দূর্গা পুজো ২০২৪ ( পর্ব ১ )

in hive-129948 •  2 months ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দুর্গাপুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। এই বছর দূর্গা পুজো দেখা শুরু করেছিলাম চতুর্থী থেকে। এমনিতেই কলকাতায় মহালয়ার পরের দিন থেকে পুজো দেখা শুরু হয়ে যায়। আমি কোনো বছর ষষ্ঠী বা সপ্তমী ছাড়া দেখতে যাইনি, তবে এই বছর বৃষ্টির হওয়ার সম্ভাবনা দেখে আগেই দেখে নিয়েছিলাম। যদিও চতুর্থীর পরে আর কলকাতায় যাইনি, কারণ সাউথ কলকাতা মোটামুটি ওইদিনই দেখে নিয়েছিলাম বেশিরভাগটাই। আর কয়েকটা দেখতে পারিনি, অসম্ভব ভিড়ের কারণে। যাইহোক, প্রথমে যেটা দেখেছিলাম সেটা হলো ফাল্গুনী সংঘ এর পুজো। এই ক্লাবের পুজো সাধারণত ছোট করে হলেও বেশ ভালো হয়ে থাকে। প্রতিবছর বেশ ভালো ভালো থিম নিয়ে হাজির হয়ে যায় তারা।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

এই বছরও তারা বেশ ভালো একটা থিম নিয়ে এসেছিলো। এই থিমটা হলো "রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা"। এই থিমের অনুসারে প্যান্ডেলটাও কতসুন্দর করে সাজিয়েছে, এদের প্যান্ডেল সাজানোর আইডিয়াগুলো বেশ ভালো লাগে, একদম প্যান্ডেল বা মণ্ডপের উপরে দোলনার সিস্টেম তৈরি করেছে আর সেখানে রাধা কৃষ্ণ বসে আছে, বিষয়টা মানে এইরকম ভাবে ফুটিয়ে তুলেছে। থিমের আইডিয়াটাও যেমন দারুন ছিল, তেমনি সেই অনুসারে প্যান্ডেলটির ডিজাইনও সেইভাবে ফুটিয়ে তুলেছে। তাছাড়া তাদের লাইটিং এর ব্যবস্থাটাও অন্যরকম ছিল এবারের অর্থাৎ কিছুটা দেখে প্রজাপতির পেখমের মতো দেখতে লাগছে গঠনটা। আর লাল, সাদা এর সমন্বয়ে লাইটিংটা বেশ সুন্দরও লাগছিলো।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

গেটের থেকে মণ্ডপ পর্যন্ত এই লাইটিংগুলো সারিবদ্ধভাবে সাজানো, লাইনে একসাথে দেখতেও অনেক আকর্ষণীয় লাগছিলো লাইটগুলো। প্যান্ডেলের অভ্যন্তরীণ বিষয়টাও অনেক আকর্ষণীয় ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করা। পুরোটা লাল আর সাদা শাড়ির মাধ্যমে ঝালর দিয়েছে। শাড়ির মাধ্যমে কত সুন্দর ডিজাইনটা করেছে, দেখলেই কত সুন্দর লাগছে সম্পূর্ণ ডিজাইনটা। আর শাড়ির মাধ্যমে যে ঝালর দিয়েছে তার প্রতিটা স্থানে লাইটিং এর বিষয়টাও অনেক সুন্দর লাগছে।

Photo by @winkles

Photo by @winkles

যাইহোক, এরপর সব ডিজাইনগুলো দেখতে দেখতে মায়ের মূর্তির কাছে চলে গিয়েছিলাম। মায়ের মূর্তিটা এক কথায় দারুন করেছে, শিল্পীর হাতে জাদু আছে সত্যি বলতে। কলকাতায় প্রতিমাগুলো অসাধারণ করে থাকে। সমস্ত বিষয়গুলো বেশ ভালো ভাবে ফুটিয়ে তোলে তারা। তাছাড়া ব্যাকগ্রাউন্ড এর ডিজাইনটাও ভালো ফুটিয়ে তুলেছে এর মাধ্যমে। যাইহোক, সবমিলিয়ে মোটামুটি এই ফাল্গুনী সংঘের পুজোটা বেশ ভালো উপভোগ করেছিলাম। এইটা এই পর্যন্ত, পরের তারিখ আরেকটা পুজো নিয়ে কথা বলবো।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকলকাতা
তারিখ০৮ অক্টোবর ২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

দাদা দুর্গাপূজার প্রথম পর্ব টা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। পূজার মন্ডোপটা দেখে অনেক সুন্দর লাগলো। পুরো ডেকোরেশনটা একেবারে অসাধারণ ছিল যা দেখতেও খুব ভালো লাগছে। থিমটা আসলেই অনেক সুন্দর ছিল, রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা। অনেক সুন্দর কিছু আলোকচিত্র সবার মাঝে শেয়ার করলেন। যার কারণে এরকম একটা পুজোর দৃশ্য দেখার সুযোগ হলো। আশা করছি আপনি অনেক তাড়াতাড়ি দুর্গাপুজোর বাকি পর্বগুলো আমাদের মাঝে ভাগ করে নিবেন। আর সেই পর্বগুলো দেখার জন্য অধীর অপেক্ষায় থাকলাম দাদা।

দারুন একটি পূজার প্যান্ডেল এবং আলোকসজ্জা আমাদের সঙ্গে শেয়ার করলেন। ঝুলনের থিমে রাধা কৃষ্ণের সাজে এই মন্ডপটি ভীষণ সুন্দর হয়েছে। মন্ডপসজ্জা অসাধারণ। সব মিলিয়ে আপনি একটি দারুণ পুজোর ছবি পোষ্টের মাধ্যমে শেয়ার করেছেন। দুর্গাপূজা চলে গেলে মন খারাপ হয়। কিন্তু থেকে যায় এই রেশটুকু। আপনার পোষ্টের জন্য অনেক ধন্যবাদ।

ঝুলন থিমের রাধা কৃষ্ণের সাজে প্যান্ডেলটির সাজ এবং তার ভেতরে রয়েছেন মা দূর্গা। শিল্পী কে কুর্ণিশ জানাই। যিনি ভেবেছেন এবং যিনি বাস্তবায়িত করেছেন দুই মাথা যদি এক ব্যক্তিরই হয় তবে সত্যিই অসাধারণ। দুজনের হলেও ক্ষতি কি? কলকাতা সমেত সারা পশ্চিমবঙ্গের এই দুর্গাপূজার এই সাজসজ্জা বিশ্বের দরবারে অতুলনীয় শিল্পের পরিচয় বহন করে। বহু বছরই হল আমি কলকাতার পুজো বা আমার গ্রামের পুজো দেখি না আপনাদের পোস্ট দেখে সেই আফসোস দূর হয়ে যাচ্ছে৷ পরবর্তী পোস্টগুলোর জন্য অপেক্ষা করবো।

বাহ্! ফাল্গুনী সংঘ তো দূর্গা পূজা উপলক্ষে এককথায় দুর্দান্ত আয়োজন করেছে। তাদের সম্পূর্ণ আয়োজন দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। তাছাড়া থিমটাও খুব সুন্দর হয়েছে। প্রতিটি ফটোগ্রাফি দারুণভাবে ক্যাপচার করেছেন দাদা। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

দাদা, প্রতিবছর আপনার পূজোর ফটো সিরিজ গুলো দেখি। শুধুমাত্র, পূজো প্যান্ডেলের লাইটিং ও প্যান্ডেলের কারুকার্যের কারণে। আশাকরি এ বছরও আরো বেশ ভালো কিছু, থিমের পূজার ছবি দেখবো। ফাল্গুনী সংঘের এই পূজাটাও বেশ ভালো ছিল। দারুণ উপভোগ করলাম ফটোগ্রাফি গুলো।