হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Photo by @winkles
Photo by @winkles
আজকে আপনাদের সাথে কালী পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। আজকে যেটা শেয়ার করবো এইটা সেরা হয়েছে কালী পুজোর মধ্যে। আসলে এইবার নবপল্লী এসোসিয়েশন এর কালী পুজো অনেক সুন্দর ছিল। প্রতিবারই এদের বিষয়গুলো অনেক ভালো থাকে। যেমন গতবার কিন্তু শেয়ার করেছিলাম যে কেদারনাথ মন্দির নিয়ে এসেছিলো। সেইরকমই চিন্তাধারার মাধ্যমে এইবারও নিয়ে এসেছে আরো একটি মন্দির আর সেটা হলো বদ্রীনাথের মন্দির। এইবারের চিন্তাধারা এটাই ছিল। আসলে তারা সমস্ত বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করে যে দেখে মনে হবে না যে আসল বদ্রীনাথের সামনে আছি না সপ্ন দেখছি।
Photo by @winkles
Photo by @winkles
সমস্ত ডেকোরেশনগুলো তারা অরিজিনাল এর মতোই রূপ দেওয়ার চেষ্টা করে। এই স্থানটির কালী পুজো অনেক জনপ্রিয়, লোকজন আর কোথায় দেখলো না দেখলো, এই এসোসিয়েশন এর পুজো দেখার জন্য বীভৎস লাইন পড়ে। আর এইবারও নাকি শুনেছিলাম প্রচুর লাইন পড়েছিল। তবে এইবার যেহেতু আগেই বলেছিলাম যে ভিআইপি কোনো গেটের ব্যবস্থা ছিল না, তাই লোকসংখ্যা আগের থেকেও বেশি ছিল নাকি। আসলে এটা চোখের সামনে দেখার সুযোগ এইবার হয়নি, কারণ বেরিয়েছিলামই তো রাত ১ টার দিকে আর এখানে গিয়েছিলাম, তখন প্রায় রাত ২ টো কি আড়াইটা বাজে।
Photo by @winkles
একদম ফাঁকা লাইন ছিল, কোনো ঝঞ্ঝাট ছাড়া ভদ্রলোকের মতো গিয়ে দেখে আসলাম হা হা। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে, মন্দিরের বাইরের সৌন্দর্যটা কত সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে, কালার কম্বিনেশন সবকিছু দিয়ে যেন একদম বাস্তবের মতো চোখের সামনে ভাসছে সবকিছু। উপরে ফ্ল্যাগ দিয়ে দিয়েছে যেমনটা বদ্রীনাথ মন্দিরের উপরে থাকে। গেটের মুখে বা আশেপাশে এখানে অনেক জায়গায় কিন্তু ফোমের কারুকার্যও আছে। মন্দিরের মুখের দিকটা দারুন আকর্ষণীয় করেছে আর সাইটে দুটো সিংহ এর দৃশ্য ফুটিয়ে তোলায় বিষয়টা আরো ভালো ফুটেছে।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
এছাড়া উপরের দিকে জানলার কারুকার্যগুলো বেশ ভালো করেছে, একদম মন্দিরের আদলে তৈরি তাই বদ্রীনাথ মন্দিরে ঠিক যেরকম যা কিছু সেই সবকিছুই তুলে ধরার চেষ্টা করেছে। যেন একদম কোথাও না গিয়ে এই কালী পুজোর মাধ্যমে বদ্রীনাথ মন্দির দর্শন হয়ে গেলো। মন্দিরের ভিতরেও অনেক কারুকার্য করেছে, যেমন- বিভিন্ন অবতারের দৃশ্যও পর পর দেওয়ালে ফুটিয়ে তুলেছিল। আসলে ভিতরে সেইভাবে এইগুলো তোলা হয়নি, তবে এইগুলোর জন্যই অনেক সুন্দর লাগছিলো সবকিছু।
Photo by @winkles
Photo by @winkles
Photo by @winkles
মেইন বিষয় হলো রাতের দিকে লাইটিংগুলো করে দারুন, ফলে সুন্দরকে আরো সুন্দরতম করে তোলে। তারপর বাইরের দিকে পাহাড়ের মতো দৃশ্যও করেছিল এবং পাহাড়টা এমনভাবে তুলে ধরেছে যেন সাদা সাদা বরফের মতো আস্তরণ পড়ে আছে উপরের দিকে। আর নীল লাইটিং দেওয়ায় এটা আরো ভালো লাগছিলো। সবকিছুই অনেক সেরা ছিল এই প্যান্ডেলটায়। এরপর মায়ের মূর্তির দর্শন করলাম, বদ্রীনাথের কালী মা যেন দশ ভুজা, মুখমন্ডল দিয়ে আবির্ভূত হয়েছেন। যাইহোক, এটাই ছিল এই পুজো প্যান্ডেলের কিছু আলোকচিত্র।
শুভেচ্ছান্তে, @winkles
ক্যামেরা | স্যামসুং গ্যালাক্সি M33 5G |
---|---|
লোকেশন | বারাসাত |
তারিখ | ১৩ নভেম্বর ২০২৩ |
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাতের দিকে যখন লোকজনের ভিড় কমে তখন কোথায় গেল সত্যি অনেক ভালো লাগে। আর বেশ ভালোভাবেই সবকিছু উপভোগ করা যায় দাদা। পূজা মন্ডলের সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে তাদের লাইটিং গুলো। রাতের বেলায় লাইটিং গুলো বেশি ভালো লাগে। লাইটিংগুলোর কারণে সৌন্দর্য আরো বেড়ে যায়। প্যান্ডেলের বিভিন্ন কারুকার্য আর ডেকোরেশন সত্যিই প্রশংসনীয় ছিল। বিশেষ করে গেটের কাছের অংশটা অনেক বেশি সুন্দর লাগছে। আর বিভিন্ন মূর্তির কারুকার্য এবং নিখুঁত ডেকোরেশন দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। যখন এরকম সুন্দর দৃশ্যগুলো চোখের সামনে দেখা হয় তখন সত্যিই অনেক ভালো লাগে। মনে হয় যেন আরো কিছুটা সময় তাকিয়ে তাকিয়ে দেখি। শিল্পীর হাতের ছোঁয়া আর তাদের ডেকোরেশন যতই দেখি ততই ভালো লাগে। যদিও আমাদের এদিকে সেভাবে কখনো ডেকোরেশন করে পুজো প্যান্ডেল সাজানো হয় না। তবে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে পুজো প্যান্ডেলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাই। দারুন ভাবে ফটোগ্রাফি গুলো করেছেন আর পুজো প্যান্ডেলের নিখুঁত কারুকার্য আমাদের মাঝে তুলে ধরেছেন এর জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা রাত ২-২.৩০ টার দিকে গিয়েছিলেন বলেই ভিড় কম ছিলো। কারণ এতো চমৎকার প্যান্ডেল দেখার জন্য তো অবশ্যই প্রচুর মানুষ যাওয়ার কথা। যাইহোক দেরি করে যাওয়াতে বেশ ভালোই হয়েছে দাদা। এতো সুন্দর আয়োজন দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না দাদা। এককথায় তারা চোখ ধাঁধানো আয়োজন করেছে কালী পূজা উপলক্ষে। এতো সুন্দর সুন্দর লাইটিং করা হয়েছে, যা এই প্যান্ডেলের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি করেছে। এতো নিখুঁতভাবে কারুকাজ করা হয়েছে, যা সত্যিই বেশ প্রশংসনীয়। দেখতে একেবারে বদ্রীনাথ মন্দিরের মতোই লাগছে। বদ্রীনাথ মন্দির দেখতে উত্তরাখণ্ড রাজ্যে না গিয়েও,সেই অনুভূতি ঠিকই পেয়েছেন দাদা। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম দাদা। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুজো প্যান্ডেলের ডেকোরেশন ও আলোকসজ্জা ছিল একদম চোখে লাগার মত। বেশ ভালই উপভোগ করলাম ছবিগুলো দাদা। মাঝরাতে গিয়েছেন বিধায়, বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছেন সময়টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি আজকে কালীপুজোর আলোকচিত্রের, চতুর্থ পর্ব আমাদের মাঝে ভাগ করে নিয়েছেন দেখে আমার কাছে ভালো লাগলো। এই পর্বের মাধ্যমে আরেকটা স্থানের অনেক সুন্দর কিছু আলোকচিত্র দেখতে পেলাম, যেগুলো দেখে তো অসম্ভব ভালো লেগেছে। নবপল্লী এসোসিয়েশনের কালীপুজোর আলোকচিত্র গুলো সত্যি অসম্ভব ভালো হয়েছে, আর এটা অনেক সুন্দর ছিল। সবকিছু অনেক সুন্দর করেই সাজিয়ে তুলেছে, এটা দেখে আসলেই বাস্তবের মনে হচ্ছে। লাইটিং গুলো অনেক সুন্দর ভাবে করেছে যেটা দেখে তো আমি মুগ্ধ হলাম দাদা। এরকমভাবে সাজানো হয়েছিল এই জায়গাটা এটা দেখে ভালো লেগেছে। এরকম দৃশ্যগুলো রাতের দিকে বেশি ভালো লাগে দেখতে। এটা একেবারে ঠিক দাদা, নীল লাইটিং হওয়ার কারণে বেশি সুন্দর লাগছিল। আপনাদের কালি মা কেউ দেখছি সুন্দর করে সাজিয়েছে এবং মূর্তিটা অনেক সুন্দর করে করেছে। সবকিছুকে আপনি ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরেছেন দেখেই জাস্ট অসাধারণ লেগেছে। এরকম ভাবে সৌন্দর্যকে তুলে ধরে সবার মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা কালীপুজোর আলোকচিত্রের চতুর্থ পর্ব শেষ হয়ে গিয়েছে। কালীপুজোর সবগুলো পর্ব আমার দেখা হয়েছে যার কারণে চতুর্থ পর্বের অপেক্ষায় ছিলাম। আপনার পোস্টগুলো আমার কাছে প্রতিনিয়তই অনেক ভালো লাগে। কারণ আপনি সবগুলো পোস্ট অনেক সুন্দর ভাবে করে থাকেন। বুঝতেই পারতেছি দাদা আপনি কালীপুজোর সময়ও অনেক জায়গায় গিয়েছিলেন। ভিন্ন ভিন্ন স্থানের প্যান্ডেলের অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আসলেই দাদা এই ডেকোরেশন গুলো একেবারে অরজিনাল এর মত করেছে, আর আমি তো প্রথমে ভেবেছিলাম অরজিনালই হবে। সত্যি দাদা এরকম সুন্দরভাবে কারু কাজ করেছে যে, আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। একেবারে মনোমুগ্ধকর হওয়ার মত ছিল ডেকোরেশনটা। খালি চোখে দেখতে নিশ্চয়ই আরো অনেক বেশি ভালো লেগেছিল। প্রত্যেকটা আলোকচিত্র সুন্দর করে সবার মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ জানাই দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী দাদা গত বার নবপল্লী এসোসিয়েশন এর পক্ষ থেকে কালী পুজোতে কেদারনাথ মন্দিরে চিত্র তুলে ধরেছিলেন। যেটা দেখতে খুবই সুন্দর লেগেছিল। এই বার তারা বদ্রীনাথ মন্দিরের চিত্র তুলে ধরেছে। আমি তামিল নায়ক আল্লু অর্জুনের মুখে অনেকবার বদ্রীনাথের নাম শুনেছিলাম। সেই বদ্রীনাথ নিয়ে তার একটি মুভি আছে। সেটাতে তার নাম থাকে বদ্রীনাথ। আজকে আপনার ব্লগে সেই মন্দিরের চিত্র দেখতে পেলাম। ভিতর বাহির খুব সুন্দর ভাবেই সাজিয়েছে। রাত দুটোর দিকে যাওয়ার কারনে লাইন ছাড়াই প্রবেশ করতে পেরেছেন। দাদা এত রাতে যদি ঘোরাঘুরি করেন,তাহলে ঘুমাতে যান কখন সেটাই তো চিন্তা করে পাচ্ছি না। সব থেকে বেশি সুন্দর হয়েছে ফোমের কারুকার্য গুলো। কারুকার্যের সাথে মিল রেখে লাইটিং গুলো করা হয়েছে। সব মিলিয়ে দারুন বর্ণনা ও ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit