হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
আজকে আপনাদের সাথে কালী পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করবো। বারাসাতে কালী পুজো অনেক বিখ্যাত। তবে যেহেতু কালী পুজোটা নিজেদের শহরে হয়ে থাকে, তাই এটা নিজেদের ইচ্ছামতো যখন খুশি সেরকমভাবে দেখা যায় ঝামেলা ছাড়া। তবে ঝামেলা যে হয়না তা কিন্তু না, মাঝে মাঝে ভয়ানক আকার ধারণ করে মারামারি বাধলে, যাইহোক সেটা পরে আলোচনা করবো যখন সময় আসবে। এইবার কালী পুজো দেখতে বেরিয়েছিলাম আমরা সবাই বাইক নিয়ে আর সেটা অনেক রাতের দিকে, প্রায় রাত ১ টার দিকেটিকে বেরিয়েছিলাম।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
প্রথমে যেটা দেখেছিলাম সেটা নবপল্লী নামের একটি স্কুলের মাঠে হয়ে থাকে আর এটা 'আমরা সবাই ক্লাব' নামের একটি ক্লাব পরিচালনা করে থাকে। প্রতিবছর তারা বিভিন্ন ধরণের প্যান্ডেল তৈরি করে থাকে আর সেটা অনেক ইউনিক ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এই প্যান্ডেলটি প্রায় ৩ মাসে আগের থেকে তৈরি করা শুরু করেছিল আর তার একটা ডেমোও আমি শেয়ার করেছিলাম। আসলে এইসব প্যান্ডেলগুলো অনেক বড়ো করে তৈরি করে আর অনেক খরচও করে এর পিছনে, ফলে অনেক সময় নিয়ে করে থাকে। এই জায়গার পুজোগুলো অনেক নাম করে থাকে, ফলে এখানে প্রচুর ভিড় হয়।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
আমরা ওই রাতে বেরিয়েছিলাম তাই অনেক লাইন ছিল, তবে এইবার কোনো ভিআইপি গেটের বা পাশের কোনো ব্যবস্থা ছিল না, ফলে একটা লাইনে একটু ভিড় সামলে যেতে হয়েছে। এইবারে তাদের থিমটাও অনেক বড়ো ছিল, কারণ মহারাষ্ট্রের থিম নিয়ে এসেছে আর এই থিমের নাম হলো "মহারাষ্ট্রের ইলোরার কৈলাস মন্দির"। প্যান্ডেলটি যেমন অনেক হাইফাই করেছে, তেমনি বাইরে জলের ফ্লোরা দিয়ে বিষয়টা দারুণভাবে তুলে ধরেছে। এছাড়া প্যান্ডেলের গায়ে বিভিন্ন খোদাইয়ের কাজও করেছে, যেমন- বিভিন্ন ধরণের মূর্তি এবং দৃশ্যের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
দেখে যেন বাস্তবের মতো লাগে, আসলে এইসব বিষয়গুলো এমনভাবে সামনে নিয়ে আসে যে, যেন সত্যিকারের ইলোরার কৈলাশ মন্দিরের সামনে আছি। প্যান্ডেলের ভিতরেও এইরকম দেওয়ালে নানা কারুকার্য সম্পন্ন করা আছে, সবথেকে বড়ো বিষয় হলো উপরের দিকে যে ডিজাইনটি করেছে এটা অনেক আকর্ষণীয় একটা দৃশ্য ছিল, মুগ্ধ করার মতো ডিজাইন। এছাড়া মায়ের মূর্তিগুলোও বিভিন্নভাবে স্থাপন করেছে, এখানে দুই জায়গায় দেখতে পাবেন মায়ের মূর্তি।
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | স্যামসুং গ্যালাক্সি M33 5G |
---|---|
লোকেশন | বারাসাত |
তারিখ | ১৩ নভেম্বর ২০২৩ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুর্গাপুজোর ফটোগ্রাফির পর্বগুলো শেষ হওয়ার পরে, আজকে আপনি কালীপুজোর আলোকচিত্রের প্রথম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে, সত্যি অনেক বেশি ভালো লেগেছে দাদা। দাদা এই ক্লাব টার নাম কিন্তু একটু ভিন্ন ছিল। আমরা সবাই ক্লাব নামে পরিচালনা করা হয়েছে এটাকে। তবে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। কারণ এটার থিম ও দারুন ছিল অনেক বেশি। মহারাষ্ট্রের ইলোরার কৈলাস মন্দির থিম নামে করা হয়েছে এটা দেখে ভালো লেগেছে। আপনি অনেক বেশি সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি করেছেন দাদা। আমার কাছে আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। খোদাই করা ডিজাইনগুলো একটু বেশি সুন্দর লাগছে। দেওয়ালের মধ্যেও নানা রকমের কারুকার্য সম্পূর্ণ করা হয়েছে। ভিড় তো থাকবেই দাদা এরকম একটা জায়গায়। উপরের দিকের ডিজাইন টা একেবারে চোখ ধাঁধানো ছিল। সবমিলিয়ে দাদা আমার কাছে সম্পূর্ণটা অসম্ভব ভালো লেগেছে। আশা করছি কালীপুজোর অনেকগুলো পর্ব আপনি আমাদের মাঝে শেয়ার করবেন দাদা। কালীপুজোর দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মাধ্যমে দুর্গা পুজার অসাধারণসব ছবি দেখেছি। আজ থেকে কালী পুজার ছবি দেখবো। আজকের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে দাদা। মহারাষ্ট্রের ইলোরার কৈলাস মন্দিরের আদলে তৈরি মন্দিরের ছবি গুলো সত্যি অসাধারণ। কোলকাতা মানেই জাকজমকপূর্ণ পুজা। আপনি ঠিক বলেছেন, এরকম মন্ডপ তৈরি করতে সময় ও প্রচুর অর্থ ব্যয় হয়। সামনে আরো সুন্দর সুন্দর মন্ডপ দেখার প্রত্যাশা করছি,আপনার পোস্টে। পোস্টটি শেয়ার দেয়ার জন্য ধন্যবাদা দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কিছুদিন আগে দূর্গাপুজোর পর্ব শেষ হয়েছে। সেই পর্বের প্রত্যেকটা ফটোগ্রাফি আমরা উপভোগ করেছি। যার মধ্যে অন্তিম পর্বটা দারুন ছিল। আজকে আবার কালি পুজোর পর্ব শুরু করলেন। সেই কালি পুজো দেখতে রাত ১ টার দিকে বেরহয়েছেন। চিন্তা করা যায়। এত রাতে আমি ঘুমিয়ে স্বপ্নে সাগরে ভাসতে থাকি। আর ঐ সময় আপনি বাইক নিয়ে পুজো মন্ডপে ঘোরাঘুরি করেন। যায়হোক নবপল্লী স্কুলের মাঠে 'আমরা সবাই ক্লাব' দারুন আয়োজন করেছে। মহারাষ্ট্রের ইলোরার কৈলাস মন্দিরের আদলে তৈরী করেছে। প্যান্ডেলে প্রবেশ করতেই দেখা যায় ঝর্না দিয়ে দারুন একটি দৃশ্য তৈরী করেছে। যার ফলে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। এত মানুষের মধ্যে লাইন ধরে না হাটলে জামেলা তো হবেই। দেওয়ালের গায়ে দেখতে পেলাম বিভিন্ন মূর্তির খোদায় করেছে। প্যান্ডেলে এমন একটি কালার দিয়েছে যেটা স্বর্নের মত ঝিলিক মারছে। সব মিলিয়ে ব্লগটি দারুন হয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সারা বিশ্বের মধ্যে ভারতে বিভিন্ন পূজার সময় সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়ে থাকে। কলকাতায় দূর্গা পূজার পাশাপাশি, কালী পূজাতে ও চমৎকার আয়োজন করা হয়ে থাকে। যাইহোক এতো রাতে ঘুরে ঘুরে পূজার আয়োজন দেখতে আসলেই খুব ভালো লাগার কথা। "আমরা সবাই ক্লাব" এককথায় দুর্দান্ত আয়োজন করেছে। প্যান্ডেলের ফটোগ্রাফি গুলো দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। প্যান্ডেলের গায়ে বিভিন্ন ধরনের খোদাই করা হয়েছে বিধায়, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের মূর্তি এবং দৃশ্যের প্রতিচ্ছবি প্যান্ডেলের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। সবমিলিয়ে এমন চোখ ধাঁধানো আয়োজন করা অবশ্যই ব্যয়বহুল। তাদের থিমের সাথে আয়োজন একেবারে পারফেক্ট হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন দাদা। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ বিশাল একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে কালীপূজা উৎসবে। সত্যি দাদা দেখে তো অবিশ্বাস্যকর একটি ব্যাপার। এত বড় একটি প্যান্ডেল বারাসাতে। যেহেতু তিন মাস আগে থেকে তৈরি করা হয়। তাহলে বুঝতে হবে বিশাল আয়োজন। আবার শেয়ার করা ফটোগ্রাফির গুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে কালী পূজার কিছু আলোকচিত্র আমাদের সাথে শেয়ার করলেন আজকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্রাফি গুলো দেখে ভাই অনেকটা রাজ দরবারের মতো মনে হচ্ছিল, যেমন কারুকাজ প্যান্ডেলের তেমনটা আলোকসজ্জা এক কথায় চোখ ধাঁধানো। দারুন উপভোগ করলাম ছবিগুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বারাসাতে কালী পুজো অনেক বিখ্যাত সেটা জানি।তবে বড় বড় কাজে বড় ঝামেলা থাকবেই দাদা।আপনারা রাত ১ টার দিকে বেরিয়েছিলেন জেনে ভালো লাগলো।কারন ওই সময় ভালো ছবি তোলার সঙ্গে সঙ্গে ভিড় ঠেলা লাগে না।যাইহোক মায়ের প্রতিমাটি ও প্যান্ডেলটি অসাধারণ করেছে নবপল্লীতে।ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কালী পুজোর অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করলেন দেখছি। আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারতেছি দাদা, কালীপুজোর সময়ও আপনি অনেক জায়গায় ঘোরাঘুরি করেছিলেন। দুর্গাপুজোর আলোকচিত্র গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। ঠিক তেমনি কালীপুজোর আলোকচিত্রের প্রথম পর্ব টাও আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা সবাই ক্লাব নামের ক্লাবটার পরিচালনা করেছিল শুনেই ভালো লাগলো। আর ক্লাবটা অনেক সুন্দর করেই সাজানো হয়েছিল দেখছি। প্যান্ডেলটি আসলেই অনেক বেশি হাইফাই করেছে এটা ঠিক বলেছেন দাদা। এবং কি এটার থিম ও অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে দেখতে। "মহারাষ্ট্রের ইলোরার কৈলাস মন্দির"এই থিম ছিল জেনে ভালো লেগেছে। খোদাই করা কাজগুলোও অনেক সুন্দর হয়েছে। আপনি সুন্দর করে সবগুলো ফটোগ্রাফি করার চেষ্টা করেছেন, আর সবার মাঝে সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছেন দেখে ভালো লাগলো। কালীপুজোর আলোকচিত্রের দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষায় থাকলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পূজো মানেই আলাদা রকমের অনুভূতি। আর যদি নিজের শহরেই পুজো হয় তাহলে তো কথাই নেই। যেভাবে খুশি সেভাবেই ঘোরাফেরা করা যায়। আর ছবি তোলা যায়। তবে যেখানে ভিড় আছে সেখানে মারামারি লেগেই থাকে। তবে মারামারির কথা শুনলে ভয় লাগে। সেই গল্প না হয় আরেকদিন শুনবো দাদা। 'আমরা সবাই ক্লাব' সত্যি দারুন আয়োজন করেছে। তিন মাস ব্যাপী এই প্যান্ডেলটি সাজিয়েছে জেনে সত্যিই ভালো লাগলো। আসলে তাদের নিখুঁত কাজ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর সময় নিয়ে কোন কাজ করলে দেখতে যেমন ভালো লাগে তেমনি আকর্ষণীয় হয়। সবমিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে। আর পুজো প্যান্ডেলের কারুকার্য এবং সাজসজ্জা খুবই আকর্ষণীয় লাগছে। তাই তো এতটা সময় লেগেছে। কোন কিছু সুন্দর ভাবে সাজাতে সময়টা একটু বেশিই লাগে। ফটোগ্রাফি গুলো দেখেও অনেক ভালো লাগলো দাদা। আপনি অনেক সুন্দর করে এই ফটোগ্রাফি গুলো করেছেন এবং দারুন মুহূর্তগুলো তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit