Link
আমার বাংলা ব্লগের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন ও ধন্যবাদ । আশা করি আপনারা সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি। আমার ব্লগ একটি জনপ্রিয় কমিউনিটি স্টিমিটে। আমার বাংলা ব্লগে আমি মা একটি অনূভুতি নাম সম্পর্কে কিছু লিখতে যাচ্ছি।
মা
মা এমন একটি শব্দ যার অর্থ মমতাময়ী, স্নেহময়ী, আসলে এই মা নামটা শোনলেই কেমন যেন একটা আবেগ চলে আসে। এ জগৎতে মায়ের মত এত আদুরি আর কেহ নাই। মা খুব দরদি একজন মানুষ। মায়ের যতই কষ্ট হক না কেন সন্তানকে বুঝতে দেয় না। শতকষ্ট সহ্য করেও সন্তানের মুখে একটু হাসি ফুটাতে চায় একটু হাসি দেখতে চায়।
মা আমার প্রথম শিক্ষক
মায়ের হাতেই আমার প্রথম হাতেখড়ি। যখন শুধু একটা শব্দই বলতে পারতাম তা হল মা মা খুব যত্নন করে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলো প্রথমে শিক্ষা দেন। মাতো মাঝে মাঝে বিরক্ত হত যখন পাতাম না। বাহানা ধরতাম আর পড়না। মা আদর করে সোনা-লক্ষি সন্তান আমার পড় বাবা। তুমি একদিন অনেক বড় হবে।
নেপোলিয়ন বলেন; তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও আমি একটি শিক্ষা জাতি দিব
মায়ের আদর
মা সন্তানকে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে। কত যত্ন করে সন্তানের কেয়ার করেছে যাতে সন্তানের কোন কষ্ট না হয় এমনি একটা মসাও কামড় দিতে না পারে। সন্তান যতক্ষণ বাড়ির বাহিরে থাকে মায়ের চোখে ঘুম আসে না। মা অপেক্ষা থাকা কখন তার মানিক তার সোনা ঘরে ফিরবে। শীতের রাতে মা সন্তানের জন্য না ঘুমিয়ে জেগে থাকা।
তাইতো কবি বলেন; ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমারি পদতলে রয়েছে জান্নাত
মায়ের শাসন
মায়ের কাছে সন্তান কখনে বড় হয় না সবসময়ই ছোট থাকে। ছোটবেলায় যখন পাড়ার ছেলেদের সাথে ঝগড়া বাদিয়ে দিতাম তখন তারা মায়ের কাছে গিয়ে বিচার দিয়ে আসতো। যখন সন্ধ্যা বেলায় বাড়ি ফিরতাম শুরু হয়ে যেত মায়ের ক্রিয়া। অনেক কষ্টে মাকে মেনেজ করা লাগতো। আার কখনো ঝগড়া বাধাবো না আরো কত কি....
সর্বশেষ
আসলে মায়ের বর্নণা দিয়ে বা উপমা দিয়ে শেষ করা যায় না মা নামটা শুনলেই কেমন যেন একটা আবেগ চলে আসে। হয়ত অনেক সময় মায়ের সাথে রাগ করে বাড়ি যাই না কিন্তু মাকেতো আর ভুলা যায় না।
পৃথিবীতে সবচেয়ে কেউ আপন থাকে সেটা হল মা। মায়ের মত এত আপন ত্রিভূবনের কেউ নাই। একমাত্র মায়ের পারে আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সকল কষ্ট নিজের করে নিতে। ছোটকাল থেকে মৃত্যু পর্যন্ত মা আমাদের কোনো না কোনোভাবে কিছু না কিছু শিখিয়ে যায়। মায়ের কোনো তুলনা হয় না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মায়ের মত আপন আর দ্বিতীয় কেউ নাই মা হল পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit