আসসালামু আলাইকুম আমি,, @abdullah-44
আশা করি সবাই ভালো আছেন।আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি।(আলহামদুলিল্লাহ)
কুষ্টিয়ার ঐতিহ্য,বিখ্যাত তিলের খাজা ও কুলফি মালাই।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার তিলের খাজা। ধারণা করা হয় কুষ্টিয়াতে সর্বপ্রথম তিলের খাজা বানানোর শুরু করা হয় ব্রিটিশ আমলে,অর্থাৎ ১৯০০ সালের দিকে। কিন্তু সারাদেশ জুড়ে তিলের খাজা খ্যাতি ছড়ায় বাংলাদেশ স্বাধীন হবার পর। তিলের খাঁজার প্রধান মূল উপকরণ চিনি এবং দ্বিতীয় মূল উপকরণ হলো তিল। এই তিলকে ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হয়। কুষ্টিয়া মিলপাড়া তিলের খাজার ফ্যাক্টরি থেকে, খুচরা বিক্রেতা বা পাইকারি বিক্রেতারা তিলের খাজা কিনে নিয়ে যায়।
আমরা সাধারণত প্রতিপিচ তিলের খাজা দশ টাকা অথবা ২০ টাকা প্যাকেট কিনে থাকি। কিন্তু ফ্যাক্টরি থেকে পাইকারি মূল্যে বিক্রি হয় কেজি হিসেবে। প্রতি কেজি তিলের খাজার মূল্য ১২০ টাকা,এবং স্পেশাল তিলের খাজা প্রতি কেজির মূল্য ২০০ টাকা।ফ্যাক্টরি থেকে তিলের খাজা পাইকারি মূল্যে কিনে নিয়ে এসে, ছবিতে দেখা ব্যক্তির মত দেশের বিভিন্ন স্থানে যেমন বাসে,ট্রেনে, ফেরি ঘাটে,বাস স্ট্যান্ডে এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করে থাকেন।
আমি কলেজ থেকে বাড়িতে যাচ্ছিলাম,তখন এই তিলের খাজা বিক্রেতার সাথে দেখা। আমি তার কাছ থেকে একটি তিলের খাজার প্যাকেট কিনলাম এবং বললাম আঙ্কেল একটি ছবি তুলব। তিলের খাজা বিক্রেতা ছবি তোলার কথা শুনে, ব্যাগ থেকে বেশি করে তিলের খাজা বের করে সুন্দর একটি পোছ দিলেন।বিষয়টা আমার খুবই ভালো লেগেছিল।
তিলের খাজা প্যাকেটিং করার আগ পর্যন্ত বেশ কয়েকটি ধাপ পার করে নিয়ে আসতে হয়। যেমন চিনির সাথে কিছুটা পানি এবং প্রয়োজনীয় কিছু মিশ্রণ যোগ করে একটি বড় করাই এর ভেতর ঠেলে দীর্ঘক্ষণ পর্যন্ত জ্বালানো হয়।দীর্ঘ সময় পর্যন্ত জ্বালানোর পর,চিনির মিশ্রণ যখন গারো বাদামী হয়ে যায়। তখন করাই থেকে নামিয়ে বড় ট্রেতে ঢালা হয় ঠান্ডা করার জন্য। এরপর ওই ঠান্ডা মিশ্রণটি তুলে নিয়ে এসে একটি রডের সাথে দীর্ঘ সময় পাকানো হয়।
মিশ্রণটি দীর্ঘ সময় পাকানোর ফলে, এর কালার পরিবর্তন হয়ে সাদা কালার হয়ে যায়। তখন কারিগররা বুঝতে পারে, এই মিশ্রণটি এখন তিলের খাজাতে রূপান্তরিত করার সময় হয়ে গেছে। এরপর দুইজন ভাঁজ মিস্ত্রির সাহায্যে এই মিশ্রণ টিকে দক্ষতার সাথে ভাজ দিয়ে,পরিপূর্ণ তিলের খাজাতে রূপান্তরিত করেন এবং পরবর্তীতে খাজায় তিল লাগিয়ে প্যাকেটিং করা হয়।
কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই। এই কুলফি মালাই তৈরীর কারিগররা যুগ যুগ ধরে এই ঐতিহ্যকে ধরে রেখেছে। ছবিতে দেখতে পাচ্ছেন একজন লোক ভ্যানে করে কুলফি মালেই বিক্রি করছে।বাংলাদেশের সবচেয়ে বেশি পরিমাণ কুলফি মালাই এই কুষ্টিয়া জেলাতেই পাওয়া যায়। এবং গুণগত মান খুবই ভালো। কুষ্টিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ কুলফি মালাই পাওয়া যায়,রবীন্দ্রনাথে কুঠিবাড়ি, ফকির লালন শাহের মাজার,রেনুইকবাদ, হরিপুর ব্রিজের পাশে,গড়াই ব্রিজের পাশে,পদ্মা গড়াই মোহনা সহ আরো বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে কুলফি মালাই বেশি পাওয়া যায়।
কুলফি মালাইয়ের এই চিরচেনা স্বাদ ও গুণগত মানকে ধরে রাখতে, কারিগরিরা দীর্ঘ সময় ধরে প্রক্রিয়াকরণের মাধ্যমে কুলফি মালাই তৈরি করে থাকেন। কুলফি মালাই তৈরি করার জন্য সর্বপ্রথম একটি বড় পাত্রে খাঁটি গরুর দুধ নিয়ে দীর্ঘ সাত ঘন্টা জ্বালানোর পর দুধের রং যখন লালচে হয়ে যায়, তখন চিনি ও এলাচ সহ কিছু প্রয়োজনীয় মসলা যোগ করে, আরো দুই ঘন্টা জ্বালানো হয়। কারিগর যখন বুঝতে পারেন কুলফি মালাই তৈরির জন্য উপযোগী হয়ে গেছে তখন, চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নির্দিষ্ট কৌটায় ভরে, ফ্রিজে রেখে জমানো হয়, কুলফি মালাই বিক্রির উপযোগী করার জন্য। এই ভাবেই তৈরি হয় আমাদের হাতের এই সুস্বাদু কুলফি মালাই।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
তিলের খাজা আমার পছন্দের একটি খাবার। তিলের খাজা গ্রামাঞ্চলে খুব কমই দেখা যায়।কিন্তু আগেকার সময়ে গ্রামে গ্রামে ফেরিওয়ালা তিলের খাজা বিক্রি করত।বর্তমান সময়ে এই তিলের খাজা ফেরিওয়ালাদের আর দেখতে পাওয়া যায় না। আপনার পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভাল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিলের খাজা ও কুলফি মালাই নিয়ে আপনি অসাধারন পোস্ট করেছেন ভাই। সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন অনেক ভালো লাগলো। আপনার পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারলাম। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ,আমার পোস্ট পড়ে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার অনেক সুনাম রয়েছে। তবে তিলের খাজা খাওয়ার মজাই আলাদা। কিন্তু সব সময় আসল খাজা পাওয়া যায় না। এখন কিছু অসাধু ব্যবসায়ী নকল তিলের খাজা তৈরি করে কুষ্টিয়ার তিলের খাজা নামে বাজারে বিক্রি করছে। আপনার পোস্ট টি পড়ে ভালোই লাগল ভাই। সুন্দর লিখেছেন ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদিন কুষ্টিয়াতে আইসেন বেড়াইতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিখ্যাত তিলের খাজা ও কুলফি মালাই নিয়ে অনেক সুন্দর একটা পোস্ট করেছেন। গ্রামঅঞ্চলে এই বিখ্যাত তিলের খাজা ও কুলফি মালাই তেমন একটা দেখা যায় না।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিলের খাঁজা ও কুলফি নিয়ে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তিলের খাঁজা ও কুলফি হলো গ্রাম-বাংলার ঐতিহ্য। তিলের খাঁজা খেতে অনেক ভালো লাগে। আগে গ্রামে গ্রামে তিলের খাঁজা বিক্রি করত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিলের খাঁজা ও কুলফি হলো গ্রাম-অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার। এই খাবার আগে গ্রাম অঞ্চলে সাইকেলে করে বিক্রি করে বেড়াত। কিন্তু বর্তমানে আধুনিক যুগে এই সব খাবার আর আগের মতো দেখা পাওয়া যায় না তেমন একটা। এটি প্রায় বিলুপ্তর পথে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে।
@md-sajalislam.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী তিলের খাজা খাবারটি আমি বেশ কয়েক বছর আগে একবার খেয়েছিলাম তবে আমার বেশি একটা ভালো লাগেনি। আমার মনে হয় আমি অরিজিনাল কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাজা খাইনি যার জন্য আমার কাছে বেশি একটা ভালো লাগেনি। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়তো অরিজিনাল কুষ্টিয়ার খাজা ছিল না। এর পরবর্তীতে কুষ্টিয়াতে আসলে একবার ট্রাই কইরেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ,, আমার পোস্টটি পড়ে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিলের খাজা আমার অনেক পছন্দের একটা খাবার, তিলের খাজা আজ থেকে অনেক আগে খাইছি,এখন একটা তেমন খাওয়া হয় না, আপনি দারুণ লেখছেন তিলের খাজা নিয়ে, চমৎকার ভাবে ছবি গুলো তুলছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কুষ্টিয়ার তিলের খাজা অনেক খেয়েছি ভাই।আমার অনেক প্রিয় খাবারের মধ্যে একটি। কিন্তু আমাদের এলাকায় খারাপ মানের তিলের খাজা তৈরি করে কুষ্টিয়ার নাম দিয়ে চালায়। ফটোগ্রাফি গুলো অনেক ভালো হয়েছে ভাই।শুভকামনা রইল আপনার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিলের খাঁজা কার না ভাল লাগে তবে আমার অনেক প্রিয় খাবার। তিলের খাঁজা মুলত চিনিরটাই আমার পছন্দের। তিলের খাঁজা বর্তমান সময়ে আর গ্রামগঞ্জে খুব একটা চোখে পড়ে না। কিন্তু রেলওয়ে স্টেশনে এই ফেরিওয়ালা দেখতে পাওয়া যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিলের খাঁজা কুষ্টিয়ার শুধু না বাংলাদেশের প্রতন্ত অঞ্চলে ঐতিহ্যবাহী খাবার হিসেবে পরিচিত । তিলের খাঁজা আমার অনেক পছন্দের খাবারের মধ্যে একটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দুটোই আমার খুবই পছন্দের আইটেম ভাইয়া.. পছন্দের বিষয় নিয়ে পোস্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ. এর সাথে আপনার পোস্ট থেকে তিলের খাজা বিষয়ে অনেক তথ্য পেয়ে খুবই ভালো লাগলো, তবে এখন আর তেম তিলের খাজা চোখে পড়ে না, দিন দিন সব বদলে যাচ্ছে, যাইহোক আপনার উপস্থাপন লা অনেক সুন্দর ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর পিক তুলেন ভাই। আপনার ছবি তুলার ধরন অনেক সুন্দর। ঐতিহ্যবাহী খাবার তিলের খাজা এখন আর দেখতে পাওয়া যায় না। আপনি অনেক সুন্দর উপস্থান করেছেন অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ,আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিলের খাজা এবং কুলফি দুটি খাবারই মাজাদার। তবে তিলের খাজা থেকে কুলফি বেশি মজার। আপনি কি কুষ্টিয়ার বিখ্যাত বিনোদন কেন্দ্রগুলোতে গিয়েছিলেন? সুন্দর লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আমার বাসা কুষ্টিয়াতেই,,কুষ্টিয়া যত বিনোদন কেন্দ্র আছে সব আমার ঘুরার শেষ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit