লিচুর জন্য দিনাজপুর জেলা বিখ্যাত।

in hive-131369 •  2 years ago  (edited)

Steem__For___tradition এর সকল ভাই, বোন, বন্ধু ও সদস্যবৃন্দগণ সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্য সম্প্রদায়ের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসায় আমিও ভালো আছি। Steem For tradition আজকে আমি আপনাদের মাঝে দিনাজপুর জেলার লিচু একটি পোস্ট শেয়ার করব।ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে শুরু করা যাক,

Cover photo
PhotoCollage_1684757723588.jpg
লিচু
IMG_20230518_181639.jpg

দিনাজপুরের লিচু। দিনাজপর জেলা লিচুর জন্য বিখ্যাত। দিনাজপুর জেলায় প্রতি বছর প্রচুর পরিমানে লিচু হয়ে থাকে।সারা বাংলাদেশের লোক লিচুর সময় একবার হলেও দিনাজপুর জেলাকে মনে করে। কারণ সারা বাংলাদেশর লোক জানে যে দিনাজপুর লিচু জন্য বিখ্যাত। লিচু বছর একবার হয়ে থাকে। আর লিচু খায় না এমন লোক খুব কমই পাওয়া যাবে।

IMG_20230518_181657.jpg

দিনাজপুর জেলার লিচু সারা বাংলাদেশ আমদানি করা হচ্ছে। আর এখন লিচুর সিজিন। আমরা সবাই লিচু খাই।লিচু অনেক মিষ্টি হয়। লিচু বাংলাদেশের কম বেশি সব জায়গাতেই পাওয়া যায়। যারা লিচু বিক্রি করে তাদেরকে আমরা পাইকার বলি। এখানে দুই ধরনের পাইকার আছে। একজন পাইকার প্রথমে লিচুর বাগানের মালিকের সাথে দরদাম করে বাগান ক্রয় করে। আবার লিচু যখন পাক আসে,তখন আবার এই পাইকারী লোকটায় অন্য একজন পাইকারীকে ১০০ দ্বারা দরদাম করে বিক্রি করে দেয়। আর আমাদের দিনাজপুরের লিচু ট্রাক লোড দিয়ে সারা বাংলাদেশ আমদানি করা হয়।

IMG_20230518_181745.jpgIMG_20230518_181657.jpg
IMG_20230518_181632.jpgIMG_20230518_181157.jpg
IMG_20230523_184001.jpgIMG_20230523_183954.jpg

আমাদের দিনাজপুর বড় মাঠে লিচুর আড়ৎ বসে। সেই আড়ৎ থেকে পাইকাররা ট্রাল লোড দেয়। দিনাজপুর জেলায় বেশ কয়েক লিচুর আবাদ হয়। যেমন,মাদ্রাজী,বেদনা, বোম্বাই ও চায়না ৩ ইত্যাদি। মাদ্রাজী ও বেদনা ১০০ লিচু ৪০০ টাকা। আর বোম্বাই ও চায়না ১০০ লিচু ৬০০ থেকে ৭০০ টাকা। আর এই লিচু গুলা বেশ দিনাজপুর জেলায় বেশ কয়েকটি থানায় বেশি পাওয়া যায়। সব চেয়ে চায়না ও বোম্বাই লিচু খেতে ভালো হয়। চায়না ও বোম্বাই লিচুর দানা বেশি। দিনাজপুর জেলায় বেশ কয়েকটি থানায় এই লিচু গুলা বেশি আকারে পাওয়া যায়। যেমন,চিরিরবন্দর, বিরল, বীরগঞ্জ, বিরামপুর,কোতোয়ালী ইত্যাদি। এখনো বোম্বাই ও চায়না লিচু পাক আসে নাই। এখন মাদ্রাজী ও বেদনা লিচু হাট বাজারে পাওয়া যাচ্ছে। এর পরে বোম্বাই ও চায়না লিচু পাওয়া যাবে। এই ছিল আজকের দিনাজপুরের লিচু নিয়ে বিস্তারিত আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।


