কিছু বনসাই গাছের ফটোগ্রাফি

in hive-129948 •  2 years ago  (edited)

আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।



বন্ধুরা আজ আমি আপনাদের সামনে বৃক্ষ মেলার কিছু বনসাই গাছের ফটোগ্রাফি নিয়ে এসেছি। আজ আমি কিছু বনসাই গাছ সম্পর্কে আলোচনা করব। যেগুলো আমাদের ফরিদপুরের বৃক্ষ মেলায় এসেছিল ।গাছগুলো দেখতে বেশ সুন্দর এবং এর দামও ছিল অনেক বেশি, যা নিয়ে শহরের মধ্যে বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। আসলে বনসাই বলতে বোঝায় গাছের বর্ধনশীল অংশকে দমিয়ে রাখা অর্থাৎ গাছকে বড় হতে না দেওয়া ।এই বনসাই গাছগুলো হচ্ছে ইনডোর প্লান্ট। ঘরের শোভা বর্ধন কাজে এগুলো ব্যবহার করা হয়। তাহলে চলুন দেখে আসি আমার আজকের আয়োজন বিভিন্ন বনসাই গাছের ফটোগ্রাফি।


কিছু বনসাই গাছের ফটোগ্রাফি



Polish_20220909_135846638.jpg



IMG-20220802-WA0022.jpg

আমাদের এখানে প্রতি বছরই বৃক্ষ মেলার আয়োজন করা হয়। বিভিন্ন ধরনের গাছের সমারোহ দেখা যায়। কিন্তু বৃক্ষ মেলায় এ বারই প্রথম বনসাই গাছ দেখতে পেলাম। এর আগে কখনো বনসাই গাছগুলো এখানে আনা হয়নি। এবার বেশ ভিন্ন ভিন্ন ধরনের গাছ এসেছিল ।এবারের বৃক্ষ মেলাটা বেশ জমজমাট হয়েছিল।

IMG-20220802-WA0048.jpg

বনসাই গাছগুলো কাছ থেকে দেখতে সত্যিই অসাধারণ লাগে। এই গাছগুলোকে ঘরের ভেতরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি পায়। যদিও গাছগুলোর দাম এত বেশি যে সবার পক্ষে এগুলো ক্রয় করা সম্ভবপর নয়।

IMG-20220802-WA0047.jpg

এটি হচ্ছে বটগাছের বনসাই ।বট গাছ হচ্ছে ডুমুর জাতীয় উদ্ভিদ। এটি হচ্ছে ৩২ বছর পুরনো একটি বনসাই ।আর এর দাম হচ্ছে ১ লাখ ৮০ হাজার টাকা।

IMG-20220802-WA0049.jpg

এটি হচ্ছে পাকুর গাছ। বট গাছের মতই অন্য একটি জাত। এর বয়স হচ্ছে ৩৪ বছর। এর দাম হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা।

IMG-20220802-WA0050.jpg

এটির নাম সফেলা গাছ। এর বয়স ১৬ বছর ।এর দাম ৬৫ হাজার টাকা।

IMG-20220802-WA0051.jpg

এটি আরও একটি বটগাছের বনসাই। এটির বয়স ৩০ বছর ।এটির দাম ১ লাখ ৫০ হাজার টাকা।

বন্ধুরা এই ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে বনসাইয়ের ফটোগ্রাফি ও এর বিস্তারিত সম্পর্কে জেনে বেশ ভালো লাগলো।

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:Narzo50i
লোকেশনফরিদপুর বৃক্ষ মেলা

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

logo.gif

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

We're in this together.🌞🌄 Resteem to our profile!

