হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে 'কেরালা ক্রাইম ফাইলস' ওয়েব সিরিজ রিভিউ দেব। এটির প্রথম সিজন এবং এর প্রথম পর্বের নাম হলো "ক্রাইম সিন"। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথম পর্বের রহস্য কি দিয়ে শুরু হয়।
✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠
❄মূল কাহিনী:❄
কাহিনীটা শুরু হয় একটা ট্যুরিস্ট হোম থেকে অর্থাৎ এই ট্যুরিস্ট হোমটার প্রকৃত নাম হলো "গ্রান্ড ট্যুরিস্ট হোম"। এইখানে ,মোটামুটি বাইরের ট্যুরিস্টদের জন্য জাস্ট একটা কচিতে লজ খোলে আর এইটা অনেকটা পুরানোও বলা যায়। আর এখানে তেমন কেউ আসেও না, ফলে তারা এক পর্যায়ে আইডেন্টিটি নেওয়াই বন্ধ করে দেয়, নাহলে তাদের এই লজ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন এখানে দুইজন কাজ করে রিসেপশনে। একজন সকালে একজন রাতে। তো সকালে শরৎ নামের একজন আসে আর সে প্রতিদিনের ন্যায় ইঞ্জিন অন করে সব রুমে মোটামুটি জল ফুল করে দেয় আর এতে সারাদিন চলেই যায়। তবে সে ওইদিন জল ফুল করার পরে দেখে সন্ধ্যার আগেই জল শেষ হয়ে গিয়েছে। এরপর আবার ফুল করে দিয়ে সে বাইরে একটি দোকানে চা খেতে যায় এবং সেখানে সে হঠাৎ মুশলধারে বৃষ্টিতে আটকে যায়।
এরপর সে ওই বৃষ্টিতেই ভিজে লজে চলে যায়, কারণ রিসেপশন ওইভাবে ফেলে রেখে এসেছে। যাইহোক, তার পায়ে যেতে যেতে কাদা লেগে যায় বলে সে ভাবে পা একবারে পরিষ্কার করে নেই কলের জল দিয়ে। কিন্তু সে খুলে দেখে জল আর নেই। এরপর তার সন্দেহ হয় যে, কেউ কি কোনো রুমে বা বাথরুমে নল ছেড়ে দিয়ে রেখেছে বা লিক হয়ে গিয়েছে কিনা। প্রত্যেক কামরায় চেক করতে করতে যায় আর সবার কাছে শুনে কন্ফার্ম হয়ে নেয় যে লিক আছে কিনা। এরপর ২১০ না কত রুমের দিকে যেতে দেখে সারা জায়গায় জলে ভরে গিয়েছে আর দেখেও ওই রুম থেকে জল বেরিয়ে আসছে। কিন্তু দরজা তো লক করা ওইভাবে, কিন্তু জল বেরিয়ে আসছে। এরপর শরৎ জানালা খুলে দেখার চেষ্টা করে কি সমস্যা আছে এই রুমে । এখন এই রুমে সে দেখে একটি মহিলার মৃত দেহ ওইভাবে পড়ে আছে। যদিও মহিলাটির চরিত্র তেমন ভালো ছিল না, ভুল কাজবাজ করেই বেড়াতো সবসময়।
এখন শরৎ এটা দেখেও ভয় পেয়ে যায় আর সাথে সাথে লোকাল থানায় ফোন করে এই বিষয়টা জানায়। এরপরে পুলিশ আসে ক্রাইম স্পটে এবং ওই রুমে গিয়ে বিষয়টা ছানবিন করে আর তাকে কাপড় দিয়ে গলায় পেঁচিয়ে মারে বলে ধারণা করে। তবে তারা বিষয়গুলো আরো ভালোভাবে বোঝার জন্য ফরেনসিক টিমকে খবর দেয়। কিন্তু যেহেতু পুলিশ এসেছে রাতের দিকে আর এইসব বিষয় নিয়ে সেখানে জিজ্ঞাসাবাদ করতে করতে অনেক রাতও হয়ে যায়, তাই সেখানে নজরদারিতে রাখার জন্য দুইজন কনস্টেবলকে রেখে যায় আর বাকি অফিসাররা এই মহিলার বিষয়ে জানার জন্য আশেপাশে খোঁজ নিতে লাগে।
একটা অটো স্ট্যান্ডে একজন ছবি দেখে চিনতে পারে আর তার নাম স্বপ্না বলে জানায় তাদের। এই বিষয়গুলো আসলে তাদের ওই ট্যুরিস্ট হোমে এর রেজিস্টার খাতায় সেইভাবে কোনো কিছু লেখা নেই। তবে সিজু নামের একজনকে পায় আর তার যে এড্রেস তাতে গিয়েও তারা পায় না। আর যেহেতু আইডেন্টিটি রাখে না সেক্ষেত্রে খুঁজে পাওয়া আরো মুশকিল কাজ। এখন এই মৃত স্বপ্নার বাড়িতে দুইজন অফিসার এই একজন মহিলা কনস্টেবল যায় আর সেখানে একটা মেয়ের মাধ্যমে উপরে তার রুম খুলে সবকিছু চেক করতে লাগে। কিন্তু সেখানেও তার কোনো আইডেন্টিটি পাইনি। এখন পুলিশ এই বিষয়ে ইনভেস্টিগেশন পুরো দমে জারি রাখার পথে আছে।
❄ব্যক্তিগত মতামত:❄
এই ক্রাইম ফাইলস সিরিজটা আসলে কেরালার একটা এই স্বপ্না নামের মহিলার মৃত্যুকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। এইটা একটা আসলে খুবই রহস্যজনক একটি বিষয়। কারণ এই মহিলাকে কিভাবে আসলে আর কে তাকে মারলো তার কোনো হদিশ নেই, আর যারা রিসেপশনে বসে আছে তাদের কাছেও এই বিষয়ে কোনো জানকারী নেই। একটা অদ্ভুত রহস্যের মতো বিষয়টা সামনে এসেছে। আসলে মহিলাটা যতই বাজে হোক না কেন,খুন তো খুনই হয়ে থাকে। আর এই খুনের রহস্যকে ভেদ করে বের করাই এখন সবার উদ্দেশ্য। এখন ফরেনসিকের মাধ্যমে এই দেহ এর ছানবিন আরো হবে এবং আরো খুনের রহস্যের বিষয়ে জানা যাবে আশা করি। পুলিশরা যতই ইনভেস্টিগেশন করুক না কেন, এই খুনের বিষয়ে যতক্ষণ ফরেনসিক ডিপার্টমেন্ট থেকে কোনো ক্লু পাচ্ছে ততক্ষন কেস এগোবে না। কারণ মেইন মোটিভ কি সেটা না জানলে তো কেসই সল্ভ হবে না। এখন পরের পর্বে দেখা যাক কি হয় এই রহস্যের।
❄ব্যক্তিগত রেটিং:❄
৭.৫/১০
❄ট্রেইলার লিঙ্ক:❄
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক মুভিতে দেখেছি হোটেল বা লজ এর রুমে এরকমভাবে মেরে ঝুলিয়ে রাখা হয়। এই মুভিতে তাহলে স্বপ্না নামের মেয়েটিকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। হোটেল বা লজে গেস্টদের তথ্য এন্ট্রি করা থাকলে খুব ভালো হয়। কারণ কখন কি ঘটে যায়, সেটা বলা মুশকিল। যাইহোক দেখা যাক স্বপ্নার মৃত্যুর ব্যাপারে পুলিশ তদন্ত করে কতটুকু জানতে পারে। এতো চমৎকার একটি ওয়েব সিরিজের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit