শৈশব কালের কিছু চিত্র যা আজ ও আমাদের মনে পড়ে

in hive-129948 •  3 years ago 

IMG_20191107_170839.jpg

হ্যালো @"আমার বাংলা ব্লগ" কমিউনিটি বন্ধুরা আজকে আমি আজকের আমাদের শৈশবকালের কিছু চিত্র তুলে ধরতে চাই ৷ আশা করি আপনাদের ভালো লাগবে ৷

আমরা যখন সবাই ছোট ছিলাম তখন আমরা একটা দল বেধে নানা ধরনের খেলা করতাম এবং কি দল বেধে ঘুরে বেড়াইতাম ৷ সব কিছু মিলিয়ে অনেক ফাজলামি দুষ্টমী করতাম ৷ তখনকালের বুঝটা ছিল আমাদের অন্যরকম ৷ সবার সবার সাথে ঝগড়া মারামারি প্রায় লেগেই থাকতো আমাদের ৷ পুকুরে গোসল করতাম সবাই মিলে ৷

IMG_20210215_081544.jpg

আমরা যখন ছোট ছিলাম আমাদের তখন অনেক কিছুই অজানা ছিল ৷ কোন কাজ করলে ঠিক হবে বা কোন কাজটা করলে বেঠিক হবে এই গুলো সব আমাদের অজানা ছিল ৷ ছোটবেলায় যেই বাহানায় ধরতাম ঐ গুলোই আমরা পেয়েছি ৷ তখন আমাদের কেউ কিছু বলে নাই ৷ যখন আমরা ধীরে ধীরে বড় হতে থাকি তখন আমরা অনেক কিছুই শিখতে পেরেছি ৷ যখন না শিখে পারাটা ছিল আমাদের শৈশবকাল ৷ খেলাধলায় আমরা পড়ে থাকতাম সবসময় ধুলা বালি থাকতো আমাদের শরীরে ৷

IMG_20210116_123936.jpg

ছোট ছোট ছেলে মেয়ে যখন বউ বউ সাজে ৷ আমরাও এদের মত সেজেছিলাম এবং ছোট থাকতে এমনটা খেলছিলাম ৷ আজও মনে পড়ে সেই দিন গুলির কথা ৷ শৈশবকালের দিনগুলো অনেক মজার ছিল ৷

ছোট থাকতে সবাই আম জাম কাঠাল পেয়েরা চুরি করে খেতাম আমরা ৷ দেখা পেলে বাড়িতে নালিশ করে কোনদিন মার ও খেতে হয় ৷ আমাদের শৈশব কালের দিনগুলো মজার ও ফাজলামি দুষ্টমি করে কেটেছে ৷

বিকেল বেলায় আমরা মাঠে যেতাম গরু চড়াতে সারাদিন পরে থাকতাম মাঠে ঐ খানেই খেলতাম সন্ধার আগে গরু বাড়ি নিয়ে আসতাম ৷ দিনগুলো মনে রাখার মত শৈশবকালের জীবন কাহীনি ৷

IMG_20200628_183617.jpg

IMG_20210222_103022.jpg

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শৈশবকালীন এইসব খেলা আমার খুব প্রিয় ছিল।আর এইসব খেলা আমরা প্রতিনিয়ত আমি খেলতাম। তাই খেলাগুলি দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল। আর যাই হোক সব মিলিয়ে আপনাকে অনেক সুন্দর ছিল ধন্যবাদ আপনাকে।

আপনিতো পুরাতন দিন মনে করিয়ে দিলেন ভাই। এই ছবিগুলো যেন আমার শৈশবের আমার ছোটবেলার প্রতিচ্ছবি। কতশত ইটভাটা যে বানিয়েছিলাম খেলা করার জন্য। আজও খুব মিস করি এই দিনগুলা।

আপনার পোস্ট টা দেখে পছোট বেলার কথা মনে পরে গেলো। ছোট বেলাটা কতো ভালো ছিলো। বিকেল হলেই সবাই মিলে মাঠে খেলতে যাওয়া। খুব মনে পরে দিন শুলোর কথা। ধন্যবাদ আপনাকে ছোট বেলার কথা মনে করিয়ে দেওয়া জন্য। আপনার জন্য শুভ কামনা

আপনি আজকে আমার ছোটবেলার স্মৃতি গুলো মনে করিয়ে দিলেন। আসলেই ভাই আপনি যা যা উল্লেখ করেছেন তার সবকিছুই আমি ছোটবেলায় করেছি। কি সুন্দর দিন ছিল। কোথায় যেন হারিয়ে গেল সেই দিনগুলো। খুব মিস করি এবং ফিরে পেতে চাই সেই দিনের সব বন্ধুগুলোকে। কিন্তু চাইলেও কি আর সবাইকে ফিরে পাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

হুম ভাই ধন্যবাদ

আপনার পোষ্ট দেখে আমার শৈশব এর কথা মনে পরে গেলো। শৈশব এ কতো স্মৃতি ছিলো আমাদের আমিও ছোট বেলায় মাটি কেঁটে এ ভাবে ইটের ভাটা তৈরি করে আগুন জালাতাম। দারুন একটি পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