টিভি সিরিজ রিভিউ: দ্যা ইমপারফেক্টস-Zoe Must Be Destroyed ( পর্ব ৫ )

in hive-129948 •  2 years ago 
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে টিভি সিরিজ 'দ্যা ইমপারফেক্টস' এর পঞ্চম পর্ব রিভিউ দেব। এই পর্বের নাম হলো "Zoe Must Be Destroyed". আগের পর্বে লাস্ট দেখেছিলাম যে রুইজ একজন ছদ্দবেশধারী এজেন্টকে নেকড়ের রূপ ধারণ করে মুখে কামড় বসিয়ে দিয়েছিলো। এরপরে আজকে কি ঘটনা ঘটে সেটা দেখবো।


স্ক্রিনশর্ট: ইউটিউব


ꕥকিছু গুরুত্বপূর্ণ তথ্য:ꕥ

সিরিজটির নাম
দ্যা ইমপারফেক্টস
প্লাটফর্ম
নেটফ্লিক্স
সিজন
পর্ব
Zoe Must Be Destroyed
পরিচালকের নাম
শেলি এরিকসেন এবং ডেনিস হিটন
অভিনয়
ইতালিয়া রিকি, মরগান টেলর ক্যাম্পবেল, ইনাকি গোডয়, রিয়ানা জগপাল, কাইরা জাগোরস্কি, রিস নিকলসন ইত্যাদি
মুক্তির তারিখ
৮ সেপ্টেম্বর ২০২২
সময়
৪০ মিনিট ( পঞ্চম পর্ব )
মূল ভাষা
ইংলিশ
কান্ট্রি অফ অরিজিন
ইউনাইটেড স্টেট


✠মূল কাহিনী:✠


স্ক্রিনশর্ট: NETFLIX

এজেন্ট জিম স্পনসনের মুখে যখন কামড় বসিয়েছিলো রুইজ নেকড়ে হয়ে তখন জিম স্পনসন তার থেকে ভয় পেয়ে গাড়ি করে চলে যায়। রুইজ এর সাইড ইফেক্ট এর বারে তো জানতো কিন্তু তার এইরকম ভয়ানক রূপ সম্পর্কে তার ধারণা ছিল না। এরপর তারই একজন সাথী জেনিফার তাকে হসপিটালে ভর্তি করে আর ঠিক করার চেষ্টা করে। তবে তার সমস্ত মুখ জুড়ে যেভাবে কামড় বসিয়েছিলো তাতে তার সমস্ত মুখটাই ব্যান্ডেজ করা লেগেছে আর ক্ষত এর পরিমানটাও অনেক । আর এদিকে হান্না যে সারকোভ এর বিষয়ে কিছু বলার জন্য রিকার কাছে এসেছিলো তখন তার কাছ থেকে সারকোভ এর ফোন নম্বরটা নিয়ে নিয়েছিল আর রুইজ এবং টিল্ডা সারকোভকে মেসেজ করে তাদের সাথে দেখা করার জন্য। রুইজ আর টিল্ডা গাড়ি নিয়ে একটা জায়গায় পৌঁছিয়ে তো যায় কিন্তু সারকোভ তাদেরও মেসেজের রিপ্লে চালাকি করে অন্য কারো ফোন থেকে দেয়। এরপর গাড়ি করে আসে কিন্তু মুহূর্তে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যায় অর্থাৎ সারকোভ অন্য কারো পাঠায় তাদের অবস্থান বোঝাতে। আর এই বিষয়টা টিল্ডা আর রুইজ বুঝতে পেরে সেখান থেকে চলে আসে। এরপর আবিকে রিকা তার সাথে ল্যাবে সাহায্য করার জন্য রাখে আর টিল্ডা এবং রুইজকে সারকোভকে খুঁজতে পাঠিয়ে দেয়। তবে ইসাবেল হান্নার সাথে আবারও কন্টাক্ট করে যাতে সে তার আরো একটি কাজ করে দেয় যেমনটা ডাক্তার ব্রায়ানের ক্ষেত্রে করে দিয়েছিলো। আর এই বিষয়টা নিয়েই হান্না সাথে সাথে আবার রিকির সাথে দেখা করতে ল্যাবে চলে আসে।


স্ক্রিনশর্ট: NETFLIX

এদিকে রুইজ আর টিল্ডা একটা দোকান থেকে কিছু কিনতে যায় কিন্তু সেখানে zoe নামক একটি মেয়ে মিসিং থাকে আর তার মা তাকে খুঁজতে লাগে বিভিন্ন জায়গায় আর পোস্টার লাগিয়ে যায়। তবে সেই দোকানের বিক্রেতার কাছে সারকোভ এর ঠিকানার বিষয়ে জিজ্ঞাসা করে জেনে নেয় আর পরে সারকভের বাড়িতে পৌঁছিয়ে যায় টিল্ডা আর রুইজ। সারকোভ তার বাড়িতে মেঝের নিচে একটি ল্যাব তৈরি করে যেখানে সে এখনো কারো না কারো উপরে রিসার্চ করে চলেছে। টিল্ডা আর রুইজ যেদিন গিয়েছিলো সেদিনও একজনের উপরে রিসার্চ করছিলো আর তাকে একটা দানবে পরিণতও করেছে। এদের দুইজনের যাওয়ার সাথে সাথে সে রিসার্চ অফ করে আর তখন সুযোগ পেয়ে সেই দানব সেখান থেকে পালিয়ে যায়। তবে সারকোভ তাকে মারতে চায় কারণ এতটা ভয়ানক হয়ে গেছে সেই দানবটি যে তাকে না মারলে হাজার হাজার মানুষের জীবন বিপদে পড়ে যাবে। তারা দুইজন রিকার কোথাও বলে যে তার সাথে দেখা করতে বলেছে কিন্তু সে এই দানবটাকে না মেরে কোথাও যাবে না। এরপর সারকোভ বন্দুক নিয়ে আর তাদের দুইজনকে নিয়ে সেই দানবকে খুঁজতে বের হয় কিন্তু কিছুটা দূরে হঠাৎ একটা ব্লাস্ট হয়, তারা গিয়ে দেখে সারকোভরই ড্রাইভার গাড়িতে ছিল আর সেই গাড়িটির হঠাৎ ব্লাস্ট হয়ে জ্বলে ছাই হয়ে যায়। এদিকে হান্না প্রথমদিন যখন এসেছিলো তখন ব্রায়ানের মৃত্যুর কথা কিছু বলেনি, কিন্তু এইবার এসে বলে দেয় যে ইসাবেল নামক একজন তাকে আমার সহযোগিতায় মেরেছে।


স্ক্রিনশর্ট: NETFLIX

এই কথা শুনতেই রিকি রেগে যায় আর পুলিশকে ফোন করে তবে হান্নার কথা বলেনি, ইসাবেল এর বিষয়ে বলে। কিন্তু পুলিশ খোঁজ নিয়ে দেখে এই নামে কেউই নেই শহরে, তার মানে সে তার আডেন্টিটি লুকিয়ে এই কাজগুলো করছে আর তার জন্য সহযোগিতা নিচ্ছে এই হান্নাকে ব্যবহার করে। পুলিশের কাছ থেকে এই ইনফরমেশন রিকির কাছে আসার পরে হান্নার উপরে অবিশ্বাস হতে লাগে, ফলে হান্না তার ফোন থেকে ইসাবেলাকে ফোন করে কিন্তু ফোন এর রিংটোন এর শব্দ আসতে লাগে রিকির রুম থেকে যেটা স্বাভাবিকই একটা অদ্ভুত বিষয়। তবে ইসাবেল ল্যাবের আশেপাশেই ঘোরাঘুরি করতে লাগে আর বিশেষ করে হান্নার উপরে নজর রাখতে লাগে। আবি আর রিকি যখন রিংটোন শুনে রুমের ভিতরে যায় তখন ঠিক দেখতে পায় একটা জায়গায় সেই ফোনটা বাজছে। আবি আর হান্না ইসাবেলকে খুঁজতে লাগলে তাকে বাইরে দেখতে পায়। এদিকে zoe -কে ধরার জন্য সারকোভ আর তার সাথে টিল্ডা এবং রুইজ খুঁজতে লাগে। এরপর সেই দোকানের মালিক zoe এর মায়ের সাথে বন্দুক হাতে সারকোভকে ধরার জন্য আসতে লাগে আর এই দেখে লুকিয়ে পড়ে। সারকোভকে ধরার জন্য আসছিলো কারণ তার জন্যই যত দুর্ঘটনাগুলো সেই এলাকায় ঘটে থাকে।


স্ক্রিনশর্ট: NETFLIX

সারকোভকে ধরে নিয়ে যায় তারা আর টিল্ডা এবং রুইজ zoe কে খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে দেখতে পায় বসে আছে। zoe-কে তারা দুইজন সাথে করে নিয়ে যেতে চায় কিন্তু তাদের সাথে আসতে চায় না। কারণ zoe এদের মতোই এক্সপেরিমেন্ট এর শিকার হয়ে বসে আছে, ফলে সে এখন বিপদজনক সবার জন্য। তারপরেও তাকে সাথে করে নিয়ে আসে তাদের বিষয়গুলোও বলে। সারকোভকে তো এরা ধরে নিয়ে এসে একটি পেট্রল পাম্পের সাথে বেঁধে রাখে কারণ তাদের ধারণা ছিল zoe-কে সে মেরে ফেলেছে। আর zoe-কে তারা সেখানে নিয়ে আসে তার মায়ের সাথে দেখা করানোর জন্য। তবে সে আসতে ভয় পাচ্ছিলো কারণ তার জন্য যদি কারো কোনো বিপদ হয়। zoe-কে তারা সাথে করে এনে সারকোভকে ছাড়িয়ে নেয় আর zoe-কে তারা সাথে করে নিয়ে যায় যাতে তাকেও ঠিক করতে পারে। এদিকে ইসাবেলকে মারার জন্য হান্না বাইরে বেরিয়ে এসে খুঁজতে লাগে কিন্তু ইসাবেল তার উপর সরাসরি হামলা করে দেয়। তবে আবি সিং আবার ফাইটিং জানতো ফলে ইসাবেল এর সাথে ধস্তাধস্তি করে তাকে বেঁধে ফেলে। তবে রিকিকে কিডন্যাপ করে নেয় অন্য কারো সহযোগিতায়।


✠ব্যক্তিগত মতামত:✠

এই পর্বে 'Zoe Must Be Destroyed' এর অর্থ এটাই ছিল যে zoe নামক এই মেয়েটিকে সারকোভ পুরোপুরি মেরে ফেলতে চেয়েছিলো যাতে তার থেকে কারো কোনো ক্ষতি না হয়। কিন্তু সারকোভ এর এই এক্সপেরিমেন্ট এর ফলে তার সাইড ইফেক্ট এতটা ভয়ানক অবস্থা তৈরি করেছে যে একটা দানবের থেকেও কম কিছুতে না। zoe এর শরীরে যে সাইড ইফেক্ট ছিল সেটা আসলে কোথাও কোনো বিদ্যুৎ থাকলে আর তার কাছাকাছি থাকলে সমস্ত বিজলি তার শরীরে অন্তর্নিহিত হয়ে যেত আর পরে সমস্ত বিজলির শিকার হতো তার আশেপাশে থাকা সমস্ত মানুষজনের। সারকভের ড্রাইভারও মরেছিল zoe- এর এই বিপদজনক সাইড ইফেক্ট এর জন্য। সারকোভকে যেখানে বেঁধে রেখেছিলো আর সেখানে টিল্ডা তার শক্তি দিয়ে সেখানকার বিজলি কেটে দেয় কিন্তু কিছুক্ষন পরে আবার বিজলি চলে আসে আর সমস্ত বিজলি zoe এর শরীরে টেনে নেয় কিন্তু রুইজ নেকড়ের রূপ ধারণ করে সবাইকে বাঁচিয়ে নেয় সেখানে।


✠ব্যক্তিগত রেটিং:✠
৮/১০


✠ট্রেইলার লিঙ্ক:✠


শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

টিভি সিরিজ রিভিউ: দ্যা ইমপারফেক্টস পঞ্চম পর্ব পড়ে খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে আজকে এই পর্বটি শেয়ার করলেন। আসলে দাদা আপনার এই সিরিজটি পড়ে আমার খুবই ভালো লাগলো, আজকের পর্বের মাধ্যমে জানতে পারলাম zoe নামের মেয়েটিকে সারকোভ মেরে ফেলতে চেয়েছিলো। যাতে কারে কারো কোন ক্ষতি না হয়। কিন্তু পরবর্তীতে দেখা যায় সারকোভ এর এক্সপেরিমেন্ট এর ফলে সঠিক কাজ না হয়ে তার সাইড ইফেক্ট হয়,আর সেটা অনেক ভয়ানক অবস্থা তৈরি করে। যার মাধ্যমে একজন দানবে পরিণত হয়।আজকের পর্বটি পড়ে আমার খুবই ভালো লেগেছে দাদা। এই পর্বটি সত্যি অসাধারণ ছিল। পরবর্তী পর্রবের অপেক্ষা রইলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

দ্যা ইমপারফেক্টস টিভি সিরিজ Zoe Must Be Destroyed পর্বটা দেখছি আরো বেশি রহস্যজনক। আসলে এই রিভিউ টা যত পড়ছি তত বেশি আমার কাছে ভীষণ ভালো লাগতাছে।এজেন্ট জিম স্পনের দেখছি রুইজের এর ভয়ানক রূপ সম্পর্কে ধারণা ছিল না। আবার দেখছি যখন রুইজ আর টিল্ডা দোকান থেকে কিছু কিনতে যায় তখন zoe নামক একটি মেয়ে হারিয়ে যাওয়ার কথা জানতে পারে। অন্যদিকে আবার সার্কোভ zoe নামক মেয়েটিকে পুরোপুরি মেরে ফেলতে চেয়েছিল।zoe নামক মেয়েটির শরীরে যে সাইড এফেক্ট রয়েছে সেটা তো দেখছি অনেক বেশি ভয়ংকর। বিশেষ করে তার আশেপাশে থাকা প্রত্যেকটি মানুষের জন্য বিপদজনক। বিষয়টা ভাবতে কি রকম ভয় লাগতেছে। তবে এই পুরো বিপদজনক বিষয় থেকে রুইজ সবাইকে নেকড়ে রূপ নিয়ে বাঁচিয়ে তুলেছে এটাই ভালো হয়েছে। প্রতিটা পর্বে অনেক আকর্ষণীয়তা রয়েছে। এই পর্ব টাও আমার কাছে অনেক ভয়ংকর লেগেছে। নিশ্চয়ই পরবর্তী পর্বে আরো বেশি আকর্ষণীয় হবে।

zoe নামক মেয়েটি দেখছি এক্সপেরিমেন্টের শিকার হয়েছে। আর যার ফলে অনেক ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে আমার কাছে সব থেকে বেশি ভয় লাগলো মেয়েটির সাইডএফেক্ট এর কারণে অনেক মানুষের ক্ষতি হতো। এমনকি সার্কোভের ড্রাইভার মারা গেলেন zoe নামক মেয়েটির সাইড এফেক্ট এর কারনে। সত্যি এত ভয়ংকর সাইড এফেক্ট একেবারে বিজলির মত। বিশেষ করে মানুষ এরকম হয়ে উঠে এই বিষয়টা ভাবতেও কিরকম লাগতেছে। এই রিভিউ টা যতই পড়ছি ততই অবাক হয়ে যাচ্ছি। প্রতিনিয়ত অবাক করা সব কান্ড ঘটতেছে। zoe নামক মেয়েটি দেখছি নিজের বিজলী এর মাধ্যমে সবাইকে টেনে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত রুইজ নিজের নেকড়ে রূপ ধারণ করে সবাইকে রক্ষা করলো। পরবর্তী পর্বে নিশ্চয়ই আরো আকর্ষণীয় কিছু গড়তে চলেছে। এজন্য দেখার খুবই আগ্রহ রয়েছে।

বেচারা zoe নামের মেয়েটিকে তার মা খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে দেখছি, মেয়েটি সার্কোভের এক্সপেরিমেন্টের শিকার হল। আর এই এক্সপেরিমেন্টের ফলে সাইড ইফেক্ট এত বেশি ভয়ংকর এটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম। কিছু কিছু বিষয় দেখছি সাইড ইফেক্ট অনেক বেশি। বিশেষ করে বিজলির মত সবাইকে টেনে নিয়ে আসে। এই বিষয়টা খুবই অন্যরকম লেগেছে। এখান থেকে আলাদা একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। অন্যদিকে দেখছি সার্কোভের ড্রাইভার ও মারা গিয়েছে zoe নামের মেয়েটির সাইড এফেক্ট এর কারণে। শেষ পর্যন্ত দেখছি সবাইকে ওর সাইড এফেক্ট টেনে নিয়ে এসেছে। কিন্তু কিছুই করতে পারল না। দেখতেছি রুইজ আবার নিজের রূপ নিয়ে বাঁচিয়েছে। সত্যি অনেক ভয়ংকর কান্ড ছিল। সত্যি অনেক রহস্যজনক একটি ঘটনা দেখতে পেলাম। পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম

দাদা আপনার লেখা টিভি সিরিজের রিভিউটি পড়ে আমি বেশ আশ্চর্য হয়ে গেলাম। দারুন একটি টিভি সিরিজের রিভিউ করেছেন।zoe,সারকোভ এবং রুইজ এর ভূমিকাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই তিনজনের অভিনয়টি খুবই অনন্য ছিল বলে মনে হচ্ছে আমার কাছে। দাদা আপনার এই রিভিউটি পড়ে টিভি সিরিজ টি দেখার খুব ইচ্ছা আছে আমার। সময় সুযোগ পেলে অবশ্যই এই টিভি সিরিজটি দেখে নেব।

দাদা আপনি সব সময় কিছু আন কমন সিরিজের রিভিউ করে থাকেন। আজকের সিরেজের রিভিউটা কিন্তু বেশ। আমার তো পোস্ট পড়ে কেমন ভায় ভয় লাগছিল। তবে সিরিজটির মধ্যে zoe,সারকোভ এবং রুইজ এর ভূমিকা কিন্তু অসাধারণ।

'দ্যা ইমপারফেক্টস' এর পঞ্চম পর্ব রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। তবে এই গল্পটি কিন্তু একেবারেই ভিন্ন ধরনের। গল্পের প্লট অনেকটা আলাদা। গত পর্বে দেখেছিলাম রুইজ ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং নেকড়ের রূপ ধারণ করেছিল। এজেন্ট জিম স্পনসন বুঝতে পারেনি তার ভয়াবহতা। অন্যদিকে zoe নামক মেয়েটি অনেক ভয়ংকর রূপ ধারণ করেছে। তার শরীরের সাইড ইফেক্ট তাকে আরো ভয়ংকর করে তুলেছে। সার্কোভ zoe নামক মেয়েটিকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কারণ তাকে মারা খুবই দরকারী ছিল। তার কারণে অন্যান্য মানুষগুলো বিপদের মধ্যে পড়েছিল। তার শরীরের ভয়ংকর সাইড ইফেক্ট সবার জন্য অনেক বিপদজনক ছিল। টিভি সিরিজের এবারের পরবর্তী পড়ে অনেক ভালো লেগেছে দাদা। নতুন ভাবে গল্পের রহস্য আমাদের মাঝে তুলে ধরেছেন। আসলে গল্পের প্লট যদি সুন্দর হয় তাহলে পড়তে অনেক ভালো লাগে। আর রহস্য ঘেরা এই টিভি সিরিজের এবারের পর্বটি অনেক ভালো লেগেছে দাদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবারের পর্বটি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম দাদা।

দাদা গল্পে zoe নামক এই মেয়েটি তৃতীয় পক্ষ হিসাবে আবার দানবের শক্তি ধারুন করলো। যার ফলে টিল্ডা ও রুইজ তাদের নিজের শক্তি ধারা সেই সাইড এফেক্ট থেকে মানুষদের রক্ষা করে। এখন সারকোভ কিভাবে zoe নামক এই মেয়েটি নিয়ন্ত্রন করে সেটাই দেখার বিষয়। পরের পর্বে কার সাইড এফেক্ট ক্ষতির কারন হয় সেটাও দেখা যাবে। সব মিলিয়ে এবারের সিরিজে মারাত্বক কিছু দৃশ্য দেখতেছি। ধন্যবাদ দাদা।