হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
---|
আজকে আপনাদের সাথে 'The Mystery of Moksha Island' নামের একটি নতুন ওয়েব সিরিজ রিভিউ শেয়ার করে নেবো । এই সিরিজটি ১ টি সিজন নিয়ে তৈরি এবং এর প্রথম পর্বের নাম হলো "দ্যা ইনভিটেশন"। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই পর্বে।
✠কিছু গুরুত্বপূর্ণ তথ্য:✠
❂মূল কাহিনী:❂
প্রথমত Moksha Island-এ একটি দৃশ্য দেখা যায় যে, একটা প্লেন ক্র্যাশ হয়। তবে এই আইল্যান্ডটা একটা প্রাইভেট আইল্যান্ড ছিল। আসলে বিশ্বক নামের একজন বিজ্ঞানী ওখানে আইল্যান্ডটাকে নিজের প্রাইভেট করে নিয়েছিল আর ওখানে বিভিন্ন ধরণের রিসার্চ এর কাজ করতো। ওখানকার সিইও ছিল সে। তবে তার আবার অনেক বড়ো একটা পরিবারও ছিল, প্রায় বলা যায় ১৫-২০ জনের উপরে। এখন এই বিজ্ঞানী সারাজীবন এই আইল্যান্ড-এ নিজে নিজে তার রিসার্চ নিয়ে সময় কাটিয়ে দিয়েছে, কখনো তার পরিবারের সাথে দেখা করিনি এবং যোগাযোগও দীর্ঘদিন রাখেনি। তার নিজের ছেলে, মেয়ে, আত্মীয়স্বজন কেউই তেমন স্পষ্ট জানে না তার বিষয়ে। তার নিজের ছেলেও জানতো না যে, বিশ্বক তার বাবা। এখন সে মারা যাওয়ার পরে একটা চারিদিকে হৈচৈ পড়ে যায় যে, এখন কি হবে।
আসলে সে একজন অনেক বড়ো বিজ্ঞানী ছিল আর সে সঞ্জীবনী নামের একধরণের মেডিসিনও তৈরি করেছিল, যেটা মানুষের জীবনে অভাবনীয় পরিবর্তন নিয়ে আসবে। এখন সব থেকে বড়ো কথা তার এই রিসার্চ সেন্টার এর দায়িত্ব কে নেবে! সে চাইছিলো তার কোনো বংশধর সিইও হোক এবং দায়িত্ব নিক। এখন তার এতো বড়ো পরিবার যে, কাকে কি দেবে, দিলে সবাইকেই সমান অংশীদার করা উচিত যাতে পরে গিয়ে সম্পত্তি নিয়ে ঝামেলা না হয়। এখন এখানে লোকটা মারা যাওয়ার আগে সবার কাছেই মোটামুটি চিঠি লিখে তার সেই আইল্যান্ড-এ আমন্ত্রণ জানায়। এখন সবাইকে বলেছে মানে, সেখানে সবার যাওয়া উচিত, আর সবাই পরেরদিন যারযার মতো সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সবাইকেই তাদের প্রাইভেট বোটে করে সেই আইল্যান্ড-এ নামিয়ে দিয়ে আসে এবং পরে ওখান থেকে তার ম্যানেজার বা গার্ড এর লোকেরা গাড়িতে করে নিয়ে যায়।
ওখানে যে মেয়েটি তাদের দেখাশোনার দায়িত্বে ছিল, সে আবার বিশ্বক এর কাছের বিশ্বস্ত ছিল। তো সবাইকেই নিয়ে যাওয়ার পরে এই বিশ্বক একটা ভিডিও করে রেখেছিলো যেটা তারা হলোগ্রাফ এর মাধ্যমে দেখায় আর তাদের বলে যে ₹২৪ হাজার কোটি টাকা তাদের সবার মধ্যেই ভাগ করে দিতে চায়। এখন এর জন্য একটা কঠিন শর্ত রাখে তাদের সামনে যে, তাদের এক সপ্তাহ এই আইল্যান্ড-এ কাটাতে হবে। যারা যারা এই এক সপ্তাহ থাকতে পারবে, তারাই একমাত্র এই সমস্ত সম্পত্তি পাবে। এখন অনেকেই এতে রাজি হয় না, কারণ এক সপ্তাহ সেখানে তারা থাকতে রাজি না। অনেকেই চলে যায় আবার সেখানে সম্পত্তির লোভে থেকেও যায়। তবে তার ছেলে কোনো কথাই সেখানে বলে না, কারণ পরিস্থিতি সে মোটেও বুঝতে পারে না ওখানকার। তাই চুপচাপ যা বলছে তাই করে যাচ্ছে। এরপর সবাইকে যার যার রিসোর্টে নিয়ে যায় এবং চাবি দিয়ে দেয়।
