হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
Image Created by OpenAI
আজকে আপনাদের সাথে নিউরোবায়োলোজি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করে নেবো। নিউরোবায়োলোজি হলো আমাদের মস্তিষ্কের একটি প্রধান কার্যপ্রণালীর অংশ। আমাদের মানবজাতির মস্তিষ্কের বিষয়ে রহস্যের শেষ নেই, এটা সবসময় একটা বিস্ময়কর বিষয় হিসেবে রয়ে গেছে। আমাদের যে এতো এতো বুদ্ধিমত্তা রয়েছে, আবার স্মৃতিশক্তি রয়েছে, আবেগ রয়েছে ইত্যাদি এইসব কিছুর প্রধান কেন্দ্র হলো আমাদের মস্তিষ্ক। যা এক কোথায় আমাদের সমস্ত শরীরকে নিয়ন্ত্রণ করে থাকে। এই নিউরোবায়োলোজি আমাদের শারীরবৃত্তীয় কার্যপ্রণালী ছাড়াও মনস্তাত্বিক কার্যক্রমেও ভূমিকা রেখে থাকে। যেমন- আমাদের মস্তিষ্কে কিভাবে তথ্য সংগ্রহ হয়ে থাকে, কিভাবে স্মৃতি তৈরি হয়ে থাকে।
এছাড়া আমাদের সবার মধ্যে যে আবেগ-অনুভূতি তৈরি হয়, এইসব কিছুই নিউরোবায়োলোজির অন্তর্ভুক্ত। আমাদের মানব মস্তিষ্কের অনেকগুলো কাজ রয়েছে, যেমন-এখানে সেরেব্রাম নামের যে অংশটা থাকে, সেখানে সাধারণত আমাদের চিন্তা, আমাদের ভাষা, স্মৃতি এবং ইন্দ্রিয়ের জন্য কাজ করে থাকে। এছাড়া মস্তিষ্কে সেরেবেলাম বলে একটা অংশ আছে, যেটার মাধ্যমে নিয়ন্ত্রণমূলক কাজ হয়ে থাকে। যেমন-এই যে আমরা চলাফেরা বা যেকোনো ক্ষেত্রে একটা ভারসাম্য বজায় রেখে চলি, এটা এই সেরেবেলাম এর মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও এই অংশটা আমাদের মাংসপেশীর নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। এছাড়াও কিন্তু মস্তিষ্কের আরো একটি অংশ নিয়ে গঠিত, যেটাকে ব্রেইনস্টেম বলে থাকে।
এটা মূলত মস্তিষ্ক আর শরীরের মধ্যে বার্তা প্রেরণে প্রধান কাজ করে থাকে এবং এটি হৃদস্পন্দন ও শ্বাসক্রিয়াও নিয়ন্ত্রণ করে থাকে। এখন আমাদের এই মস্তিষ্কের সাথে নিউরণেরও কিন্তু একটি অতোপ্রতো সম্পর্ক রয়েছে। আর আমাদের মস্তিষ্কে প্রায় ৮৬ বিলিয়ন এর মতো নিউরন রয়েছে। এই যে অসংখ্য নিউরন রয়েছে, তার বেশ কিছু আবার গঠন আছে। যেমন-সেল বডি, এক্সণ, সিন্যাপ্স ইত্যাদি এইসব গঠনের নির্দিষ্ট কার্যপ্রণালী আছে, যা প্রত্যেকেই এই কাজগুলো নিয়ন্ত্রণ করে থাকে। নিউরনগুলোর মধ্যে যে বার্তা প্রেরিত হয়ে থাকে, তা বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেতের মাধ্যমে হয়ে থাকে।
আর এরপরেই নিউরনের মাধ্যমে বার্তাগুলো একটা থেকে আরেকটায় পৌঁছায়, যেমনটা উপরে বললাম প্রত্যেকের এক একটা নির্দিষ্ট কাজ অনুযায়ী এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে। এখানে ডোপামিন, গ্লুটামেট ইত্যাদি এইরকম বেশ কিছু নিউরোট্রান্সমিটার আছে। আর এই ধরণের সব নিউরোট্রান্সমিটারগুলো এক জাতীয় রাসায়নিক পদার্থ, যা নিউরণের মাধ্যে সংকেত প্রেরণে ভূমিকা রাখে। এইসব প্রত্যেক নিউরোট্রান্সমিটার এর আবার যার যার আলাদা আলাদা কাজ রয়েছে। বর্তমানে এই নিউরোবায়োলজির মাধ্যমে অনেক গবেষণা চলছে।
যেমন-মানব জাতির মানসিক রোগ, স্নায়ুবিক রোগ ইত্যাদির চিকিৎসা । তবে বর্তমানে মানব জাতির মস্তিষ্কের এই যে কার্যপ্রনালীগুলো রয়েছে সেটাকে কাজে লাগিয়ে বা তার অনুকরণে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার দ্বারা উন্নতম কৃত্তিম বুদ্ধিমত্তা তৈরি করার প্রচেষ্টা করছে, যেটা বাইরের অনেক জায়গায়ও এইগুলো টেস্টিং রূপে ব্যবহারও হচ্ছে। এই নিউরোবায়োলোজি আসলে আমাদের নিত্যদিনের জীবনপ্রণালীর সাথে এবং প্রযুক্তির অগ্রগতির সাথে একটা অতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই দাদা মানবজাতির মস্তিষ্কের বিষয়ে রহস্যের কোনো শেষ নেই। নিঃসন্দেহে মস্তিষ্ক আমাদের পুরো শরীরটাকে নিয়ন্ত্রণ করে থাকে। আপনি নিউরোবায়োলোজি সম্পর্কে দারুণ আলোচনা করেছেন দাদা। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এমন তথ্যমূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit