মজাদার পাকোড়া তৈরির রেসিপি

in hive-129948 •  2 months ago 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি ।আর সেটি হচ্ছে পাকোড়া রেসিপি। মূলত বৃষ্টির দিনে বিকেল বেলার নাস্তায় এ ধরনের পাকোড়া হলে বেশ জমে যায়। গরম গরম পাকোড়া খেতে বৃষ্টির দিনে সবারই ভীষণ ভালো লাগে। তাইতো কয়েকদিন আগে এই রেসিপিটি আমি তৈরি করেছিলাম। আলু দিয়ে এই পাকড়া টি খেতে খুবই সুস্বাদু। বৃষ্টির দিনে আমরা বেশ মজা করে খেয়েছিলাম ।আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লাগবে ।তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে।

মজাদার পাকোড়া তৈরির রেসিপি


ei_1727458496926-removebg-preview.png



Polish_20240927_233601103.jpg

উপকরণপরিমাণ
আলুদুইটি
পেঁয়াজ কুচিপরিমাণ মতো
হলুদ গুঁড়াহাফ চা চামচ
লাল মরিচ গুঁড়াহাফ চা চামচ
লবণস্বাদ মত
বিট লবণহাফ চা চামচ
গরম মশলা গুঁড়াহাফ চা চামচ
চাট মসলাএক চা চামচ
পাঁচ ফোড়ন গুঁড়াহাফ চা চামচ
বেসনতিন টেবিল চামচ

প্রুস্তুতপ্রণালী


IMG20240915175738.jpgIMG20240915180425.jpg

প্রথমে আলু গুলো কেটে নেই।তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেই।


IMG20240915180441.jpgIMG20240915180521.jpg

তারপর সবগুলো গুঁড়ো মসলা ও লবণ দিয়ে দেই।


IMG20240915180610.jpgIMG20240915180636.jpg

তারপর ভালো মতো মসলাগুলো মেখে নেই ও বেসন দিয়ে দেই।


IMG20240915180719.jpgIMG20240915181043.jpg

তারপর সামান্য পানি দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মেখে নেই।


IMG20240915181047.jpgIMG20240915181127.jpg

তারপর কড়াইয়ে তেল দিয়ে দেই। তেল গরম হলে পাকোড়া গুলো ভালোমতো এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নেই।


IMG20240915182306.jpg

IMG20240915183415.jpg

তারপর ভালোমতো ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে পরিবেশন করি ।আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এ জাতীয় তেল ঝামেলা রেসিপিগুলো মাঝেমধ্যে খেতে বেশ ভালো লাগে। আপনারা যেহেতু রান্না করেন তাই যেকোনো মুহূর্তে এগুলো তৈরি করতে পারেন কিন্তু আমাদের তো সম্ভব হয় না। তাই মাঝেমধ্যে বাজার থেকে কিনে খেতে হয়। বেশি দারুন হয়েছে আপু।

ভাইয়া আপনাদের সম্ভব হবে না কেন? এটি তৈরি করা খুবই সহজ ।আপনি নিজেও তৈরি করতে পারবেন আর না পারলে ভাবি তো আছেই। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

মজাদার পাকোড়া তৈরির রেসিপি খুবই সুস্বাদু মজাদার মনে হচ্ছে। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করলেন। রেসিপি পরিবেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

রেসিপির পরিবেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

বৃষ্টির দিনে ভাজাপোড়া জাতীয় খাবার অনেক বেশি ভালো লাগে। আপনি আলু দিয়ে চমৎকার পাকোড়া রেসিপি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

হ্যাঁ ভাইয়া বৃষ্টির দিনে এই জাতীয় খাবার খেতে ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই চমৎকারভাবে মজাদার পাকোড়া তৈরির রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। এমনিতে যে কোন তেলেভাজা জিনিস খেতে আমি বেশ পছন্দ করি। সস দিয়ে খেতে সত্যি বেশ দারুন লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

হ্যাঁ ভাইয়া এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আর সস দিয়ে খেতে এটি ভীষণ ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু বৃষ্টির দিনে ভাজাপোড়া খেতে বেশি ভালো লাগে। আর এরকম আলুর পাকোড়া হলে তো কথাই নেই। এভাবে আলুর পাকোড়া তৈরি করা হয়নি। রেসিপিটি ইউনিক লেগেছে আমার কাছে। খেতে যে মজাদার হয়েছিল বোঝাই যাচ্ছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

আপু এভাবে একবার করে দেখবেন। খুবই অল্প সময়ে তৈরি করা যায় আবার খেতেও ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপু আপনার শেয়ার করার রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। তাছাড়া পাকুড়া রেসিপি গুলো খেতে আমার কাছে খুবই ভালো লাগে । সত্যিই এত মজাদার মজাদার রেসিপি দেখে লোভ সামলানো বড় দায় হয়ে পড়ে। রেসিপিটি মনে হচ্ছে খেতে অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার।

হ্যাঁ ভাইয়া এটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল ।বিকেলের নাস্তায় দারুন লাগে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আসলে এই চপটি কিন্তু একটু আলাদা ধরনের হয়েছে। কেননা সচরাচর আমরা আলুর চপ খেয়ে থাকি কিন্তু এইভাবে আলু কেটে চপ তৈরি করা একটা নতুনত্ব আজ আপনি আমাদের মাঝে ফুটিয়ে তুললেন। প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন।

ভাইয়া এটি চপ নয়, এটি হচ্ছে পাকোড়া। পেঁয়াজু জাতীয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

এত মজাদার পাকোড়া তৈরি করেছেন দেখেই তো জিভে জল চলে আসলো। পাকোড়া খেতে পছন্দ করে না এরকম মানুষ অনেক কম আছে। বিভিন্ন রকম পাকোড়া খেতে আমি অনেক পছন্দ করি। এই পাকোড়া কখনো খাওয়া হয়নি। তাই ভাবছি একদিন এটা তৈরি করবো। আশা করছি খেতে ভালো লাগবে।

আপু একদিন বাসায় তৈরি করে দেখবেন। খুবই অল্প সময়ে তৈরি করা যায় খেতেও দারুন। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

image.png

বাহ বেশ দারুণ। পকোড়া টা দেখেই খেতে ইচ্ছা করছে। আলু দিয়ে পকোড়া টা দারুণ তৈরি করেছেন আপু। পাশাপাশি প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।

ভাইয়া রেসিপি টা আপনার কাছে বেশ ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারছি দেখে এটা অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।

ভাইয়া আপনার এত সুন্দর প্রশংসা মূলক মন্তব্য পড়ে সত্যিই ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। ভালো থাকবেন সব সময়।

আপনি খুবই সুন্দর একটি রেসিপি শেয়ার করছেন আপু। পাকোড়া খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে।বিশেষ করে এই বর্ষাকালে গরম গরম পাকোড়া খেতে ভীষণ ভালো লাগে। আপনি ধাপে ধাপে পুরো রেসিপি টি শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।

হ্যাঁ ভাইয়া বৃষ্টির দিনে এই গরম গরম পাকোড়া গুলো খেতে খুবই মজার। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

বৃষ্টি ভেজা দিনে মুখরোচক খাবার গুলো খেতে অনেক ভালো লাগে। পাকোড়া খেতে আরো বেশি ভালো লাগে। আপু আপনি এত সুন্দর করে আলু এবং পেঁয়াজ দিয়ে পাকোড়া তৈরি করেছেন দেখে ভালো লাগলো।

হ্যাঁ আপু বৃষ্টির দিনে এই ভাজাপোড়া জাতীয় খাবার গুলো খেতে সত্যিই ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

বেশ মজাদার পাকোড়া তৈরি করেছেন দেখেই লোভ লেগে গেল। বৃষ্টির দিনে এমন ভাজাপোড়া পাকোড়া খেতে অনেক মজাদার।আপনার পাকোড়া রেসিপি আমার কাছে ইউনিক লেগেছে। অনেক ধন্যবাদ আপু দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

আপু আপনার কাছে আমার রেসিপিটি ইউনিক লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

বৃষ্টির দিনে বিকেল বেলায় এরকম পাকোড়া বেশ ভালো লাগে খেতে। খুব মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। তবে আলু দিয়ে এভাবে পাকোড়া কখনো তৈরি করা হয়নি। ভিন্ন ধরনের পাকোড়ার রেসিপি দেখে ভালো লাগলো। একদিন ট্রাই করে দেখব এটা। ধন্যবাদ আপু।

হ্যাঁ আপু অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

হ্যাঁ আপু বৃষ্টির দিনে গরম গরম পকোড়া খেতে বেশ মজাই লাগে। আজকে আপনি খুব মজার পাকোড়ারং রেসিপি করেছেন। মাঝেমধ্যে এ ধরনের রেসিপি খেতে বসে কথা বলতে বেশ ভালোই লাগে। আমি নিজেও মাঝেমধ্যে পাকোড়া রেসিপি করি খাওয়ার জন্য। বাহিরে তুলনা বাড়িতে তৈরি করে এই ধরনের রেসিপি খেলে স্বাস্থ্যের জন্য ভালো হয়। খুব মজার পকোড়া রেসিপি বানিয়েছেন।

হ্যাঁ আপু বাইরের তুলনায় বাসায় তৈরি করা যে কোন খাবারই স্বাস্থ্যসম্মত হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আপু আপনি মজাদার পাকোড়া তৈরির রেসিপিটা সঠিক সময়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে বৃষ্টির সময় বিকেলে এ ধরনের পাকোড়া খেতে খুবই ভালো লাগে। তাছাড়া পাকোড়া আমার খুবই পছন্দনীয় একটি খাবার। আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে পাকোড়া রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু সঠিক সময় এরকম একটি সঠিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

পাকোড়া রেসিপি আপনার পছন্দের জেনে বেশ ভালো লাগলো।আর খেতে খুবই মজার ছিল।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।