কন্টেস্ট- আমার জীবনে ঘটে যাওয়া বৃষ্টির দিনের মজার স্মৃতি

in hive-131369 •  last year 

আজ মঙ্গলবার
২২ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম।
প্রিয় স্টিমবাসি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। স্টিম ফর ট্রেডিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য রইলো অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। আজকে আমি বৃষ্টির দিনে ঘটে যাওয়া মজার স্মৃতি সম্পর্কে বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেরি কেনো চলেন শুরু করা যাক।

Picsart_23-08-22_13-57-40-505.jpg
কভার ফটো
🌧️🌩️🌦️বৃষ্টির দিনের মজার স্মৃতি ⛈️🌦️🌧️

বৃষ্টি মানেই সোনালী শৈশব। বৃষ্টির দিনে মনে পড়ে যায় সেই দুরন্ত শৈশবের কথা। আজ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে ছোট বেলার সেই দুরন্ত স্মৃতিগুলো মনে পড়ে গেলো। তাইতো আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হলাম। যখন স্কুলে যেতাম, বৃষ্টি আসলেই ভিজতে শুরু করতাম। ভিজে ভিজে বাড়ি আসতাম। বাবা মায়ের বকুনি শুনতে হতো। বকুনির মাঝেই বৃষ্টি ভেজার আনন্দটা উপভোগ করতাম।

IMG_20230816_141354_281.jpg

বৃষ্টি হলেই আমি স্কুল থেকে ভিজে ভিজে বাড়ি আসতাম। একবার আমি বৃষ্টিতে ভিজে বাড়ি আসার পর আমার অনেক জ্বর হয়েছিলো। বাবা মা অনেক চিন্তায় পড়ে গেছিলো। তারপর থেকে আমার বৃষ্টিতে ভেজা বারণ ছিলো।

IMG_20230813_203058_209.jpg
IMG_20230822_130507_899.jpg
IMG_20230822_130222_994.jpg

সাধারণত বাংলাদেশে ভারী বর্ষণ হয় জুলাই, আগষ্ট এবং সেপ্টেম্বর মাসে। এবং জানুয়ারি ফেব্রুয়ারিতেও হালকা বৃষ্টি হয়। এবং বাংলা মাস বৈশাখ মাসে বৃষ্টি হয়। বৈশাখ মাসে আমাদের এদিকে কাল বৈশাখী ঝড় হয়, আর এই ঝড়ের দিনে আম কুড়াতাম। ভিজে ভিজে আম কুড়াতে অনেক সুখ। আপনারা হয়তো ঝড়ের দিনে আম কুড়িয়েছেন। আমি আমার বন্ধুদের সাথে আম কুড়াতাম। আম কুড়ানো শেষ হলে নদীতে গোসল করতাম। নদীর কাছে আমার বাড়ি, তাইতো নদীর সাথে আমার গভীর মিতালী। বৃষ্টির সময় নদীর পানি গরম থাকতো। নদীতে গোসল করতে বেশ মজা হতো।

IMG_20230822_132406_494.jpg

বৃষ্টির পানির উপকারিতাঃ

  • বৃষ্টির পানি ক্যান্সার রোগীদের জন্য এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।
  • বৃষ্টির পানিতে কানের সমস্যা সমাধান হয়, কানের ব্যথা বা ইনফেকশন দূর করতে বৃষ্টির পানি অনেক উপকারী।
  • বৃষ্টির পানির রাসায়নিক মুক্ত পানি।
  • বৃষ্টির পানিতে ভিজলে চুলের গোড়া মজবুত হয়।
  • বৃষ্টির পানিতে ভিজলে উজ্জ্বলতা বৃদ্ধি পায়।
  • বৃষ্টির পানি ধুলাবালি দূর করতে সাহায্য করে।
  • কৃষকের ফসলের জমির জন্য বৃষ্টির পানি অনেক উপকারী।
  • পরিবেশ ঠান্ডা থাকে বৃষ্টি হওয়ার কারণে।
IMG_20230822_132438_362.jpg

বৃষ্টির পানির অপকারিতাঃ

বৃষ্টির পানির অপকারিতা তেমন একটা লক্ষ্য করা যায় না তবে -

  • অতিরিক্ত বৃষ্টিতে ভেজার কারণে ঠান্ডা, জ্বর, কাশি হতে পারে।

  • বৃষ্টির পানি সরাসরি পান করা ক্ষতিকর।

  • অতি বৃষ্টির কারণে কৃষকের ফসল পানিতে ডুবে যায়, ফসল নষ্ট হয়। এতে কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হয়।

  • বৃষ্টির দিনে দিনমজুর এবং রিক্সাচালকদের অনেক কষ্ট হয়। সেদিন তাদের আয় রোজগার থাকে না।

IMG_20230822_130746_545.jpg

বৃষ্টি বিলাসঃ

বৃষ্টি হলেই আমি সেই দুরন্ত শৈশবে ফিরে যাই, এখনো আমি বৃষ্টিতে ভিজি। বৃষ্টির দিনে ঘরে বসে সবাই মিলে লুডু খেলতাম। সেগুলো এখন সোনালী অতীত। তবে বৃষ্টি হলে এখনও ভিজতে আনন্দ পাই। তাই আমি বৃষ্টি হলে নিজেকে ধরে রাখতে পারি না। আজ ও আমি বৃষ্টিতে ভিজে সেই সোনালী শৈশবে ফিরে গিয়েছিলাম।

IMG_20220803_181900_203.jpg
IMG_20220803_181836_350.jpg

বৃষ্টির দিনে গান শুনতেও ভালো লাগে, বৃষ্টি নিয়ে লিখতে লিখতে বৃষ্টির গান মনে পড়ে গেলো।রিমঝিম এ ধারাতে, চায় মন হারাতে। রিমঝিম এ ধারাতে, চায় মন হারাতে। এই ভালোবাসাতে আমাকে ভাসাতে। বাকিটা তো জানা নেই আপনারা শুনে নিয়েন বাকিটা।

🌧️বৃষ্টির দিনের স্থিরচিত্র 🌧️
IMG_20230822_132451_144.jpg
IMG_20230822_132447_986.jpg
IMG_20230822_132438_814.jpg
IMG_20230822_132416_004.jpg
IMG_20230822_130500_741.jpg
IMG_20230822_125713_024.jpg
IMG_20230816_141518_7.jpg
IMG_20230607_161848_842.jpg

বৃষ্টি হচ্ছে, টিনের চালের শব্দ উপভোগ করতে করতে, অনেক স্মৃতি মনে পড়ে যায়। বৃষ্টি হলেই স্কুল ফাঁকি দিতাম। যদি কখনো ভোর বেলা বৃষ্টি হতো, মনে মনে ভাবতাম এই বৃষ্টি যেন শেষ না হয়। বৃষ্টি শেষ হলে মন খারাপ হয়ে যেতো। মনে হতো যদি বৃষ্টি না শেষ হতো তাহলে স্কুলে যাওয়া লাগতো না।

IMG_20230713_221232_206.jpg

বার বার মনে পড়ে সেই ছোট্টবেলার কথা। আবার যদি ফিরে যেতে পারতাম সোনালী শৈশবে। তাহলে কতোই না ভালো হতো ।কেমন লাগলো আমার জীবনে ঘটে যাওয়া বৃষ্টির দিনের স্মৃতি নিয়ে সামান্য লেখাটা, সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই। আবারো লিখবো অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে।

এই প্রতিযোগিতায় আমি আমার ৩ জন বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি @samyank, @varshav & @enamul17

সবাইকে অসংখ্য ধন্যবাদ
মোবাইল সংক্রান্ত তথ্যঃ
মোবাইলTECNO CAMON 16 PRO
ধরণবৃষ্টির দিনের মজার স্মৃতি
ক্যামেরা৬৪ মেগাপিক্সেল
ফটোগ্রাফার@aslamarfin
অবস্থানসৈয়দপুর, নীলফামারী।
আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনাকে দেখেই তো বৃষ্টি-বিলাস মনে হচ্ছে। যাহোক বেশি পানিতে আমি ভিজতে পারি না। আপনি আপনার কনটেস্টের পোস্টটি দারুন ভাবে তুলে ধরেছেন। বৃষ্টির অনেক উপকারিতা রয়েছে আবার অনেক অপকারিতাও রয়েছে। তবে এবছর বৃষ্টি খুবই কম হয়েছে। ছবিগুলো দারুন হয়েছে। প্রতিযোগিতার জন্য শুভকামনা জানাচ্ছি।

ধন্যবাদ আপু

আপনার বৃষ্টির দিনের শেষের কথাগুলো পড়ে অনেক ভালো লাগলো ভাই। বৃষ্টি মানেই আলাদা অনুভূতি বৃষ্টি হলে যেন সেই শৈশবে ফিরে যেতে মন চায়। বৃষ্টির দিনে মাঝে মাঝে এখনো ভিজা হয় আমার আমার ছোট ভাইদের ভিজতে দেখি তখন নিজেও চলে যাই তাদের সঙ্গে।দারুন ফটোগ্রাফি করেছেন আপনি অনেক ভালো লাগলো। আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে না তাই ফটো তুলতে পারছি না কনটেস্টে অংশগ্রহণ ও করতে পারতেছি না এমন একটা অবস্থা। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাই

আসলেই ভাই ,বৃষ্টির দিনে আমরাও স্কুল থেকে ফেরার সময় ভিজে ভিজে আসতাম এবং বাসায় এসে বকুনি খেতাম। কিছু কিছু সময় আপু ছাতা নিয়ে স্কুলে এগিয়ে যেতেন। বৃষ্টির উপকারিতা গুলো আপনি অসাধারণ ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। আমি আগে বৃষ্টির উপকারিতা সম্পর্কে এত কিছু জানতাম না। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু

বৃষ্টি মানেই অনেক আনন্দ। আর এই বৃষ্টি তে ভিজতে অনেক ভালো লাগে।যখন বৃষ্টি আসে তখন আমি সবর্দা ভেজার চেষ্টা করি। তাছাড়া বৃষ্টি হলে আমরা চলে যাই ফুটবল খেলার জন্য। সবাই মিলে ফুটবল খেলার পর সবাই মিলে নদীতে যাই গোসল করার জন্য। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাই। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই

আমি নিজেও প্রায় সময় স্কুল থেকে ভিজে ভিজে বাসায় আসতাম ভাই। বৃষ্টির অনেক উপকারের কথা আপনি আমাদের বললেন যা আমি আগে জানতাম না।বৃষ্টি পড়তে দেখলে আমার নিজের ছোট বেলার কথা মনে পড়তো। আমি প্রায় সময় বৃষ্টির দিনে মাছ চুরি করতাম। আপনার পোস্ট থেকে শৈশবের কথা খুব মনে পড়তেছে ভাই। মনে হচ্ছে বড় হওয়াই ভুল। তবে আপনি অনেক মজা করতেন শৈশবে।

ধন্যবাদ ভাই।

Feedback / Observation

বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে। যেদিন করে আসতো সেদিন বৃষ্টিতে ভিজে ভিজে আম কুড়াইতাম। বৃষ্টির আম কুড়াতে ভীষণ ভালো লাগে। আমি যখন ছিলাম বৃষ্টি আসলেই অনেক খুশি হতাম কারন বৃষ্টি আসলেই কোন না কোন অজুহাত দেখিয়ে স্কুল আর যেতাম না। এছাড়াও বৃষ্টির দিনে বিরহের গান শুনতে ভালো লাগে। 😁 বিশেষ করে আসিফ আকবরের গান। সুন্দর একটি উপস্থাপনা।

ভুল বানানঃ নাই। 🙂
অনুপস্থিত শব্দ(Missing Word): 🙂
ভাষার গরমিলঃ নাই। 🙂
Regards
@md-sajalislam (Moderator)
Steem For Tradition

অসংখ্য ধন্যবাদ ভাই

ভাই আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার পোস্ট পড়ে মনে হচ্ছিল আমি যেন সেই ছোটবেলায় ফিরে গিয়েছি। বৃষ্টিতে ভিজতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই

ধন্যবাদ ভাই

আপনি আপনার শৈশবের স্মৃতি নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট তৈরি করেছেন ভাইয়া। আসলে বৃষ্টি আমাদের উপকারে লাগে এটা আমিও আগে জানতাম না আপনার কাছে এটা আজকে জানতে পারলাম। আর বৃষ্টি আসলে আমি প্রায় গোসল করে থাকি বৃষ্টির পানিতে গোসল করতে অনেক মজাই লাগে এবং আমাদের এলাকায় বৃষ্টির সময় প্রচুর পরিমাণে ফুটবল খেলা হয়ে থাকে। আপনার এই বৃষ্টির গল্প শুনে আমার শৈশবের কিছু স্মৃতি মনে পরে গেল। ধন্যবাদ ভাইয়া ,

ধন্যবাদ ভাই

বৃষ্টির পানিতে ভিজতে আমাকেও খুব ভালো লাগে।আপনি ঠিক বলছেন ভাই এইরকম ঝড়ের দিন আম কুড়াতে খুব ভালো লাগে।আমিও এইরকম বৃষ্টির মধ্যে বন্ধুদের সাথে আম কুড়াতাম।স্কুল থেকে বাসায় আসার সময় আমিও ভিজে ভিজে আসতাম।আপনি খুব সুন্দর একটা পোস্ট উপস্থাপন করেছেন।বৃষ্টির উপকারীতা এবং অপকারীতা খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

বৃষ্টি দিনে এভাবে গোসল করার মজাই আলাদা। বৃষ্টির দিনে আপনার স্মৃতি গুলো দেখে ভালোই লাগল।