""প্যাস্টেল রং-পেন্সিল এর সাহায্যে গোধূলির দৃশ্য অঙ্কন""

in hive-131369 •  2 years ago 

সোমবার

তারিখ :- ২০ মার্চ ২০২৩ ইং


""আসসালামু আলাইকুম""

প্রিয় স্টীমবাসী। সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ্ আমি আল্লাহ্ রহমতে সুস্থ ও ভালো আছি। আজকে আমি "স্টীম ফর ট্র্যাডিশন" কমিউনিটি তে প্যাস্টেল রং-পেন্সিল এর সাহায্যে "গোধূলির দৃশ্য" অঙ্কন করতে যাচ্ছি। তো চলুন এবার শুরু করা যাক।

20230319_171310.jpg
"গোধূলির দৃশ্য অঙ্কন"


উপকরণ
  • একটি A4 সাইজের আর্ট পেপার।
  • একটি স্কেল।
  • একটি রাবার।
  • একটি কম্পাস।
  • একটি 4B পেন্সিল।
  • একটি ২৪ কালারের টি টি প্যাস্টেল রং বক্স।


20230320_121044.jpg
ধাপ :- ০১

আমরা আজকে একটি গোধূলির দৃশ্য অঙ্কন করবো আর সেই জন্য সর্বপ্রথম আমাদের একটি A4 সাইজের আর্ট পেপার নিতে হবে। তারপর আর্ট পেপারের মাঝখানের একটু উপরে সোজা একটি দাঁগ দিয়ে নিতে হবে।

20230320_121104.jpg
ধাপ :- ০২

এবার আমাদের আর্ট পেপারের বাম পাশে একটি ছোট করে বাড়ি এঁকে নিতে হবে। ঠিক বাড়ির পিছন পাশে একটি কাঁঠাল গাছ ও এঁকে নিতে হবে।

20230320_121121.jpg
ধাপ :- ০৩

এখন আমাদের এই ধাপে আর্ট পেপারের ডান পাশে আর ও একটি বাড়ি এঁকে নিতে হবে কিন্তু বাম পাশের চেয়ে একটু বড় করে। ঠিক এই বাড়ির পিছনেও আমরা আরও একটি কাঁঠাল গাছ ও এঁকে নিব।

20230320_121136.jpg
ধাপ :- ০৪

এইবার আমাদের করণীয় হচ্ছে বাম পাশের বাড়ির পিছনে ও বাড়ির সামনের দিকে পেন্সিল দ্বারা কিছু কাঁশবন এর ছবি এঁকে নিতে হবে। ডান পাশের বাড়ির সাইটে কিছু ফুল এর গাছ ও এঁকে নিতে হবে। এমনকি সামনে একটি ছোট্ট পাতাবাহার এর গাছ ও এঁকে নিতে হবে।

20230320_121150.jpg
ধাপ :- ০৫

এই ধাপে আমি ডান পাশের বাড়ির সামনে ও কিছু কাঁশবন এঁকেছি। আবার দুই বাড়ির মাঝখানে যেই ছোট্ট ক্যানেল (খাল) এঁকেছি ওইখানে কিছু রাজহাঁস ও কিছু শাপলা পাতা ও এঁকে নিয়েছি।

20230320_121211.jpg
ধাপ :- ০৬

এই ধাপে আমি একসাথে তিনটি কাজ করেছি। প্রথমে আমি আর্ট পেপারের সবার উপরে আকাশে পেন্সিল দিয়ে সুন্দর করে মেঘ এঁকেছি। তারপর দুই বাড়ি থেকে বেশ কিছু দূরে একটি তাল গাছ এঁকেছি। এমনকি ডান পাশের বাড়ির সাথে একটি বড় নারিকেল গাছ ও এঁকে নিয়েছি।

20230320_121250.jpg
ধাপ :- ০৭

ইতিমধ্যে আমি আমার পেন্সিল দ্বারা যাবতীয় অঙ্কন এর কাজ সম্পন্ন করেছি। এখন আমাদের রং করার পালা চলে এসেছে। এখন আমরা এই ধাপে বাম পাশের বাড়ি ও পিছনের দুটোতেই রং করে নিয়েছি।

20230320_121308.jpg
ধাপ :- ০৮

এখন আমরা বাম পাশের বাড়ির পিছনের আকাশ ও সামনের কিছু কাঁশবন ও রং করে নিয়েছি। এমনকি দূরের তালগাছ এর আশেপাশে ও কিছু জায়গা রং করে নিয়েছি।

20230320_121507.jpg
ধাপ :- ০৯

এই ধাপে ছোট্ট ক্যানেল (খাল) সহ ডান পাশের বাড়ির পিছনের গাছ ও রং করে নিয়েছি। বাড়ির উঠানে ও রং করে নিয়েছি।

20230320_121551.jpg
ধাপ :- ১০

এই ধাপে আমি ডান পাশের বাড়ির উপর এবং সামনের কাঁশবনগুলো রং করে নিয়েছি। ডান পাশের ক্যানেল এ ও সামান্য রং করেছি।

