হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি করে রেখেছিলাম গত সপ্তাহের দিকে। তবে একটা বিষয় গতকাল বাংলাদেশে যেটা হলো সেটা অত্যন্ত দুৰ্ভাগ্যজনক। একটা পার্শ্ববর্তী দেশ এইভাবে ধংস হয়ে যাবে সেটাও আবার নিজেদের দেশের নিজেরাই, সেটা ভাবতেই কেমন লাগে। এটার দ্রুত সমাধান হোক আর দেশে শান্তি ফিরে আসুক এটাই কাম্য এখন, তাছাড়া কিছুই বলার ভাষা নেই। যাইহোক, এই ম্যান্ডেলা আর্টটি করেছিলাম একটি ফলকে কেন্দ্র করে তার বৃত্তের। ফলটা আমাদের সবারই পরিচিত আর সেটা হলো পেয়ারা। আসলে ম্যান্ডেলা আর্ট যেকোনো কিছুকে কেন্দ্র করে তৈরি করলে সেটা ভালো ফুটে ওঠে। দৃশ্যটাও দারুন লাগে। তবে এইবারের যে বৃত্তের মাধ্যমে ম্যান্ডেলা করেছি, সেটা একটি বৃত্তের মাধ্যমে ভিন্ন আকৃতির ডিজাইনের মাধ্যমে সম্পন্ন করেছিলাম। এই ডিজাইনটাতে সম্পন্ন করার পরে অনেক সুন্দর লাগছিলো। এই ম্যান্ডেলা অঙ্কনটি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনের মূল বিষয়ের দিকে চলে যাবো।
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
❖প্রথম ধাপে, পেয়ারা ফলটিকে পুরোপুরি এঁকে নিয়েছিলাম। এরপর তার বোঁটা এঁকে কাণ্ডে দুটি পাতা এঁকে দিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে, পেয়ারা ফলটিকে কেন্দ্র করে একটি বৃত্ত এঁকে নিয়েছিলাম। এরপর সেই বৃত্তের প্রতিটি কেন্দ্র বিন্দুতে ফুলসহ বিভিন্ন প্রকারের ডিজাইন এঁকে সম্পন্ন করেছিলাম।
❖তৃতীয় ধাপে, অঙ্কনটি পুরোপুরি সম্পন্ন হলে সেটিতে মার্কার পেনের কালী দিয়ে গাঢ় করে দিয়েছিলাম।
❖চতুর্থ ধাপে, মোম রং দিয়ে পেয়ারা ফলটিকে পুরোপুরি কালার করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে, বৃত্তের কেন্দ্রে কেন্দ্রে যে ডিজাইনগুলো তৈরি করেছিলাম তার প্রতিটিতে কালার পেনের সাহায্যে কালার করে দিয়েছিলাম এবং অংকণটির এখানেই সমাপ্তি ঘটিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ম্যান্ডেলা আর্ট বরাবরই ভালো লাগে আমার।আপনার আজকের আর্টটিও দারুন হয়েছে দাদা।আপনি প্রতিনিয়ত নানান কিছুকে কেন্দ্র করে ম্যান্ডেলা আর্ট শেয়ার করেন।যা আমার কাছে ভীষণ ভালো লাগে।আপনি ধাপে ধাপে খুব চমৎকার ভাবে আর্টটি আমাদের মাঝে শেয়ার করলেন এজন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আর দেশের অবস্থা আর কি বলবো। সবার মাঝে মানবিক দিক গুলো জাগ্রত হোক এমনটা ই আশাকরি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেশের পরিস্থিতি এখনো খারাপ। কবে শান্তি আসবে এই দেশে তা কেউই জানে না। যাইহোক, পেয়ারা ফলকে কেন্দ্র করে খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন দাদা। পেয়ারা ফলটাকে একদম সত্যিকারের লাগছে দেখতে। ম্যান্ডেলার নিখুঁত ডিজাইন গুলোর মধ্যে কালারটাও দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি আর্টওয়ার্ক আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছাত্রসমাজ কি চেয়েছিল আর এখন কি হয়ে গেল। সবদিকের লুটপাট, রাহাজানি,হত্যাকাণ্ড এবং আগুন নিয়ে খেলা করছে। এটা কখনোই ছাত্র সমাজ চায়নি বা সাধারণ জনগণ চায়নি। আমরা সবাই চেয়েছি সুষ্ঠু একটা বিচার হোক এবং খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে দেশটা চলুক। জানিনা এখন কি হবে কোথা থেকে কোথায় গড়ায় এসব। যাই হোক দাদা আপনার করা এই মেন্ডেলাটি যেমন সুন্দর হয়েছে তার মাঝখানে পেয়ারাটা দেখতেও একদম জীবন্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে কাঁচা পেয়ারাটা এখান থেকে নিয়ে খেয়ে ফেলি, হাহাহা। মোম রং এবং কালারপেন দুটো ব্যবহার করেই কিন্তু দারুন অঙ্কন করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেশের পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ। সবকিছু এখন ধ্বংস হয়ে যাচ্ছে। সবাই চেয়েছে শান্তিপূর্ণভাবে সব কিছু হোক কিন্তু এখন তার উল্টোটাই হচ্ছে। যাই হোক এগুলো নিয়ে আর কথা বলতে চাই না দাদা। কারণ এগুলো ভাবতেই খারাপ লাগছে। পেয়ারা ফলকে কেন্দ্র করে বৃত্তের এত সুন্দর একটা ম্যান্ডেলা ডিজাইন অংকন করেছেন দেখে খুব ভালো লাগলো দাদা। বৃত্তের ভেতরে পেয়ারা ফলটাকে আপনি অনেক সুন্দর করে অঙ্কন করেছেন। পেয়ারা ফলটাকে দেখতে একেবারে সত্যিকারের মনে হচ্ছে। বৃত্তের চারপাশে অনেক সুন্দর করে ফুলের ডিজাইন অঙ্কন করেছেন। এই ম্যান্ডেলার ডিজাইন টা আমার অনেক পছন্দ হয়েছে। দাদা আপনি প্রতিনিয়ত নিজের দক্ষতাকা কাজে লাগিয়ে এই আর্ট গুলো করেন। কালারফুল ভাবে এই ডিজাইনটা অঙ্কন করেছেন দেখে বেশি ভালো লেগেছে আমার কাছে। আশা করছি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট আপনি আমাদের মাঝে শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পেয়ারা ফলকে কেন্দ্র করে আপনার মেন্ডেলার ডিজাইনটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। প্রথমে সাদা কাগজের ওপর পেয়ারা ফল সহ ম্যান্ডেলা ফুলের ডিজাইনটি তৈরি করে নেওয়া আমার কাছে অনেক সুন্দর লেগেছে। ডিজাইন টি তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। এমন সুন্দর একটি মেন্ডেলা আর্ট এর ডিজাইন দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই সুন্দর একটি চিত্র অংকন করেছেন। আপনার ম্যান্ডেলা চিত্রগুলো আমার খুবই ভালো লাগে দাদা। আজকে অসাধারণ একটি চিত্র অংকন করলেন। আসলে এই চিত্রটি রঙিন করার কারণে আরো সুন্দর লাগছে, হুবহু অরজিনাল চিত্রর মতই লাগছে। মেন্ডেলা চিত্র খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit