আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা( শেয়ার করো তোমার সেরা স্বাদের চিংড়ি মাছের রেসিপি )-২৭ এর ফলাফল প্রকাশ

in hive-129948 •  2 years ago  (edited)
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।


ব্যানার ক্রেডিটঃ @hafizullah ভাই

গতকাল হ্যাংআউটে সবাই এইবারের "শেয়ার করো তোমার সেরা স্বাদের চিংড়ি মাছের রেসিপি" কন্টেস্টের ফলাফল তো পেয়ে গেছেন। বেশ কিছু রেসিপি খুবই দারুন ছিল, আর ইউনিকও ছিল। তবে এই কন্টেস্টে ভেবেছিলাম অনেকেই অংশগ্রহণ করবে, কিন্তু আশানুরূপ তেমন বেশি অংশগ্রহণকারীদের পাওয়া যায়নি। চিংড়ি তো আমরা সবাই পছন্দ করি আর এই চিংড়ি কিন্তু আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি, ফলে সেই হিসেবে কম-বেশি অনেকের অংশগ্রহণ করার আশা ছিল। আর যেহেতু এই কন্টেস্টটা টানা দুই সপ্তাহ ধরে চলেছে, ফলে ৩৫-৪০ জনের অংশগ্রহণ আমি আশা করেছিলাম। যাইহোক, পরের কন্টেস্টে সবাই অংশগ্রহণ করবেন এই আশা রাখছি আপনাদের কাছে। তবে একটা বিষয়- যেকোনো রেসিপি কন্টেস্টে প্রথমত নিজের রান্না থাকাটা আবশ্যক হয়, কিন্তু কেউ কেউ নিজে হাতে রান্না করেননি আর সেটা উপস্থাপনার মাধ্যমে বোঝা গেছে চেক করার সময়। আর একদম সাধারণ যেসব চিংড়ির রেসিপি আমরা বাড়িতে সবজি দিয়ে খেয়ে থাকি সেই রেসিপিগুলো কন্টেস্টের রেসিপি হিসেবে না দেওয়াই ভালো, কারণ কনটেস্ট এর রেসিপি হিসেবে প্রাধান্য পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে।


রেসিপি কনটেস্ট মানে ইউনিক কিছু দেখার জন্য আমরা ইচ্ছা রাখি। যেমন এই কন্টেস্টে অনেকে এমন কিছু চিংড়ির ইউনিক রেসিপি করেছেন যেগুলো আমি খাওয়া তো দূরের কথা, নামগুলো এই প্রথম শুনলাম। 'কলা পাতায় চিংড়ির কেক' এই প্রথম শুনলাম আমি আর দেখতেও বেশ সুন্দর লাগছিলো। তারপর 'চিংড়ির পুর ভরা এঁচোড়ের কোপ্তা কারি' এটাও আমি আগে খাইনি, নামগুলো নতুন আমার কাছে। তারপর 'চিংড়ির আচার' এটা আমি খাইনি কখনো, তবে আচারের নাম শুনলেই জিভে জল চলে আসে। উপস্থাপনা অসাধারণ ছিল। তারপর 'চিংড়ির পোলাও' এটাও আমি নামটা শুনলাম প্রথম, বেশ ভালো ছিল উপস্থাপনা আর দেখতেও বেশ ভালো লাগছিলো। আর মোস্ট ইউনিক রেসিপি হলো 'চিংড়ি-নারিকেলের চকোলেট ললি' এটার নামটা দেখে প্রথমে ভাবছিলাম এইরকমও কি করা যায় চিংড়ি দিয়ে! আমি অনেকবার রেসিপিটা দেখেছি সত্যি কথা বলতে গেলে, এক কোথায় অসাধারণ ছিল সবকিছু। এইরকম আরো কয়েকজনের আছে তাদের রেসিপিগুলোর প্রেসেন্টেশন দারুন ছিল। এছাড়া অনেকে আবার কমন রেসিপি করেছে কিন্তু সেগুলো অনেক পছন্দের আর মুখরোচকও ছিল। সব থেকে বড়ো বিষয় রেসিপি কমন থাকলেও তাদের উপস্থাপনা ছিল অসাধারণ। ফলে রেসিপি কন্টেস্টে উপস্থাপনাটাও খুব বেশি ম্যাটার করে। যে যেমন উপস্থাপনা ভালো করতে পারবে সাজিয়ে গুছিয়ে তার পোস্ট তত বেশি আকর্ষণীয়তা অর্জন করবে। যাইহোক, যাদের পোস্টে কিছু কিছু সমস্যা থাকার কারণে বিজয়ী হতে পারেননি তারা পরবর্তীতে সেগুলো ঠিক করে নিয়ে আবার অংশগ্রহণ করবেন এবং আশা করবো পরবর্তীতে দারুন কিছু চমক আপনাদের পোস্ট এর মাধ্যমে আমাদের দিতে পারবেন। আর ইতোমধ্যে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে অভিনন্দন।

✔এই কন্টেস্টে যারা যারা অংশগ্রহণ করেছেন তাদের একটা তালিকা নিচে উল্লেখ করা হলো---

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্ক
01@mohinahmedhttps://steemit.com/hive-129948/@mohinahmed/or-or
02@tauhidahttps://steemit.com/hive-129948/@tauhida/rtzxc-or-or
03@miratekhttps://steemit.com/hive-129948/@miratek/2is88
04@green015https://steemit.com/hive-129948/@green015/5qsqt7-or-or
05@monira999https://steemit.com/hive-129948/@monira999/6mxepb-or-or
06@payelbhttps://steemit.com/hive-129948/@payelb/6x314h-shy-fox
07@fasoniyahttps://steemit.com/hive-129948/@fasoniya/5feurf-or-or
08@tanujahttps://steemit.com/hive-129948/@tanuja/7lbamb
09@aflatunnhttps://steemit.com/hive-129948/@aflatunn/72appk-or-or-or-or
10@tasonyahttps://steemit.com/hive-129948/@tasonya/4vrbuq-or-or
11@gorllarahttps://steemit.com/hive-129948/@gorllara/4guus6-or-or
12@anisshamimhttps://steemit.com/hive-129948/@anisshamim/6zh9gm-or-or
13@robiullhttps://steemit.com/hive-129948/@robiull/27
14@selina75https://steemit.com/hive-129948/@selina75/or-or
15@rahimakhatunhttps://steemit.com/hive-129948/@rahimakhatun/5zh6ns-or-or
16@bdwomenhttps://steemit.com/hive-129948/@bdwomen/7dblnb-or-or
17@emranhasanhttps://steemit.com/hive-129948/@emranhasan/2t8fa2-or-or
18@nevlu123https://steemit.com/hive-129948/@nevlu123/7jxpac-or-or
19@bristy1https://steemit.com/hive-129948/@bristy1/722bbh-or-or
20@isratmimhttps://steemit.com/hive-129948/@isratmim/3ggpxc
21@johir65https://steemit.com/hive-129948/@johir65/4ug4va
22@shimulakterhttps://steemit.com/hive-129948/@shimulakter/or-or-or-or-or-or-or-or
23@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/5gjvq8-or-or

✔সময় মতো কন্টেস্ট এর পোস্ট লিঙ্ক না দেওয়ার জন্য অংশগ্রহণ থেকে নাম কাটা গেছে যার---

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্ক
01@maksudakawsarhttps://steemit.com/hive-129948/@maksudakawsar/2ehk15-or-or

✔যারা বিজয়ী হয়েছেন তাদের তালিকা পুরস্কারসহ নিচে উল্লেখ করা হলো---

✦বিশেষ পুরস্কার:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@tanujahttps://steemit.com/hive-129948/@tanuja/7lbamb15 STEEM

✦প্রথম স্থান অধিকারী:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@nevlu123https://steemit.com/hive-129948/@nevlu123/7jxpac-or-or35 STEEM
02@tasonyahttps://steemit.com/hive-129948/@tasonya/4vrbuq-or-or35 STEEM

✦দ্বিতীয় স্থান অধিকারী:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@payelbhttps://steemit.com/hive-129948/@payelb/6x314h-shy-fox25 STEEM
02@bristy1https://steemit.com/hive-129948/@bristy1/722bbh-or-or25 STEEM

✦তৃতীয় স্থান অধিকারী:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@narocky71https://steemit.com/hive-129948/@narocky71/5gjvq8-or-or20 STEEM
02@emranhasanhttps://steemit.com/hive-129948/@emranhasan/2t8fa2-or-or20 STEEM

✦চতুর্থ স্থান অধিকারী:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@tauhidahttps://steemit.com/hive-129948/@tauhida/rtzxc-or-or14 STEEM
02@rahimakhatunhttps://steemit.com/hive-129948/@rahimakhatun/5zh6ns-or-or14 STEEM
03@green015https://steemit.com/hive-129948/@green015/5qsqt7-or-or14 STEEM

✦পঞ্চম স্থান অধিকারী:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@monira999https://steemit.com/hive-129948/@monira999/6mxepb-or-or12 STEEM
02@gorllarahttps://steemit.com/hive-129948/@gorllara/4guus6-or-or12 STEEM

✦ষষ্ঠ স্থান অধিকারী:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@aflatunnhttps://steemit.com/hive-129948/@aflatunn/72appk-or-or-or-or10 STEEM
02@johir65https://steemit.com/hive-129948/@johir65/4ug4va10 STEEM

✦সপ্তম স্থান অধিকারী:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@shimulakterhttps://steemit.com/hive-129948/@shimulakter/or-or-or-or-or-or-or-or09 STEEM
02@isratmimhttps://steemit.com/hive-129948/@isratmim/3ggpxc09 STEEM

✦অংশগ্রহণকারী পুরস্কার:✦

সিরিয়াল নংইউসার আইডিপোস্ট লিঙ্করিওয়ার্ড
01@anisshamimhttps://steemit.com/hive-129948/@anisshamim/6zh9gm-or-or07 STEEM
02@robiullhttps://steemit.com/hive-129948/@robiull/2707 STEEM

✔এই কন্টেস্টে যারা স্পন্সর ছিলেন তাদের তালিকা নিচে দেওয়া হলো---

সিরিয়াল নংইউসার আইডিরিওয়ার্ডের পরিমান
01@rme153 STEEM
02@winkles20 STEEM
03@swagata2120 STEEM
04@hafizullah20 STEEM
05@nusuranur20 STEEM
06@rex-sumon20 STEEM
07@moh.arif20 STEEM
08@shuvo3520 STEEM

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টান টান উত্তেজনা নিয়েই এই প্রতিযোগিতাটি হয়েছিল। বিশেষত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম ইউনিক কিছু করার উদ্দেশ্যেই। আর আমি ভেবেছিলাম যেহেতু প্রতিযোগিতা আর এখানে তো সব সময় ইউনিকগুলোই প্রাধান্য পায়। আর সেজন্য আমি একদম ভিন্ন রকম কিছুই চিন্তা করলাম। হুট করে যেন এটা মাথায় চলে আসলো,চিংড়ি নারিকেলের চকোলেট ললি, খেতেও দারুণ মজা ছিল,৩ রকম ফ্লেভার ছিল।কোনো ধারণাই ছিল না কিছু হবো,কিন্তু একদম প্রথম হয়ে গেলাম শুনে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।খুব ভালো লেগেছে এইবারের প্রতিযোগিতা।আর দাদা তো ধামাকা করে দিল এইবার,আন্তরিক ধন্যবাদ রইল দাদার জন্য।

সত্যি বলতে এই প্রতিযোগিতা দেখে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। কারণ চিংড়ি মাছ আমার এমনিতেই খুব পছন্দের। আর এর দ্বারা যদি ইউনিক রেসিপি সবার সামনে উপস্থাপন করা যায় তাহলে তো আরো ভালোই লাগবে। সেই হিসেবে প্রস্তুতি নিয়েছিলাম শুরু থেকেই। আর প্রতিবারের মতো এবারও ইউনিক কিছু চিন্তা করে আমি রেসিপিটি তৈরি করেছিলাম। কিন্তু যখন দেখলাম এক সপ্তাহ এক্সটেন্ড করা হলো তখন তো ভাবলাম বিজয়ী হওয়ার চান্স চলে গেল। কারণ প্রথম সপ্তাহেই ইউনিক রেসিপি গুলো করে ফেলা হয়েছে। আর পরের সপ্তাহ চলার কারণে পূর্বের রেসিপি গুলো দেখে আরো ইউনিক রেসিপি আসবে এই ভাবনা থেকেই বিজয়ী হওয়ার চিন্তা বাদ দিয়ে দিয়েছিলাম। কিন্তু তারপরও যে দ্বিতীয় স্থান পেয়েছি এটাই তো বড় কথা। আর দাদার কথা কি বলব,উনি তো আমাদের সবাইকে অবাক করে দিল। প্রতিবারই কিছু না কিছু দিয়ে সবাইকে সারপ্রাইজ করে দেন।সত্যি দারুণ একটা প্রতিযোগিতা হয়েছিল।

আমার বাংলা ব্লগের ২৭ তম প্রতিযোগিতার ফলাফল দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এই চিংড়ি মাছের রেসিপি প্রতিযোগিতা সত্যি অনেক ভালো লেগেছে। আজকে ফলাফল প্রকাশ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো।যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক রেসিপি দেখতে পেয়েছি। সত্যি এই রেসিপি প্রতিযোগিতার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি মজাদার রেসিপি গুলো। প্রতিযোগিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাংলা ব্লগ এডমিন এবং মডারেটরদের।

আমার বাংলা ব্লগ পরিবারে যেমন নিত্যনতুন প্রতিযোগিতার আয়োজন করা হয় তেমনি সকল ইউজাররা চেষ্টা করে নিত্যনতুন রেসিপি তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আর এই রেসিপি গুলো দেখে সত্যি খুব খুব ভালো লাগে। ভিন্ন ধরনের রেসিপি তাই ভিন্ন ধরনের স্বাদ। যারা এই প্রতিযোগিতায় রেসিপিতে নতুন ও ভিন্ন স্বাদ যোগ করে বিজয়ী হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক অভিনন্দন।

এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সত্যিই অনেক ভালো লেগেছে। সবাই পুরস্কার পেয়েছে। সত্যি সবাই মিলে যদি একসাথে পুরস্কার পাওয়া হয় তখন অন্য রকমের অনুভূতি তৈরি হয়। আশা করছি সবাই অনেক খুশি হয়েছে। বিজয়ীদেরকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লেগেছে। সব সময় সব প্রতিযোগিতা অংশগ্রহণ করা হয় না এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং বিজয়ীদের লিস্টে নিজের নামটি দেখতে পেরে আসলেই অনেক ভালো লাগছে। আর এই প্রতিযোগিতার আয়োজন করার ফলে অনেক সুন্দর সুন্দর চিংড়ির রেসিপি দেখতে পেলাম যা আগে কখনো দেখা হয়নি অনেক রেসিপি শিখে নিয়েছে এখান থেকে। সকল বিজয়ীদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হ্যা, এটা সত্য যে এবারের প্রতিযাগিরা সত্যি দারুণ কিছু উপহার দিয়েছেন আমাদের, আমি নিজেও কিছু রেসিপি দেখে হতবাক হয়েছি এবং আগ্রহ প্রকাশ করেছি স্বাদ চেক করার। দারুণ কিছু শেয়ার করে বিজয়ী হওয়া ইউজারদের জানাই অভিনন্দন এবংতার সাথে সাথে সৃজনশীলতা ধরে রাখার আহবান জানাচ্ছি।

যখন বড় প্রাইজের পুরস্কার এর কথা বলল তখন আমার অনেক হিংসে হচ্ছিল।
শুধুমাত্র আমাদের ফ্রিজে কোন চিংড়ি মাছ ছিল না বলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। আর নদীর পানি অনেকটা শুকিয়ে যাওয়ার কারণে নদীতেও খুব একটা চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে না। যাইহোক পরবর্তী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।

এই প্রতিযোগিতা টি ছিল খুবই চমৎকার একটি প্রতিযোগিতা। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং যারাই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সকলকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আমাদের এই কমিউনিটিতে এত সুন্দর আয়োজনগুলোর জন্য খুবই ভালো লাগে।

প্রথমেই সকল বিজয়ী এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। তবে আমি মনে করি সবার এধরনের প্রতিযোগীতায় অংশগ্রহণ করা উচিত। আরো একটি ব্যাপার খেয়াল করেছিলাম, অনেকেই খুব সাধারণ কিছু রেসিপি নিয়ে অংশগ্রহণ করেছেন যা প্রতিযোগীতায় একদমই যায় না। আর ডেকোরেশন অনেক বড় বিষয় যা কাজের মান বাড়াতে সহযোগিতা করে।

সত্যিই দাদা এবারের প্রতিযোগিতা বেশ দারুন লেগেছে। আমি তো ভাবতেই পারিনি আমি পুরষ্কার পাবো। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ধন্যবাদ দাদা চমৎকার তথ্যবহুল পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

অভিনন্দন জানাই সকল বিজয়ীদের।

অনেক ধন্যবাদ ভাই।।

সত্যি এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে ভীষণই ভালো লেগেছিল। আর সব থেকে বেশি ভালো লাগলো যখন প্রথম স্থান অধিকারকারী হিসেবে নিজের নামটা শুনতে পেলাম। প্রথম থেকে আমার এতটা আশা ছিল না। আর দাদার সারপ্রাইজের কথা শুনে তো একেবারে নির্বাক হয়ে গেলাম। সত্যি মাঝে মাঝে দাদাকে একেবারে অবাক করে দেয়। এইজন্য দাদাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা প্রতিযোগিতায় বিজয় হয়েছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন।

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল এবং যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা দারুণ কিছু চিংড়ি মাছের রেসিপি দেখতে সক্ষম হয়েছি।

খুবই খুশি লাগলো ভাইয়া সেরাদের একজন হতে পেরেছি। চেষ্টা করেছি নিজের সবটুকু দিয়ে করার। এবং আপনাদের পছন্দ হয়েছে ভালো হয়েছে তাতে আরো বেশি খুশি। আমাদের বাসার সবাই রেসিপিটি খুব পছন্দ করেছি । আশা করি এমন সুন্দর সুন্দর কনটেস্ট আমাদের মাঝে আরও শেয়ার করা হবে। ধন্যবাদ সবাইকে ভাইয়া।

দারুন একটা প্রতিযোগিতা ছিল ,সবাই যে এত মজার মজার ইউনিক রেসিপি দিয়েছে। উপস্থাপনা ও বেশ ভালো ছিল। কিছু কিছু ফটোগ্ৰাফি বেশ সুন্দর হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ী হতে পেরে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ

শুরুতেই সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ৷গতকাল হ্যাংআউটে এই প্রতিয়োগিতার ফলাফল জেনে অনেক ভালো লেগেছিলো ৷ অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৷ সবাই ভালো করেছেন ৷ অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেছে ৷ যে গুলো দেখতে পেরে সত্যিই আমার অনেক ভালো লেগেছিলো ৷ আশা করি এমন ইউনিক প্রতিযোগিতা খুব শীঘ্রই আবারও আসবে ৷ ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ৷

যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই বিশেষ করে দাদার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি ন দাদা পুরস্কৃত করেছে। তবে আমার দুর্ভাগ্য ফ্যামিলির সমস্যার কারণে অংশগ্রহণ করতে পারেনি।

  ·  2 years ago (edited)

চিংড়ি মাছ সকলেই কমবেশি খেয়ে থাকেন।তবে সেই তুলনায় প্রতিযোগির সংখ্যা আসলেই কম ছিল।তাছাড়া টানা দুই সপ্তাহ ধরে এই প্রতিযোগিতা হওয়ায় আমি তো ভুলেই গিয়েছিলাম যে প্রতিযোগিতা ছিল।হ্যাংআউটে শুনে আবার মনে পড়ে গেল।প্রতিযোগিতায় আমিও বিজয়ী হতে পেরে অনেক ভালো লাগছে।এছাড়া বড়ো দাদার এত বড় পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত।এটা নিঃসন্দেহে সারপ্রাইজ ছিল সকলের জন্য।সকল বিজয়ীদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমার পক্ষ হতে।ধন্যবাদ দাদা।

এক ছেলের পরীক্ষা এবং এক ছেলের অসুস্থতার জন্য এই কনটেস্টের অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু এই কনটেস্ট এর মাধ্যমে অনেক নতুন নতুন রেসিপি ও শিখতে পেরেছি। রেসিপি প্রতিযোগিতার এই একটি বিষয় খুব ভালো যে অনেক নতুন নতুন ইউনিক রেসিপি দেখা যায়। তাছাড়া আপনার মতো আমার কাছেও মনে হয়েছে যে যারা নরমাল সবজি দিয়ে চিংড়ির রেসিপি করেছেন এগুলো রেসিপি প্রতিযোগিতার জন্য মানানসই নয়। যাইহোক তারপরও তারা চেষ্টা করেছেন। নিজের ছোট্ট একটি অপারেশন ছিল জন্যই প্রতিযোগিতার বিজয়ীদের নাম শুনতে পারিনি। আজকে আপনার এই রিপোর্টের মাধ্যমে দেখে নিতে পারলাম যে কোন কোন রেসিপিটি কোন কোন অবস্থানে রয়েছে । ধন্যবাদ দাদা আপনাকে।

এক ছেলের অসুস্থতার জন্য এই কনটেস্টের অংশগ্রহণ করতে পারিনি

এখন এই সময়ে সবাই কম বেশি অসুস্থ হচ্ছে। আমারও এই সময়টায় এসে শরীর খারাপ হয়ে যায়। যাইহোক চিন্তা করবেন না, দ্রুত সুস্থ হয়ে যাবে এই প্রার্থনা করি।

নিজের ছোট্ট একটি অপারেশন ছিল

জটিল কিছু কি? অপারেশন এর কথা শুনলেই আমার ভয় করে। যাইহোক অপারেশনটা ভালো ভালোই হয়ে গেছে এটাই অনেক।

আলহামদুলিল্লাহ দাদা বাচ্চারা সুস্থ আছে এখন।
আমার অপারেশন জটিল না কিন্তু মুখ বন্ধ করে দিয়েছে। তাই কমেন্ট করতে পারছি না। পোস্ট রেডি ছিল জন্যই পোস্ট করতে পারছি।
বৃহস্পতিবার রাতে আক্কেল দাঁত ফেলেছি। দুইটা সেলাই দিয়েছে। এক সপ্তাহ পর সেলাই কাটবে।

শরীর সুস্থ না থাকলে কিছু ভালো লাগে না। স্বাভাবিক হয়ে নিন আগে, দ্রুত রিকোভার হয়ে যাবে আশা করি।

অনেক চমৎকার একটি প্রতিযোগিতা হয়েছিল কিন্তু আমার ছোট ছেলের পরীক্ষা এবং আমার পরিবারের কিছু ব্যক্তিগত সমস্যার কারণে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। তবে যারা যারা বিজয়ী হিসেবে নির্বাচিত হয়েছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা।

দাদা এবারের চিংড়ি রেসিপির প্রতিযোগিতায় বড় দাদা তো সবাইকে তাক লাগিয়ে দিলেন। শুভ ভাই ঠিকই বলেছেন আমার বাংলা ব্লগের বাতাস কোন দিক থেকে কোন দিকে যায় সেটা বলা যায় না। সর্বমোট ২৩ জন প্রতিযোগি এবারের প্রতিযোগিতায় অংশগ্রহন করলেন। এবারের প্রতিযোগিতায় সবাই যেমন কষ্ট করেছে সবাই অনেক পুরষ্কারও পেয়েছে। আর আমরা অনেক ধরনের রিসিপি দেখতে ও শিখতে পারলাম। ধন্যবাদ দাদা।