||আপনার এলাকার যেকোনো একটি পুরাতন স্থাপনা সম্পর্কে লিখুন||

in hive-131369 •  last year 

আসসালামু আলাইকুম, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির পক্ষ থেকে একটি সুন্দর ও চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করি সকলে অংশগ্রহণ করার চেষ্টা করবেন।

Polish_20230829_192040937.jpg

ছবি সোর্স

আমরা যারা এই কমিউনিটিতে কাজ করি সকলের বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই পুরাতন অনেক স্থাপনা রয়েছে। আমরা আপনাদের এলাকার সেই পুরাতন স্থাপনা গুলো সম্পর্কে জানতে চাই। আপনার এলাকার যেকোন পুরাতন স্থাপনা নিয়ে লিখতে পারেন যেমন মসজিদ, মন্দির,জমিদার বাড়ি ইত্যাদি।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়মঃ
  • আপনার এলাকার যেকোনো একটি পুরাতন স্থাপনা নিয়ে লিখুন।

  • কমপক্ষে ৩০০ শব্দের একটি পোস্ট তৈরি করতে হবে।

  • কোন প্রকার চুরি বা কপিরাইট ইমেজ ব্যবহার গ্রহণযোগ্য হবে না।

  • বাংলা ও ইংরেজি ভাষায় পোস্ট লিখতে পারবেন।

  • প্রতিযোগিতার পোস্টটিকে আপভোট করুন, মন্তব্য করুন এবং রিস্টিম করুন।

  • পোস্টে #steemexclusive, #sft-build ট্যাগ ব্যবহার করতে হবে।

  • পোস্ট অবশ্যই টুইটারে টুইট করতে হবে৷ ট্যাগ - $steem #steemit #steem #sft @steemit

  • 3 জন ব্যক্তিকে মেনশন করতে হবে৷ অবশ্যই অন্য কমিউনিটির একটিভ মেম্বার হতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের রিওয়ার্ডঃ
মোট সংখ্যাস্টীম পরিমান
১ম পুরষ্কার১২ স্টীম
২য় পুরষ্কার৮ স্টীম
৩য় পুরষ্কার৫ স্টীম
৪র্থ পুরষ্কার৩ স্টীম
৫ম পুরষ্কার২ স্টীম
প্রতিযোগিতায় অংশগ্রহনের শুরু ও শেষ তারিখঃ

৩০-০৮-২০২৩ থেকে ০৬-০৯-২০২৩ তারিখ দুপুর ১২ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে।

প্রতিযোগিদের বিজয়ী ঘোষিতঃ

স্টিম ফর ট্রাডিশন কমিউনিটির এডমিন ও মডারেটর প্রতিযোগিদের সকল পোস্ট দেখবে এবং যারা প্রতিযোগিতার সকল নিয়ম-কানুন মেনে পোস্ট করবে তাদের বিজয়ী বলে ঘোষিত করবে।

  • বিজয়ীদের পুরষ্কার ৬ সেপ্টেম্বর রাত ৯ টার হ্যাংআউটে ঘোষণা দেওয়া হবে।
আপনাদের সকলকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমন্ত্রণ করা যাচ্ছে।


JOIN WITH US ON DISCORD SERVER:

Support us by delegating STEEM POWER.
20 sp50 sp100 sp250 sp500 sp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ ইন্টারেস্টিং একটি টপিক।আমাদের আশেপাশে বিভিন্ন রকম স্থাপনা রয়েছে যেগুলো অনেক পুরনো।পুরনো স্থাপনা গুলো আমাকে অনেক ভালো লাগে দেখতে। আমি তো মাঝে মাঝে সেই স্থাপনা গুলো নিয়ে গুগলে ঘাটাঘাটি করি। যাই হোক অবশ্যই এই কনটেস্ট অংশগ্রহণ করার চেষ্টা করব ধন্যবাদ আপনাদেরকে।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতার বিষয়বস্তুটি খুবই সুন্দর হয়েছে এবং কমন হয়েছে। কেননা প্রায় সবার এলাকাতেই কোন না কোন প্রাচীন বা ঐতিহ্যবাহী স্থাপনা রয়েছে। আশা করি অনেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ধন্যবাদ এই প্রতিযোগিতার বিষয়বস্তুটিকে নির্বাচন করার জন্য। সবার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু

বাহ!!দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।প্রতিযোগীতার বিষয়টি সহজ হয়েছে। আশা করি সকলেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।

অনেক ধন্যবাদ আপু

দারুণ একটি কনটেস্ট এর আয়োজন করা হয়েছে। অবশ্যই চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য।

অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য করার জন্য। আশা করি এই প্রতিযোগিতায় সকলেই অংশগ্রহণ করবে। প্রত্যেকটি অঞ্চলে পুরাতন আপনারা রয়েছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা সেই স্থাপনা গুলো সম্পর্কে জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি আয়োজন করার জন্য।

অনেক সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

আবারো সুন্দর একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছেন @selimreza1 ভাইয়া। আমি অবশ্যই এই প্রতিযোগিতার জন্য ভালো কিছু ছবি তুলে প্রস্তুতি গ্রহন করব। অতি সিগ্রয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ স্টিম ফর ট্রাডিশন কমিউনিটিকে আবারো এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এবারের প্রতিযোগিতার বিষয়টিও খুব একটা কঠিন নয়। আশা করি আমরা সবাই আমাদের এলাকার একটি প্রাচীন স্থাপত্য নিয়ে লিখতে পারব। সবার জন্য শুভকামনা রইল।

আপনাকে অনেক ধন্যবাদ

দারুণ একটি কনটেস্ট এর আয়োজন করেছেন। চেষ্টা করব অংশগ্রহণ করার জন্য।

বেশ চমৎকার একটি বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই আয়োজন এর মাধ্যমে আমরা আমাদের এলাকার বিভিন্ন এতিহ্যবাহী কিছু স্হাপনার তথ্য জানতে পারব।আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।

সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করেছেন। প্রতিযোগিতার বিষয়বস্তু অনেক সহজ হয়েছে। কারণ আমাদের চারপাশে অনেক পুরাতন স্থাপনা রয়েছে।আমাদের বাড়ির পাশে একটি পুরাতন উপস্থাপনা রয়েছে। আমি এই প্রথম প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি।

আমার অংশগ্রহণ -

https://steemit.com/hive-131369/@aslamarfin/3gsvsk