দুর্গা পুজো ২০২৪ ( পর্ব ১৬ )

in hive-129948 •  29 days ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

আজকে আপনাদের সাথে দুর্গা পুজোর কিছু আলোকচিত্র শেয়ার করে নেবো। গত পর্বে কল্যাণী তে আইটিআই মোড় এর ওখানে সব থেকে বড়ো পুজোর আলোকচিত্র শেয়ার করেছিলাম। মূলত ওখানে ওই একটাই পুজো সবথেকে ভালো হয়ে থাকে। তবে যেহেতু অনেক পথ অতিক্রম করে গিয়েছিলাম, তাই আশেপাশে মোটামুটি আরো কয়েকটা দেখে আসার চিন্তা করেছিলাম। যদিও আশেপাশে যতো পুজো হয়েছে, সেগুলো খুবই ছোটো পরিসরে। যেমন এর পরে গিয়েছিলাম এই প্যান্ডেল-এ, এই প্যান্ডেলটি একদম রোডের উপরে ছিল।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

যেতে যেতে চোখে পড়লো, তাই ভাবলাম যে, এটা দেখে নেই। এইটা জামতলা গলির পুজো ছিল। তবে বাইরের থেকে বেশ ভালোই দেখতে লাগছিলো। এই বছর তাদের প্যান্ডেল এর থিম রেখেছিলো "আজকের অঙ্গীকার, দূষণমুক্ত আগামীকাল" । মূলত এদের এই থিম টার বিষয় দাঁড়াচ্ছে হলো- বর্তমানে আমাদের সমাজে যে, দূষণ ছড়াচ্ছে, সেই বিষয়ে একটি মেসেজ দিতে চেয়েছে। আমাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ হয়ে দূষণ মুক্ত করতে হবে। এই বিষয়কে কেন্দ্র করে থিমটা গঠন করা হয়েছে। প্যান্ডেল এর গায়ের দিকে তাকালে যেনো মনে হচ্ছে, একটা মিনারের মতো সাজিয়ে তুলেছে। বেশ ঝল মলে লাগছিলো দেখতে।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

তবে লোকজন তেমন একটা ছিল না, আসলে খুব ছোটো জায়গা আর প্রবেশ এর জায়গা থেকে শুরু করে ওর ভিতরেও তেমন একটা বড়ো জায়গা না। ওখানে সবাই মূলত যাচ্ছে আর ওই প্রণাম করে বেরিয়ে আসছে। আসলে তেমন বিশেষ কিছু দেখার মতো ছিলো না এই ফ্ল্যাটে। তবে মণ্ডপের ওখানে মায়ের মূর্তি সাজিয়েছিল অসাধারণ। মায়ের মূর্তিটাও দেখতে দারুণ হয়েছিল। ব্যাকগ্রাউন্ডটা বিভিন্ন আর্টিফিশিয়াল ফুলের মাধ্যমে সাজিয়েছে, লাইটিং এর মাধ্যমে এক কোথায় অসাধারণ লাগছিলো। এখানে মোটামুটি সবকিছু দেখে নেওয়ার পরে বেরিয়ে এসেছিলাম এবং বাইরে দিয়ে ঘোরাঘুরি করতে লাগছিলাম।

Photo by @winkles

Photo by @winkles

Photo by @winkles

বাইরে দেখছিলাম একজন বিভিন্ন বেলুন, মাস্ক ইত্যাদি আরো বিভিন্ন ধরণের জিনিষ বিক্রি করছিলো। চলতে চলতে একটা ছবি তুলে নিয়েছিলাম। মূলত এই বিষয়গুলো পুজোর সময়ে বা মেলার সময়ে বিভিন্ন জায়গায় বসে থাকে, দেখতেও ভালো লাগে। আগে ছোটবেলায় এইসব খুব কিনতাম। তারপর রাস্তায় কিছু লাইটিং দেখছিলাম, বিভিন্ন ধরণের ডিজাইন তৈরী করেছিলো। যেমন কোথাও ক্যাঙ্গারু, কোথাও খরগোশ, কোথাও পেন্গুইন এইসব লাইটিং এর ডিজাইন তৈরী করেছিলো। রাস্তার সাইট দিয়ে এইসব দেখতে লাগলে আরো বেশি সৌন্দর্যপূর্ণ লাগে সবকিছু।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনকল্যাণী
তারিখ৯ অক্টোবর ২০২৪


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনাদের প্রধান আর প্রিয় উৎসব দুর্গাপূজা। দুর্গা পুজোকে কেন্দ্র করে আপনি অনেক সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন। তেমনি আজকে আরও একটি সুন্দর পোস্ট উপস্থাপন করেছেন দাদা। যেখানে বাইরে ঘুরতে যাওয়া এবং পুজো দেখার সুন্দর অনুভূতি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ছোট পরিসরে জায়গা গুলো তাই মানুষের উপস্থিতি কম। তবে অনেক সুন্দর ডেকোরেশন করে জায়গাটা মনোরমভাবে গড়ে তুলেছে। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে আর ফটোগুলো দেখে। যেহেতু আমাদের এখানে এত সুন্দর ভাবে উদযাপন হয় না বা তেমন একটা চোখে আসে না, তাই আরো বেশি ভালো লাগলো পোস্ট দেখে।

দাদা আজকে আপনি অনেক সুন্দর করে দুর্গা পূজার 16 তম পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আজকের এই পর্বটা পড়তে। আর এই পর্বের মাধ্যমে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফিও দেখলাম। এই পূজোর প্যান্ডেলটা অনেক বেশি সুন্দর ছিল। লাইটিং গুলোও অনেক বেশি সুন্দর ছিল। এত সুন্দর করে আমাদের মাঝে এটা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ দাদা।

জামতলা গলির পূজার থিমটা আসলেই খুব সুন্দর। দিনদিন পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। আর আমাদের সবার উচিত পরিবেশকে দূষণ মুক্ত করা। তাছাড়া ছোট জায়গা হলেও,তাদের লাইটিং খুব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

বাহ বেশ সুন্দর লাগল দাদা। রঙিন আলোকসজ্জা বিভিন্ন ধরনের বিভিন্ন থিম এর প‍্যান্ডেল ভিন্ন ধরনের একটা পরিবেশ। দূর্গা পূজার এই পোস্ট টা বেশ লাগল। বেশ দারুণ কিছু আলোকচিত্র এবং ঐ মূহূর্তের অনূভুতি আপনি শেয়ার করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।।