Australian striker Raheel Dobson has retired from football at the age of 26 to be with her boyfriend, who is suffering from brain cancer.

in hive-130734 •  4 years ago 

1 (1).jpg

Dobson's boyfriend has been receiving radiotherapy and chemotherapy for a long time. The star striker of Melbourne City is saying goodbye to the game to be by the side of his dear sick man.
Dobson announced his decision to wear the boots forever before the match against Perth Glory in the Australian Women's Football League (W-League) on Thursday (March 25). He said he will not be seen on the field again after this season.

The departure of the 26-year-old striker has also been like a fairy tale. His team won the Melbourne City match 2-1. Dobson scored the first goal for the team in the 63rd minute.

You must have found the explanation for calling football a game in my day ... !!

Dobson, who has a wonderful mind, will take love

ব্রেন ক্যান্সারে আক্রান্ত বয়ফ্রেন্ডের পাশে থাকতে মাত্র ২৮ বছর বয়সেই ফুটবল থেকে অবসর নিয়েছেন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার রাহালি ডবসন।

ডবসনের বয়ফ্রেন্ডকে দীর্ঘদিন ধরেই রেডিওথেরাপি ও কেমোথেরাপি নিতে হচ্ছে। প্রিয় অসুস্থ মানুষটির পাশে থাকতে খেলাকেই বিদায় জানাচ্ছেন মেলবোর্ন সিটির এই তারকা স্ট্রাইকার।

বৃহস্পতিবার (২৫ মার্চ) অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে (ডব্লিউ-লিগ) পার্থ গ্লোরির বিপক্ষে ম্যাচের আগে বুটজোড়া চিরতরে তুলে রাখার সিদ্ধান্তের কথা জানান ডবসন। তিনি জানান, এই মৌসুমের পর তাকে আর মাঠে দেখা যাবে না।

২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের বিদায়ও হয়েছে রূপকথার মতো। তার দল মেলবোর্ন সিটি ম্যাচটি ২-১ ব্যবধানে জিতেছে। দলের হয়ে ৬৩তম মিনিটে প্রথম গোলটি করেন ডবসন নিজেই।

ফুটবল কে মোর দ্যান এ গেইম বলার ব্যাখ্যা নিশ্চই খুজে পেয়েছেন...!!

ভালোবাসা নিবেন অসাধারণ মনের অধিকারী ডবসন

1 (2).jpg

Her boyfriend proposed at the end of the match.

ম্যাচ শেষে প্রোপোজ করেছেন ওনার বয়ফ্রেন্ড

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

I'm noob actually, so I'm sorry. next time I'll care.