20230319_171310.jpg
ধাপ :- ১১

সর্বশেষ ধাপে আমি যতটুকু রং বাকি ছিল সব জায়গায় রং করে নিয়েছি। তারপর আমি অতিরিক্ত ভাবে দুই বাড়ি, আকাশ, কাঁশবন, ক্যানেল, গাছ সবকিছুতেই আবার ও রং করে নিয়েছি যাতে আমার এই গোধূলির দৃশ্যটি আকর্ষণীয় হয়ে উঠে। কারণ রং এর উপর বেশি করে রং না ঘষলে রং টি মসৃণ হবে না আকর্ষণীয় ও হবে না । সুতরাং আমাদের অবশ্যই একবার রং করে,তারপর আবার রং করে ফিনিশিং দিতে হবে।

20230320_135351.jpg
"বাসার দেওয়ালে লাগিয়ে রাখলাম"

বন্ধুরা এই ছিলো আজকে আমার প্যাস্টেল রং-পেন্সিল দিয়ে "গোধূলির দৃশ্য অঙ্কন"। আর এই রকম দৃশ্য দেখতে ভালোই লাগে এবং অঙ্কন ও করতে ভালোই লাগে।

ধন্যবাদ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

গোধূলির দৃশ্য অংকন নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।ভাই আপনি তো অনেক চমৎকার ছবি অংকন করতে পারেন । সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অসাধারণ হয়েছে পোস্টি।সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ

বাহ্ চমৎকার আর্ট করেন আপনি। মুগ্ধ হয়ে গেলাম, আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করছেন, এবং আর্ট করার প্রক্রিয়া দেখিয়ে দিয়েছেন অনেক ভালো লাগলো। এতো প্রতিভা কোথায় রাখেন ভাই। আপনি তো নাম্বার ওয়ান আর্টিস্ট। ভালো লাগলো ভাই অসংখ্য ধন্যবাদ। শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনি অসাধারণ একটা চিত্র অংকন করেছেন। চিত্র টি দেখে মন জুড়িয়ে গেল। প্রতি টি ধাপ সুন্দর করে তুলে ধরেছেন। আপনি বেশ চমৎকার অংকন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ দাদা

আপনি অনেক সুন্দর আর্ট করেন। অনেক মনমুগ্ধকর হয়েছে। আপনি অনেক চমৎকার আর্ট করেছেন। আপনি প্রতিটি ধাপে ধাপে অনেক সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। যে কেউ চাইলে আপনার ধাপগুলো ফলো করে এই আর্টটি সাহজ ভাবে করতে পারবে। আপনার কাছে থেকে আরো সুন্দর আর্ট আমরা দেখতে চাই। মনীষা আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করো।

ধন্যবাদ

Loading...

আপনি অনেক সুন্দর একটি ছবি এঁকেছেন। এই ছবিটি দেখে বুঝা যাচ্ছে আপনি খুব ভালো ছবি আঁকান।এই ছবির মাধ্যমে আপনার এফোর্ড এবং ধৈর্য দুটোই বোঝা যাচ্ছে। আপনি আপনার এমন সৃজনশীল কাজের মাধ্যমে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন বলে আমি আশা করি। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ

ধন্যবাদ ভাই

আপনার আর্টি অনেক চমৎকার হয়েছে। আমিও চেষ্টা করবো আপনাদেওয়া ধাপ অনুসরণ করে এটি দৃশ্য আঁকার জন্য। আর শখের মধ্যে আর্ট অন্যতম। আমি অবসর সময়ে আর্ট করতে ভালো বাসি৷ আমি আপনার আর্ট থেকে নতুন কিছু শিখতে পরলাম।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

ধন্যবাদ

আপনার অঙ্কিত চিত্র দেখে আমি মুগ্ধ হলাম। চিত্রটির মাধ্যমে গোধূলি সন্ধ্যা বেলা উপস্থাপন করেছেন আপনি। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। গ্রামের গোধূলি সন্ধ্যা বেলা দেখতে বেশ ভালো লাগে। যাদের চিত্র অঙ্কন করা শেখার খুব ইচ্ছা তারা আপনার স্টেপগুলো ফলো করে খুব সহজে চিত্র অঙ্কন করা শিখতে পারে।এই অঙ্কিত চিত্র থেকে নতুন কিছু শিখতে পারলাম।আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য

ধন্যবাদ

প্যাস্টেল রং-পেন্সিল এর সাহায্যে গোধূলির দৃশ্য অঙ্কনটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার আর্ট দেখে মনে হচ্ছে অনেক সুন্দর আর্ট পারেন। রং পেন্সিলের সাহায্য এতো সুন্দর আর্ট ভাবাই যায় না। প্রতিটি ধাপ আপনি বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই।

ধন্যবাদ

আপনার আর্ট দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। আসলেই অসাধারণ আর্ট করছেন। পোস্ট কোয়ালিটি যথেষ্ট ভাল হয়েছে। প্রতিটি ধাপ বেশ সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন।

ধন্যবাদ

প্যাস্টেল রং-পেন্সিল এর সাহায্যে গোধূলির দৃশ্য অঙ্কন অসাধারণ হয়েছে। চিত্র টি রংতুলির মাধ্যমে সুন্দর ভাবে ফুটে উঠেছে। এই দৃশ্যটি দেখে মুগ্ধ হয়ে গেছি। চিত্র অংকনটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখেছেন।

ধন্যবাদ