ছোট ইলিশের ঝোল রেসিপি

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। আজকে আমি একটা ছোট ইলিশের তরকারি রান্না করেছি। এই ছোট ইলিশটা অনেকদিন ছিল ফ্রিজের মধ্যে ফেলানো, চোখে পড়েনি অনেকগুলো মাছের মধ্যে, ছিল নিচে পড়ে। আজকে মাছ বের করার সময় নিচে দেখি একটা প্যাকেট এ কি রাখা আছে, দেখতে মন চাইলো আর দেখলাম এই মাছটা এনে ফেলানো। মাছটা দেখলাম আর বেশিদিন ফেলে রাখলে ভালো লাগবে না তাই আজকেই বলি দিয়ে দিলাম হা হা। তবে এইটা বের করেও তত একটা ভালো লাগেনি কারণ অনেকদিন বরফে ছিল ফলে স্বাদটাই বেশি নষ্ট হয়ে গেছে। এমনিতে যেকোনো মাছ অনেকদিন বরফে বা ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না, মাছটা ছিলই এক সপ্তাহের উপরে।যাইহোক সেই হিসেবে আমি কাঁচ কলা দিয়ে রান্না করেছিলাম, কারণ ভেবেছিলাম অনেকদিন হলো অন্য কিছু দিয়ে ভালো লাগবে না, তার থেকে কাঁচ কলা দিয়ে যদি একটু ভালো লাগে। কিন্তু স্বাদ , গন্ধ সবটাই গেছেগা হাওয়া হয়ে। আর মাছটাও অতো বড়ো না, সহজ ভাষায় আমরা যা একে ঝাটকা ইলিশ বলি। এই ঝাটকা ইলিশগুলো তেলে কড়া করে ভাজলে সব থেকে বেশি ভালো লাগে। আর ইলিশ ছোট হোক বা বড়ো ভাজায় দুর্দান্ত লাগে, এই ভাজা ইলিশ দিয়ে বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খেতেও দারুন লাগে। তবে মাছটা কাঁচ কলার সাথে খেয়ে ভালো লেগেছে কিন্তু ইলিশের স্বাদটা পেলাম না এটাই বড়ো কথা। যাইহোক রেসিপিটার মূল উপকরণের দিকে এখন চলে যাবো।


ꕥপ্রয়োজনীয় উপকরণসমূহ:ꕥ

❦উপকরণ
পরিমাণ❦
ছোট ইলিশ মাছ
১ টি
কাঁচ কলা
১ টি
আলু
২ টি
কাঁচা লঙ্কা
১৩ টি
লঙ্কার গুঁড়ো
১ চামচ
পাঁচফোড়ন
পরিমাণমতো
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৫ চামচ
জিরা গুঁড়ো
১.৫ চামচ


ছোট ইলিশ, কাঁচ কলা, আলু


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✔এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম--


✠প্রস্তুত প্রণালী:✠


➤ছোট ইলিশটাকে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপরে আলুগুলোর খোসা ছালিয়ে নিয়ে ছোট পিচ করে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

➤কাঁচ কলাটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম ছোট করে এবং পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলোকে কেটে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম।

➤ইলিশের পিচগুলোতে ২ চামচ করে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর হাত দিয়ে গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম।

➤মাছের পিচগুলো কড়া মতো করে তেলে ভেজে তুলে নিয়েছিলাম। এরপর আলুর পিচগুলো লাল মতো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤কড়াইতে সরিষার তেল দেওয়ার পরে তাতে পরিমাণমতো পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম। একটু ভেজে নিয়েছিলাম এবং পরে তাতে ভেজে রাখা আলুর পিচগুলো দিয়ে দিয়েছিলাম।

➤আলু ভাজার পরে তাতে কাঁচ কলার পিচগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ৩ চামচ করে লবন, হলুদ আর ১ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।

➤মশলার সাথে সব উপাদান ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এবং পরে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।

➤তরকারি ভালোভাবে ফুটিয়ে নিয়ে আলু, কলা সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর তাতে ভাজা ইলিশের পিচগুলো দিয়ে দিয়েছিলাম।

➤মাছ দেওয়ার পরে কিছু সিদ্ধ আলু একটি পাত্রে তুলে নিয়েছিলাম এবং ভালো করে গলিয়ে নিয়েছিলাম।

➤আলু গলানোর পরে সেটি তরকারিতে দিয়ে দিয়েছিলাম এবং নেড়েচেড়ে তরকারিতে মিশিয়ে দেওয়ার পরে লো আঁচে খানিক্ষন রেখে দিয়েছিলাম তরকারিটা ভালোভাবে হয়ে আসার জন্য।

➤কাঁচ কলা দিয়ে ইলিশের তরকারিটা হয়ে গেলে আমি জ্বাল নিভিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিতে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। মাছের স্বাদ একটু কম লাগলেও সুগন্ধ জিরা গুঁড়ো একটু বেশি দেওয়ায় তরকারির স্বাদটা ভালো লেগেছিলো আমার কাছে।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কিন্তু স্বাদ , গন্ধ সবটাই গেছেগা হাওয়া হয়ে।

😃😃আপনার এই লাইনটা মজার ছিল দাদা।ইলিশ মাছ এমনিতেই নরম তারপর যদি বরফে অনেকদিন ধরে রাখা হয় তাহলে এর স্বাদ গন্ধ সব উধাও তো হবেই!বেশি বরফে যেকোনো জিনিস দীর্ঘদিন থাকলে কেমন জলসো খেতে লাগে আমার কাছে।কাঁচকলা দিয়ে এই ধরনের ঝাটকা ইলিশ মাছ খুবই ভালো লাগে।আর গরমের দিনে কাঁচকলা খেতে ভালোই লাগে।ইলিশ মাছ ভাজি কড়কড়ে করে খিচুড়ির সঙ্গে খেলে দারুণ জমে।আপনার রেসিপিটা সুন্দর হয়েছে দাদা।আমরাও এটিকে ঝাটকা ইলিশ মাছ বলি,ধন্যবাদ দাদা।ভালো থাকবেন, শুভকামনা রইলো আপনার জন্য।।

দাদা আজকে আপনার ছোট ইলিশের ঝোল রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। আসলেই ইলিশ মাছের রেসিপি খেতে আমার খুবই ভালো লাগে, আর ইলিশ মাছ আমার খুব প্রিয়। আপনার ফ্রিজের অনেক মাছের মধ্যে এই ছোট ইলিশ মাছ একদম নিচে পড়েছিল। যার কারণে আপনি দেখতে পাননি। আসলে বেশি দিন ফ্রিজে কোন মাছ বা মাংস থাকলে সেটা খেতে খুব একটা মজা হয় না।আর যেহেতু এটা ছোট ইলিশ ছিল তার পরেও স্বাদটা কমে গেলেও অন্যান্য মাছের তুলনায় ইলিশ মাছের রেসিপি অনেকটাই সুস্বাদু। আজকে আপনার রেসিপির পরিবেশন অনেক ভালো হয়েছে। আর খুবই সুন্দরভাবে ধাপে ধাপে পরিবেশন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।

ইলিশ এর যেকোনো রেসিপিই আমার কাছে ভালো লাগে। আর ভালো লাগবেই না কেনো এটি যে খুবই সুস্বাদু । আমাদের দেশে পদ্মা মেঘনার ইলিশ তো আরো সুস্বাদু। দাদা আপনার আজকের রেসিটি ভালো লেগেছে আমার কাছে। শিখে নিলাম। ভবিষ্যতে কাজে লাগাবো।

ছোট ইলিশের ঝোল রেসিপিটি দেখে লোভ সামলাতে পারছি না। দেখেই জেনো জিভে জল চলে এলো। ইলিশ মাছ আমার অনেক প্রিয়। এরকম ছোট মাছের ঝোল রেসিপি দেখে মনে হচ্ছে বেশ সুস্বাদু হবে খেতে। অনেক সুন্দরভাবে আপনার রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।

ছোট ইলিশের জোল রেসিপি দেখে জিভে জল চলে আসলো। ইলিশ মাছ খায় না এমন লোকের সংখ্যা খুবই কম পাওয়া যায়। মাছের মধ্যে আমার সবচেয়ে প্রিয় মাছ হলো ইলিশ মাছ। আপনি অনেক সুন্দর ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

ইলিশ মাছ আমার খুবই ফেভারিট মাঝে মাঝেই খাওয়া হয়। আপনার প্রস্তুত করার রেসিপিটি খুবই লোভনীয় দেখাচ্ছে খেতে নিশ্চয় খুব মজা হবে।। পদ্মা নদী এখন পানিতে ভরপুর মাঝে মাঝেই বাজারের ছোট ইলিশ ওঠে সবই পদ্মা ইলিশ।। এই পদ্মার ইলিশ খেতে একটু বেশি সুস্বাদু হয়।। ধন্যবাদ দাদা ইলিশের সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।।

আর ইলিশ ছোট হোক বা বড়ো ভাজায় দুর্দান্ত লাগে, এই ভাজা ইলিশ দিয়ে বৃষ্টির দিনে খিচুড়ির সাথে খেতেও দারুন লাগে।

ইলিশ মাছ ছোট হোক কিংবা বড় হোক খেতে অনেক ভালো লাগে। আর যদি ইলিশ মাছ মচমচে করে ভাজা হয় তাহলে খেতে বেশি ভালো লাগে। আজকে আমাদের এখানে বৃষ্টি পড়ছে। তাই আপনার লেখা কথাগুলো পড়ে মন চাচ্ছে খিচুড়ি ও ইলিশ মাছ ভাজা খেতে। দাদা আপনি একদম ঠিক বলেছেন ইলিশ মাছ বেশি দিন ফ্রিজে রাখলে খেতে তেমনটা ভালো লাগে না। এছাড়া যে কোন মাছ বেশি দিন ফ্রিজে রেখে খেলে স্বাদ পাওয়া যায় না। কাঁচা কলা আমার খুবই প্রিয় সবজি। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছের রেসিপি দারুন হয়েছে। রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরার জন্য এবং আপনার রন্ধন প্রণালী আমাদের সকলের মাঝে প্রদর্শন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি দাদা।

ঠিক বলেছেন ভাইয়া যে কোন জিনিস ফ্রিজে রেখে দিলে স্বাদটা একটু নষ্ট হয়ে যায়। ইলিশ মাছ ভেজে রান্না করলে একটু বেশি মজা হয়। বিশেষ করে খিচুড়ি সাথে খেলে দারুন লাগে। কাঁচকলা দিয়ে যদি তাজা ইলিশ মাছ রান্না করা যায় তাহলে তো কোন কথাই নেই।সুগন্ধ জিরা গুঁড়ো দিলে মজাটা একটু বেশি লাগে। ছোট ইলিশ হলেও আপনার রান্নার প্রসেস সমূহ দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত।

তাজা মাছ খেলে যে ঘ্রাণ ও স্বাদ পাওয়া যায় তা অসাধারণ কিন্তু ফ্রিজে রাখলে আর তেমন ভালো লাগেনা।

কলা দিয়ে কখনো ইলিশ মাছ রান্না করিনি। যাই হোক ভাইয়া আপনার রেসিপিটি কালার একদম পারফেক্ট হয়েছে। 🤤

দাদা আপনি আজকে চমৎকার ভাবে ছোট ইলিশের ঝোল রেসিপি শেয়ার করেছেন। দারুন হয়েছে দেখে তো লোভ সামলানো মুশকিল খেতে ইচ্ছা করছে। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে

দাদা আপনার এই রেসিপি দেখে আমার শ্বাশুড়ির হাতের রেসিপির কথা খুব মনে পড়ছে।আপনার মতো ঠিক এভাবেই আমার শ্বাশুড়ি এই রেসিপি তৈরি করে। ঝাটকা ইলিশ এভাবে কাঁচকলা দিয়ে যখন রান্না করে তখন খেতে দারুণ লাগে। ফ্রিজে বেশিদিন যেকোনো জিনিসই রাখেন না কেন এর স্বাদ নষ্ট হবেই। সব কিছুই টাটকা খেতে অনেক ভালো লাগে।হয়তো এক সপ্তাহ পর এই মাছ ফ্রিজ থেকে বের করে রান্না করেছেন আর ইলিশের তেমন স্বাদ পাননি কিন্তু একটা কথা মানতে হবে দাদা মাছের রাজা ইলিশ তা ছোট হোক বা বড়। যখন যেভাবেই রান্না করা হোক না কেন এর আলাদা একটা ঘ্রাণ আসবেই।ধন্যবাদ দাদা এমন একটা রেসিপি শেয়ার করার জন্য।

আশা করি দাদা, ভালো আছেন? আজকে আপনার ছোট ইলিশের ঝোল রেসিপি দেখে খুব ভালো লাগলো। আসলে ইলিশ মাছ আমার খুব প্রিয়‌। আপনার রন্ধন প্রক্রিয়া দুর্দান্ত হয়েছে। এত দুর্দান্ত রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

দাদা এত ছোট ইলিশ মাছ আমি আগে কখনো দেখিনি। খুব কিউট লাগছিল মাছটাকে। যতটা ছোট দেখা যাচ্ছে আমার মনে হয়না মাছটা ততটা ছোট । কারণ এই মাছটি কাটার পর অনেকগুলো পিস হয়েছে। আপনি ঠিকই বলেছেন যে কোন মাছ অনেক দিন ফ্রিজে থাকলে সেই মাছ আর খেতে ভালো লাগে না মাছের সব সাদ চলে যায়। দাদা আপনি কাচ কলা দিয়ে খুব সুন্দর করে ছোট ইলিশের ঝোল করেছেন। কালার দেখে আমার খুব খেতে ইচ্ছে করছে।

সত্যি বলতে ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক খেতে কিন্তু দারুন লাগে। ইলিশ মাছের ঝোল আমার খুবই পছন্দের তরকারি। আর আপনার মত করে সুস্বাদু করে রান্না করলে তো কোন কথাই নেই। কালার দেখে বোঝা যাচ্ছে ভাতের সাথে এই খাবারটি মেখে খেতে কতটা ভালো লাগবে। ধন্যবাদ দাদা ভাই। ভালো থাকবেন সব সময় এবং অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

  ·  2 years ago (edited)

ঠিক বলেছেন দাদা বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এরকম ইলিশ ভাজা খেতে আসলে ভালই লাগে। আজকে ছোটো ইলিশের ঝোল রান্না করেছেন দেখতে খুবই লোভনীয় লাগছে। ছোট ইলিশের ঝোল রেসিপি করেছেন দাদা দেখেই খেতে ইচ্ছা করছিল। আমার খুব পছন্দের ।

আমার কাছে সবচেয়ে স্বাদের মাছ বলতে ইলিশ মাছ কে বুঝি। ছোট হোক বা বড় সেটা যদি আরো সুন্দর করে ঝোল করা যায়। তাহলে আর বেশি মজা লাগে। আপনি খুব সুন্দর করে মাছ ভেজে রান্না করেছেন। রেসিপি দেখে মনে হচ্ছে বেশ মজা হয়েছে খেতে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

ফ্রিজ খুলে তো আপনার লাভই হয়েছে । ইলিশ মাছ পেয়ে গিয়েছেন একটি। ইলিশ মাছের দাম এখনকার সময়ে অনেক। আপনার এই অসময়ে ইলিশ পেয়ে উপকার হয়েছে। ইলিশের স্বাদ পেলেন। এই ছোট ইলিশ গুলো রান্না করে খাওয়ার থেকে ভেজে মুচমুচে করে ফেললে খেতে বেশি মজা লাগে। কারণ ছোট ইলিশ গুলোতে অনেক কাটা থাকে আপনি যেভাবে ভেজে কাঁচ কলা দিয়ে রান্না করেছেন তাতে মনে হয় খেতে খুবই মজাদার হয়েছিল। আপনার এক সপ্তাহে ইলিশের স্বাদ চলে গিয়েছে আর আমরা তো মাসের পর মাস ফ্রিজে রেখে সারা বছর খাই । যাই হোক আপনার রেসিপিটি কিন্তু সেরকম লোভনীয় লাগছে দেখতে।

যেকোন মাছ বা মাংস বেশিদিন ফ্রীজে রাখলে আসল স্বাদটা পাওয়া যায় না। সত্যি বলতে স্বাদটা অনেক পরিবর্তন হয়ে যায় কমে আসে। ইলিশ মাছটা খুব একটা বড় না দেখছি একটু ছোট সাইজ। কাঁচকলা এবং আলু দিয়ে রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন দাদা। কাঁচকলা বেশ উপকারী এবং পুষ্টিকর একটু সবজী। রেসিপি টা দারুণ ছিল দাদা। অনেক সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

তাজা মাছ ভাজা করে খাওয়ার মজাই আলাদা।
এই ছোট ইলিশ গুলো বেশিরভাগ কড়া ভাজি করে খেতে ভালো লাগে। আমি কিন্তু পান্তা ভাত দিয়ে এই কড়া ভাজা মাছগুলো খেতে বেশি পছন্দ করি। তবে যে মাছগুলো অনেক দিন ফ্রিজে রাখার পর স্বাদ নষ্ট হয়ে যায় আমি সেগুলোকে রসুন এবং শুকনো মরিচ দিয়ে ছোট ছোট করে চচ্চড়ি করে ফেলি। খিচুড়ির সাথে এরকম জাটকা রসুন মরিচের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। ইলিশের ঘ্রাণ চলে যাওয়ার পরেও আপনি কাঁচা কলা দিয়ে খুব চমৎকারভাবেই দেখছি রান্না করেছেন রেসিপিটি। স্বাদ চলে গেলেও আপনি রান্নার মাঝে স্বাদ ফিরিয়ে নিয়ে এসেছেন রান্নার কালার দেখেই বোঝা যাচ্ছে।

সত্যিই দাদা, অনেকদিন মাছ ফ্রিজে থাকলে স্বাদ গন্ধ সব চলে যায়। যাক রান্না করে ফেলেছেন ভালোই হয়েছে। কাঁচা কলা দিয়ে এই জাটকা ইলিশ খেতে ভালোই লাগে 😋
আর কাঁচা কলা থাকায় বেশ পুষ্টিকর রেসিপি বলবো আমি এটিকে। যাক সবমিলিয়ে দারুন লাগলো খাবারটি।

দোয়া রইল পুরো পরিবারের জন্য 🥀

দাদা ইলিশ মাছের বলি দিয়ে দিলেন হা হা হা। তবে একটা কথা একদম ঠিক বলেছেন ইলিশ মাছ ছোট কিংবা বড় যে সাইজেরই হোক না কেন ভাজা খেতে দুর্দান্ত লাগে। ইলিশ মাছের ঠিকঠাক স্বাদ না পেলেও কাঁচ কলা দিয়ে রান্না করাতে কলার টেস্ট নিশ্চয়ই অনেক বেড়ে গিয়েছিল। ফ্রিজে বরফের নিচে কয়েকদিন মাছ রাখলে খেতে আমার কাছেও খুব একটা ভালো লাগে না। স্বাদ ও গন্ধ কিছুই পাই না, কেমন যেন অন্যরকম একটা ঘ্রাণ নাকে আসে। যাইহোক ছোট ইলিশ মাছ রান্নার পুরো প্রক্রিয়া দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

এটা সত্যি কথা মাছ অনেক দিন ধরে ফ্রিজে রাখলে তার টেস্ট নষ্ট হয়ে যায়। গতকালও ইলিশ মাছ খেলাম তবে সুবিধার মনে হলো না।

মাছের স্বাদ একটু কম লাগলেও সুগন্ধ জিরা গুঁড়ো একটু বেশি দেওয়ায় তরকারির স্বাদটা ভালো লেগেছিলো আমার কাছে।

এটাই হয়ে গেছে এখন, মসলা বেশি দিয়েই মাছের স্বাদ আনার চেষ্টা করতে হচ্ছে। এ বছর পদ্মার ইলিশ খাওয়ার খুব ইচ্ছা ছিল তবে সেই সৌভাগ্য হয়ে ওঠেনি।

ছোট ইলিশ মাছের ঝোল রান্নার রেসিপি খুব ভাল ছিল। আমি সাধারণত আলু ভাজা মাংস রান্নার ক্ষেত্রে ব্যবহার করি। আপনার রেসিপিতে এই ভিন্নতা দেখে আমার আগ্রহ আরও বেড়ে গেল। রান্না করে খেয়ে দেখতে হবে। ধন্যবাদ দাদা।

মাছের স্বাদ একটু কম লাগলেও সুগন্ধ জিরা গুঁড়ো একটু বেশি দেওয়ায় তরকারির স্বাদটা ভালো লেগেছিলো আমার কাছে।

ভাইয়া তার মানে মাছের থেকে মসলার গুরুত্ব বেশি হা হা হা। আর ছয় পিচের ইলিশ মাছ এত ছোট না, মোটামুটি বড়ই। ধন্যবাদ ভাইয়া।

ইলিশ মাছটা ছোট হলেও দেখতে কিন্তু মোটাসোটা দেখাচ্ছে😜😜
শুধুমাত্র ইলিশ মাছ নয় যেকোনো মাছই কড়া ভাজা করলে খেতে অনেক অনেক ভালো লাগে। আর ঝাটকা ইলিশ গুলো ভেজে খেতেই ভালো লাগে, তরকারি রান্না করলে মনেই হয় না যে মাছ খাচ্ছি।তাই তেমন খাওয়াও হয় না। তবে কাঁচকলার সাথে ইলিশ মাছ এর কম্বিনেশন খুব ভালো হয়।আপনার রেসিপিগুলো সময় পেলেই দেখার চেষ্টা করি। কারণ আপনি ধাপগুলো খুব সুন্দর করে করেন।আর যেকোনো রান্না যত বেশি সুন্দর করে করা হয় খেতেও যেন বেশি তৃপ্তি লাগে। জাস্ট অসাধারণ রেসিপি ছিল।