হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে 'The Mystery of Moksha Island' ওয়েব সিরিজটির পঞ্চম পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "ল্যাব রেটস" । গত পর্বে দেখা গিয়েছিলো যে, তাদের বৃদ্ধ গ্রান্ড মা মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছিলো। এই পর্বে ঘটনা কি হয় সেটা দেখা যাক।
✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠
☬মূল কাহিনী:☬
এখানে বিশ্ববার যদি একটু পিছনের দিকে কাহিনীটা দেখা যায়, তাহলে দেখা যাবে যে, সে ভালো একজন সায়েন্টিস্ট হলেও আসলে মানসিক দিক থেকে পুরোপুরি সাইকো ছিল। কারণ সে নিজের ছেলেকে পর্যন্ত ছাড় দেয়নি তার রিসার্চ করার ক্ষেত্রে। আর সে বিভিন্ন জায়গায় অর্থাৎ পুরানো কোনো খান্ডার হোক বা যেকোনো ভাঙ্গাচুরা বাড়ি হোক। সেখানেই মূলত তার রিসার্চ এর গুপ্ত স্থান হিসেবে রাখতো। কারো ওইসব জায়গায় না সাধারণ মানুষের তেমন কোনো নজর যায় আর না পুলিশ প্রশাসনের। তো একদিন ওইরকম তার ছেলেকে নিয়ে সেইরকমই একটি গুপ্ত জায়গায় নিয়ে গিয়ে ব্রেনের রিসার্চ করছিলো। কিন্তু পরে অজ্ঞান হয়ে যায় আর তার ওয়াইফও পরে ধরে ফেলে। কিন্তু তার ওয়াইফকেও উপরের থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। আর এইবার এখানে আইল্যান্ড এর কাহিনীতে ঘটনা তো সবার মতোই তাদের গ্রান্ড মাকে সেই ফ্রিজার করে রাখে।
কিন্তু ওখানে আর বাকি সব যারা যারা ছিল তাদের মধ্যে অনেকেই এই ঘটনাতে কিছু আন্দাজ করতে পেরেছে যে, এই আইল্যান্ড-এ কিছু তো এমন রহস্য আছে, যার জন্য অনেকের প্রাণ হানি সহ গায়েব হওয়ার একটা বিষয় ঘটছে। কিন্তু গায়েব যে হচ্ছে, সেখানে তাদের আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। এখন ওখানে ৪-৫ জন সিদ্ধান্ত নেয় যে, তারা এই আইল্যান্ড থেকে ফিরে চলে যাবে। তাই আর কারো কোনো সিদ্ধান্ত না মেনে তারা কয়েকজন পরিবার নিয়ে চলে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু ভিকি যেতে মানা করে, কারণ জঙ্গলে আসলেই বিপদ আছে, গেলেই কারো না কারো নিখোঁজ হয়ে যাওয়ার একটা ঘটনা ঘটে চলেছে। কিন্তু তাও তারা না শুনেই চলে যায়। এদিকে তাদের মধ্যে একজনের নিখি নামের মেয়ে যে হারিয়ে গিয়েছে অর্থাৎ ওই যে বলেছিলাম যে মাটির নিচে একটি গুপ্ত জায়গা আছে, যেখানে সে গিয়ে আর বেরোতে পারছে না।
এদিকে তারা যে আইল্যান্ড এর জঙ্গল পেরিয়ে সমুদ্রের কাছে গিয়েছে, সেখানে গিয়ে দেখে একজনের মৃত দেহ, তাও আবার দুই খন্ড অবস্থায়। এইটা দেখে সবার অবস্থা খারাপ, এটা স্বাভাবিক কিন্তু যে, ওইরকম দেহ হঠাৎ দেখলে একজন সুস্থ মানুষের কাছেও ভয়ানক অবস্থা হয়ে যায়। তো সবাই এর পরে সেখান থেকে তাড়াহুড়ো করে স্পিড বোটে করে চলে যাওয়ার জন্য যায়, কিন্তু স্পিড বোটও কাজ করে না। এরপরে তারা ওখানেই রাতে আগুন জ্বালিয়ে রাত কাটানোর জন্য ব্যবস্থা করে, কিন্তু ওখানে আরো একজন সমুদ্রের থেকে একটু দূরে যেতেই মারা যায়। আর এদিকে মাঝ রাতের দিকে হঠাৎ করে ওখানেই তাদের একজনের বাবা গায়েব হয়ে যায় অর্থাৎ ওখানে আবার টেনে নিয়ে যাওয়ার নিশানাও আছে।
☬ব্যক্তিগত মতামত:☬
আসলে এই বিশ্ববার যে ছেলে ছিল আর তাকে নিয়ে অনেকবার রিসার্চও করেছিল ব্রেনের। কিন্তু এর ফলটা আসলে খুব খারাপ হয়, মানে তার ছেলে এখন যদিও বৃদ্ধ অবস্থায় এই আইল্যান্ড -এ আছে, কিন্তু তার ব্রেনের অবস্থা বা তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। সে না পারে ঠিকভাবে কথা বলতে আর না পারে চলাফেরা করতে। কিন্তু এর ফায়দা নিয়ে অনেকেই এই আইল্যান্ড- আসে অর্থাৎ তার বোনের ছেলে-মেয়ে পাতিয়ে। টাকার লোভে সব মানুষত্ব বিসর্জন দিয়ে ফেলেছে ওরা । আসল ঠিকই, কিন্তু বিশ্বাস করিনি আর তার জন্য একদিন রাতের অন্ধকারে তাকে মেরে ফেলে ওরাই। এদিকে ওই রাতে যাকে টেনে নিয়ে গিয়েছিলো তাকে ভিকি দেখতে পায় অর্থাৎ এরা যখন চিৎকার করে , তখন ভিকি দেখে সেই বুনো মানুষটা টেনে নিয়ে যাচ্ছে আর গেলো তো ওই সিক্রেট জায়গায়। এটাই একটা অবাক করা বিষয় যে, ওখানে কেন গেলো। রহস্যটা আরো বেশি বেড়ে গিয়েছে এইবার।
☬ব্যক্তিগত রেটিং:☬
৮.৯/১০
☬ট্রেইলার লিঙ্ক:☬
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ওয়েব সিরিজের পর্বগুলো যতই এগোচ্ছে ততই যেন রহস্য বেড়ে যাচ্ছে। যেহেতু এতবার ব্রেনের রিচার্জ করেছিল, এখন ব্রেনের আর শরীরের অবস্থা দুটো একেবারে খারাপ হয়ে গিয়েছে ছেলেটার। অন্যদিকে আবার দেখলাম সেক্রেট জায়গায় বুনো মানুষটা টেনে নিয়ে যাচ্ছে। এখন এই রহস্যটা আর কথাই যায় এটাই দেখতে হবে। অপেক্ষায় থাকলাম দাদা, পরবর্তী পর্বগুলোর রিভিউ পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ্ববা তো দেখছি খুবই ডেঞ্জারাস ছিলো। ব্রেনের রিসার্চ করে নিজের ছেলেটার একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে। যাইহোক এমন ভয়ানক আইল্যান্ডে থাকাটা আসলেই খুব কঠিন। এই ওয়েব সিরিজের রিভিউ পড়তে আসলেই খুব ভালো লাগছে দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit