিঙে দিয়ে টেংরা মাছের রেসিপিটি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভাইয়া এটি নদীর মাছ বলেছিল মাছ বিক্রেতা। আসলে কোথাকার আমি জানিনা । ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য । ভালো থাকবেন ।

হা আপু, ঠিকই বলেছিল,আমার ও দেখতে তাই মনে হয়েছে।আসলে নদীর এই জাতীয় মাছ খেতে খুবই সুস্বাদু লাগে এবং শরীরের জন্য ও খুবই উপকারী।

ঝিঙে দিয়ে টেংরা মাছের রেসিপি টা বেশ সুন্দর হয়েছে। নদীর মাছের যে স্বাদ এরকম রেসিপি করলে সাত অনেক গুণ বেড়ে যায়। রেসিপিটা দেখে মন চাইছে খেতে। আপনার জন্য শুভকামনা রইল এবং এমন রেসিপি অবশ্যই শেয়ার করবেন মাঝে মাঝে।

আমার রেসিপিটি দেখে আপনার কাছে খেতে ইচ্ছে করছে জেনে বেশ ভালো লাগলো ভাইয়া । অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য । ভালো থাকবেন ।

টেংরা মাছ আমার অনেক প্রিয়। আপনি ঝিঙে দিয়ে টেংরা মাছ রান্নার রেসিপি তৈরি করেছেন। আসলে আপনার রন্ধন প্রক্রিয়া দেখে মনে হচ্ছে নিশ্চয়ই অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।