আমাদের এদিকে প্রায় দুই মাস আগে বৃক্ষ মেলা হয়েছিল। আপনার বৃক্ষ মেলার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। তার পাশাপাশি এরকম গাছের সম্পর্কে জানতে পেরে খুব অবাকও হলাম। এক একটি গাছের বয়স এত বেশি। এইরকম বনসাই গাছ আমি এর আগে কখনো দেখিনি। এগুলোর দাম সম্পর্কেও কোন আইডিয়াই ছিল না। সর্বশেষ বটগাছের বনসাই টি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

আপু আমাদের এদিকেও প্রায় দুই মাস আগে বৃক্ষ মেলা টি অনুষ্ঠিত হয়েছিল ।আর আসলে বনসাই গাছগুলোকে দেখে আমিও অবাক হয়েছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বনসাই গাছগুলো আমার কাছে আমার অনেক ভালো লাগে ।বনসাই কাজ মানে যে বর্ধনশীল গাছকে দমিয়ে রাখার সেটা আমার জানা ছিল না ।ঠিকই বলেছেন বনসাই গাছ গুলোর অনেক দাম ।এগুলো ঘরের ভিতরে রাখলে আসলেই ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। ফরিদপুরের বৃক্ষ মেলাটা ভালই হয় বিভিন্ন ধরনের রংবেরঙের গাছ পাওয়া যায় এখানে ।কিন্তু এবার দেখছি বিভিন্ন ধরনের বনসাই গাছ এনেছে। একটা গাছ যে ৩২ বছরেও এতটা ছোট রাখা যায় সেটা আমার জানা ছিল না ।আর বনসাই গাছের অনেক দাম শুনেছি কিন্তু এত বেশি দাম সেটা আসলেই দেখে অবাক হলাম ।১৬ বছরের পুরনো সফেলা গাছটি ভালো লাগছে এটিও আজ প্রথম দেখলাম। দারুন সুন্দর সুন্দর বনসাই গাছের ফটোগ্রাফি দিয়েছেন আপু সাথে সুন্দর ভাবে বর্ণনা করেছেন অনেক কিছু জানতে পারলাম।

অসংখ্য ধন্যবাদ আপু আমার পুরো পোস্টটি পড়ে গঠনমূলক মন্তব্য করার জন্য। সবসময় ভালো থাকবেন এই শুভকামনা রইল।

আপু এই বনসাই নিয়ে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিকে একটা প্যাসেজ আছে তাই না? মনে পড়ছে কি? আমার ফাইনাল পরীক্ষা তে এসেছিল,, হঠাৎ সেই কথাটা মনে পড়ল বনসাই নাম দেখেই। গাছগুলো দেখতে সত্যিই অসাধারণ । তাই বলে এত আকাশ ছোঁয়া দাম হবে ! এর পেছনে আসলে কারণটা কি! দোকানে কি এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন কখনো? আমি হলে জিজ্ঞেস করতাম এত দাম হওয়ার কারণ কি।

হ্যাঁ ভাইয়া দোকানে জিজ্ঞাসা করা হয়েছিল কেন এগুলোর এত দাম ?ওরা বলে এগুলোর দাম এমনই হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

বর্তমানে বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের বনসাই গাছ বিক্রয় চলছে। কিন্তু বনসাই গাছগুলোর মূল্য খুবই বেশি। যার কারণে বনসাই গাছ কিনতে ক্রেতাগণ সমস্যার সম্মুখীন হচ্ছে। বনসাই গাছের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। বটগাছের বনসাই এর ফটোগ্রাফিটি আমার কাছে খুবই ভালো লেগেছে।

আপনার কাছে বট গাছের বনসায়ের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনি ঠিকই বলেছেন দামের কারণে ক্রেতাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ।ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

সবুজ দেখলেই মনে হয় দুচোখ মেলে ভালো করে দেখে নি।যেন চোখ জুড়িয়ে যায়! তবে এই বনসাই গুলোর যআ দাম দেখছি তাতে করে আমআর দুটো কিডনি বেঁচে দিলেও কিনতে পারব না। তাই নার্সারি তে গিয়ে মাঝে মাঝে দেখে আসাই মঙ্গল। 😄

মন্তব্যটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে এই গাছগুলোর অতিরিক্ত দাম ।ধন্যবাদ আপনাকে।

দাম যতটা মনে করেছিলাম ততটা না,
তার চেয়ে অনেক বেশি...

কিন্তু গাছ গুলো দেখতে খুবই ভালো লাগে, এতো বছর ধরে গাছ গুলো যত্নে রেখেছে দাম তো হবেই। খুবই ভালো লেগেছে পোষ্ট।।।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।