হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে "দ্যা ইমপারফেক্টস" টিভি সিরিজটির অন্তিম পর্ব অর্থাৎ দশম পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "ডেস্ট্রয় অল মনস্টার্স"। গত পর্বে লাস্ট দেখা গিয়েছিলো সারকোভকে খুঁজে পেয়েছিলো তার গুপ্ত স্থানে এবং শেষ পর্যায়ে টিল্ডাকে গুলি করে দিয়েছিলো সারকোভ। আজকে দেখবো সেখান থেকে অন্তিম কাহিনী কি হয়।
ꕥকিছু গুরুত্বপূর্ণ তথ্য:ꕥ
✠মূল কাহিনী:✠
এখানে দেখা যায় টিল্ডাকে যখন সারকোভ গুলি করে ওই ল্যাবেই ফেলে চলে যায় তখন আবির জ্ঞান ফিরে আসলে সে ল্যাবে এসে দেখে তার দেহ নিস্তব্দ হয়ে পড়ে আছে আর তার স্বাশ প্রশ্বাসও কিছু সময়ের জন্য চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে আবি মনে করে সত্যি সত্যি সে মারা গেছে, কিন্তু কিছুক্ষন পরে টিল্ডা আবার বেঁচে ওঠে আর তার গুলির ক্ষত স্থান সাথে সাথে ঠিক হয়ে যায়। এরপর তারা রিকিকে বাঁচানোর জন্য সারকোভকে ধরতে বের হয় কিন্তু ওই ল্যাবেই আবার জিম স্পনসন এজেন্ট লোকটি লুকিয়ে ছিল আর তাদের গতিবিধির উপরে নজর রাখছিলো। তবে এই লোকটি শেষপর্যন্ত পাল্টি খেয়ে যায় আর টিল্ডা, আবী এদের টিমে চলে আসে। এর কারণ একটাই ছিল যে ফ্লাক্স তার সাথেও মিথ্যা কথা বলে তাকেও এদের মতো এক্সপেরিমেন্ট করেছিল। আর এইজন্য সে ওই টিম থেকে সরে এসে তাদের সাহায্য করতে চায়। আর তার একজন সাথিও সেখানে মজুত আছে, ফলে ফ্লাক্স এর কাছে এখন যে ইনফরমেশনগুলো যায় সেগুলো সব ভুল ইনফরমেশন। আর সারকভের এই ল্যাবের থেকে স্টেম সেল যাতে ফ্লাক্স এর হাতে না পড়ে তার জন্য সেটি অন্য কোথাও সরিয়ে লুকিয়ে ফেলে। আর ফ্লাক্স এর কাছে ভুল ইনফরমেশন দেয় যে সে হয়তো মারা গেছে। এদিকে সারকোভ রিকিকে বন্দি করে নিয়ে যাওয়ার সময় রুইজকেও সাথে করে অজ্ঞান অবস্থায় নিয়ে চলে যায়।
এদিকে টিল্ডা আর আবিও তাদের বাঁচানোর জন্য যেতে লাগে। তবে সারকোভ তার আরেকটা ল্যাবে চলে যাওয়ার পরে রুইজকে পুরোপুরিভাবে নেকড়ের মতো তৈরি করে ফেলার চিন্তা করে আর তাকে একটা অন্য ইনজেকশনও দিয়ে দেয়, মানে যাতে রুইজ পুরোপুরি নেকড়েতে পরিণত হয় । আর রিকির জন্যও ইনজেকশন রেডি করে যাতে সে কখনো এই গোলক ধাঁধার মধ্যে থেকে বেরোতে না পারে আর আস্তে আস্তে এই যন্ত্রনায় মারা যায়। তবে টিল্ডা আর আবি দ্রুত এই ল্যাবে পৌঁছানোর জন্য হান্নার সাহায্য নেয় আর সে গাড়ি করে ল্যাব পর্যন্ত ছেড়ে দিয়ে যায়। তারা সময় মতো পৌঁছিয়ে সারকোভকে অজ্ঞান করে দেয় টিল্ডা কিন্তু ততক্ষনে রুইজ এর শরীরে সেই ইনজেকশন প্রতিক্রিয়া দেখানো শুরু করে দিয়েছিলো অর্থাৎ সে কখনো নেকড়েতে পরিণত হচ্ছে আবার কখনো মানুষে পরিণত হচ্ছে। তবে মানুষে পরিণত হওয়ার পরেও তার চোখ নেকড়ের মতোই দেখাচ্ছিল। এরপর আবি রিকিকে তার প্রতিষেধক ইনজেকশন দিয়ে দেয় যাতে করে ইসাবেল তার মাইন্ডে আর কখনো আসতে না পারে। কিছুক্ষন পরে রিকি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যায় আর সাথে রুইজও। এর পরে রুইজ চাইলেও নেকড়ের রূপ ধারণ করতে পারবে না অর্থাৎ সে ঠিক হয়ে গেছে।
তবে এখানে টিল্ডা আর আবি সারকোভকে শিকল দিয়ে হাত পা বেঁধে রেখে দেয়। এরপর সেই এজেন্ট জিম স্পনসন আসে সারকোভকে নিয়ে যেতে কারণ এই জিম স্পনসন তাদের সাথে এই বিষয়েও একটা ডিল করেছিল যাতে সারকোভকে তার হাতে তুলে দেওয়া হয়। জিম স্পনসনের ধারণা ছিল ফ্লাক্স অর্থাৎ তার প্রধান ক্রেইন নামক একজনের সাথে কোনো কানেকশন আছে কিন্তু সারকোভ তার সামনে কোনো কিছুই শিকার করতে চায় না। তাই সারকোভকে সোজা নিয়ে চলে যায় তার লোকজনেরা অন্যত্র। রুইজ আর রিকি ঠিক হয়ে গেলেও আবি আর টিল্ডাকে ঠিক করতে বাকি ছিল। তবে টিল্ডা নিজেকে তার এই শক্তিকে ঠিক করবে না বলে সেখান থেকে চলে যায়। তবে আবিকে সে ঠিক হওয়া ইনজেকশন দিয়ে দেয় আর কিছুক্ষনের মধ্যে ঠিক হয়ে যায়। তাদের গ্রূপের মধ্যে মোটামুটি সবাই ঠিক হয়ে যায় টিল্ডা বাদে। তবে তাদের মতো যেহেতু পুরো শহরে এইরকম বিভিন্ন ধরণের মনস্টার এ পরিণত হয়ে আছে তাই সবাইকে আস্তে আস্তে এই ঔষধ দিয়ে ঠিক করবে বলে রিকি জানায়।
রুইজ আর আবি ঠিক হয়ে যাওয়ার পরে তারা যার যার বাড়িতে চলে যায়। আর টিল্ডা সেইভাবে তার গানের জায়গায় ফিরে যায় কিন্তু সেখানে আরো একজন মনস্টার্স চলে আসে যার সাথেও এই এক্সপেরিমেন্ট করা হয়েছিল। তাই টিল্ডার কাছে গেলে তাকে ঠিক হওয়ার জন্য রিকির কাছে চলে যেতে বলে। এদিকে টিল্ডা সারকভের সাথে থাকা কালীন ন্যানোবট একটি মৃত ইঁদুরের উপর ছেড়ে দিয়েছিলো। এর ফলে সেই ইঁদুরটি একটি রোবট বা বলা যায় জম্বিতে পরিণত হয়েছে আর সেটি বাইরে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে যার জন্য জনগণের পক্ষে এটি বিপদজনক সমস্যার সৃষ্টি হতে পারে। কারণ যদি ইঁদুরটি কাউকে কামড় দিয়ে বসে তাহলে তার ক্ষেত্রেও শরীরে ইনফেকশন ছড়াতে পারে। আর এজন্য আবি আর হান্না সেই ইঁদুরের খোঁজে নেমে পড়ে আর তাকে শেষ করে ফেলে।
✠ব্যক্তিগত মতামত:✠
এই অন্তিম পর্বে অল মনস্টার্স ডেস্ট্রয় কথাটার অর্থ ছিল এটাই যে সারকোভ আজ পর্যন্ত তার নিজের স্বার্থের জন্য তার স্টেম সেলকে যেভাবে সঠিক কাজে লাগানোর পরিবর্তে ভুল কাজে ব্যবহার করেছে সেক্ষেত্রে এক এক করে সমস্ত শহরে হাজার হাজারে মনস্টার্স তৈরি হয়ে গেছে যার যার ডিএনএ এর প্রতিরূপ। আর তার সাথে কিছু অসৎ ব্যবসায়ী এটাকে কাজে লাগিয়েছিল একটি বিজিনেস হিসেবে। সারকোভ যেসব স্টেম সেল ব্যবহার করতো সেগুলো বাইরের কান্ট্রিগুলোতে ব্যবসায়িক হিসেবে লেনদেন করতো। সারকোভ শেষ পর্যায়েও চায়নি যে সবাই ঠিক হোক, কিন্তু রিকি তার স্টেম সেলকে প্রয়োগ করে মেডিসিন তৈরি করে সেটি সবার শরীরে প্রয়োগ করে সমস্ত মনস্টার্সদের শরীর থেকে সাইড ইফেক্টকে ডেস্ট্রয় করে নতুন করে মানুষের রূপ দিয়েছে।
✠ব্যক্তিগত রেটিং:✠
৯.০/১০
✠ট্রেইলার লিঙ্ক:✠
দ্যা ইমপারফেক্টস টিভি সিরিজটির দশম পর্ব রিভিউ পড়ে খুবি ভালো লেগেছে দাদা।এই সিরিজটি সত্যি দিন দিন রহস্যময় হয়ে যাচ্ছে আর এই রহস্যময় সিরিজটি পড়ার জন্য অপেক্ষা করে থাকি, আজকের পর্বটি অসাধারণ ছিলো।অল মনস্টার্স ডেস্ট্রয় এই কথা অর্থ হলো সারকোভ আজ পর্যন্ত তার নিজের স্বার্থের জন্য সঠিক কাজে লাগানোর পরিবর্তে ভুল কাজে ব্যবহার করেছে। যার কারণে এক এক করে সমস্ত শহরে মনস্টার্স তৈরি হয়ে গেছে।তাদের যারযার ডিএনএ এর প্রতিরূপ।বিশেষ করে তাদের সাথে কিছু অসৎ ব্যবসায়ী এটাকে কাজে লাগিয়েছিল।তাদের বিজিনেস হিসেবে। এদিকে সারকোভ যে স্টেম সেল ব্যবহার করতো। সেই গুলো বাইরের কান্ট্রিগুলোতে ব্যবসায়িক হিসেবে লেনদেন করতো।এই রহস্যময় ওয়েব সিরিজটির সত্যিই আরো যেন রহস্যময় হচ্ছে। তারা এভাবে মানুষের রূপ দিচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা এই অন্তিম পর্বে এসে জানতে পারলাম যে সারকোভ আজ পর্যন্ত তার নিজের স্বার্থের জন্য তার স্টেম সেলকে যেভাবে সঠিক কাজে লাগানোর পরিবর্তে ভুল কাজে ব্যবহার করেছে সেক্ষেত্রে এক এক করে সমস্ত শহরে হাজার হাজারে মনস্টার্স তৈরি হয়ে গেছে যার যার ডিএনএ এর প্রতিরূপ। আর তার সাথে কিছু অসৎ ব্যবসায়ী এটাকে কাজে লাগিয়েছিল একটি বিজিনেস হিসেবে। সারকোভ যেসব স্টেম সেল ব্যবহার করতো সেগুলো বাইরের কান্ট্রিগুলোতে ব্যবসায়িক হিসেবে লেনদেন করতো। সারকোভ শেষ পর্যায়েও চায়নি যে সবাই ঠিক হোক, কিন্তু রিকি তার স্টেম সেলকে প্রয়োগ করে মেডিসিন তৈরি করে সেটি সবার শরীরে প্রয়োগ করে সমস্ত মনস্টার্সদের শরীর থেকে সাইড ইফেক্টকে ডেস্ট্রয় করে নতুন করে মানুষের রূপ দিয়েছে। ভেবেছিলাম সারকোভ অনেক ভাল লোক কিন্তু সেটা মিথ্যা প্রমান হলো। অবশেষে রিকিই সবার উপকারে আসলো। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"দ্যা ইমপারফেক্টস" টিভি সিরিজটির অন্তিম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো দাদা। দেখতে দেখতে শেষ পর্বে চলে এলাম আমরা।সারকোভ নিজের স্বার্থের জন্য সবকিছুই করেছে। আসলে নিজের স্বার্থের কথা চিন্তা করে এতগুলো মানুষকে বিপদের মধ্যে ফেলেছে। আর সেই সুযোগটা কিছু কিছু অসৎ ব্যবসায়ীরা কাজে লাগিয়েছে। অসৎ ব্যবসায়ীরা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। অন্য দিকে নিজের স্বার্থের জন্য সারকোভ যেসব স্টেম সেল ব্যবহার করতো সেগুলো বাইরের কান্ট্রিগুলোতে ব্যবসায়িক হিসেবে লেনদেন করতো। তবে শেষ পর্যন্ত রিকি স্টেম সেল ব্যবহার করে সেই ভয়ংকর মনস্টার্সদের আবারো মানুষ রুপে ফিরিয়ে এনেছে জেনে সত্যিই ভালো লাগলো। এবারের পর্বটি পড়ে অনেক ভালো লাগলো দাদা। আশা করছি আবারো কোন নতুন ওয়েব সিরিজ নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। অনেক অনেক শুভকামনা রইল দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit