হার্ডি গার্ডেন মম ফুলের আলোকচিত্র

in hive-129948 •  3 years ago 

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি প্রজাতির ফুলের কিছু আলোকচিত্র শেয়ার করবো এবং সাথে কিছু সাধারণ ধারণা। তাহলে চলুন শুরু করি বিষয়টি নিয়ে আলোচনা।

Photo by @winkles

Photo by @winkles

এটি একধরণের প্রজাতিগত ফুলের উদ্ভিদ। এই ফুলগুলোর বহু সংখ্যক প্রজাতি আছে। এই ফুলগুলো সব প্রজাতিগত দিক থেকে দেখলে এর গঠন একইরকম দেখা যাবে কিন্তু কালারগুলো হরেক রকমের দেখতে পাওয়া যায়। এই ফুলগুলোর খুব কম সংখ্যক প্রজাতি আমাদের এশিয়ার দিকেও পাওয়া যায় আবার বাইরের দিকে এই ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এই ফুলগুলোকে ক্রাইস্যান্থেমাম বলা হয়ে থাকে। তবে লোকাল নামে এদের হার্ডি গার্ডেন মম বলা হয়ে থাকে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই ফুলগুলোর কিন্তু চন্দ্রমল্লিকা ফুলের সাথে সম্পর্কিত আছে এবং এই চন্দ্রমল্লিকা দিয়েও বহু প্রজাতির ফুল দেখা যায়। এই ফুলগুলোর কালার সৌন্দর্য বৃদ্ধিতে মাহির বলা যায়, কারণ বাগান, পার্ক ইত্যাদি যেখানেই লাগানো হোক না কেন পরিবেশটাকে সৌন্দর্যময় করে তোলে। অনেক জায়গায় এই ফুলের উদ্ভিদের চাষ করা হয়ে থাকে এবং এই ফুলের আকর্ষণ সবাইকে মুগ্ধ করে দিতে পারে। গাছে এই ফুলগুলো যখন বিভিন্ন রঙের একসাথে হয়ে থাকে তখন দেখতে খুবই চমকপ্রদ লাগে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আর এই ফুলগুলোর থেকে একধরণের সুবাসও আসে তবে বেশি একটা তীব্র না, হালকা হালকা বোঝা যায় কাছে গিয়ে শুকলে। এই ফুলের উদ্ভিদগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে থাকে তবে অনেক সময় এদের বৃদ্ধিটা জলবায়ুর পরিবর্তনের উপরেও নির্ভর হয়ে থাকে। এছাড়া এই ফুলের চাষ করার জন্য মাটিও নির্বাচন করা লাগে কারণ এই ফুলগুলো সব স্থানে খাপখাইয়ে বেড়ে উঠতে পারে না। এই ফুলের উদ্ভিদগুলো সারিবদ্ধ ভাবে লাগানো হয়ে থাকে বলে এদের পাতা, কান্ড দ্রুত বৃদ্ধি পেয়ে একটু ঝাড়ি মতো তৈরি করে ফেলে। আর সব থেকে বড়ো বিষয় হলো এই উদ্ভিদের কান্ডগুলিতে ফুল গায়ে গায়ে প্রস্ফুটিত হয়ে থাকে আর এটি দেখতে অনেক আকর্ষণীয় লাগে।

Photo by @winkles

Photo by @winkles

এই ফুলের উদ্ভিদগুলো সাধারণত বহুবর্ষজীবী উদ্ভিদ হিসেবে চারিদিকে বেড়ে ওঠে এবং বেশি একটা উচ্চতাসম্পন্ন হয় না উদ্ভিদগুলো। আর এই উদ্ভিদটি বহুবর্ষজীবী হওয়ার সাথে সাথে একটি ভেষজ উদ্ভিদ হিসেবেও বেড়ে ওঠে। ভেষজ হিসেবে যেটি বেশি কাজে লাগানো হয় সেটি হলো এর ফুল, ফুল এর থেকে অনেক কিছু অংশ ভেষজ গুণাগুনে কাজে লাগানো হয়ে থাকে। এই উদ্ভিদ খাড়াভাবে বেড়ে ওঠে। আর এদের পাতাগুলো পুরু হয়ে থাকে এবং পাতার বাইরের যে লাইনটা থাকে ওটা কিছুটা ডিম্বাকৃতির মতো লাগে, এছাড়া পাতার যে বৃন্ত অংশটা থাকে ওটা একধরণের কীলক মতো দেখতে লাগে।


All Photos what3words location: https://w3w.co/copy.smirking.invite

শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরারেডমি নোট ৭
ক্যাটাগরিন্যাচার ফোটোগ্রাফি
টাইপফুল
লোকেশনকৃষ্ণা সায়ার পার্ক
তারিখ১২.০২.২০২২


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
কৃষ্ণ সায়ার পার্কের আরো একটি অসাধারণ ফুলের রিভিউ করেছেন দাদা। হার্ডি গার্ডেন মম ফুলটি দেখতে সত্যি চন্দ্রমল্লিকার সাথে অনেকটা মিল আছে। এই ফুলের যে হালকা সুবাস আছে আমি জানতাম না। কারণ এই ফুল কাছ থেকে দেখা হয় নাই। তবে এই ফুলের কালার যে কারো মনে দোলা দিতে পারবে।
আপনি ফোটোগ্রাফির পাশাপাশি এই ফুলের সব প্রয়োজনীয় তথ্য আমাদের সাথে শেয়ার করেছেন। এই ফুলটি বহুবর্ষজীবী এবং ভেষজ উদ্ভিদ। আসলে ভেষজ উদ্ভিদগুলো আমাদের জন্য খুবই দরকারি।এই ফুলগুলো বসত বাড়ির আঙিনায় লাগালে বেশি সুন্দর লাগবে।
দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ অসাধারণ একটি ফুলের ফটোগ্রাফি ও ডিটেইলস আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার দেওয়া তথ্য থেকে নতুন ভাবে অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা রইলো দাদা।
প্রিয় দাদা♥ হার্ডি গার্ডেন মম ফুলের আলোকচিত্র গুলো অসাধারন ভাবে ফুটিয়ে তুলেছেন।এই ফুল গুলোর সাথে চন্দ্রমল্লিকা ফুলের জেলেবি সম্পর্কটা খুব সুন্দর ভাবে আঁকে ব্যাখ্যা করেছেন।তবে হারবি গার্ডেন স্কুলের নামকরণের সাথে আজ প্রথমবার পরিচিত হতে পেরে নিজেকে অনেক আনন্দিত বোধ করছি। ফুল গুলো দেখতে যেমন সুন্দর আপনার আলোকচিত্রগুলো আরো বেশি করে ফুল গুলোর সুন্দর্য বাড়িয়ে তুলেছে।
আপনি একদম ঠিক বলেছেন দাদা এই ছবিগুলো থেকে একটি হালকা সুভাষ আসে। যা খুব তীব্র নয়। তবে এই ফুলগুলোর কালার এবং প্রজাতি মুগ্ধ করার মত।এত চমৎকার একটি ফুলের সাথে আমাদের পরিচিত করিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দাদা♥

হার্ডি গার্ডেন মম ফুল এই নাম প্রথম শুনলাম ভাইয়া। তবে আমরা এই ফুলগুলোকে চন্দ্রমল্লিকা ফুল বলি। এই ফুলগুলো দেখতে সত্যিই অসম্ভব সুন্দর। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া সেই সাথে ফুলগুলো সম্পর্কে অনেক বিস্তারিত জানিয়েছেন যা আমাদের জানা নেই। ভাইয়া আপনার ফটোগ্রাফি পোষ্ট থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।

এই ফুলগুলোকে ক্রাইস্যান্থেমাম বলা হয়ে থাকে। তবে লোকাল নামে এদের হার্ডি গার্ডেন মম বলা হয়ে থাকে।

দাদা আমি প্রথমে বলতে চাই আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। হার্ডি গার্ডেন মম ফুল দেখতে অনেকটা চন্দ্রমল্লিকা ফুলের মত। তবে যাই হোক এই ফুলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বাগানের সৌন্দর্য ও বাসা বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে এই ফুলগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুলের সৌন্দর্য দেখতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি করতেও ভালো লাগে। দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই ফুলের ফটোগ্রাফিগুলো করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং অনেক সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো দাদা।💗💗💗

হার্ডি গার্ডেন মম ফুলের ফটোগ্রাফি দেখে খুবি ভালো লাগছে, হার্ডি গার্ডেন মম ফুল দেখতে অনেকটা চন্দ্রমল্লিকা ফুলের মত। এই ফুল সম্পর্কে আপনি খুবই সুন্দর তথ্য দিয়েছেন। আসলে ফুল সম্পর্কে এরকম তথ্য গুলো জানা ছিল না। তবে ফুল গুলো দেখতে খুবই সুন্দর। আসলেই ফুল আমার খুবই প্রিয়। আর আপনি খুবই সুন্দর ভাবে এই ফুলের বর্ণনা করেছেন। সত্যি দাদা মুগ্ধ হয়ে গেলাম আপনার আজকের ফটোগ্রাফি দেখে। বিশেষ করে আমরা অনেক কিছু জানতে পারলাম এই ফুল সম্পর্কে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর ভাবে এই ফুল সম্পর্কে আলোচনা করার জন্য।

ফুলের নাম কি যেমন খুবই সুন্দর ফুলগুলো দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে দাদা। আসলে আপনি খুবই সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর ফুল আসলে দেখতে আমরা সবাই ভালোবাসি আর যদি এরকম সুন্দর ফুল হয় তাহলে তো কথাই নেই। অনেক অনেক শুভকামনা আপনার জন্য দাদা।

আমাদের এদিকে এই ফুলগুলোর অতিরিক্ত চল রয়েছে।তাই প্রায় প্রতিটি ফুলের বুকেতেই এই ফুলগুলো থাকে।তবে কখনো গাছ দেখিনি,আজ ই দেখলাম।

আমিতো প্রথম মনে করেছিলাম এগুলো চন্দ্রমল্লিকা বা ডালিয়া। ফুলগুলো দেখতে একদম চন্দ্রমল্লিকার মতই। আপনি খুব সুন্দর ভাবে বরাবর ফুলের ফটোগ্রাফি গুলো এত সুন্দর ভাবে উপস্থাপন করেন সেই ফুল সম্পর্কে নিখুঁত বিশ্লেষণ আমাদের মাঝে তুলে ধরেন। আপনার মাধ্যমে ফুল সম্পর্কে এত বিস্তারিত তথ্য জানতে পারি যা আমাদের জন্য অনেক শিক্ষণীয়। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি এবং বর্ণনা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

দাদা আপনার একটা বৈশিষ্ট্য লক্ষ্য করলাম। আগেও আপনার পোস্টে দেখেছি আপনি একটি উদ্ভিদ কে নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেন। যেখানে উদ্ভিদটির নাম, গোত্র পরিচয়, আবাসস্থল, বৈশিষ্ট্য এমনকি পরিবেশ সম্পর্কেও অনেক তথ্য দেয়ার চেষ্টা করেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এক গাদা ফুলের ছবি দেয়ার চাইতে এভাবে পোস্ট করাটা অনেক ভালো। এতে অন্তত উদ্ভিদটি সম্পর্কে বিস্তারিত জানা যায়। ছবি গুলো জাস্ট অসাধারণ হয়েছে। ধন্যবাদ এমন একটি তথ্যবহুল পোস্ট ভাগ করে নেয়ার জন্য।❤️👍

আশা করি ভাইয়া ভালো আছেন? আপনার ফুলের ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো । ফুল গুলো সৌন্দর্য খুব মুগ্ধ করেছে আমাকে। সত্যিই ফুলগুলো সৌন্দর্য হৃদয় ছুঁয়ে গেছে। আপনি খুব সুন্দর ভাবে ফুলের আলোকচিত্রগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন। এত অসাধারণ ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন ভাইয়া।

ভাই আপনার ফটোগ্রাফি করে ফুল গুলো অনেক সুন্দর ছিল।সুন্দর ফটোগ্রাফি করার পাশাপাশি ফুলের সবকিছু সম্পর্কে সুন্দর বর্ণনা করেছেন।

ফুলগুলোকে ক্রাইস্যান্থেমাম বলা হয়ে থাকে। তবে লোকাল নামে এদের হার্ডি গার্ডেন মম বলা হয়ে থাকে।

এই ফুলের নাম প্রজাতি এবং চাষাবাদ পদ্ধতি কোন কিছুই জানা ছিল না। সবকিছু ডিটেইলস জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই।

শিক্ষার শেকড় তেতো হলেও এর ফল মিষ্টি
এই প্রবাদ বাক্যটি কেন বললাম জানেন দাদা।কারণ এই ফুলটির নাম খুব কঠিন কিন্তু দেখতে চমৎকার।নজরকাড়া এই ফুলটি আমি প্রথম দেখেছি।হার্ডি গার্ডেন মম ফুলটিকে ক্রাইস্যান্থেমাম নামে ডাকা হয় আপনার মাধ্যমে আমরা সবাই জানতে পারলাম। এই ফুল যেহেতু ভেষজ গুণাবলী সম্পন্ন তাহলে আমরা এই ফুল উৎপাদন করা দরকার।তবে মাটি সঠিক ভাবে নির্বাচন করতে না পারলে বিপদে পড়ে যাবো।সব ধরনের তথ্য সম্বলিত দারুণ চমৎকার এই হার্ডি গার্ডেন মম ফুলটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই দাদা।

হার্ডি গার্ডেন মম ফুলটির নামের সাথে আজকেই পরিচিত হলাম। যদিও আমাদের এখানে ছাদ বাগানে অনেকেই এই ফুলের চাষ করে থাকে। সৌন্দর্য্য বৃদ্ধির জন্য এই ফুলটি দারুন । আমাদের এখানে যদিও এটাকে চন্দ্রমল্লিকাই বলা হয়। আমার কাছে মনে হয় ফুলের প্রকার ভেদের কারনে স্থান ভেদে নাম পরিবর্তন হয়ে থাকে।যেহেতু চন্দ্রমল্লিকার বৈজ্ঞানিক নাম ক্রিস্যানথিমাম ইন্ডিকাম বা শুধু মাম কিংবা ক্রিস্যানথিমাম তাই বলা যায় হার্ডি গার্ডেন মাম একই প্রজাতির ফুল। সূদুর চীনে এই ফুলের বৈচিএ দেখতে পাওয়া যায়। তাছারা উত্তর পূর্ব এশিয়ায় এই ফুলের দেখা পাওয়া যায়। অনেকে বানিজ্যিক ভাবে এই ফুল চাষাবাদ করে থাকে। মূলত এই ফুল কে অনেকে সোনা ফুল বলে থাকে। সাধারনত অক্টোবর নভেম্বর মাসের দিকে ফুল গুলো ফোটে।ফুলদানিতে সাজিয়ে রাখার জন্য ফুল গুলো সেরা । এই ফুল গুলো ২০ দিন কিংবা কিছুটা অধিক দিন থাকে। আমার কাছে সাদা এবং পিংক রং মিশ্রিত ফুল গুলো বেশী ভাল লাগে।নতুন অনেক কিছুই জানা হয় আপনার মাধ্যমে । ভাল থাকবেন দাদা। শুভেচ্ছা ও ভালবাসা রইল।

এ ধরনের ফুল আগে দেখা হয়নি আপনার ফটোগ্রাফির মাধ্যমে ভাগ্যটা হল সুন্দর ফটোগ্রাফি করেছেন আসলে খুবই ভালোবাসে না পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল আর আপনার ফটোগ্রাফি দেখলে তো অবাক হয়ে যাওয়ার মতো ধন্যবাদ দাদা সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য

বেশ কিছুদিন আমার নার্সারিতে নিয়মিত যাতায়াত ছিল। সেই সময়ে এই ফুলটা আমি নার্সারিতে নিয়মিত দেখেছি। তবে এটা বেশ কয়েক বর্ণের হয়ে থাকে। এবং এটার নাম যে হার্ডি গার্ডেন মম এটা আমি জানতাম না। তবে আমি প্রথম অবস্থায় এটাকে চন্দ্রমল্লিকার সাথে গুলিয়ে ফেলেছিলাম। ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল দাদা। অনেক বিস্তারিত লিখেছেন।।

এই ফুলগুলো আমার খুব প্রিয়। যদিও নাম জানা ছিল না আজকে জানতে পারলাম।
তবে এটা জেনে ভালো লাগলো এই ফুল গুলো ভেষজ
উদ্ভিদ হিসেবে ও পরিচিত। আজকের পোস্টে অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ দাদা।

ক্রাইস্যান্থেমাম ফুলের সঙ্গে পরিচিত হয়ে দারুণ লাগলো দাদা। আসলে ফুল আমরা সবাই অনেক ভালোবাসি এবং ফুলকে সৌন্দর্যের প্রতীক বলা হয়। ঠিকই বলেছেন দাদা এই ফুলটি চাহিদা ব্যাপক কেননা এটি প্রথম দেখাতেই আমার নজর কেড়ে নিয়েছে। এছাড়াও এই ফুলের প্রজাতিগুলো আমাদের এশিয়াতে তেমন একটা বেশি পাওয়া যায় না তবে ভালো লাগার বিষয় হচ্ছে এই তীব্র সুভাষের কথা টা, আসলে এত সুন্দর একটি ফুল তার উপরে এতে যদি তীব্র সুভাষ থাকে তাহলে তো ফুলটির আশপাশে গেলে মনের ভিতর আনচান করবে। আপনার ফটোগ্রাফি গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়েছি দাদা আশাকরি আমাদের বিনোদনের জন্য এমন অসাধারন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে ভবিষ্যতে আরো শেয়ার করবেন ।❤️❤️❤️❤️❤️❤️

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো দাদা, এই জন্য যে খুব সুন্দর একটি ফটোগ্রাফ আমাদের মধ্যে শেয়ার করেছেন। তবে আমি অনেকদিন প্রতীক্ষায় ছিলাম এই ফুলের নাম জানার জন্য, সঠিকভাবে কেউ বলতে পারেনি যেহেতু গ্রাম পর্যায়ে তো। তবে আজকে আপনার থেকে গাছের নামটি জেনে খুব ভালো লাগলো।

অদ্ভুত নামের সাথে অদ্ভুত সুন্দর একটি ফুল, নামটি আমার কাছে পরিচিত না হলেও ফুলটি খুব ভালো লেগেছে আমার কাছে, ফুল যেকারো মানুষের মন ভালো করে দিতে পারে, আজকের এই ফুলটি অসম্ভব রকম সুন্দর ছিল।

দাদা প্রথমে নমস্কার নেবেন,আপনি অনেক চমৎকার একটা ফুলের ফটোগ্রাফি করছেন।ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছে।আপনার হার্ডি গার্ডেন মম ফুলের আলোকচিত্র বেশ দারুন। সবচেয়ে ফুলটির বিভিন্ন ধরনের কালার কারনে অনেক সুন্দর দেখাচ্ছে।তবে আমি কখনো এই ফুলটি দেখি নাই দাদা। অবশ্যই ফুলের সুবাস টি অনেক সুন্দর মনে হয়।ফটোগ্রাফি সাথে সাথে উপস্থাপনা চমৎকার। অনেক ধন্যবাদ দাদা।

যদিও এই ফুলের নাম আমি আজকে প্রথম শুনলাম। তবে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর করে সবকিছু র্বণনা আমাদের সামনে তুলে ধরেছেন। আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে আপনার এই ফুলটির সম্পর্কে বর্ণনা দিয়েছেন খুব সুন্দর করে। ধন্যবাদ দাদা এরকম সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

হার্ডি গার্ডেন মম ফুল আমি এই নাম প্রথম শুনছি।তবে ফুলগুলি আমি অনেকবার দেখেছি।কিন্তু এই ফুলগুলিকে আমরা চন্দ্রমল্লিকা ফুল বলি।আর এটি বহুবর্ষজীবী হয়ে থাকে, আমাদের বাড়িতেও দুই প্রকারের চন্দ্রমল্লিকা ফুলের জাত রয়েছে।অনেক অনেক প্রজাতির সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়।আর এটি গোড়ার দিকের ডাল পুঁতে ও গাছ তৈরি করা যায়।
যাইহোক বর্ণনা ও ফুলের ফটোগ্রাফিগুলি ভালো ছিল দাদা,দেখে মন ভরে গেল সকাল সকাল।ফুল সম্পর্কে অনেক অজানা তথ্য জেনে অনেক কিছু শিখতে পারলাম,ধন্যবাদ আপনাকে।

এই ফুল অনেক দেখেছি। তবে এই ফুলের নাম যে হার্ডি গার্ডেন মম এটা জানা ছিলো না আগে। আমি অনেক ছবি তুলেছি এমন ফুলের। বিশেষ করে নার্সারিতে গেলেই এমন অনেক ফুল দেখা যায়।