হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি মুভি রিভিউ শেয়ার করবো। এই মুভিটির নাম হলো "আদিপুরুষ"। এই মুভিটা আমি কিছুদিন আগে দেখেছিলাম এবং কাহিনীটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন দেখা যাক।
✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠
✠মূল কাহিনী:✠
এই মুভিটির কাহিনী মূলত রামায়ণের কাহিনীর অনুকরণে তৈরি করা, আর মোটামুটি সেইভাবেই কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা অভিনয়ের মাধ্যমে। এখানে গল্পটা বনবাসের থেকে দেখা যায়, রাঘব তার ভাই শেষ এবং তার স্ত্রী জানকি। তারা তিনজন বনের মধ্যে একটি গুহা মতো জায়গায় থাকতে লাগে এবং একদিন কিছু মায়াবী দানব তাদের উপর হামলা করে। কিন্তু রাঘব আর শেষ তাদের মেরে ফেলে লড়াই করে। একদিন লঙ্কার থেকে সুর্পণখা ওই বোনের মধ্যে দিয়ে যাচ্ছিলো এবং তখন রাঘবকে দেখে তার ভালো লাগে আর তাকে বিবাহ করতে চায়। কিন্তু রাঘব মানা করে দেয়। এরপর সুর্পণখা তার কুটিরে গিয়ে জানকিকে মেরে ফেলার চেষ্টা করতে লাগে, কিন্তু রাঘবের ভাই শেষ তীর দিয়ে তার নাক কেটে দেয়। সুর্পণখা এরপর তার ভাই লঙ্কেশকে গিয়ে জানায় এবং তার এই দুরবস্থা দেখে রেগে যায়। এরপর সুর্পণখা তার কান ভারী করে যে রাঘবের স্ত্রীকে তোমার এই স্বর্ণ রাজ্যে মানায়, বনে নয়। এরপর এই কথা শুনে একদিন ঋষির রূপ নিয়ে সেই কুটিরের সামনে যায় কিন্তু ভিতরে আর প্রবেশ করতে পারে না, কারণ রাঘবের ভাই শেষ মন্ত্র দিয়ে একটা সুরক্ষা রেখা টেনে দিয়েছে।
এদিকে জানকির একটা সোনার হরিণ দেখে রাঘবকে এনে দিতে বলে আর রাঘব সেই হরিনের পিছনে ছুটতে থাকে, কিন্তু আসলেই সেইটা ছিল একটা দানবের ছদ্দবেশে ধারণকারী হরিণ। এরপর সবাই কুটির থেকে বেরিয়ে গেলে জানকীকে একা দেখে ভিক্ষা দেওয়ার নাম করে আর অভিশাপ লাগবে এইসব ভয় দেখিয়ে তাকে সেই রেখার বাইরে এসে ভিক্ষা দিতে বলে। এতে রাজি হয়ে রেখা ভেঙে আসলে তাকে বন্দি করে তার পোষা একটি দৈত্যাকার বাহন চামচিকার পিঠে করে লঙ্কার দিকে রওনা দেয়। এইসব দেখে জটায়ু বাধা দিতে গেলে তার পাখনা কেটে নিচে ফেলে দিলে সে মারা যায় এবং তার অন্ত্যেষ্টি ক্রিয়া তারা দুই ভাই ওই বনেই সম্পন্ন করে। এরপর তারা জানকীকে ছাড়ানোর জন্য লঙ্কার দিকে যেতে থাকে কিন্তু কিভাবে কি করবে তারা সেটা বুঝতে পারে না। একদিন রাতের বেলা একটা বৃদ্ধা কিছু বরুই নিয়ে তাদের কাছে আসে এবং সে বলে সামনে পাহাড়ের পাশে বানর সুগ্রীব আছে আর হনুমান আছে তাদের সাহায্য নিতে পারো।
এরপর বজরং নামে হনুমানের সাথে তাদের সাক্ষাৎ হয় আর তারা সুগ্রীব এর কাছে গিয়ে সাহায্যের কথা বলে। কিন্তু তার কাছে যথেষ্ট সৈন্য ছিল না, আর বানর সৈন্য নিতে গেলে বালীকে মারতে হবে। এরপর বালীকে মেরে সমস্ত সৈন্য নিয়ে লঙ্কার সুবিশাল সমুদ্রের দিকে রওনা দেয়। প্রথমে রাঘব বজরংকে লঙ্কা পাঠিয়ে জানকির খবর নিয়ে আসতে বলে, কিন্তু তারা তাকে ধরে লেজে আগুন লাগিয়ে দেয় এবং সেও সমস্ত লঙ্কায় আগুন লাগিয়ে চলে আসে। এরপর তারা সমুদ্র পাড়ি দেওয়ার জন্য রাঘবের নাম করে পাথর ছুড়ে ছুড়ে লম্বা একটা সেতু তৈরি করে লঙ্কায় পৌঁছিয়ে যায়।
এরপর সেখানে সিদ্ধান্ত ওরফে বিভীষণ এর সাহায্য নিয়ে তিন দিক থেকে আক্রমণ করার চিন্তা করে, কারণ লংকেশের ছেলে মেঘনাদ স্বর্ণ পুকুরে নামলে শক্তিহীন হয়ে যায় তাই তাকে ওই মুহূর্তে মারতে হবে, নাহলে তার সাথে মায়ায় পেরে ওঠা যাবে না। এরপর সেইভাবে প্ল্যান অনুযায়ী সমস্ত দানবদের এক এক করে মারতে থাকে আর লঙ্কেশকে সহজে মারতে পারে না, কারণ সে বরপ্রাপ্ত যে কোনো দেব, দৈত্য এমনকি কোনো অস্ত্রসস্ত্র দিয়ে তাকে মারা যাবে না। কিন্তু মানুষের হাত থেকে মারা যাবে না সেটা বলেনি, তাই অবশেষে রাঘব ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তার নাভিতে এবং সে মারা যায়।
✠ব্যক্তিগত মতামত:✠
এই মুভিটার কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছিলো । আসলে রামায়ণের কাহিনীকে কল্পকথার মাধ্যমে মোটামুটি বেশ ভালো ভাবেই ফুটিয়ে তুলতে পেরেছে। তবে শেষের দিকে কাহিনীটা আমার কাছে কেমন যেন একটু এলোমেলো লাগলো, আসলে তেমন বিশেষ কিছু একটা ফুটিয়ে তুলতে পারিনি। শুধু যুদ্ধের মধ্যে রাঘবের ভাই শেষকে সাপে কামড়ালো আর বজরং পাহাড় তুলে নিয়ে আসলো সঞ্জীবনী পাতার রস খাওয়ানোর জন্য। তারপর কাহিনীটা টেনে দ্রুত শেষ নামিয়ে দিয়েছে। কারো সাথেই সেইভাবে কোনো যুদ্ধের পটভূমি তুলে ধরিনি। তবে প্রথম থেকে কাহিনীটা বেশ ভালো ছিল । আসলে কাহিনীটা যার কাছে যেমন, এটা আপনারা প্রথম থেকে দেখলে ভালো বুঝতে পারবেন।
✠ব্যক্তিগত রেটিং:✠
৭.৫/১০
✠ট্রেইলার লিঙ্ক:✠
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা, আপনি মুভি রিভিউ পোস্ট শেয়ার করলেন। পড়ে যা বুঝলাম তাতে প্রথমে খুব সুন্দর লাগলেও শেষে আপনার কাছে এলোমেলো লেগেছে।যদিও আমি এই মুভিটি দেখিনি।তবে বুঝলাম রামায়ণের কাহিনিকে খুব ভালো ভাবে ফুটিয়ে তুলেছে।শেষের দিকটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারলে হয়তো আপনার কাছে আরো বেশি ভালো লাগতো দাদা।তবে আপনি রিভিউ কিন্তু চমৎকার ভাবেই করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর এই মুভি রিভিউ পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা প্রথম যখন আদিপুরুষ মুভির নাম শুনেছিলাম তখন ভেবেছিলাম মুভিটা ভালই নাম করবে। সবাই বলেছিল বাহুবলীকে পিছ করবে আদিপুরুষ। কিন্তুু রিলিজ হওয়ার পরে তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। আমি এই প্রথম আপনার পোষ্টের মাধ্যমে মুভিটির রিভিউ পড়লাম। প্রথম দিকে আকর্ষন ছিল। কিন্তুু শেষের দিকে সেই আকর্ষনটা ধরে রাখতে পারে নি। যায়হোক আমিও আপনার সাথে একমত। যার কাছে যেমন লাগে। তবে যেহেতো আপনি রিভিউ দিয়েছেন মুভিটা দেখার চেষ্টা করবো। প্রভাস আমার প্রিয় একজন নায়ক। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজকে আপনি অনেক সুন্দর একটা মুভি রিভিউর পোস্ট নিয়ে হাজির হয়েছেন। আপনি সবসময় অনেক সুন্দর মুভির রিভিউ করেন যেগুলো আমার অনেক পছন্দ হয়। আজকে আপনি আদি পুরুষ মুভিটার রিভিউ অনেক সুন্দর ভাবে শেয়ার করেছেন। এই মুভিটার শর্ট কিছু কাহিনী আমি দেখেছিলাম। তবে মুভিটার সম্পূর্ণ কাহিনী কোথাও দেখা হয়নি সময়ের কারণে। আসলে সময়ের জন্য এখন মুভি দেখা হয় না খুব একটা। তবে আমি মাঝে মাঝে তবুও চেষ্টা করি এরকম সুন্দর মুভি গুলো দেখার। আদি পুরুষ এই মুভিটার সম্পূর্ণ কাহিনী আপনার রিভিউর মাধ্যমে জানতে পেরেছি। আমি তো ভাবছি সময় পেলে এই মুভিটা দেখে নেব। কারণ রিভিউ টা অসম্ভব সুন্দর ছিল এবং কি কাহিনীটাও ভালো লেগেছে পড়ে। এখানে তো দেখছি কারো সাথেই কোন যুদ্ধের পটভূমি তুলে ধরা হয়নি। দাদা আশা করছি পরবর্তীতেও এরকম সুন্দর মুভি গুলোর রিভিউ সবার মাঝে ভাগ করে নিবেন। ধন্যবাদ দাদা পরবর্তী মুভিটার রিভিউ দেখার অপেক্ষায় থাকলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"আদিপুরুষ" মুভিটি যদিও দেখা হয়নি। তবে এই মুভি রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। প্রথম দিকে আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু শেষের দিকে এসে একটু এলোমেলো লেগেছে। আসলে পুরনো সেই কাহিনী গুলো থেকে যখন মুভি তৈরি করা হয় তখন সেভাবে ফুটিয়ে তোলা সত্যি অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। আর প্রভাস খুবই দক্ষ একজন অভিনয় শিল্পী। এছাড়া উনি দারুন অভিনয় করেন।রামায়ণের কাহিনীকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে দেখে ভালো লাগলো। তবে বিভিন্ন যুদ্ধের পটভূমিগুলো সেভাবে উপস্থাপন করতে পারেনি। আসলে এই ধরনের মুভি গুলো সম্পূর্ণভাবে শেষ করা অনেক সময়ের ব্যাপার। দাদা আপনি অনেক সুন্দর ভাবে এই মুভি রিভিউ উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আজকেও নতুন একটা মুভির রিভিউ পেয়ে ভালো লেগেছে। আপনার মুভি গুলোর রিভিউ যত পড়ি আমার কাছে ততই অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে দেখা "আদিপুরুষ" মুভিটা অনেক সুন্দর ভাবে রিভিউ করেছেন। যদিও সময়ের কারণে মুভি দেখা হয় না তবে আপনার রিভিউর মাধ্যমে পড়লে আর দেখাও লাগে না। কারণ সম্পূর্ণ কাহিনীটা আপনার রিভিউর মাধ্যমে জানা যায়। এই ধরনের মুভি গুলো কিন্তু অনেক বেশি সময় দিয়ে করা লাগে। যার কারনে ই খুব একটা ফুটিয়ে তুলতে পারিনি। তবে যতটুকু ফুটিয়ে তোলা হয়েছে ততটুকু অনেক সুন্দর ছিল। দারুন ভাবে এই মুভিটার রিভিউ সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে সত্যি অনেক ভালো লেগেছে দাদা। আপনাকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এরকম সুন্দর একটা মুভির রিভিউ আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit