হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
আজকে আপনাদের সাথে দূর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই পর্বে আপনাদের সাথে কল্যাণীর আরেকটি আকর্ষণীয় পুজোর বিষয়ে আলোকচিত্র শেয়ার করে নেবো। মেইন যেটা সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তবে ছোট খাটোর মধ্যে কয়েকটি আবার মোটামুটি আকর্ষণীয় কিছু বিষয় তৈরি করেছিল। যার মধ্যে কল্যাণীর "বোট পার্ক" এর পুজোটাও অনেক আকর্ষণীয় করে তুলেছিল তাদের সাজসজ্জার মাধ্যমে। এইবার তাদের থিমটা খুবই আকর্ষণীয় ছিল, কারণ থিমটা যেমন দিয়েছিলো, প্যান্ডেলটি সম্পূর্ণ সেভাবেই সাজিয়ে পরিপূর্ণতা এনে দিয়েছিলো, এই বছর তাদের থিমের নাম ছিল "জলজাহাজে মা"। নামটা অনেক আকর্ষণীয় ছিল, একটা দারুন কনসেপ্ট এর মাধ্যমে তুলে ধরেছিলো।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এখানে মূলত এই থিমটার মাধ্যমে প্রকৃতি আর আধুনিকতার বিষয়কে তুলে ধরেছিলো। এই থিমের মাধ্যমে প্যান্ডেলের ডিজাইনে দেখবেন জলজাহাজের নকশা দিয়েছিলো, যার মাধ্যমে নদী এবং জলজীবনের সাথে মানুষের সম্পর্কের বিষয়কে প্রতিফলিত করেছিল। এর মাধ্যমে জাস্ট একটাই বিষয় বোঝানোর চেষ্টা করেছিল যে, এই প্রকৃতির সাথে ঐতিহ্যের মেলবন্ধন কেমন হতে পারে। আর এই জলজাহাজ এর মাধ্যমে মায়ের আগমনের সেই যাত্রাকে বোঝানো হয়েছে। এতে জীবনযাত্রার ওঠা-পড়ার একটা নিদর্শন ফুটে ওঠে। তবে এই প্যান্ডেল তৈরির সময়ে তারা যে জাহাজটি নির্মাণ করেছিল, সেটি আমাদের আধুনিক সময়ের মতো দেখতে হলেও, তার ভিতরে মাটির প্রতিমার মাধ্যমে একটা অন্যরকম সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করা হয়েছিল।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এর মাধ্যমে একটা বিষয় বোঝা যায় যে, কিভাবে আধুনিক সময়ের জীবনযাত্রা এবং আগের প্রাচীন সংস্কৃতি কিভাবে একসঙ্গে থাকতে পারে। এই থিমটার মাধ্যমে আরো একটা আকর্ষণীয় বিষয় বোঝানোর চেষ্টা করেছিল যে, জল এবং প্রকৃতি এই দুটি বিষয়কে রক্ষা করার বিষয়ে একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা ছিল, কারণ এই দুটি বিষয়ই খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। থিমের মাধ্যমে যেমন একটা শৈল্পিক বিষয় ছিল, তেমনি অনেক কিছুর বার্তাও ছিল সমাজের জন্য। এই প্যান্ডেলের সম্পূর্ণ বিষয়টিই জাহাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল। জাহাজের মাধ্যমে সাজানোয় প্যান্ডেলটি দেখতেও অনেক আকর্ষণীয় লাগছিলো।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
বাইরে একটা জায়গায় দারুন লাগছিলো, যেখানে শুধু একটি বড়ো বোট জলের উপরে দিয়ে রেখেছে আবার লাইটিংটাও এতো আকর্ষণীয় করেছিল, যেটা জলের ফোয়ারার মাধ্যমে আরো সৌন্দর্যপূর্ণ হয়ে উঠেছিল। এছাড়া প্যান্ডেলের গায়ে বিভিন্ন ধরণের নকশা এবং ডিজাইনে পরিপূর্ণ করে তুলেছিল। বাইরের থেকে মোটামুটি অনেকক্ষন ধরেই এই আকর্ষণীয় নিদর্শনগুলো দেখছিলাম। এরপরে ধীরে ধীরে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছিলাম, ভিতরেও বিভিন্ন ধরণের শৈল্পিক কার্যক্রমের মাধ্যমে বিষয়গুলো সাজানো হয়েছিল। এইসব সৌন্দর্যে ভরা দৃশ্যগুলো দেখতে দেখতে মায়ের মূর্তি এর কাছে গিয়ে দর্শন করে চলে এসেছিলাম। এরপর বাইরে বেরিয়ে দেখলাম বেশ কিছু বাচ্চাদের খেলনার জিনিসপত্র এসেছিলো। তবে ওইদিন বৃষ্টি হওয়ায় ভিতরে অনেক কাদা হয়ে গিয়েছিলো, ফলে বেশি লোকজন ভিতরে দাঁড়াতেও পারেনি আর বাচ্চাদের খেলার জায়গাটাও যেন একদম ফাঁকা ছিল। যাইহোক, সবমিলিয়ে প্যান্ডেলটি অনেক সুন্দর ছিল।
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | স্যামসুং গ্যালাক্সি M33 5G |
---|---|
লোকেশন | কল্যাণী |
তারিখ | ৯ অক্টোবর ২০২৪ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কল্যাণীর বোট পার্কের পূজা প্যান্ডেলের ছবিগুলো দারুণ করলাম ভাই। একদম রাজকীয় ডেকোরেশন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আমার কাছে আপনার দুর্গাপূজার ১৭ তম পর্ব টা পড়তে অনেক বেশি ভালো লাগলো। দুর্গাপুজোর প্রতিটা পর্বের মতো এই পর্বটাও অনেক সুন্দর হয়েছে। দূর্গা পূজার এই প্যান্ডেলটা সত্যি অনেক বেশি আকর্ষণীয় ছিল। দুর্গাপুজোর এই থিমটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। অনেক সুন্দর করে পুরোটা সাজানো হয়েছে, যা দেখে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ দাদা এত সুন্দর করে এই পর্বটাও শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি আজকেও অনেক সুন্দর করে দুর্গাপুজোর একটা পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগলো। এই পর্বের মধ্যে অনেক সুন্দর একটা প্যান্ডেলের ফটোগ্রাফি দেখলাম। বেশ ভালো সময় কাটিয়ে ছিলেন এই জায়গাটাতেও বুঝতেই পারছি। অপেক্ষায় থাকলাম দাদা এখন পরবর্তী পর্বগুলোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোট পার্ক এর পূজা প্যান্ডেল দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না দাদা। এককথায় দুর্দান্ত আয়োজন করেছে তারা। তাছাড়া তাদের থিমটাও খুব সুন্দর। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। আপনি দারুণভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন দাদা। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্যান্ডেল টা তো দারুণ। এককথায় চমৎকার।থিম হিসেবে জলজাহাজ। ভাবতেই বেশ অবাক লাগছে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো দাদা। ধন্যবাদ আপনাকে দূর্গা পূজার ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুর্গাপূজার ১৭ তম পর্বে অসাধারণ একটি থিমের প্যান্ডেল সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো দাদা। আসলেই জল ও প্রকৃতির উপর এখন তো আমরা রীতিমতো অবিচারই করি। অথচ জল ও প্রকৃতির উপর অতি প্রাচীন কাল থেকেই আমাদের জীবনযাত্রা অনেকাংশে নির্ভরশীল। প্যান্ডেলের থিম, প্যান্ডেল সাজানো, কারুকার্য গুলো দেখে সবমিলিয়ে ভীষণ ই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit