DIY PROJECT:এসো নিজে করি পানিতে চাঁদের প্রতিবিম্ব||১০% বেনিফিশিয়ারি আমার প্রিয় @shy-fox এর জন্য

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ,ভালো আছেন।আমিও বেশ ভাল আছি।

আজ আমি এসো নিজে করি, ডাই প্রজেক্টে অংশ নিতে এসেছি।@rme দাদা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন ।এসো নিজে করি প্রজেক্টের মাধ্যমে আমাদের সবার প্রতিভা বিকশিত হচ্ছে।আজ আমি একটি চিত্র অঙ্কন করে দেখাবো ।আমি পানিতে চাঁদের প্রতিবিম্ব এঁকে দেখাবো।তাহলে চলুন শুরু করছি, আমার আজকের চিত্রাংকন পানিতে চাঁদের প্রতিবিম্ব।

20211008_185344.jpg

চিত্রটি অঙ্কন করতে আমার যা যা লাগছে:

অফসেট পেপার:১টি
পেনসিল :১টি
রাবার:১টি
স্কেল:১টি
কম্পাস:১টি
পোস্টার কালার:১বক্স
তুলি:৪টি

Polish_20211008_234832561.jpg

প্রুস্তুতপ্রণালী



১ম ধাপ

20211008_182011.jpg

২য় ধাপ

20211008_182153.jpg

প্রথমে একটি সাদা কাগজে বর্গাকারে দাগ কেটে নিচ্ছি।

৩য় ধাপ

20211008_182301.jpg

তারপর মাঝ বরাবর আরো একটি দাগ কেটে নেই।

৪র্থ ধাপ

20211008_182503.jpg

৫ম ধাপ

20211008_182544.jpg

তারপর তুলি দিয়ে প্রথমে কমলা কালারের রং দেই।

৬ষ্ঠ ধাপ

20211008_182625.jpg

৭ম ধাপ

20211008_182647.jpg

তারপর কম্পাস দিয়ে দুইটি বৃত্ত এঁকে নেই।

৮ম ধাপ

20211008_182930.jpg

৯ম ধাপ

20211008_183033.jpg

তারপর হলুদ রং দিয়ে দেই।

১০ম ধাপ

20211008_183331.jpg

১১ম ধাপ

20211008_183514.jpg

তারপর নীল রং দেই।

১২ম ধাপ

20211008_183701.jpg

তারপর বৃত্তের মধ্যে সাদা রং দিয়ে চাঁদ টি বানিয়ে নেই।

১৩ম ধাপ

20211008_183801.jpg

তারপর নীল রঙের পানির মধ্যে সাদা রং দিয়ে দেই।

১৪ম ধাপ

20211008_184018.jpg

১৫ম ধাপ

20211008_184137.jpg

এখন খয়েরী রং দিয়ে একটি গাছ এঁকে নেই।

১৬ম ধাপ

20211008_184229.jpg

১৭ম ধাপ

20211008_184307.jpg

এখন আর ও একটি গাছ এঁকে নেই।

১৮ম ধাপ

20211008_184343.jpg

১৯ম ধাপ

20211008_184424.jpg

এখন আরো দুইটি গাছ এঁকে নেই।

২০ম ধাপ

20211008_184544.jpg

এখন তুলি দিয়ে হাতের সাহায্যে রং ছিটিয়ে দেই।

২১ম ধাপ

20211008_185344.jpg

এখন আমার নাম লিখি।ব্যাস হয়ে গেল আমার পানিতে চাঁদের প্রতিবিম্ব অঙ্কন।

আশা করছি আমার আর্টটি আপনাদের ভালো লেগেছে।আজকের মত শেষ করছি। পরবর্তীতে দেখা হবে, আবার নতুন কোন লেখা নিয়ে। সবাই ভাল থাকুন ,সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার@wahidasuma
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে পানিতে চাঁদের প্রতিবিম্ব অসাধারণ ছিল। আপনি যে এত দক্ষতার অধিকারী আপু আপনার প্রশংসা করতেই হয়। নিজের দক্ষতা খাটিয়ে সুন্দর একটি জিনিস আমাদের মাঝে উপহার দিয়েছেন। যা দেখার মত ছিল অত্যন্ত সাবলীল ভাবে মার্জিত ভাষায় আমাদের মাঝে পরিবেশন করেছেন। অপরূপ সৌন্দর্য শুভকামনা রইল

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর কথা লিখেছেন।খুবই ভালো লাগল।আপনার জন্য শুভকামনা।

অনেক সুন্দর হয়েছে আপু আপনার চিত্রাংকন।আগে আমিও মাঝেমধ্যে রং তুলি দিয়ে এমন চিত্রাংকন করতাম কিন্তু এখন আর সময়ের অভাবে তা হয় না বাট আপনার তো দেখে আমারও এমন চিত্রাংকন করার ইচ্ছে জেগেছে আবার।

আঁকা শুরু করেন আপু,ভালোই লাগে আঁকতে।ধন্যবাদ আপনাকে ।

অনেক সুন্দর হয়েছে তোমার অংকন টি। জল রং দিয়ে রং করা খুবই কঠিন তুমি খুব সুন্দর ভাবে রংটি সম্পন্ন করেছে। পানির ভিতর চাঁদের প্রতিবিম্ব কি দেখতে খুব ভালো লাগছে। তোমার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ তোমাকে আপু।

ওয়াও আপু!!
অনেক বেশি সুন্দর হয়েছে আপনার অঙ্কণটি।
আমার বেশি ভালো লেগেছে যখন চাঁদ এর নিচে পানিতে চাঁদের আলো পরছে মতো রঙ করেছেন তখন।

অনেক অনেক ধন্যবাদ আপু।

জল রং ব্যবহার করে অতীব সুন্দর একটি ড্রয়িং আপনি করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যারা জল রং ব্যবহার করে আমি ব্যক্তিগতভাবে তাদেরকে শ্রদ্ধা জানাই, তাদেরকে অনেক নিখুঁত এবং ধৈর্যের সাথে কাজগুলো করতে হয়। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার জন্য শুভকামনা।

আপনার চিত্র অঙ্কন খুব সুন্দর হয়েছে। আপনি পানির মধ্যে চাঁদের প্রতিবিম্ব এঁকেছেন। সত্যি অসাধারণ দেখতে। অনেক সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন বোঝানোর চেষ্টা করেছেন। উপস্থাপনাকে অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভকামনা রইল আপু

অনেক অনেক ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর হয়েছে আপনার আর্টটা। আপনে পোষ্টটা কালার ব্যবহার করে খুব সুন্দর ভাবে ড্রইংটা করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ।

Nice! I'm too impatient to take so many progress shots lol

ধন্যবাদ আপনাকে

অনেক সুন্দর হয়েছে আপনার চিত্রাঙ্কন খুবই সুন্দর করে আপনে পানিতে চাঁদের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন সেই সাথে নীল আকাশে সাদা মেঘ দেখতে খুব সুন্দর লাগছে

অনেক ধন্যবাদ।

অনেক গোছালো উপস্থাপনার সাথে আপনার নিপুণতার সাথে বানানো diy টি সত্যিই অসাধারণ ।শুভেচ্ছা রইলো অনেক।

অনেক অনেক ধন্যবাদ।

আপু অনেক অনেক সুন্দর লাগছে আপনার এই আর্টটি। এছাড়া আপনার প্রতিটি আর্ট আমার বেশ ভালো লাগে।

অনেক অনেক ধন্যবাদ আপু।

সত্যি অসাধারন হয়েছে। আমি ভেবেছিলাম ছবি দেখে কোন এক দেয়ালে অংকন করেছেন মেবি। পরে দেখলাম উপকরে ১ টি পেপার আছে তখন ভুল টা ভেঙ্গে গেল আমার। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য

ধন্যবাদ আপনাকে।আপনার জন্য শুভকামনা।

খুবই সুন্দর ভাবে চাঁদের প্রতিবিম্ব আঁকিয়েছেন। অনেক সুন্দরভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে, আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনাকে

চমৎকার হয়েছে ড্রয়িং টি। পানিতে চাঁদের ও গাছের প্রতিবিম্ব গুলো খুব সুন্দর ভাবে ফুঁটিয়ে তুলেছেন।

অনেক অনেক ধন্যবাদ তোমাকে