❂ব্যক্তিগত মতামত:❂
মূলত এই moksha আইল্যান্ড একটা রহস্যময়। এখানে বিভিন্ন বিষয় নিয়ে একটা রহস্য রয়েছে। এই আইল্যান্ড-এ আরো কত কি আছে সেটাও এখনো সবার কাছে একটা অজানা। কারণ তাদের ধারণাই নেই যে এই আইল্যান্ড-এ কোনো বিপদজনক কিছু থাকতে পারে কিনা। কারণ কোনো হিংস্র মানব বা জীবজন্তু তো থাকতে পারে। এখন ওখানে আসলে এই ৭ দিন যে থাকতে বললো, তাতে মনে হচ্ছে এই আইল্যান্ড-এ বড়ো কোনো রহস্য আছে, যেটাতে সবাই থাকতে পারবে না। কারণ অলরেডি একটা লোক হিংস্র মানবের শিকার হয়ে গিয়েছে আইল্যান্ড এর পাশে সমুদ্রের কিনারায় যাওয়ার সাথে সাথে। আরো কত কি রহস্যে ঘেরা আছে সেটা অজানা বা অচেনা। তবে ওখানে যে মেয়েটা দেখভালের দায়িত্বে আছে, সে মোটামুটি সবকিছু জানে। এরাও একটা মাইন্ড গেম খেলতে চাচ্ছে তাদের নিয়ে যা বোঝা গেলো।
❂ব্যক্তিগত রেটিং:❂
৭.৫/১০
❂ট্রেইলার লিঙ্ক:❂
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দাদা আপনি আজকে নতুন একটা ওয়েব সিরিজ শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এই ওয়েব সিরিজের প্রথম পর্ব অনেক সুন্দর ছিল। moksha আইল্যান্ড এর মতে অনেক বেশি রহস্য লুকিয়ে আছে, এটা তো বুঝতেই পেরেছি পুরো রিভিউটা পড়ে। এটার আসল রহস্য এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি। রহস্য গুলো একে একে বের হবে আর সবাই জানতে পারবে আশা করছি। একটা লোক হিংস্র মানবের শিকার হয়েছে এটা দেখে অনেক খারাপ লেগেছে। আরো কত কি হবে এগুলোই বুঝতে পারছি না। পরবর্তী পর্বগুলোতে সবকিছু আরো ভালোভাবে ক্লিয়ার হবে আশা করছি। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ভালো লেগেছে দাদা আপনার সবগুলো ওয়েব সিরিজের মত এই ওয়েব সিরিজের প্রথম পর্বটা। The Mystery of Moksha Island এই ওয়েব সিরিজটা আশা করছি অনেক বেশি সুন্দর হবে। যা প্রথম পর্বটা পড়ে বুঝতে পারলাম। এটার পুরোটাই মনে হচ্ছে moksha আইল্যান্ড কে ঘিরেই হয়েছে। আস্তে আস্তে এই moksha আইল্যান্ড রহস্য গুলো জানতে পারবো। এখন শুধু অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের কাহিনীটা জানার জন্য। আশা করছি অনেক তাড়াতাড়ি শেয়ার করবেন। ধন্যবাদ দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! দারুণ একটি ওয়েব সিরিজের রিভিউ শেয়ার করেছেন দাদা। এই আইল্যান্ডে রহস্য রয়েছে বলেই বিজ্ঞানী বিশ্বক তার পরিবারের সদস্যদের এই শর্ত দেয়। তবে এমন বিজ্ঞানীও আছে তাহলে যার সন্তান তাকে চিনে না হা হা হা। আসলে দীর্ঘদিন যোগাযোগ না থাকলে যা হয় আর কি। দেখা যাক তার পরিবারের কয়জন সদস্য শর্ত মেনে সেই আইল্যান্ডে থাকে। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit