ঐতিহ্যবাহী মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার যা ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করে

in hive-131369 •  last year 

আজ রবিবার,
তারিখঃ ২৭-আগষ্ট-২০২৩

আসসালামুআলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।"স্টিম ফর ট্রেডিশন"কমিউনিটির সকল সদস্যদের জানাই মন থেকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।

20230826_140253.jpg

20230826_140142.jpg

"স্টিম ফর ট্রেডিশন" কমিউনিটি সদস্যদের জন্য আজকে "ঐতিহ্যবাহী মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার যা ঘরের সৌন্দর্য্য বৃদ্ধি করে" নিয়ে এলাম।যা যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে।চলেন তাহলে আলোচনা শুরু করা যাক।হাজার বছর ধরে চলে আসা এ মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার যা এখনো বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ব্যবহৃত হয়ে আসছে,ঘরের সাজসজ্জা হিসেবে।এ মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার ঘরের সৌর্ন্দয্যকে আরো বাড়িয়ে দেয়।এগুলো বিভিন্ন দামের আছে তাই আমি নির্দিষ্ট দাম বলছিনা।মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গারগুলো কে কুমার অতি যত্নের সাথে পরিশ্রম দিয়ে তৈরি করে।এগুলো মৃৎশিল্পে উৎপন্ন করা হয়।মৃৎশিল্প বলতে শিল্পকলার একটি শাখাকে বোঝানো হয়ে থাকে।যেখানে কুমোরের মাটি বা এ জাতীয় গঠন উপাদান দিয়ে শিল্পকর্ম সৃষ্টি করা হয়।

20230826_140517.jpg

20230826_135953.jpg

দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করেন মাটির জিনিস।এই মাটির তৈরি সোপিস,ফুল দানি আর ওয়াল হ্যাঙ্গার,তৈরি করতে অনেক গুলো প্রক্রিয়া অবলম্বন করতে হয়।এসব জিনিস কাদামাটি দিয়ে তৈরি করা হয়।এ গুলো মাটিকে নির্দিষ্ট আকারে দেয়ার পূর্বে মাটি গুলো হাত বা পা দিয়ে চটকানো হয়,যাতে করে মাটি গুলো একটি সুষম আর্দ্রতা বজায় রাখে।কাদামাটির তালে আটকা পড়া বাতাস বের করে নিতে হয়।"নিবার্তণকরণ" এবং "ভ্যাকুয়াম পাগ" নামক যন্ত্র দিয়ে বা হাতের সাহায্যে পাকানো হয়।এ পাকানোর মাধ্যমে সুষম আর্দ্রতাযুক্ত তাল পাওয়া যায়।চটকানো এবং নির্বায়ুকরণের পর কাদামাটিকে নির্দিষ্ট আকার দেয়া হয়।তারপর সেগুলোকে রোদে দেয়া হয় তারপর শুষ্ক ও আগুনে পোড়ানো হয়।তারপর রং করা হয়।

20230826_140611.jpg

20230826_140102.jpg

তারপর তৈরি হয় এ সুন্দর সুন্দর মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার।যে ঘরের সৌন্দর্য্য কে করে তুলে আরো আকর্ষণিয়।হাজার বছর ধরে চলে আসা মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার ব্যবহার দিনদিন বেড়েই চলছে।আমার মাটির সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার খুবই ভালো লাগে তাই আমি শখের বশে অনেক গুলো কিনেছি।চোখে পরলেই শুধু নিতে ইচ্ছা করে।

20230826_185438.jpg

20230826_140219.jpg

20230826_185402.jpg

লিখায় কোনো ভুল-ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি।পোস্টটি পড়ে কেমন লাগলো কমেন্টে জানাবেন।আবারও আগামীতে হাজির হবো অন্য কোনো জিনিস নিয়ে।ততোদিন সকলেই আল্লাহর রহমতে ভালো থাকবেন আশা করি।

আপনাদের মূল্যবান সময় নিয়ে আমার পোস্টটি পড়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আসলে আপনি ঠিক বলেছেন এইসব সোপিস যারা তৈরি করে তাদের দিনরাত কঠোর পরিশ্রম করতে হয়। কারণ কাঠ দিয়ে এতো সুন্দর এবং নিখোঁজ সোপিস দেখতে সত্যি অসাধারণ। এবং তৈরি করতে প্রচুর সময় ব্যবহার হয়। এবং আমার বাসায় ও কিছু এরকম সোপিস রয়েছে দেখতে অনেক সুন্দরই লাগে বটে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

মাটির তৈরি শোপিস ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। এসব শোপিস এবং এবং দেয়াল হ্যাঙ্গার নিয়ে, অনেক সুন্দর উপস্থাপন করছেন আপু। এসব শোপিস অনেক নিপুণ হাতে তৈরি করা হয়। আগে তেমন একটা ব্যবহার না থাকলেও বর্তমানে এই চাহিদা অনেক। চাহিদার উপর ভিত্তি করে মার্কেট এ অনেক দোকান গড়ে ওঠেছে। আপনার উপস্থাপনা যথেষ্ট ভালো। শুভ কামনা রইলো।

ধন্যবাদ

এখনো বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে ব্যবহৃত হয়ে আসছে,ঘরের সাজসজ্জা হিসেবে।এ মাটির তৈরি সোপিস,ফুলদানি আর ওয়াল হ্যাঙ্গার ঘরের সৌর্ন্দয্যকে আরো বাড়িয়ে দেয়।

আপনি একদম ঠিকই বলেছেন বর্তমানে এই মাটির তৈরি শোপিস গুলো অনেক বেশি ব্যবহৃত হয়ে হচ্ছে ঘর সাজানোর জন্য। এগুলো যেমন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তেমনি দামেও সস্তা। যার ফলে কম টাকায় সুন্দর করে ঘর সাজানো যায় এই শোপিস গুলো দিয়ে। বর্তমানে দিন দিন এসব তৈরি শোপিস গুলোর চাহিদা বেড়েই চলতেছে। ধন্যবাদ অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।

ধন্যবাদ

Loading...
DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

Regards
@sohanurrahman (Moderator)
Steem For Tradition

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.

মাটির তৈরি শোপিস ফুলদানি এবং ওয়াল হ্যাঙ্গার সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন আপু। আপনি ঠিকই বলেছেন এই মাটির তৈরি জিনিসপত্রগুলো অনেক নিপুন ভাবে তৈরি করা হয়। এবং এটি অনেক পরিশ্রমী একটি কাজ। তবে এইসব ফুলদানি দেওয়ালের মধ্যে টাঙ্গিয়ে সেখানে ফুল রাখতে ঘরের সৌন্দর্য অনেক গুণে বৃদ্ধি পায়। এছাড়াও মাটির তৈরি জিনিস কিভাবে তৈরি করে সে সম্পর্কে অনেক সুন্দর লিখেছেন। মাটির তৈরি শোপিস গুলো আমার বেশি ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

ধন্যবাদ

মাটির তৈরি শোপিস, ফুলদানি এবং হ্যাঙ্গার গুলো আমাদের ঘরের সৌন্দর্য দ্বিগুণ করে তোলে। আমি প্রায় বাসা গুলোতে দেখেছি এরকম মাঠের তৈরি ফুলদানি এবং শোপিস গুলো রয়েছে। মাটির তৈরি এরকম শোপিস গুলো এখনো আগের মতই ব্যবহার করা হয়। আপনি ঠিকই বলেছেন কুমাররা অনেক নিখুঁত ভাবে এরকম মাটির শোপিস এবং ফুলদানি তৈরি করে থাকেন। এবং মাটির তৈরি ফুলদানি এবং শোপিস গুলোর দামও বেশি একটা নয়। অল্প টাকায় ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে মাটির তৈরি শোপিস গুলো অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

মাটির তৈরি এসব জিনিস আমাদের ঐতিহ্য বহন করে। মাটি দিয়ে বানানো এই ফুলদানি গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়। যেকোনো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে এই ফুলদানি ও হ্যাঙ্গার গুলো এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি অসাধারণ ফটোগ্রাফি করেছেন আপু। হ্যাঁ আপনি ঠিক বলেছেন, মাটির ফুলদানি ও হ্যাঙ্গার গুলোর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ

আমারো মাটির তৈরি অনেক ধরনের শো-পিসের কালেকশন রয়েছে। আপনার ছবিতে যে মানি প্লান্ট গাছ দেখা যাচ্ছে সেগুলো মনে হয় পানির মধ্যে রেখেছেন। এত অল্প পানির মধ্যে এত চমৎকার গাছের গ্রোথ দেখে আমি খুবই অবাক হলাম।আপনার শোপিস গুলো বেশ সুন্দর পাশাপাশি আপনার উপস্থাপনা ও বেশ ভালো। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

আপু আপনাদের বাসার ফুলের টব, ওয়াল হ্যাংগার ও শোপিসগুলো সবগুলোই অনেক সুন্দর। হারিকেন টা আমার অনেক ভালো লেগেছে। কভার ফটোর টবটিও আমার অনেক ভালো লেগেছে। আমারও একটি ওয়াল হ্যাংগার রয়েছে। তবে তাতে এখনও গাছ লাগাইনি। শহরের বাড়িগুলোতে এগুলো খুব সুন্দর ভাবে মানিয়ে যায়। আপনি খুব সুন্দর ভাবে ব্যাখ্যা দিয়েছেন। প্রত্যেকটি ছবি অসম্ভব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ধন্যবাদ

এগুলো যে মাটির তৈরি তা বুঝা যায় না। অনেক নিঁখুত ভাবে বানানো হয়েছে এই শোপিস গুলো। মাটির তৈরি আসবাবপত্র আমাদের একটি ঐতিহ্য। হাজার বছর ধরে ব্যবহার হয়ে আসছে মাটির তৈরি বিভিন্ন খেলনা এবং আসবাবপত্র। এই ওয়াল হ্যাঙ্গার এবং ফুলদানি গুলো ঘরের সৌন্দর্য অনেক বেশি বাড়ির দেয়। আপনি অনেক সুন্দর ছবি তুলেছেন আপু।

ধন্যবাদ।

ঘর সাজানোর জন্য মাটির তৈরি এসব জিনিসের কোন জুড়ি নেই। যারা অনেক সৌখিন মানুষ তারা এসব ব্যবহার করে ঘর সাজায়।তবে এই জিনিসগুলো দেখে মনে হচ্ছে না যে এগুলো মাটির মনে হচ্ছে এগুলো কাঠের তৈরি।আপনার তোলা ফটোগ্রাফি গুলোর মধ্যে কুপির ছবিটি আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটি পোস্ট উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