আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || আমার করা প্রাকৃতিক দৃশ্য অংকন।

in hive-129948 •  last year 

আসসালামু আলাইকুম


আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে মোটামুটি ভাল আছি।


বন্ধুরা আজ আমি আমার বাংলা ব্লগের চলমান প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছি । এবারের প্রতিযোগিতার বিষয়টি খুবই চমৎকার ছিল। শেয়ার করো তোমার সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন। সত্যি দারুন একটি প্রতিযোগিতার বিষয়। আসলে এবার প্রথম থেকে আমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খুব একটা ইচ্ছা ছিল না । কেননা সময় সুযোগ হয়ে উঠছিল না । আর অনেকদিন হয় আর্ট করাও হচ্ছিল না । আসলে নিয়মিত আর্ট করলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় । যেহেতু অনেকদিন পর পর করি তার জন্য অনেক বেশি সময় এর প্রয়োজন হয়।তাই আজ আর্ট করে পোস্টটি করতে দেরি হয়ে গেল । কেননা আজই হঠাৎ করে চিন্তা করলাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেই ফেলি । কেননা এত দারুন একটি প্রতিযোগিতার বিষয় এটি মিস করা ঠিক হবে না । এই চিন্তা থেকেই প্রতিযোগিতায় অংশ নিলাম । এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য দাদা ,এডমিন ও মডারেটর সকল ভাই-বোনদের অসংখ্য ধন্যবাদ ।



Polish_20230921_012507059.jpg


আসলে যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভীষণ ভালো লাগে । আর পছন্দের বিষয় হলে তো কোন কথাই নেই । যেহেতু আমার বাংলা ব্লগে অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন। সেখানে আমার পোস্টটি আপনাদের কেমন লাগবে জানিনা । তারপরও চেষ্টা করেছি । এটি করতে আমার অনেক সময় লেগেছে । আসলে জল রং দিয়ে আমার বাংলা ব্লগে এসেই মূলত আর্ট করতে শিখেছি। এর আগে জলরং দিয়ে আমি কখনো আর্ট করিনি ।এখন করতে করতে বেশ ভালই লাগে ।আর প্রতিযোগিতা যেহেতু ভাবলাম অংশ নিয়েই ফেলি । আমি আজকে জল রং দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করেছি ।আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


IMG20230921005722.jpg


উপকরণ

  • জলরং
  • তুলি
  • প্লেট
  • কাগজ
  • পেন্সিল
  • মাস্কিং টেপ
  • বোর্ড

IMG20230920194236.jpg

IMG20230920221452.jpg


অংকন প্রণালী


IMG20230920194718.jpg

প্রথমে একটি কাগজ নেই ও কাগজে মাস্কিং টেপ লাগিয়ে নেই।

IMG20230920200312.jpg

তারপর পেন্সিল দিয়ে একটি প্রাকৃতিক দৃশ্য এঁকে নেই।

IMG20230920200936~3.jpg

IMG20230920201710~2.jpg

তারপর উপরে আকাশ রং করি । প্রথমে নীল রং করি তারপর সাদা রং দেই।

IMG20230920202741~2.jpg

তারপর সাদা রং দিয়ে মেঘ এঁকে নেই।

IMG20230920203115~2.jpg

IMG20230920204642~2.jpg

তারপর ঘর দুটি লাল রং করে নেই ও ঘরের সামনে হলুদ রং করি ও ঘাস সবুজ রং করে নেই।

IMG20230920205454~2.jpg

IMG20230920210734~2.jpg

গ্রামের রাস্তায় এঁকে নেই ও নদীতে সিঁড়ি এঁকে নেই।

IMG20230920212113.jpg

IMG20230920212737.jpg

IMG20230920214705.jpg

তারপর নিচের দিকে কিছু ঘাসের মতো এঁকে নেই ও বাড়ির উপরের দিকে গাছ এঁকে নেই।

IMG20230920215404.jpg

IMG20230920220106.jpg

তারপর নিচের দিকে নীল ও সবুজ রং দিয়ে পানি এঁকে নেই।

IMG20230921001857~2.jpg

তারপর দুই পাশে দুটি গাছ, ব্রিজ ও আরো অন্যান্য কিছু এঁকে নেই।

IMG20230921003249~2.jpg

তারপর একটি লোক নদীতে মাছ ধরছে এঁকে নেই।

IMG20230921004757~2.jpg

তারপর লোকটির পেছনে একটি কলস, গাছে কিছু ফুল ও একটি বক এঁকে নেই।

IMG20230921005554~3.jpg

IMG20230921005132.jpg

IMG20230921005727.jpg

তারপর আনুষঙ্গিক আরো কিছু এঁকে নেই। ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল আমার প্রাকৃতিক দৃশ্য অঙ্কন ।এখন আমার সিগনেচার দিয়ে দেই।


পরিবেশন


IMG20230921005722.jpg

IMG20230921010153.jpg

Polish_20230921_012507059.jpg

আজকের মতো এখানেই শেষ করছি ।আগামীতে আবার দেখা হবে নতুন কোন লেখা নিয়ে ।সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন ।আমার ব্লগ টি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

ফটোগ্রাফার:@wahidasuma
ডিভাইস:স্যামসাং গ্যালাক্সি এ৪০

🔚ধন্যবাদ🔚

@wahidasuma

আমি ওয়াহিদা সুমা।আমি একজন হাউজ ওয়াইফ। সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি।ঘুরে বেড়াতে , ঘুমাতে এবং গান শুনতে আমি ভীষন পছন্দ করি।বাগান করা আমার শখ।এছাড়াও আর্ট , বিভিন্ন রেসিপি ট্রাই করতেও ভালো লাগে। আমি 🇧🇩বাংলাদেশি🇧🇩।বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই সুযোগটি করে দেওয়ার জন্য।

VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

logo.gif

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এবারের প্রতিযোগিতা দারুন হয়েছে, আর সবাই দারুন দারুন প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করে শেয়ার করেছে। আপনি ও দেখছি অনেক সুন্দর একটা দৃশ্য অংকন করেছেন। আপনার অংকন করা এই দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লেগেছে। আশা করছি এটি দেখতে সবার কাছে খুব ভালো লাগবে। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে।

আমার অংকন করা দৃশ্যটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।ভালো থাকবেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনি প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর একটি প্রতিচ্ছবি প্রস্তুত করে আমাদের মাঝে তুলে ধরেছেন।
দৃশ্যটি দেখে সত্যি মুগ্ধ হয়েছে আমি।
বিশেষ করে থিমটি অনেক সুন্দর ভাবে প্রস্তুত করেছেন ।সেই সাথে কালার কম্বিনেশন তো অসাধারণ।
ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা ও অভিনন্দন আপনার জন্য।

Posted using SteemPro Mobile

ভাইয়া আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে সত্যি ভীষণ ভালো লাগলো ।এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুবই সুন্দর একটি দৃশ্য আর্ট করেছেন আপনি। প্রাকৃতিক দৃশ্যে ভরপুরে আর্ট দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটা লোক বসে বসে মাছ ধরছে সেই দৃশ্যটা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট শেয়ার করার জন্য।

আপু আপনার কাছে আমার আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য ।আপনার জন্য শুভকামনা।

একদমই অসাধারণ একটি আর্ট তৈরি করে শেয়ার করেছেন আপনি। প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর আর্ট করার মাধ্যমে আপনি সকলকে মুগ্ধ করে আসছেন। আজকে এই আর্টটি তৈরি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো।

ভাইয়া আমি খুব কমই আর্ট করি ।তারপরেও আমার আর্ট আপনার কাছে অসাধারণ লেগেছে জেনে বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

পুকুর পাড়ে মাছ ধরা অবস্থায় বসে রয়েছে একটি ভালো। পাশে রয়েছে একটি বক। আর এটা ছিল সুন্দর একটি গ্রামীণ দৃশ্য যেখানে ঘর ও গাছের চিত্র রয়েছে। আর এভাবেই সৃষ্টি করেছেন সুন্দর এক ভালোলাগার দৃশ্য। আপনার এই অসাধারণ দৃশ্যটা আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। খুশি হলাম এত সুন্দর ভাবে আমাদের মাঝে দারুন চিত্র অঙ্কন করে দেখানোর জন্য।

ভাইয়া মনোযোগ সহকারে আমার আর্ট টি দেখে দারুন একটি মন্তব্য করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা । ভাল থাকবেন সবসময়।

আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুব সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি ই খুব সুন্দর হয়েছে। এমন প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা খুব ভালো হয়ে যায়।কালার কম্বিনেশন ও চমৎকার হয়েছে আপু।আপনাকে অনেক ধন্যবাদ জানাই।

আপনার কাছে আমার প্রাকৃতিক দৃশ্যের আর্টটি ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য ।আপনার জন্য শুভকামনা রইল।

দারুন আর্ট করেছেন, সবুজ প্রকৃতির সৌন্দর্যটা যেন এই আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তাছাড়া বরশি দিয়ে মাছ ধরার দৃশ্যটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। সুন্দর আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

বড়শি দিয়ে মাছ ধরার দৃশ্য টি আপনার কাছে বেশি ভালো লেগেছে যেনে বেশ ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।