আমার ঈদের দিন

in hive-129948 •  4 years ago  (edited)

ঈদ মোবারক,বন্ধুরা সবাই কেমন আছেন?নিশ্চই ভালো আছেন।আমিও ভালো আছি।আপনাদের সবার ঈদ ভালো কেটেছে নিশ্চই।আমার ঈদও ভালো কেটেছে।কিন্তু অনেক ব্যস্ততার মধ্য দিয়ে আমি আমার ঈদের দিনটি কাটিয়েছি।সময় সল্পতা ও ব্যস্ততার কারনে আমার ঈদের দিনটা কেমন কেটেছে তা আমি কালকে শেয়ার করতে পারি নি।তাই আমি আজকে আমার ঈদের দিনটি আপনাদের সঙ্গে শেয়ার করছি।

ঈদের দিন খুব ভোরে আমি ঘুম থেকে উঠি।ঘুম থেকে উঠে প্রথমেই আমি ফ্রেশ হয়ে রান্না করতে শুরু করি।প্রথমে আমি খিচুড়ি রান্না করি।আমার হাসবেন্ড নাস্তা খেয়ে ঈদের নামাজে চলে যায়।তারপর আমি দুই রকমের সেমাই রান্না করি,পায়েস রান্না করি।তারপর আমি আমার বাচ্চা কে ঘুম থেকে উঠিয়ে ওকে নাস্তা খাইয়ে দিই।ঘুম থেকে উঠার পর থেকেই ও গোসল করার জন্য অস্থির হয়ে যায়।ওকে গোসল করিয়ে রেডি করে দেই।আমার বাচ্চাকে রেডি করার সময় আমার ছোট বেলার ঈদের কথা মনে পড়ে যায়।আমিও ওর মতো সকাল সকাল রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম।যাই হোক তারপর আমি জর্দা রান্না করলাম।এরপর পোলাও ও রোস্ট করলাম। সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি।

Polish_20210722_173149541.jpg

আমার রান্না করা কিছু খাবার।

এর পর আমি আমার আত্মীয়দের সঙ্গে ভিডিও কল দিয়ে কথা বলি।আমার মায়ের সঙ্গে কথা বলি ।আম্মা দুপুরে বাসায় যেতে বলে।বলে রাখি আমার বাসা আর আমার বাবার বাড়ি খুবই কাছাকাছি।আমি এদিক দিয়ে ভাগ্যবতী ,ইচ্ছা হলেই বাসায় যেতে পারি।আমার আরও তিন বোন আছে। আমরা গ্রুপ কল দিয়ে কথা বলি।কে কি রান্না করেছে সেগুলো শুনি।এভাবে বেশ কিছুক্ষণ পার করে ,আমি গোসল করে রেডি হয়ে যাই। যেহেতু কোরবানীর মাংস আসতে দেরি হবে তাই আমি বাবার বাসায় যাবো ঠিক করলাম।তারপর আমি,আমার হাসবেন্ড ও আমার বাচ্চা মিলে আমার বাবার বাসায় যাই।প্রথমে আমি আমার আব্বুকে সালাম করি।আব্বু আমাকে দেখে খুবই খুশি হয়। আম্মা,আব্বুর জন্য আমার রান্না করা খাবার নিয়ে আসি।সেগুলো খেতে বলি।আমার আব্বু আমার মেয়েকে সালামী দেয়,আমার মেয়ে সালামি পেয়ে খুব খুশী হয়।

তারপর আমরা সবাই খেতে বসি।খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ সবাই গল্প করি।তারপর সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে পরি তারপর বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকি রিক্সার জন্য।এই সময় কিছু ফটোগ্রাফ তুলি।

20210709_182534.jpg

20210709_182517.jpg

https://what3words.com/hangs.fuels.dispenser

বাচ্চারা মাঠে খেলাধুলা করছে।

20210709_182507.jpg

20210709_182501.jpg

https://what3words.com/hangs.fuels.dispenser

বিকেলে বাসায় আসলাম।তারপর একটু রেস্ট নেয়ার জন্য বিছানায় শুয়ে পড়লাম।শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি।অল্প কিছুক্ষণ ঘুমানোর পর শুনতে পেলাম কোরবানীর মাংস চলে এসেছে।অনেক দেরি করে এসেছে ।প্রায় সন্ধ্যা হয়ে এসেছে।তারপর মাংস সব আত্মীয় স্বজন ও গরিবদের মাঝে বিলিবণ্টন করলাম।তারপর কোরবানীর মাংস রান্না শুরু করলাম।

20210722_141405.jpg

মাংস রান্না শেষ।

তারপর আমার চাচা শ্বশুর তার বাসায় ফোন করে আসতে বলে। তাই সেখানে যাওয়ার জন্য রেডি হলাম।তাদের বাসা থেকে খাওয়া দাওয়া করে, গল্প গুজব করে আসতে আসতে রাত ১১টা বেজে গেল।বাসায় এসে কিছু কাজ করে ঘুমিয়ে পড়লাম।এভাবে আমার ঈদের দিন কেটে গেল।

আশা করছি আমার ব্লগটি আপনাদের ভালো লেগেছে।

ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

■■সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন■■



Cc-@rme
@blacks

ধন্যবাদ
@wahidasuma

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!