ছবি সংক্রান্ত তথ্যাবলিঃ
ডিভাইসitel
ফটোগ্রাফার@as-arfat435
লোকেশনপার্বতীপুর

আল্লাহ হাফেজ

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আমার পরিচয়

1671532513874.jpg

আসসালামুআলাইকুম,আমার নাম মোঃ ইয়াসিন আরাফাত । আমার স্টিমিট ইউজার নেম @as-arafat435। আমি দিনাজপুর জেলার, পার্বতীপুর উপজেলার একজন বাসিন্দা। আমি ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসায় ইন্টার ফাস্ট ইয়ারে পড়াশোনা করি।পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করতেছি। আমি ভ্রমণ করতে অনেক ভালবাসি।আমার প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমি ক্রিকেট খেলতে ভালবাসি।সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।এই কামনা করছি। আল্লাহ হাফেজ।

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

You can also vote for @bangla.witness witnesses

3zpz8WQe4SNGWd7TzozjPgq3rggennavDx3XPY35pEAVnpvDGTmz6yM4BdeUwpQ8vMxtR3sQse9kG46R2Lk4NBaGfzPmL5tiA85DdFd7TDvbMGaNMAY2RBgSWfNp5kM1Qjr3515gWKvjxzADBcu4.png
Vote for @bangla.witness
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। দিনাজপুরের লিচু সারা বাংলাদেশের ছড়িয়ে পড়ে। অনেক সুস্বাদু হয় দিনাজপুরে লিচু। আপনি অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন ভাই। ফটোগ্রাফি দারুন হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই লিচু নিয়ে এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

দিনাজপুরের লিচুর চাহিদা সারা বাংলাদেশে ব্যাপক। দিনাজপুরে লিচুর দাম তুলনামূলক কিছুটা কম অন্যান্য জায়গায় দাম অনেক বেশি। লিচু নিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন। ভাই শুভকামনা রইল

ধন্যবাদ ভাই

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

ধন্যবাদ ভাই

লিচু দিনাজপুর অঞ্চলের ঐতিহ্যবাহী ফল।লিচু আমার পছন্দের একটি খাবার। লিচু দিনাজপুর বিখ্যাত। লিচু নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই।

ধন্যবাদ আপু

দিনাজপুরের বিখ্যাত লিচু নিয়ে অনেক কিছু লিখেছেন বড় ভাই। আপনার পোস্টটি পড়ে অনেক ভালই লাগলো। দিনাজপুরের লিচু সারা বাংলাদেশে বিখ্যাত। আমাদের দিনাজপুরের লিচুর দাম যেমন কম তেমন খেতে অনেক মজাদার। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই

DescriptionInformation
plagiarism-free
#steemexclusive
Verified user
Bot-free
300+ Words

We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.


Feedback / Observation
Regards
@toufiq777 (Moderator)
Steem For Tradition

দিনাজপুর জেলার লিচুর জন্য বিখ্যাত আমরা গর্বিত। বিভিন্ন জায়গার দেশের বাইরে থেকে ফোন দেয় আমাকে লিচুর জন্য এই সময় আসলেই। ভালই লাগে আমাদের লিচুর কথা তারা জানে। আপনি অনেক সুন্দর পোস্ট লিখেছেন ভাই। আপনার জন্য শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাই

যুগ যুগ ধরে লিচুর জন্য বিখ্যাত হয়ে আসতেছে দিনাজপুর জেলা।দিনাজপুর জেলায় সব থেকে বেশি লিচু উৎপন্ন করা হয় আমাদের দেশে। লিচু নিয়ে বিস্তারিত তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। ভাই খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন।

ধন্যবাদ ভাই

লিচু নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।দিনাজপুর অঞ্চল এই লিচুর জন্য বিখ্যাত। আর এখন ১০০ লিচুর দাম মাত্র ২০০-২৫০ টাকা। অনেক সুন্দর একটি পোস্ট করেছেন। ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই

Feedback / Observation

দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত। আর দিনাজপুর শহরের লিচু সারা দেশে চাহিদা অনুযায়ী রপ্তানি করা হয়। তবে এই লিচুর জন্য দিনাজপুর জেলার এতো সুনাম রয়েছে। লিচু নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ

IMG-20230413-WA0003.jpg

ধন্যবাদ ভাই

বাহ্ অনেক সুন্দর একটা পোস্ট উপস্থাপন করছেন ভাই, দিনাজপুর হলো লিচুর জন্য বিখ্যাত। কারন দিনাজপুর অঞ্চলে বেশির ভাগ মানুষ লিচু ব্যবসা করে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই ছবি গুলো দেখে খুব ভালো লাগলো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই