আড়ং শপিংমলে একদিন

in hive-129948 •  last month 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।




বন্ধুরা আজ আবারো আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি মূলত একদিন আড়ং শপিংমল থেকে কিছু কেনাকাটার মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। মূলত এক বছরের বেশি হয়েছে আমাদের শহরে আড়ং শপিংমল এর শাখা খুলেছে ।তবে দুঃখের বিষয় এখন পর্যন্ত আমি সেখানে যাইনি ।বাসা থেকে খুবই কাছে তারপরেও কেন জানি যাওয়া হয়ে ওঠেনি ।এমনিতেই যে শপিংমল গুলোতে আমি শপিং করি সেখানেই যাওয়া হয়েছে। তাই এবার চিন্তা করলাম অনেকদিন তো হলো এবার যেয়ে একটু ঘুরেই আসি। মূলত আমার কাজিন এর বিয়ে উপলক্ষে পার্টি ব্যাগ কেনার উদ্দেশ্যে শপিংমলে যাওয়া। যাইহোক সেই মুহূর্ত এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আড়ং শপিংমলে একদিন


1000034052.jpg

1000034053.jpg

মূলত সেদিন আমি আমার মামীর সঙ্গে শপিংয়ে গিয়েছিলাম ।হাতে খুব একটা সময় ছিল না যার কারণে খুব বেশি ঘুরে দেখা হয়ে ওঠেনি ।আমরা সরাসরি কাঙ্ক্ষিত পার্টি ব্যাগের কাছে চলে গিয়েছিলাম। যার কারণে পুরো শপিং মলটি ঘুরে দেখার সময় হয়ে ওঠেনি। তারপরেও যতটুকু দেখেছি বেশ ভালো লেগেছে। ইচ্ছা আছে আরো একদিন সময় নিয়ে বেশ কিছু কেনাকাটা করার ।আসলে এ ধরনের শপিং মলে গেলে কেনাকাটা করতে বেশ ভালই লাগে।


1000034046.jpg

1000034055.jpg

তারপর আমরা ঘুরে ফিরে বেশ কয়েকটি পার্টি ব্যাগ দেখতে লাগলাম ।একটু দেখার পর আমার কাছে মেরুন কালারের একটি ব্যাগ বেশ ভালো লাগলো। তারপর সেটি নেবার সিদ্ধান্ত নিলাম। তারপর ভাবলাম অনুষ্ঠান যেহেতু তিন চার দিনের সেহেতু আরো একটি ব্যাগ নিলে মন্দ হয় না ।তার কারণে আরও একটি ব্যাগ খুঁজতে লাগলাম ।তারপর খোঁজাখুঁজির পর আরো একটি পার্টি ব্যাগ পছন্দ হলো ,যেটি ছিল কালো কালারের। দুটি ব্যাগই ভীষণ চমৎকার। আমার বেশ পছন্দ হয়েছিল ।তারপর সেই ব্যাগ দুটি কিনে নিলাম।


1000034047.jpg

1000034049.jpg

মূলত আমি ক্রিসমাসের দু-তিন দিন আগে গিয়েছিলাম ।যার কারণে শপিং মলে ঢোকার প্রবেশ পথেই দেখতে পেলাম ক্রিসমাস ট্রি দারুন ভাবে সাজিয়ে রাখা হয়েছে ।এভাবে ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখলে আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে ।আমরা বেশ কিছুক্ষণ ক্রিসমাস ট্রি দেখতে লাগলাম ।আমি কয়েকটি ফটোগ্রাফিও করে নিলাম। যার কারণে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম।


1000034050.jpg

1000034054.jpg

ক্রিসমাস ট্রির নিচে বেশ কিছু গিফট বক্স সাজিয়ে রাখা দেখলাম ।বেশ ভালো লাগলো ব্যাপারটা। বড় বড় শপিংমল গুলোতে এরকম ক্রিসমাস ট্রি সাজিয়ে রাখা দেখতে পাওয়া যায়। দেখে বেশ ভালই লাগে ।আমার কাছে বড়দিন উপলক্ষে সাজানো ক্রিসমাস ট্রি টি দেখতে সত্যিই চমৎকার লেগেছিল। খুব অল্প সময়ের মধ্যেই শপিং শেষ করলাম। আরো একটি পর্ব পরবর্তীতে শেয়ার করব ।আশা করছি আপনাদের ভালো লাগবে।



আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:OPPO Reno8 T

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা আফরোজ সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

1000034073.jpg

আপু আপনি আড়ং সপিং মল এ অনেক সুন্দর সময় কাটিয়েছেন। আমার খুব ভালো লাগে আড়ং এর পাঞ্জাবি। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর পোস্ট করার জন্য।

হ্যাঁ আড়ংয়ের পাঞ্জাবি গুলো বেশ সুন্দর হয় ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আড়ং এর শোরুম দেখতে খুবই সুন্দর আপু। বিশেষ করে আমার শোরুম গুলোতে প্রবেশ করতে খুবই ভালো লাগে। কারণ তারা বেশ সুন্দর ডিজাইন করে ড্রেসগুলো রাখেন। আর আড়ং এর শোরুম তো ক্রিসমাস ডে উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছেন। এত সুন্দর একটি মুহূর্ত কাটালেন আপনি সেখানে। আমাদের সাথে বিস্তারিত শেয়ার করলেন অনেক ধন্যবাদ।

হ্যাঁ আপু ক্রিসমাস উপলক্ষে বেশ সুন্দর করে সাজিয়েছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আড়ং শপিংমলে গিয়েছেন শুনে খুব ভালো লাগলো। আড়ং শপিংমলে ভালো মানের জামা কাপড় পাওয়া যায় তবে দাম একটু বেশি। বেশ সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন আপু। আড়ং এর শোরুমে কাটার মুহূর্ত গুলো অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আড়ং শপিং মলের কাপড়ের মান ভালো হলেও দামটা অনেক বেশি রাখে ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

শপিংমলে গেলে একটু সময় নিয়ে কেনাকাটা করতে আমার কাছে ভালো লাগে। আপনি আপনার মামীর সাথে গিয়েছিলেন শুনে ভালো লাগলো। সময় না থাকায় খুব একটা ঘুরাঘুরি করা হয়নি দেখছি। ক্রিসমাস ট্রি সাথে গিফট বক্স দেখতে খুব দারুণ লেগেছে। অনেক সুন্দর করে সাজানো হয়েছে। অল্প সময়ের মধ্যে শপিং শেষ করেছেন। আর এই মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নিলেন দেখে খুব ভালো লেগেছে।

হ্যাঁ আপু সময় নিয়ে শপিং করলে আমারও ভালো লাগে। তবে সেদিন সময় একেবারেই ছিল না ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আড়ং শপিং মলে গিয়ে কাটানো মুহূর্তটা আপনি খুব সুন্দর করে আজ আমাদের সবার মধ্যে শেয়ার করেছেন। অনেক সুন্দর একটা ক্রিসমাস ট্রি দেখলাম। যেটা আমার দেখেই খুব ভালো লেগেছে। অল্প সময় কাটালেও খুব সুন্দর করে সময়টা সবার মাঝে শেয়ার করলেন আপনি।

হ্যাঁ ভাইয়া ক্রিসমাস ট্রি টা বেশ সুন্দর করে সাজিয়েছিল ।ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

আড়ং শপিংমলে গিয়ে কালো এবং মেরুন কালারের দুটি পার্টি ব্যাগ কিনেছেন, জেনে খুব ভালো লাগলো আপু। তাছাড়া ক্রিসমাস উপলক্ষে তারা দারুণভাবে সবকিছু সাজিয়েছে। ভীষণ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাইয়া ক্রিসমাস উপলক্ষে দারুন ভাবে সাজিয়েছিল। বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।