ডিম সবজির মজাদার রেসিপি

in hive-131369 •  last year  (edited)

আজ রবিবার
২০ আগষ্ট

আসসালামু আলাইকুম।
প্রিয় স্টিমবাসি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিম ফর ট্রেডিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। আজ আমি আপনাদেরকে ডিম সবজির একটা রেসিপি করে দেখাবো। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতিতে একটি ডিম দিয়ে কিভাবে রান্না করা যায়। সেটা দেখানোর চেষ্টা করবো । আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

Picsart_23-08-19_21-22-31-060.jpg
কভার ফটো
ডিম সবজির রেসিপি
উপকরণ
উপাদানপরিমাণ
ডিম১ পিস
আলু২ পিস
মুখি৩, ৪ পিস
বরবটি২০০ গ্রাম
কাঁচামরিচ৫,৬ পিস
পিঁয়াজ কুঁচি১ কাপ
হলুদ গুঁড়া১ চামচ
মরিচ গুঁড়া১ চামচ
ধনিয়ার গুঁড়া১ চামচ
জিরা গুঁড়া১ চামচ
লবণস্বাদমতো
তেলপরিমাণ মতো

আমি এই সামান্য উপকরণ দিয়েই রান্না করবো, আমি আদা, রসুন, এবং অন্যান্য মসলা ব্যবহার না করেই আমি এই রান্নাটা করবো। তো চলেন শুরু করি।

ধাপ ১
  • প্রথমে ডিম ভাজি করে নিতে হবে, আমি ১ টা ডিম ভাজি করেই রান্নাটা করবো। ডিম ভাজি করার জন্য প্রথমে পিঁয়াজ, মরিচ কেটে নিতে হবে এবং সেখানে ডিম ভেঙ্গে দিতে হবে। ও পরিমাণ মতো লবণ দিতে হবে।
IMG_20230819_120442_878.jpg
ধাপ ২
  • এবং ডিম মিশিয়ে নিতে হবে। যাতে সমস্ত উপকরণ ডিমের সাথে মিশে যায়।
IMG_20230819_120707_543.jpg
ধাপ ৩
  • এবার কড়াইয়ে তেল গরম করার জন্য তেল দিয়ে দিতে হবে। চুলা হালকা আচে রাখতে হবে।
IMG_20230819_120809_612.jpg
ধাপ ৪
  • এবার গরম তেল এ ডিম ছেড়ে দিতে হবে। ডিম ভাজি করার জন্য।
IMG_20230819_120905_721.jpg
ধাপ ৫
  • এবার ডিম উল্টিয়ে দিতে হবে যাতে ভাজা পরিপূর্ণ হয়।
IMG_20230819_121023_844.jpg
ধাপ ৬
  • ডিম ভাজি হয়ে গেলে কেটে নিতে হবে। এবং তুলে রেখে দিতে হবে।
IMG_20230819_121155_976.jpg
ধাপ ৭
  • ডিম ভাজি হয়ে গেছে, এবার আমাকে সবজি নিয়ে নিতে হবে। যেহেতু রান্নাটা আমার সবজি দিয়ে করতে হবে। তাই আমি সবজি সাইজ মতো কেটে নিয়েছি।
IMG_20230819_120412_933.jpg
ধাপ ৮
  • এবার আমি মূল রান্নাতে চলে যাব, কড়াইয়ে তেল এর সাথে পিঁয়াজ কুঁচি, মরিচ ফালি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে।
IMG_20230819_121232_887.jpg
ধাপ ৯
  • এবার আমাকে মসলা যোগ করে নিতে হবে, যেমন লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া যোগ করে নিতে হবে।
IMG_20230819_121344_156.jpg
IMG_20230819_121450_183.jpg
IMG_20230819_121521_184.jpg
ধাপ ১০
  • এবার আমাকে মসলা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
IMG_20230819_121659_896.jpg
ধাপ ১১
  • এবার মসলার সাথে কেটে রাখা সবজি যোগ করে নিতে হবে।
IMG_20230819_122129_540.jpg
ধাপ ১২
  • এবার সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। যাতে মসলা সবজির সাথে মিশে যায়।
IMG_20230819_122153_678.jpg
ধাপ ১৩
  • এবার ঢেকে দিতে হবে, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়।
IMG_20230819_122215_792.jpg
ধাপ ১৪
  • এবার মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে।
IMG_20230819_123024_682.jpg
ধাপ ১৫
  • এবার পানি যোগ করে নিতে, ঝোল রাখার জন্য, এবং সবজি ঠিকমতো সিদ্ধ করার জন্য ।
IMG_20230819_123108_199.jpg
ধাপ ১৭
  • এবার ঢেকে দিতে হবে, যাতে পরিপূর্ণ রান্না হয়ে যায়।
IMG_20230819_123741_461.jpg
ধাপ ১৮
  • এবার আমি সবজির সাথে ডিম যোগ করে নিবো। এবং জিরার গুঁড়া নিয়ে নিবো এবং ১০ মিনিট পর নামিয়ে নিবো।

IMG_20230819_123715_788.jpg

ডেকোরেশন
  • আলহামদুলিল্লাহ আমার রান্না পরিপূর্ণ হয়ে গেছে। এবার ডেকোরেশন করে নিলাম।
IMG_20230819_124904_413.jpg
পরিবেশন
  • এবার আমি পরিবেশন করে নিলাম।
IMG_20230819_124929_076.jpg

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে একটি ডিম দিয়ে কিভাবে রান্না করা যায় সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। আমার রেসিপিটা কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই। আবারও লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণডিম সবজির রেসিপি
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ্। আপনি অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন।আপনাদের রেসিপিটি আমার কাছে নতুন মনে হল। কারণ মুখি আর বরবটি একসাথে আমার কখনো খাওয়া হয়নি। রান্নার। সবগুলো ধাপ আপনি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ফাইনাল আউটপুটটি দারুন হয়েছে। ধন্যবাদ।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ডিম সবজির মজাদার রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন আপনি। দেখেই খাওয়ার ইচ্ছে করতেছে কারণ ডিম আমার পছন্দের একটি খাবার। এবং এই রেসিপিটা আজকে প্রথম দেখলাম এভাবে কোনদিন খাওয়া হয়নি তবে বাসায় চেষ্টা করব। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ডিম দিয়ে সবজির তরকারি এটা আমার কাছে নতুন একটি রেসিপি লেগেছে।ডিম সব সময় ভালো লাগে কিন্তু এভাবে কখনো খাওয়া হয়নি।আপনার রেসিপির পোস্ট অনেক সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।সে সাথে আমারও নতুন একটি রেসিপি জানা হলো।আপনার ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

ডিম সবজির মজাদার রেসিপি দেখেই জিভে জল চলে আসতেছে।আপনি মশলা ছাড়ায় অনেক সুন্দর ভাবে ডিম সবজি রান্না করছেন।ডিম সবজি খেতে খুব ভালো লাগে। আপনার রান্নার ধাপ গুলো যে কেউ ফলো করলে রান্না করতে পারবে।আপনি খুব সুন্দর ভাবে রান্নার ধাপ গুলো উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ডিম ও সবজির মজাদার রেসিপি সম্পর্কে খুব সুন্দর একটি পোস্ট উপস্থাপন করছেন ভাই। রান্নার প্রতিটি ধাপ অসাধারণ কিছু ফটোগ্রাফি মাধ্যমে খুব সুন্দর ভাবে আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য।

অসাধারণ একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। আপনি বরাবরই অসাধারণ পোস্ট আমাদের সাথে শেয়ার করেন। আজকের রেসিপি পোষ্টটি এর ব্যতিক্রম ছিলনা। তবে আমার একটা প্রশ্ন ছিল ভাই! মুখি কি জিনিস? নামটা আমার কাছে একদম নতুন। আপনি রেসিপি গুলোর ডেকোরেশন অনেক সুন্দর করতে পারেন। সবজি দিয়ে ডিমের রেসিপি টা অনেক সুন্দর হয়েছে ভাইয়া। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

কচু, আলুর মতো বাজারে পাওয়া যায়, আমাদের আঞ্চলিক ভাষার মুখি বলে। ধন্যবাদ আপনাকে


This is a manual curation from the @tipu Curation Project.
Also your post was promoted on Twitter by the account josluds

@tipu curate

ডিম ও সবজির দারুন একটা রেসিপি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বরাবরের মতই অনেক সুন্দর ফটোগ্রাফিসহ পোস্ট করেছন। রান্নার প্রতিটি ধাপ অত্যন্ত স্পষ্ট।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Loading...

চড়া বাজারে আসলেই অনেক উপকার করলেন। বর্তমানে ডিমের দাম তুলনামূলক বেশি হলেও খাওয়া যায়। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে রান্না করার নিয়ম গুলো আপনি দেখিয়ে দিয়েছেন যা দেখে রান্না করা সহজ হবে বলে আমি মনে করি। এই রান্না গুলো অনেক ইউনিক এবং মজার হয়ে থাকে ভাই। আমি আগে জানতাম না আপনি এতো রকমের রান্না পারেন। অসংখ্য ধন্যবাদ এমন একটি রান্না আমাদের সাথে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ডিম সবজির অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ডিম সবজির এমন রেসিপি গুলো আমার খুবই প্রিয়। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং মজাদার হয়েছে। রান্নার প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন। শুভকামনা রইলো আপনার জন্য আপু।

আপু🤔

ডিম সবজি অনেক সুন্দর একটি রেসিপি। ডিম সবজি খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। আপনি ডিম সত্যি দিয়ে অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এসব রেসিপি আমাদের গ্রাম অঞ্চলে বেশি চলে। এছাড়াও আপনি রেসিপিটির পুরো পদ্ধতি খুব সহজে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  ·  last year (edited)

দেখে কমেন্ট করেন!
আপু😂

ভাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন ডিমের দাম ও ঊর্ধ্বগতিতে চলতেছে। বিশেষ করে সাধারণ মানুষের পক্ষে ডিম খাওয়া এখন অনেক ব্যয়বহুল হয়ে পড়েছে। কি আর বলি আপনারা তো সরকারি লোক আপনাদের আবার কিসের চিন্তা।যাইহোক খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন সবজি দিয়ে ডিম রান্না করেছেন। দারুন একটি পোস্ট উপহার দিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর ও মজাদার একটা রেসিপি শেয়ার করেছেন। আমিও বাড়িতে কয়েকবার এই রেসিপিটি খেয়েছিলাম। আমার মা অনেক ভালো রান্না করতে পারে এই রেসিপিটি। আপনিও অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।